NEW :
Loading contents...

অনুবাদ কাব্যধারা - রামায়ণ, মহাভারত ও ভাগবত

বাংলায় রামায়ণ, মহাভারত ও ভাগবত অনুবাদের সমগ্র ধারাকে একত্রিত করে রচয়িতাসহ অনুবাদটি রচনার শতাব্দী অনুসারে ক্রমানুযায়ী সাজিয়ে নিম্নে দেওয়া হল ---

বাল্মীকি রামায়ণ : বাংলায় অনুবাদের ধারা

 পঞ্চদশ শতাব্দী :- 

১) কৃত্তিবাস ওঝা - 'শ্রীরাম পাঁচালী',

২) মাধব কন্দলি - 'শ্রীরাম পাঁচালী'।

 ষোড়শ শতাব্দী :- 

১) শঙ্কর দেব - 'শ্রীরাম পাঁচালী' (উত্তর কাণ্ড)।

 সপ্তদশ শতাব্দী :- 

১) নিত্যানন্দ আচার্য - 'অদ্ভুত আচার্যের রামায়ণ',

২) রামশঙ্কর দত্ত - 'রাম কথা',

৩) দ্বিজ অথবা পতিত ভবানীনাথ - 'লক্ষ্মণ দিগ্বিজয়',

৪) দ্বিজ শ্রীলক্ষ্মণ - 'অধ্যাত্ম রামায়ণ',

৫) চন্দ্রাবতী - 'রামায়ণ'।

 অষ্টাদশ শতাব্দী :- 

১) ফকির রাম 'কবিভূষণ' - 'অঙ্গদের রায়বার',

২) রামচন্দ্র - 'বিভীষণের রায়বার',

৩) রামনারায়ণ - 'বিভীষণের রায়বার',

৪) কাশীরাম - 'কালনেমির রায়বার',

৫) দ্বিজ তুলসী - 'অঙ্গদের রায়বার',

৬) জগন্নাথ দাস - 'লঙ্কাকাণ্ড',

৭) দ্বিজ দয়ারাম - 'তরণীসেনের যুদ্ধ',

৮) 'কবিচন্দ্র' শঙ্কর চক্রবর্তী - 'অধ্যাত্ম রামায়ণ',

৯) দ্বিজ শিবরাম - 'লক্ষ্মণের শক্তিশেল',

১০) উৎসবানন্দ - 'সীতার বনবাস',

১১) জগৎরাম রায় - 'অদ্ভুত রামায়ণ'।

ব্যাসদেবের মহাভারত : বাংলায় অনুবাদের ধারা

 ষোড়শ শতাব্দী :- 

১) 'কবীন্দ্র' পরমেশ্বর দাস - 'পাণ্ডব বিজয়',

২) শ্রীকর নন্দী - 'অশ্বমেধ যজ্ঞ', 

৩) রামচন্দ্র খান - 'অশ্বমেধ পর্ব, 

৪) দ্বিজ রঘুনাথ - 'অশ্বমেধ পাঁচালী', 

৫) অনিরুদ্ধ - 'ভারত পয়ার', 

৬) রুদ্রদেব - 'আদিপর্ব',

৭) দ্বিজ বলরাম - 'বন পর্ব', 

৮) বৈদ্য পঞ্চানন - 'কর্ণ পর্ব', 

৯) রামনন্দন - 'শল্য পর্ব', 

১০) দ্বিজ বৈদ্যনাথ - 'শান্তি পর্ব'।

 সপ্তদশ শতাব্দী :- 

১) কাশীরাম দাস - 'মহাভারত', 

২) নিত্যানন্দ ঘোষ - 'মহাভারত', 

৩) কৃষ্ণানন্দ বসু - 'শান্তিপর্ব ও স্বর্গারোহণ পর্ব',

৪) রামনারায়ণ দত্ত - 'দ্রোণ পর্ব', 

৫) দ্বিজ হরিদাস - 'অশ্বমেধ পর্ব', 

৬) ঘনশ্যাম দাস - 'অশ্বমেধ পর্ব', 

৭) সঞ্জয় - 'মহাভারত'। 

 অষ্টাদশ শতাব্দী :- 

১) দুর্লভ সিংহ - 'ভারত পাঁচালী',

২) গোপীনাথ পাঠক - 'সভা পর্ব', 

৩) সুবুদ্ধি রায় - 'অশ্বমেধ পর্ব', 

৪) পুরুষোত্তম দাস - 'পাণ্ডব পাঁচালী',

৫) দ্বিজ রামলোচন - 'স্ত্রী পর্ব', 

৬) দ্বৈপায়ন দাস - 'ভারত পাঁচালী'।

ভাগবত : বাংলায় অনুবাদের ধারা

 পঞ্চদশ শতাব্দী :- 

