এস.এল.এস.টি একাদশ ও দ্বাদশ শ্রেণি : প্রথম পর্ব
১) কবে, কোন্ পত্রিকায়, কোন্ ছদ্মনামে, কোন্ রচনার মধ্য দিয়ে অচিন্ত্যকুমার সেনগুপ্ত সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন?
★উত্তর - ১৯২১ খ্রিস্টাব্দে (১৩২৮ বঙ্গাব্দ) "প্রবাসী" পত্রিকায় "নীহারিকা দেবী" ছদ্মনামে "প্রথম প্রভাতে" কবিতার মধ্য দিয়ে অচিন্ত্যকুমার সেনগুপ্ত সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন।
২) অচিন্ত্যকুমার সেনগুপ্ত কবে, কোন্ পত্রিকা প্রকাশনার দায়িত্ব নেন?
★উত্তর - ১৯২৫ খ্রিস্টাব্দে "কল্লোল" পত্রিকা প্রকাশনার দায়িত্ব নেন।
৩) "টুটা-ফুটা" (১৯২৮), "কাঠ খড় কেরোসিন" (১৯৪৫), "হাড়ি মুচি ডোম" (১৯৪৮) --- এই গল্পগ্রন্থগুলি কার লেখা?
★উত্তর - অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা।
৪) অচিন্ত্যকুমার সেনগুপ্তের কোন্ উপন্যাসটি অশ্লীলতার জন্য বাজেয়াপ্ত হয়েছিল?
★উত্তর - "প্রাচীর ও প্রান্তর" (১৯৩২/১৩৩৯) উপন্যাসটি অশ্লীলতার জন্য বাজেয়াপ্ত হয়েছিল।
৫) কাজী নজরুল ইসলামকে কে, কোন্ গ্রন্থে "জ্যৈষ্ঠের ঝড়" বলে আখ্যায়িত করেছেন?
★উত্তর - অচিন্ত্যকুমার সেনগুপ্ত তাঁর "জ্যৈষ্ঠের ঝড়" নামক স্মৃতিচারণামূলক গ্রন্থে "জ্যৈষ্ঠের ঝড়" বলে আখ্যায়িত করেছেন।
৬) "অচিন্ত্যকুমার সেনগুপ্ত বাংলা সাহিত্যে 'কল্লোল'-এর দান। আর কল্লোলেই সাহিত্যে আধুনিকতার যাত্রারম্ভ। শুধু যাত্রারম্ভই নয়, 'সাহিত্যদৃষ্টির সে এক মহালগ্ন'।" --- কে, কোন্ গ্রন্থে এমন বলেছেন?
★উত্তর - জগদীশ ভট্টাচার্য তাঁর "আমার কালের কয়েকজন কথাশিল্পী" গ্রন্থে এমন বলেছেন।
৭) সরোজকুমার রায়চৌধুরী নেতাজি সুভাষচন্দ্র বসুর আগ্রহে কোন্ পত্রিকা সম্পাদনা করেন?
★উত্তর - "আত্মশক্তি" (পরবর্তী নাম "নবশক্তি") পত্রিকা সম্পাদনা করেন।
৮) সরোজকুমার রায়চৌধুরীর বিভিন্ন উপন্যাসে কোন্ সাহিত্যিকের প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়?
★উত্তর - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়।
৯) সরোজকুমার রায়চৌধুরী বাংলা সাহিত্যের আঙিনায় কবে আসেন?
★উত্তর - ১৯২৭ খ্রিস্টাব্দে।
১০) কবিতা সিংহ কোন্ ছদ্মনামে তাঁর সাহিত্য রচনা করেন?
★উত্তর - "সুলতানা চৌধুরী" ছদ্মনামে তাঁর সাহিত্য রচনা করতেন।
১১) কবিতা সিংহের প্রথম কবিতা (ইংরেজি) কবে, কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?
