NEW :
Loading contents...

 গিরিশচন্দ্র ঘোষ থেকে ডেসক্রিপটিভ প্রশ্নোত্তর 

১) গিরিশচন্দ্র ঘোষ মূলত ক'টি ছদ্মনামে তাঁর সাহিত্য রচনা করতেন? সেগুলি কী কী?

★উত্তর - দু'টি ছদ্মনামে। যথা :- (ক) "মুকুটাচরণ মিত্র" এবং (খ) "সেবক"।

২) গিরিশচন্দ্র ঘোষের "মুকুটাচরণ মিত্র" ছদ্মনামে রচিত দু'টি গীতিনাট্যের নাম উল্লেখ করুন।

★উত্তর - (ক) "আগমনী" (২৯ সেপ্টেম্বর ১৮৭৭/১৪ আশ্বিন ১২৮৪) এবং (খ) "অকালবোধন" (৩ অক্টোবর ১৮৭৭/১৮ আশ্বিন ১২৮৪)।

৩) গিরিশচন্দ্র ঘোষকে "বঙ্গের গ্যারিক" উপাধিতে কে, কেন ভূষিত করেন?

★উত্তর - ১৮৭৭ খ্রিস্টাব্দে কবি মাইকেল মধুসূদন দত্তের "মেঘনাদবধ কাব্য" (১৮৬১) নামক কাব্যগ্রন্থে 'রামচন্দ্র' ও 'মেঘনাদ' উভয়ক্ষেত্রেই অভিনয়ের জন্য "সাধারণী" পত্রিকার সম্পাদক শ্রীঅক্ষয়চন্দ্র সরকার নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে "বঙ্গের গ্যারিক" উপাধিতে ভূষিত করেন।

৪) গিরিশচন্দ্র ঘোষের "বিল্বমঙ্গল ঠাকুর" (২৫ অক্টোবর ১৮৮৮) নাটকটির উৎস কী? এটি কবে, কোন্ থিয়েটারে প্রথম অভিনীত হয়?

★উত্তর - নাটকটির উৎস : "ভক্তমাল" গ্রন্থ। এই নাটকটি ১৮৮৬ খ্রিস্টাব্দের ৩ জুলাই (২০ আষাঢ় ১২৯৩ বঙ্গাব্দ) কলকাতার "স্টার থিয়েটার" (বিডন স্ট্রীট)-এ প্রথম অভিনীত হয়।

৫) গিরিশচন্দ্র ঘোষের "বিল্বমঙ্গল ঠাকুর" (২৫ অক্টোবর ১৮৮৮) নাটকটি কোন্ শ্রেণির নাটক? এই নাটক অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের প্রথম কোন্ থিয়েটারে প্রদর্শন হয়?

★উত্তর - এটি একটি চরিত্র কেন্দ্রিক এবং ভক্তিমূলক নাটক। এই নাটক অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের প্রথম প্রদর্শন হয় - কলকাতার "কর্ণওয়ালিস থিয়েটার"-এ, যেটি বর্তমানে "শ্রী সিনেমা" নামে পরিচিত।

৬) "আমি এরূপ উচ্চভাবের গ্রন্থ কখনো পড়িনি। এটি শেক্সপিয়ারেরও উপরে গেছে।...." -- নাট্যগুরু গিরিশচন্দ্র ঘোষের লেখা কোন্ নাটকটি পড়ে স্বামী বিবেকানন্দ এরূপ মন্তব্য করেছিলেন? কে তাঁর ''স্মৃতিকথা''য় গিরিশচন্দ্রকে "ন্যাদাড়ু গিরিশ" বলে উল্লেখ করেছেন?