১) মালাধর বসু - 'শ্রীকৃষ্ণবিজয়', 

২) যশোরাজ খান - 'কৃষ্ণমঙ্গল'।

 ষোড়শ শতাব্দী :- 

১) গোবিন্দ আচার্য - 'কৃষ্ণমঙ্গল',

২) পরমানন্দ গুপ্ত - 'কৃষ্ণলীলা', 

৩) রঘুপণ্ডিত - 'কৃষ্ণপ্রেম তরঙ্গিনী',

৪) দ্বিজ মাধব - 'শ্রীকৃষ্ণমঙ্গল', 

৫) দুঃখী শ্যামদাস - 'গোবিন্দমঙ্গল', 

৬) কবিশেখর - 'গোপালবিজয়', 

৭) কৃষ্ণদাস - 'শ্রীকৃষ্ণমঙ্গল'।

 সপ্তদশ শতাব্দী :- 

১) শ্রীকৃষ্ণকিংকর - 'শ্রীকৃষ্ণবিলাস',

২) যশশ্চন্দ্র - 'গোবিন্দবিলাস',

৩) ভবানন্দ - 'হরিবংশ'।

 অষ্টাদশ শতাব্দী :- 

১) অভিরাম দাস - 'কৃষ্ণমঙ্গল',

২) বলরাম দাস - 'কৃষ্ণলীলামৃত', 

৩) দ্বিজ রমানাথ - 'শ্রীকৃষ্ণবিজয়',

৪) শঙ্কর চক্রবর্তী - 'গোবিন্দমঙ্গল', 

৫) দ্বিজ মাধবেন্দ্র - 'ভাগবতসার', 

৬) ঘনশ্যাম দাস - 'শ্রীকৃষ্ণবিলাস', 

৭) দ্বিজ রামেশ্বর - 'গোবিন্দমঙ্গল', 

৮) দ্বিজ প্রভুরাম - 'শ্রীকৃষ্ণমঙ্গল',

৯) নন্দরাম ঘোষ - 'শ্রীকৃষ্ণবিজয়',

১০) দ্বিজ লক্ষ্মীনাথ - 'কৃষ্ণমঙ্গল',

১১) ভক্তরাম দাস - 'গোকুলমঙ্গল',

১২) পরাণ দাস - 'রসমাধুরী'।

ভাগবত অনুসারী কৃষ্ণলীলা বিষয়ক আখ্যানকাব্য

 পঞ্চদশ শতাব্দী :- 

১) যশোরাজ খান - 'কৃষ্ণমঙ্গল'।

 ষোড়শ শতাব্দী :- 

১) গোবিন্দ আচার্য - 'কৃষ্ণমঙ্গল',

২) পরমানন্দ গুপ্ত - 'কৃষ্ণস্তবাবলী',

৩) রঘুনাথ পণ্ডিত ভাগবতাচার্য - 'শ্রীকৃষ্ণপ্রেমতরঙ্গিনী', 

৪) দ্বিজ মাধব আচার্য - 'কৃষ্ণমঙ্গল',

৫) কবিশেখর রায় - 'গোপালবিজয়',

৬) দুঃখী শ্যামদাস - 'গোবিন্দমঙ্গল',

৭) কৃষ্ণদাস - 'শ্রীকৃষ্ণমঙ্গল',

৮) শ্রীকৃষ্ণদাস - 'শ্রীকৃষ্ণবিলাস',

৯) ভবানন্দ - 'হরিবংশ', 

১০) পরশুরাম চক্রবর্তী - 'কৃষ্ণমঙ্গল',

১১) ঘনশ্যাম - 'হরিবংশ' / 'ব্রহ্মবৈবর্ত', 'ভাগবৎ কৃষ্ণকীর্তন', 

১২) যশচন্দ্র - 'গোবিন্দবিলাস',

১৩) ঘনশ্যাম দাস - 'শ্রীকৃষ্ণবিলাস',

১৪) বলরাম দাস - 'কৃষ্ণলীলামৃত',

১৫) দ্বিজ রমানাথ - 'শ্রীকৃষ্ণবিজয়',

১৬) শঙ্কর চক্রবর্তী 'কবিচন্দ্র' - 'গোবিন্দমঙ্গল' / 'ভাগবতামৃত',

১৭) দ্বিজ মাধবেন্দ্র - 'ভাগবতাসার',

১৮) দ্বিজ রামেশ্বর - 'গোবিন্দমঙ্গল',

১৯) দ্বিজ প্রভুরাম - 'শ্রীকৃষ্ণমঙ্গল'।

 সপ্তদশ শতাব্দী :- 

১) সনাতন বিদ্যাবাগীশ - 'ভাষাভাগবত',

২) কৃষ্ণদাস - 'কৃষ্ণমঙ্গল',

৩) কাশীদাসাগ্রজ কৃষ্ণদাস - 'শ্রীকৃষ্ণবিলাস',

৪) ঘনশ্যাম দাস - 'কৃষ্ণবিলাস',

৫) দ্বিজ ঘনশ্যাম - 'হরিবংশ',

৬) বংশীদাস - 'কৃষ্ণকেলিচরিতামৃত', 

৭) অভিরাম দাস - 'গোবিন্দবিজয়',

৮) পরশুরাম চক্রবর্তী - 'কৃষ্ণমঙ্গল',

৯) যশচন্দ্র - 'গোবিন্দবিলাস',