★উত্তর - কবিতা সিংহের প্রথম কবিতা (ইংরেজি) তাঁর মাত্র ১৫ বছর বয়সে ১৯৪৬ খ্রিস্টাব্দে ইংরেজি "Nation" পত্রিকায় প্রকাশিত হয়।
১২) কবিতা সিংহের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?
★উত্তর - "সলিল সীতা" (১৯৫৪)।
১৩) কবিতা সিংহের প্রকাশিত কাব্যগ্রন্থ এবং কাব্য-সংকলন গ্রন্থের সংখ্যা কয়টি?
★উত্তর - প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা : ৪টি এবং প্রকাশিত কাব্য-সংকলন গ্রন্থের সংখ্যা : ১টি।
১৪) কবিতা সিংহের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী?
★উত্তর - "সহজ সুন্দরী" (১৯৬৫)।
১৫) কবিতা সিংহের শেষ প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী?
★উত্তর - "বিমল হাওয়ার হাত ধরে" (নব্বই-এর দশকের শেষপ্রান্তে প্রকাশিত কাব্যগ্রন্থ)।
১৬) কবে, কোন্ পত্রিকায়, কোন্ রচনার মধ্যে দিয়ে বিভূতিভূষণ মুখোপাধ্যায় সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন?
★উত্তর - ১৩২২ বঙ্গাব্দের আষাঢ় সংখ্যায় "প্রবাসী" পত্রিকায় "অবিচার" গল্পের মধ্য দিয়ে বিভূতিভূষণ মুখোপাধ্যায় সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন।
১৭) "কশ্চিৎ প্রৌঢ়" ছদ্মনামে কোন্ কথাসাহিত্যিক তাঁর সাহিত্য রচনা করতেন?
★উত্তর - বিভূতিভূষণ মুখোপাধ্যায়।
১৮) "কশ্চিৎ প্রৌঢ়" ছদ্মনাম ছাড়াও আর কোন্ ছদ্মনামে বিভূতিভূষণ মুখোপাধ্যায় তাঁর সাহিত্য রচনা করতেন?
★উত্তর - "ব.ভ.ম" ছদ্মনামে।
১৯) "বাংলা ছোটোগল্পজগতের শ্রদ্ধাচারী জ্ঞানতাপস" কাকে বলা হয়?
★উত্তর - বিভূতিভূষণ মুখোপাধ্যায়কে।
২০) বিভূতিভূষণ মুখোপাধ্যায় কোন্ সাহিত্যিকদের খুব ভক্ত ছিলেন?
★উত্তর - কেদারনাথ বন্দ্যোপাধ্যায় এবং প্রভাতকুমার মুখোপাধ্যায়ের খুব ভক্ত ছিলেন।
২১) বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের "কলতলার কাব্য", "শোকসংবাদ", "জালিয়াত" গল্পগুলি তাঁর কোন্ গল্পগ্রন্থের অন্তর্গত?
★উত্তর - "রাণুর তৃতীয় ভাগ" (১৩৪৭ বঙ্গাব্দ) [রাণুর জন্য ছোটগল্প] গল্পগ্রন্থের অন্তর্গত।
২২) বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?
★উত্তর - "নীলাঙ্গুরীয়" (১৯৪২/ভাদ্র ১৩৪৯)।
২৩) বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প কোনটি? সেটি তাঁর কোন্ গল্পগ্রন্থের অন্তর্গত?
★উত্তর - "কুইট ইন্ডিয়া"। গল্পটি তাঁর "অষ্টক" (১৩৫৪ বঙ্গাব্দ) গল্পগ্রন্থের অন্তর্গত।
২৪) বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের কোন্ উপন্যাসের মধ্য দিয়ে প্রতীকী উপন্যাসের সূচনা হয়?
★উত্তর - "রিক্সার গান" (১৩৬৬ বঙ্গাব্দ) উপন্যাসের মধ্য দিয়ে প্রতীকী উপন্যাসের সূচনা হয়।
২৫) "ঢোলগোবিন্দের কড়চা" (১৩৭১ বঙ্গাব্দ) --- এই উপন্যাসটি কার লেখা?
