NEW :
Loading contents...

  একই সালে বিশিষ্ট লেখকদের জন্ম ও মৃত্যু  

১৫৫৮ : সনাতন গোস্বামীর মৃত্যু / রূপ গোস্বামীর মৃত্যু।

১৫৬৪ : গ্যালিলিও গ্যালিলিইয়ের জন্ম / উইলিয়াম শেক্সপিয়রের জন্ম।

১৮২০ : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম / কার্তীকেয়চন্দ্র রায়ের জন্ম / অক্ষয়কুমার দত্তের জন্ম।

১৮৩৮ : সুরেন্দ্রনাথ মজুমদারের জন্ম / সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম।

১৮৬০ : আন্তন চেখভের জন্ম / অক্ষয়কুমার বড়ালের জন্ম / মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্নের জন্ম।

১৮৬১ : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম / কাদম্বিনী বসুর জন্ম / প্রফুল্লচন্দ্র রায়ের জন্ম / নীলরতন সরকারের জন্ম।

১৮৬৪ : রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর জন্ম / আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম / কামিনী রায়ের জন্ম।

১৮৮০ : রাজশেখর বসুর জন্ম / মুন্সী প্রেমচন্দের জন্ম / বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের জন্ম।

১৮৮২ : নরেশচন্দ্র সেনগুপ্তের জন্ম / ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম।

১৮৮৫ : ডঃ মুহম্মদ শহীদুল্লাহের জন্ম / কার্তীকেয়চন্দ্র রায়ের মৃত্যু।

১৮৮৬ : অক্ষয়কুমার দত্তের মৃত্যু / অজিতকুমার চক্রবর্তীর জন্ম।

১৮৮৭ : দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের জন্ম / সুরেন্দ্রনাথ দাশগুপ্তের জন্ম / বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়ের জন্ম।

১৮৮৮ : রমেশচন্দ্র মজুমদারের জন্ম / দেহবাদী কবি মোহিতলাল মজুমদারের জন্ম / হেমেন্দ্রকুমার রায়ের জন্ম / টি. এস. এলিয়টের জন্ম।

১৮৮৯ : নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর জন্ম / পণ্ডিত জওহরলাল নেহরুর জন্ম / কবিশেখর কালিদাস রায়ের জন্ম।

১৮৯০ : ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের জন্ম / এস. (শেখ) ওয়াজেদ আলীর জন্ম।

১৮৯৩ : মেঘনাদ সাহার জন্ম / ধীরেন গঙ্গোপাধ্যায়ের জন্ম / গি দ্য মোপাসাঁর মৃত্যু।

১৮৯৪ : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম / সত্যেন্দ্রনাথ বসুর জন্ম।

১৮৯৭ : তুলসী লাহিড়ীর জন্ম / নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম।

১৮৯৮ : তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম / বের্টোল্ট ব্রেখটের জন্ম / হরিনাথ চট্টোপাধ্যায়ের জন্ম।

১৮৯৯ : জীবনানন্দ দাশের জন্ম / কাজী নজরুল ইসলামের জন্ম / শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম / বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্ম / আর্নেস্ট মিলার হেমিংওয়ের জন্ম / মন্মথ রায়ের জন্ম / ডঃ সুকুমার সেনের জন্ম / বলেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু।

১৯০২ : স্বামী বিবেকানন্দের মৃত্যু / ল্যাংস্টন হিউজের জন্ম / গোপাল হালদারের জন্ম।

১৯০৩ : শিবরাম চক্রবর্তীর জন্ম / রাধারাণী দেবীর জন্ম / অচিন্ত্যকুমার সেনগুপ্তের জন্ম / বিজয় সরকারের জন্ম / হীরেন্দ্রনাথ দত্তের জন্ম।

১৯০৪ : আন্তন চেখভের মৃত্যু / প্রেমেন্দ্র মিত্রের জন্ম / সৈয়দ মুজতবা আলীর জন্ম / পাবলো নেরুদার জন্ম / পল্লী কবি জসীমউদ্দিনের জন্ম।

১৯০৭ : বিধায়ক ভট্টাচার্যের জন্ম / সত্যেন সেনের জন্ম।

১৯০৮ : মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম / বুদ্ধদেব বসুর জন্ম / লীলা মজুমদারের জন্ম।

১৯০৯ : সুবোধ ঘোষের জন্ম / আশাপূর্ণা দেবীর জন্ম / বিষ্ণু দে-র জন্ম / অরুণ মিত্রের জন্ম।

১৯১০ :লিও টলস্টয়ের মৃত্যু / নলিনী দাসের জন্ম।

১৯১২ : নাট্যগুরু গিরিশচন্দ্র ঘোষের মৃত্যু / মীর মশাররফ হোসেনের মৃত্যু।

১৯১৩ : দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যু / কাস্তে কবি দীনেশ দাসের জন্ম।

১৯১৭ : বিজন ভট্টাচার্যের জন্ম / অক্ষয়চন্দ্র চৌধুরীর মৃত্যু / বিনয় ঘোষের জন্ম / শওকত ওসমানের জন্ম / নবেন্দু ঘোষের জন্ম।