★উত্তর - গিরিশচন্দ্র ঘোষের লেখা "বিল্বমঙ্গল ঠাকুর" (২৫ অক্টোবর ১৮৮৮) নামক জীবনকেন্দ্রিক এবং ভক্তিমূলক নাটকটি পড়ে স্বামী বিবেকানন্দ এরূপ মন্তব্য করেছিলেন। রসরাজ অমৃতলাল বসু তাঁর "স্মৃতিকথা"য় গিরিশচন্দ্রকে "ন্যাদাড়ু গিরিশ" বলে উল্লেখ করেছেন।

৭) গিরিশচন্দ্র ঘোষের লেখা "য্যায়সা-কা-ত্যায়সা" (১৬ জুলাই ১৯০৭) প্রহসনটি কবে, কোন্ থিয়েটারে প্রথম অভিনীত হয়?

★উত্তর - এই প্রহসনটি ১৯০৭ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি (১৭ পৌষ ১৩১৩ বঙ্গাব্দ) কলকাতার "মিনার্ভা থিয়েটার"-এ প্রথম অভিনীত হয়।

৮) গিরিশচন্দ্র ঘোষের লেখা "য্যায়সা-কা-ত্যায়সা" (১৬ জুলাই ১৯০৭) প্রহসনটি কার, কোন্ গ্রন্থ অবলম্বনে রচিত? এই প্রহসনের চারটি পুরুষ চরিত্র এবং দু'টি নারী চরিত্রের নাম লিখুন।

★উত্তর - এই প্রহসনটি সুপ্রসিদ্ধ ফরাসি নাট্যকার মলিয়ারের "L'Amour Meaecin" গ্রন্থ অবলম্বনে রচিত। এই প্রহসনের চারটি পুরুষ চরিত্র :- 'হারাধন', 'রসিকমোহন', 'সনাতন', 'মাণিক' এবং দুটি নারী চরিত্র :- 'রতনমালা', গরব'।

৯) গিরিশচন্দ্র ঘোষ রচিত কয়েকটি অসমাপ্ত বা অসম্পূর্ণ নাটকের নাম লিখুন।

★উত্তর - "গৃহলক্ষ্মী" (৪ অঙ্ক), "ছটাকী", "অনামী নাটক" (৪ অঙ্ক), "মহম্মদ সা" (২ অঙ্ক), "মিলন কানন", "চোলরাজ", "রাণা প্রতাপ", "সাধের বউ" (১ অঙ্ক), "নিত্যানন্দ বিলাস"।

১০) গিরিশচন্দ্র ঘোষ "গৃহলক্ষ্মী" (২১ সেপ্টেম্বর ১৯১২/৫ আশ্বিন ১৩১৯) নাটকটির কয়টি অঙ্ক রচনা করে মারা যান? এই অসমাপ্ত নাটকের পঞ্চম অঙ্কটি রচনা করে নাটকটি কে সমাপ্ত করেন?

★উত্তর - ৪টি অঙ্ক রচনা করে মারা যান। এই অসমাপ্ত নাটকের পঞ্চম অঙ্কটি রচনা করে নাটকটি সমাপ্ত করেন :- শ্রীদেবেন্দ্রনাথ বসু।

১১) গিরিশচন্দ্র ঘোষ রচিত "ছটাকী" (২৭ ডিসেম্বর ১৯২৭/১১ পৌষ ১৩৩৪) অসমাপ্ত নাটকটি কে সমাপ্ত করেন? গিরিশচন্দ্রকে "আধুনিক রঙ্গমঞ্চের জনক" অভিধায় কে অভিহিত করেছেন?

★উত্তর - এই অসমাপ্ত নাটকটি সমাপ্ত করেন :- শ্রীঅমরেন্দ্রনাথ। গিরিশচন্দ্রকে "আধুনিক রঙ্গমঞ্চের জনক" অভিধায় অভিহিত করেছেন :- "Hindu Patriot" ("হিন্দু প্যাট্রিয়ট") পত্রিকার সম্পাদক।

১২) গিরিশচন্দ্র ঘোষ রচিত দু'টি উপন্যাসের নাম উল্লেখ করুন। তাঁর কোন্ উপন্যাসটি ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহি বিদ্রোহ বা মহাবিদ্রোহ কেন্দ্রিক রচিত হয়েছে?