★উত্তর - বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা।
২৬) "জীবনতীর্থ" --- এই আত্মজীবনীমূলক উপন্যাসটির রচয়িতা কে?
★উত্তর - বিভূতিভূষণ মুখোপাধ্যায়।
২৭) বাংলা সাহিত্যে আজীবন অবদানের জন্য কত খ্রিস্টাব্দে বিভূতিভূষণ মুখোপাধ্যায় "আনন্দ প্রকাশনা গ্রুপ" কর্তৃক "আনন্দ পুরস্কার" পান?
★উত্তর - ১৯৫৮ খ্রিস্টাব্দে বিভূতিভূষণ মুখোপাধ্যায় প্রথম বছর বাংলা সাহিত্যের প্রথম সাহিত্যিক হিসেবে "আনন্দ প্রকাশনা গ্রুপ" কর্তৃক "আনন্দ পুরস্কার" পান।
২৮) কবে, কোন্ গ্রন্থের জন্য বিভূতিভূষণ মুখোপাধ্যায় "রবীন্দ্র পুরস্কার" লাভ করেন?
★উত্তর - ১৯৭২ খ্রিস্টাব্দে "এবার প্রিয়ংবদা" (১৩৭৪ বঙ্গাব্দ) উপন্যাসের জন্য বিভূতিভূষণ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার "রবীন্দ্র পুরস্কার" লাভ করেন।
২৯) কবে, কোন্ গ্রন্থের জন্য বিভূতিভূষণ মুখোপাধ্যায় "শরৎচন্দ্র স্মৃতি পুরস্কার" পান?
★উত্তর - ১৯৭৮ খ্রিস্টাব্দে "কাঞ্চনমূল্য" (১৩৬৩ বঙ্গাব্দ) উপন্যাস [বড়োগল্প]-এর জন্য বিভূতিভূষণ মুখোপাধ্যায় "শরৎচন্দ্র স্মৃতি পুরস্কার" পান।
৩০) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কোন্ পত্রিকায় সাংবাদিকতার হাতে খড়ি হয়?
★উত্তর - "দৈনিক প্রত্যহ" পত্রিকায় সাংবাদিকতার হাতে খড়ি হয়।
৩১) নীরেন্দ্রনাথ চক্রবর্তী কোন্ পত্রিকার সাংবাদিকরূপে কর্মজীবন শুরু করেন?
★উত্তর - "সত্যযুগ" পত্রিকার সাংবাদিকরূপে কর্মজীবন শুরু করেন।
৩২) প্রাপ্তবয়স্কদের জন্যে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সৃষ্ট গোয়েন্দা চরিত্রটির নাম কী?
★উত্তর - "ভাদুড়ী মশাই"।
৩৩) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রথমদিকের রচনায় কোন্ কবির প্রভাব লক্ষ্য করা যায়?
★উত্তর - জীবনানন্দ দাশের প্রভাব লক্ষ্য করা যায়।
৩৪) নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত একটি কাব্যনাট্যের নাম উল্লেখ করুন।
★উত্তর - "প্রথম নায়ক" (১৯৬১)।
৩৫) নীরেন্দ্রনাথ চক্রবর্তী মূলত কবি হিসেবে খ্যাত হলেও তিনি একটিমাত্র উপন্যাস রচনা করেছেন। উপন্যাসটির নাম কী?
★উত্তর - "পিতৃপুরুষ" (১৯৭৩)।
৩৬) নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবে শিশু ও কিশোর পত্রিকা "আনন্দমেলা"র সম্পাদক হন?
★উত্তর - ১৯৭৬ খ্রিস্টাব্দে শিশু ও কিশোর পত্রিকা "আনন্দমেলা"র সম্পাদক হন।
৩৭) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কী?
★উত্তর - "নীরবিন্দু ১" (১৯৯৩)।
৩৮) বেলজীয় ব্যঙ্গচিত্রকর ও লেখক জর্জ রেমি [বাংলায় হার্জ নামে পরিচিত)-র "টিনটিন" চরিত্রের প্রথম বঙ্গানুবাদ কে করেন?