১৯১৮ : নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম / অমীয়ভূষণ মজুমদারের জন্ম / অজিতকুমার চক্রবর্তীর জন্ম।

১৯১৯ : মণীন্দ্র রায়ের জন্ম / সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম / শিবনাথ শাস্ত্রীর মৃত্যু / অমৃতা কাউর প্রীতমের জন্ম / অক্ষয়কুমার বড়ালের মৃত্যু / রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর মৃত্যু / এডমন্ড হিলারির জন্ম।

১৯২০ : সন্তোষকুমার ঘোষের জন্ম / বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম / মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের জন্ম।

১৯২২ : সৈয়দ ওয়ালীউল্লাহের জন্ম / ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যু / আনন্দগোপাল সেনগুপ্তের জন্ম / রমাপদ চৌধুরীর জন্ম।

১৯২৩ : কাদম্বিনী বসুর মৃত্যু / গৌরকিশোর ঘোষের জন্ম / মৃণাল সেনের জন্ম / সলিল চৌধুরীর জন্ম / মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্নের মৃত্যু।

১৯২৪ : সূর্যেন্দুবিকাশ করমহাপাত্রের জন্ম / সমরেশ বসুর জন্ম / তপন সিংহের জন্ম / আশুতোষ মুখোপাধ্যায়ের মৃত্যু।

১৯২৫ : বাদল সরকারের জন্ম / জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু / ঋত্বিক কুমার ঘটকের জন্ম / শবরজননী মহাশ্বেতা দেবীর জন্ম / কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম / শৈলেশকুমার বন্দ্যোপাধ্যায়ের জন্ম / কাজী ইমদাদুল হকের মৃত্যু।

১৯২৮ : বিজয় ধনপান্ত তেন্ডুলকরের জন্ম / অজয় রায়ের জন্ম।

১৯৩০ : আইয়াপ্পা পানিকরের জন্ম / সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম।

১৯৩১ : মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর মৃত্যু / সুন্দর রামস্বামীর জন্ম / কবিতা সিংহের জন্ম।

১৯৩২ : শঙ্খ ঘোষের জন্ম / স্বর্ণকুমারী দেবীর মৃত্যু / বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের মৃত্যু / প্রদ্যুস্ন ভট্টাচার্যের জন্ম / অমমিয়কুমার মুখোপাধ্যায়ের জন্ম।

১৯৩৩ : শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম / অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের জন্ম / সন্দীপন চট্টোপাধ্যায়ের জন্ম / প্রণবেন্দু দাশগুপ্তের জন্ম / কামিনী রায়ের মৃত্যু / মণিশঙ্কর মুখোপাধ্যায়ের জন্ম / শ্যামল গঙ্গোপাধ্যায়ের জন্ম।

১৯৩৪ : সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম / অতীন বন্দ্যোপাধ্যায়ের জন্ম / প্রফুল্ল রায়ের জন্ম / মোহিত চট্টোপাধ্যায়ের জন্ম / সাধনা মুখোপাধ্যায়ের জন্ম / বিনয় মজুমদারের জন্ম।

১৯৩৫ : শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম / সৈয়দ শামসুল হকের জন্ম।

১৯৩৬ : মুন্সী প্রেমচন্দের মৃত্যু / তারাপদ রায়ের জন্ম / উজ্জ্বলকুমার মজুমদারের জন্ম।

১৯৪২ : শহিদ কাদরির জন্ম / দেবাশিষ বন্দ্যোপাধ্যায়ের জন্ম / দিলীপ মুখোপাধ্যায়ের জন্ম।

১৯৫১ : অবনীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু / এস. (শেখ) ওয়াজেদ আলীর মৃত্যু / অপূর্ব দত্তের জন্ম / স্বপ্নময় চক্রবর্তীর জন্ম।

১৯৫২ : ভোগবাদী কবি মোহিতলাল মজুমদারের মৃত্যু / সুরেন্দ্রনাথ দাশগুপ্তের মৃত্যু।

১৯৫৪ : জীবনানন্দ দাশের মৃত্যু / যতীন্দ্রনাথ সেনগুপ্তের মৃত্যু / জয় গোস্বামীর জন্ম / বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়ের মৃত্যু।

১৯৫৬ : মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু / বের্টোল্ট ব্রেখটের মৃত্যু / মেঘনাদ সাহার মৃত্যু।

১৯৫৯ : নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর মৃত্যু / তুলসী লাহিড়ীর মৃত্যু।

১৯৬১ : চীন্দ্রনাথ সেনগুপ্তের মৃত্যু / ডঃ সুকুমার সেনের মৃত্যু / আর্নেস্ট মিলার হেমিংওয়ের মৃত্যু।

১৯৭০ : শরদিন্দু  বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু / নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মৃত্যু।

১৯৭১ : তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু / সৈয়দ ওয়ালীউল্লাহের মৃত্যু।