★উত্তর - (ক) "ভক্ত ধ্রুব" এবং (খ) "চন্দ্রা"। গিরিশচন্দ্র ঘোষের "চন্দ্রা" উপন্যাসটি ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহি বিদ্রোহ বা মহাবিদ্রোহ কেন্দ্রিক রচিত হয়েছে।

১৩) "Realistic বিষয় নিয়ে নাটক লেখা আর নর্দমা ঘাটা এক"। -- কোন্ নাট্যকারের উক্তি? তাঁর লেখা প্রথম নাটক কোনটি?

★উত্তর - নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের উক্তি। তাঁর লেখা প্রথম নাটক :- "আগমনী" (২৯ সেপ্টেম্বর ১৮৭৭/১৪ আশ্বিন ১২৮৪)।

১৪) গিরিশচন্দ্র ঘোষ কোন্ ধরনের নাটক রচনায় সবচেয়ে বেশি কৃতিত্ব দেখিয়েছেন? তাঁর লেখা চারটি পৌরাণিক নাটকের নাম লিখুন।

★উত্তর - গিরিশচন্দ্র ঘোষ পৌরাণিক নাটক রচনায় সবচেয়ে বেশি কৃতিত্ব দেখিয়েছেন। তাঁর লেখা চারটি পৌরাণিক নাটকের নাম হল :- (ক) "রাবণবধ" (৫ নভেম্বর ১৮৮১),

(খ) "অভিমন্যুবধ" (২৬ নভেম্বর ১৮৮১/১২ অগ্রহায়ণ ১২৮৮),

(গ) "সীতার বনবাস" (২০ জানুয়ারি ১৮৮২),

(ঘ) "লক্ষ্মণ-বর্জন" (৫ ফেব্রুয়ারি ১৮৮২/২২ পৌষ ১২৮৮)

১৫) গিরিশচন্দ্র ঘোষ তাঁর কোন্ নাটকটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেন? তাঁর লেখা একটি ট্র্যাজেডি নাটকের নাম বলুন, যাতে কোন হাস্যকৌতুক নেই?

★উত্তর - "সীতার বনবাস" (২০ জানুয়ারি ১৮৮২) নামক পৌরাণিক নাটক। গিরিশচন্দ্র ঘোষের লেখা এমন একটি ট্র্যাজেডি নাটক হল :- "অভিমন্যুবধ" (২৬ নভেম্বর ১৮৮১/১২ অগ্রহায়ণ ১২৮৮), যাতে কোন হাস্যকৌতুক নেই।

১৬) গিরিশচন্দ্র ঘোষের "বুদ্ধদেবচরিত" (২২ এপ্রিল ১৮৮৭) নাটকটি কবে, কোন্ থিয়েটারে প্রথম অভিনীত হয়?

★উত্তর - ১৮৮৫ খ্রিস্টাব্দের ১৯শে সেপ্টেম্বর (৪ আশ্বিন ১২৯২ বঙ্গাব্দ) কলকাতার "স্টার থিয়েটার" (বিডন স্ট্রীট)-এ প্রথম অভিনীত হয়।

১৭) গিরিশচন্দ্র ঘোষের "বুদ্ধদেবচরিত" (২২ এপ্রিল ১৮৮৭) নাটকে কার, কোন্ গ্রন্থের ছায়াপাত ঘটেছে?

★উত্তর - এই নাটকে বিখ্যাত ইংরেজ কবি স্যার এডুইন আর্নল্ড (Sir Edwin Arnold)-এর "The Light of Asia" কাব্যগ্রন্থের ছায়াপাত ঘটেছে।

১৮) গিরিশচন্দ্র ঘোষের "প্রফুল্ল" (২২ আগস্ট ১৮৮৯) নাটকটি কবে, কোন্ থিয়েটারে প্রথম অভিনীত হয়?

★উত্তর - ১৮৮৯ খ্রিস্টাব্দের ২৭ এপ্রিল (১৫ বৈশাখ ১২৯৬ বঙ্গাব্দ) কলকাতার "স্টার থিয়েটার" (হাতিবাগান)-এ প্রথম অভিনীত হয়।

১৯) গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠ সামাজিক (পারিবারিক ট্র্যাজেডি) নাটক কোনটি? এই নাটকে ক'টি অঙ্ক রয়েছে?