★উত্তর - নীরেন্দ্রনাথ চক্রবর্তী।
৩৯) প্রমথনাথ বিশী মোট ক'টি ছদ্মনামে তাঁর সাহিত্য রচনা করতেন? সেগুলি কী কী?
★উত্তর - মোট ৯টি ছদ্মনামে তাঁর সাহিত্য রচনা করতেন। সেগুলি হল :- "প্র. না. বি", "শ্রীকমলাকান্ত শর্মা", "হাতুড়ি", "বিষ্ণু শর্মা", "অমিত রায়", "মাধব্য", "স্কট টমসন", "জি. বি. এস" ("G.B.S") এবং "শ্রীমর্কট"।
৪০) প্রমথনাথ বিশী ছোটোগল্প লেখার ক্ষেত্রে কোন্ ছদ্মনামটি ব্যবহার করেন?
★উত্তর - "প্র. না. বি" ছদ্মনামটি ব্যবহার করেন।
৪১) প্রমথনাথ বিশী নাটক রচনার ক্ষেত্রে কোন্ ছদ্মনামটি ব্যবহার করেন?
★উত্তর - "জি. বি. এস" ("G.B.S") ছদ্মনামটি ব্যবহার করেন।
৪২) প্রমথনাথ বিশী "আন্দবাজার পত্রিকা"য় লেখালেখির ক্ষেত্রে কোন্ ছদ্মনামগুলি ব্যবহার করেন?
★উত্তর - "শ্রীকমলাকান্ত শর্মা" ও "মাধব্য" ছদ্মনাম দু'টি ব্যবহার করেন।
৪৩) সজনীকান্ত দাস সম্পাদিত "শনিবারের চিঠি" সাহিত্য-সাময়িকী বা সাপ্তাহিক পত্রিকার ব্যঙ্গ কবিতা রচনার ক্ষেত্রে প্রমথনাথ বিশী কোন্ ছদ্মনামটি ব্যবহার করেন?
★উত্তর - "স্কট টমসন" ছদ্মনামটি ব্যবহার করেন।
৪৪) মোহিতলাল মজুমদারের বিরুদ্ধাচরণ করার ক্ষেত্রে প্রমথনাথ বিশী কোন্ ছদ্মনামটি ব্যবহার করেন?
★উত্তর - "শ্রীমর্কট" ছদ্মনামটি ব্যবহার করেন।
৪৫) কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের ছেলেবেলার প্রেমিকাকে উদ্দেশ্য করে লেখা কবিতাটি কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?
★উত্তর - "দেশ" পত্রিকায় প্রকাশিত হয়।
৪৬) সুনীল গঙ্গোপাধ্যায় কবে থেকে কোন্ পত্রিকা সম্পাদনা শুরু করেন?
★উত্তর - ১৯৫৩ খ্রিস্টাব্দ থেকে "কৃত্তিবাস" নামক একটি কবিতা পত্রিকা সম্পাদনা শুরু করেন।
৪৭) সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী?
★উত্তর - "একা এবং কয়েকজন" (১৯৫৮)।
৪৮) সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?
★উত্তর - "আত্মপ্রকাশ" (১৯৬৬)।
৪৯) "নীললোহিত" হল সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। সুনীল গঙ্গোপাধ্যায়ের আত্মকথার ভঙ্গিতে বলা সব কাহিনিতেই এই নীললোহিতের বয়স কত?
★উত্তর - সাতাশ। সাতাশের বেশি নীললোহিতের বয়স বাড়ে না।
৫০) সজনীকান্ত দাসের প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা কয়টি?
★উত্তর - এগার'টি।
৫১) সজনীকান্ত দাসের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী?
★উত্তর - "পথ চলতে ঘাসের ফুল" (১৯২৯)।
- আলোচক : সৌম্য মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
- S.L.S.T বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।
Post a Comment