১৯৭৪ : সত্যেন্দ্রনাথ বসুর মৃত্যু / সৈয়দ মুজতবা আলীর মৃত্যু / বুদ্ধদেব বসুর মৃত্যু।

১৯৭৬ : পল্লি কবি জসীমউদ্দিনের মৃত্যু / অচিন্ত্যকুমার সেনগুপ্তের মৃত্যু / ঋত্বিক কুমার ঘটকের মৃত্যু / কাজী নজরুল ইসলামের মৃত্যু।

১৯৭৮ : বিজন ভট্টাচার্যের মৃত্যু / ধীরেন গঙ্গোপাধ্যায়ের মৃত্যু।

১৯৮০ : সুবোধ ঘোষের মৃত্যু / শিবরাম চক্রবর্তীর মৃত্যু / রমেশচন্দ্র মজুমদারের মৃত্যু / বিনয় ঘোষের মৃত্যু।

১৯৮২ : নলিনী দাসের মৃত্যু / বিষ্ণু দে-র মৃত্যু।

১৯৮৫ : সন্তোষকুমার ঘোষের মৃত্যু / কাস্তে কবি দীনেশ দাসের মৃত্যু / বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু / বিজয় সরকারের মৃত্যু।

১৯৮৭ : সমর সেনের মৃত্যু / বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের মৃত্যু / মনোজ বসুর মৃত্যু।

১৯৮৮ : প্রেমেন্দ্র মিত্রের মৃত্যু / মন্মথ রায়ের মৃত্যু / সমরেশ বসুর মৃত্যু।

১৯৯১ : গোপীনাথ মোহান্তীর মৃত্যু / বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মৃত্যু।

১৯৯৩ : উৎপল দত্তের মৃত্যু / গোপাল হালদারের মৃত্যু।

১৯৯৫ : শক্তি চট্টোপাধ্যায়ের মৃত্যু / সলিল চৌধুরীর মৃত্যু / আশাপূর্ণা দেবীর মৃত্যু / হীরেন্দ্রনাথ দত্তের মৃত্যু।

১৯৯৭ : শম্ভু মিত্রের মৃত্যু / আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াসের মৃত্যু।

২০০০ : গৌরকিশোর ঘোষের মৃত্যু / অরুণ মিত্রের মৃত্যু।

২০০৩ : পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের মৃত্যু / বিমল করের মৃত্যু / মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের মৃত্যু।

২০০৫ : সন্দীপন চট্টোপাধ্যায়ের মৃত্যু / অমৃতা কাউর প্রীতমের মৃত্যু / সুন্দর রামস্বামীর মৃত্যু।

২০০৬ : আইয়াপ্পা পানিকরের মৃত্যু / শামসুর রহমানের মৃত্যু।

২০০৭ : লীলা মজুমদারের মৃত্যু / সূর্যেন্দুবিকাশ করমহাপাত্রের মৃত্যু / প্রণবেন্দু দাশগুপ্তের মৃত্যু / তারাপদ রায়ের মৃত্যু / নবেন্দু ঘোষের মৃত্যু।

২০০৮ : এডমন্ড হিলারির মৃত্যু / বিজয় ধনপান্ত তেন্ডুলকরের মৃত্যু / আবদুল্লাহ আল মামুনের মৃত্যু।

২০১২ : সৈয়দ মুস্তাফা সিরাজের মৃত্যু / সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যু / মোহিত চট্টোপাধ্যায়ের মৃত্যু।

২০১৬ : শচীন দাসের মৃত্যু / অমিয়কুমার মুখোপাধ্যায়ের মৃত্যু / দিলীপ মুখোপাধ্যায়ের মৃত্যু / আনন্দগোপাল সেনগুপ্তের মৃত্যু / শবরজননী মহাশ্বেতা দেবীর মৃত্যু / শহিদ কাদরির মৃত্যু / সৈয়দ শামসুল হকের মৃত্যু / প্রদ্যুস্ন ভট্টাচার্যের মৃত্যু / অপূর্ব দত্তের মৃত্যু / অজয় রায়ের মৃত্যু / শৈলেশকুমার বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু / দেবাশিষ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু / অলোক সরকারের মৃত্যু / অরুণকুমার বসুর মৃত্যু / উজ্জ্বলকুমার মজুমদারের মৃত্যু।

২০১৭ : তরুণ সান্যালের মৃত্যু / হীরেন চট্টোপাধ্যায়ের মৃত্যু।

২০১৮ : মদন ভড়ের মৃত্যু / ভি. এস. নইপালের মৃত্যু / রমাপদ চৌধুরীর মৃত্যু / আশরাফ আহমেদের মৃত্যু / অটলবিহারী বাজপায়ীর মৃত্যু।

¤ বিশেষ দ্রষ্টব্য :- এখানে বেশ কয়েকজন বিশেষ ব্যক্তির নাম আছে যাঁরা হয়ত বিশিষ্ট লেখক নয়, কিন্তু সাহিত্য জগতের সঙ্গে এঁরা বিশেষভাবে যুক্ত।


  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post