কয়েকটি বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম ও লেখক
১) মনোএল দ্য আসসুম্পসাঁউ --- "Vocabulario idioma em Bengalla,
e portuguez dividido em duas Partes" (১৭৪৩)।
২) ব্রাসি হ্যালহেড --- "A Grammar of the Bengal
Language" (১৭৭৮)।
৩) এ-আপজন --- "ইংরেজি ও বাঙ্গালি বোকেবিলারি" (১৭৯৩)।
৪) মিলার --- "The Tutor" (১৭৯৭)।
৫) হেনরি পিটস ফরস্টার --- "A Vocabulary in two parts,
English and Bangalee and Vice Versa" (১৮০২)।
৬) উইলিয়াম কেরি --- "A Grammar of the Bangalee
Language" (১৮০১) [১৮৪৬ খ্রিস্টাব্দে জন রবিনসন এই গ্রন্থের বঙ্গানুবাদ প্রকাশ করেন]।
৭) জি. সি. হটন --- "Rudiments of Bengali
Grammer" (১৮২১)।
৮) রাজা রামমোহন রায় --- "Benglee Grammar in the English
Language" (১৮২৬)।
৯) ডানকান ফোর্বস --- "A Grammar of the Bengali
Language" (১৮৬১)।
১০) জি. এফ. নিকল --- "Manual of the Bengali Language
comprising a Bengali Grammar and Lessons" (১৮৮৫)।
১১) জন বীমস --- "Grammar of the Bengali Language
Literary and Colloquial" (১৮৯১)।
১২) রাধাকান্ত দেব --- "বাঙ্গালা শিক্ষাগ্রন্থ" (১৮১৮)।
১৩) রেভারেণ্ড জে. সকীথ (সংকলক) --- "A Grammar of the Bangalee
Language adopted to the young in easy questions and answers" (১৮২০)।
১৪) রাজা রামমোহন রায় --- "গৌড়ীয় ব্যাকরণ" (১৮৩৩)।
১৫) শ্যামাচরণ সরকার --- "বাঙ্গালা ব্যাকরণ" (১৮৫২)।
১৬) লোহারাম শিরোরত্ন --- "বাঙ্গালা ব্যাকরণ" (১৮৬০)।
১৭) কৃষ্ণকিশোর বন্দ্যোপাধ্যায় --- "সরল ব্যাকরণ" (১৮৭৭), "বাংলা ব্যাকরণ" (১৮৮০)।
১৮) জয়গোপাল গোস্বামী --- "শব্দতত্ত্বকৌমুদী" (১৮৮১)।
১৯) নিত্যানন্দ গোস্বামী --- "বঙ্গভাষা ব্যাকরণ" (১৮৮৫)।
২০) বীরেশ্বর পাঁড়ে --- "বাঙ্গালা ব্যাকরণ" (১৮৯১)।
২১) চিন্তামণি গঙ্গোপাধ্যায় --- "বাঙ্গালা ব্যাকরণ" (১৮৮১)।
২২) নকুলেশ্বর বিদ্যাভূষণ --- "ভাষাবোধ বাংলা ব্যাকরণ" (১৮৯৮)।
২৩) হৃষীকেশ শাস্ত্রী --- "বাঙ্গালা ব্যাকরণ" (১৯০০)।
২৪) কালীচরণ অধিকারী --- "ব্যাকরণ শিক্ষা" (১৮৭৮)।
২৫) ব্রজকিশোর গুপ্ত --- "বঙ্গভাষা ব্যাকরণ" (১৮৪০)।
২৬) উমেশচন্দ্র গুপ্ত --- "ব্যাকরণ মঞ্জুষা" (১৮৮০)।
২৭) বিপ্রচরণ চক্রবর্তী --- "জ্ঞানশাখা ব্যাকরণ"।
২৮) আনন্দচন্দ্র চক্রবর্তী --- "ব্যাকরণ দীধিতি" (১৮৬৭)।
২৯) প্রসন্নচন্দ্র চক্রবর্তী --- "সাহিত্য প্রবেশ" (১৮৬৯)।
৩০) নিত্যানন্দ চক্রবর্তী --- "ব্যাকরণ প্রবেশ" (১৮৭৫)।
৩১) কালীচরণ চট্টোপাধ্যায় --- "সাহিত্য সোপান" (১৮৭৪)।
৩২) গোপালচন্দ্র চূড়ামণি --- "ব্যাকরণ সংগ্রহ"।
৩৩) কেদারনাথ তর্করত্ন --- "ব্যাকরণ মঞ্জরী" (১৮৬৫)।
৩৪) মধুসূদন তর্কালংকার --- "শিশুবোধ ব্যাকরণ" (১৮৬৩)।
৩৫) রামগতি ন্যায়রত্ন --- "বাঙ্গালা ব্যাকরণ" (১৮৬৪)।
৩৬) কালীপদ বন্দ্যোপাধ্যায় --- "বঙ্গভাষার ব্যাকরণ" (১৮৮৪)।
৩৭) রমাপ্রসন্ন বিদ্যারত্ন --- "বাংলা ব্যাকরণ" (১৮৭৬)।
৩৮) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার --- "প্রবোধচন্দ্রিকা" (১৮৩৩)।
৩৯) রাজেন্দ্রলাল মিত্র --- "ব্যাকরণ প্রবেশ" (১৮৬২)।
৪০) মনোমোহন মিত্র --- "ব্যাকরণ পরিচয়" (১৮৭৫)।
৪১) রাজকৃষ্ণ মুখোপাধ্যায় --- "প্রথম শিক্ষা বাংলা ব্যাকরণ" (১৮৭২)।
৪২) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় --- "ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ" (১৯৩৯)।
৪৩) ড. সুকুমার সেন --- "ভাষার ইতিবৃত্ত" (১৯৩৯)।
৪৪) ড. মুহম্মদ শহীদুল্লাহ - "বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত" ( ১৯৫৯)।
¤ তথ্যঋণ :- 'আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস' (দ্বিতীয় খণ্ড) --- অধ্যাপক শ্রীতপন কুমার চট্টোপাধ্যায়।
- আলোচক : সৌম্য মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
- S.L.S.T বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।
This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info
Post a Comment