★উত্তর - "প্রফুল্ল" (২২ আগস্ট ১৮৮৯)। এই নাটকে ৫টি অঙ্ক রয়েছে।

২০) গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠ পৌরাণিক নাটক কোনটি? সেটি কবে, কোন্ থিয়েটারে প্রথম অভিনীত হয়?

★উত্তর - "জনা" (২৮ ফেব্রুয়ারি ১৮৯৪)। এই নাটকটি ১৮৯৩ খ্রিস্টাব্দের ২৩ ডিসেম্বর (৯ পৌষ ১৩০০ বঙ্গাব্দ) কলকাতার "মিনার্ভা থিয়েটার"-এ প্রথম অভিনীত হয়।

২১) গিরিশচন্দ্র ঘোষের "জনা" (২৮ ফেব্রুয়ারি ১৮৯৪) নাটকে কার, কোন্ গ্রন্থের ছায়াপাত ঘটেছে? এই নাটকের "জনা" চরিত্রে কোন্ চরিত্রের প্রভাব পড়েছে?

★উত্তর - এই নাটকে বিখ্যাত ইংরেজ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের "King Lear" (১৬০৫-০৬) নামক ট্র্যাজেডি নাটকের ছায়াপাত ঘটেছে। এই নাটকের "জনা" চরিত্রে তাঁর "মার্গারেট" চরিত্রের প্রভাব পড়েছে।

২২) নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের লেখা একটি অনুবাদ নাটকের নাম উল্লেখ করুন। সেটি কবে, কোন্ থিয়েটারে প্রথম অভিনীত হয়?

★উত্তর - "ম্যাকবেথ" (২ আগস্ট ১৯০০)। এই নাটকটি ১৮৯৩ খ্রিস্টাব্দের ২৮ জানুয়ারি (১৬ মাঘ ১২৯৯ বঙ্গাব্দ) কলকাতার "মিনার্ভা থিয়েটার"-এ প্রথম অভিনীত হয়।

২৩) বাংলা নাট্যসাহিত্যে "পঞ্চরঙ" কী?

★উত্তর - নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের লেখা পাঁচটি প্রহসন বাংলা নাট্যসাহিত্যে "পঞ্চরঙ" নামে পরিচিত।সেগুলি হল -- (ক) "বেল্লিক বাজার" (১৮৮৭),

(খ) "সপ্তমীতে বিসর্জ্জন" (১৮৯৪),

(গ) "বড়দিনের বখশিস" (১৯ ফেব্রুয়ারি ১৮৯৪),

(ঘ) "সভ্যতার পাণ্ডা" (২৪ ডিসেম্বর ১৮৯৪),

(ঙ) "য্যায়সা-কা-ত্যায়সা" (১৬ জুলাই ১৯০৭)।

২৪) গিরিশচন্দ্র ঘোষের লেখা কয়েকটি প্রবন্ধ বা গদ্যরচনার নাম লিখুন।

★উত্তর - "নটের আবেদন", "রঙ্গালয়", "পৌরাণিক নাটক", "বর্ত্তমান রঙ্গভূমি", "নাট্য-মন্দির", "নাট্যকার", "কাব্য ও দৃশ্য" প্রভৃতি।

২৫) গিরিশচন্দ্র ঘোষের কোন্ উপন্যাস অবলম্বনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম চলচ্চিত্র নির্মাণ করেন? তাঁর লেখা "নটের আবেদন" নামক গদ্যরচনাটি কবে, কোন্ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

★উত্তর - গিরিশচন্দ্র ঘোষের "ভক্ত ধ্রুব" উপন্যাস অবলম্বনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম চলচ্চিত্র নির্মাণ করেন। এই গদ্যরচনাটি ১৩০৭ বঙ্গাব্দের ১৭ ফাল্গুন (শুক্রবার) সাপ্তাহিক "রঙ্গালয়" পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।


  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post