১০) পরশুরাম রায় - 'মাধব সংগীত',

১১) ভবানন্দ - 'হরিবংশ',

১২) ভবানী দাস (ঘোষ) - 'রাধাকৃষ্ণবিলাস', 

১৩) নরহরি দাস - 'কেশবমঙ্গল', 

১৪) দ্বিজ নরহরি দাস - 'উদ্ধব সংবাদ', 

১৫) দ্বিজ গোবিন্দ - 'অক্রুর আগমন পালা',

১৬) কবি বল্লভ - 'রসকদম্ব',

১৭) যদুনন্দন দাস - 'কর্ণামৃত',

১৮) গুরুচরণ দাস - 'প্রেমামৃত'।

 অষ্টাদশ শতাব্দী :- 

১) 'কবিচন্দ্র' শঙ্কর চক্রবর্তী - 'ভাগবতামৃত গোবিন্দমঙ্গল',

২) মহারাজা গোপাল সিংহ - 'রাধাকৃষ্ণমঙ্গল',

৩) দীন বলরাম দাস - 'কৃষ্ণলীলামৃত',

৪) দ্বিজ রমানাথ - 'শ্রীকৃষ্ণবিজয়',

৫) দ্বিজ রামেশ্বর - 'গোবিন্দ বিজয়',

৬) রামেশ্বর দাস - 'শ্রীকৃষ্ণের জন্মলীলা',

৭) বনমালী দাস - 'গোবিন্দমঙ্গল',

৮) ভক্তরাম দাস - 'গোকুলমঙ্গল',

৯) নন্দরাম ঘোষ - 'তালভক্ষণ',

১০) দ্বিজ বৃন্দাবন - 'শ্রীকৃষ্ণের জন্মলীলা',

১১) পরাণ দাস - 'রসমাধুরী',

১২) কৃষ্ণরাম দত্ত - 'রাধিকামঙ্গল',

১৩) দ্বিজ চণ্ডী - 'শ্রীকৃষ্ণমঙ্গল',

১৪) রসিক শেখর - 'পারিজাতহরণ', 

১৫) উদ্ধবানন্দ - 'রাধিকামঙ্গল', 

১৬) দীন হরিদাস - 'মুকুন্দ মঙ্গল', 

১৭) রামপ্রসাদ রায় - 'কৃষ্ণলীলামৃত সিন্ধু',

১৮) দীননাথ - 'শ্রীকৃষ্ণের জন্মকথা',

১৯) জয়ানন্দ দাস - 'কৃষ্ণের জন্ম',

২০) দ্বিজ কবিরত্ন - 'শ্রীকৃষ্ণমঙ্গল',

২১) হরিবোল দাস - 'নৌকাখণ্ড',

২২) চন্দ্রশেখর - 'অক্রুরাগমন',

২৩) হরিকৃষ্ণ দাস - 'অক্রুরাগমন',

২৪) দ্বিজ সন্তোষ - 'শ্রীকৃষ্ণমঙ্গল',

২৫) বিশ্বনাথ ভট্টাচার্য - 'শ্রীকৃষ্ণলীলা'।

★এছাড়া নন্দদুলাল দাসের একটি পুথি পাওয়া যায়; অক্রুরের সঙ্গে শ্রীকৃষ্ণের মথুরাগমনোদ্যোগ পর্যন্ত কাহিনি বর্ণনার পর পুথিটি খণ্ডিত।

ইসলামি বাংলা সাহিত্য

১) 'জঙ্গনামা' - হেয়াৎ মামুদ, গরিবুল্লা, আরিফ, নসরুল্লা খান।

২) 'রসুলবিজয়' - সাবিরিদ খান, জৈনুদ্দিন, শেখ চান্দ। 

৩) 'পদাবলি' - সৈয়দ মুর্তজা, আলীরাজা।

৪) 'গাজীমঙ্গল' - আব্দুল গফুর, সৈয়দ হালু মিঞা, জৈনুদ্দীন, ফয়জুন্না।

৫) 'পিরগাথা বা সত্যনারায়ণ পাঁচালী' - আরিফ, ফৈজুল্লা।

৬) 'রোমান্টিক কাব্য-কবিতা' - মহম্মদ কবীর, সৈয়দ হামজা, শাহ মুহম্মদ সগীর, সাকের মামুদ, সেরাদোতুল্লা, আবদুল রহমান, দৌলত উজীর।

৭) বিবিধ - শেখ রাজ, শেখ সাদী, সৈয়দ মুর্তজা।

  ¤ তথ্যঋণ :-  

১) 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' (দ্বিতীয় খণ্ড) - ডঃ অসিতকুমার বন্দ্যোপাধ্যায়।

★প্রকাশনা সংস্থা - 'মডার্ণ বুক এজেন্সী প্রা. লি., ১০, বঙ্কিম চ্যাটার্জ্জী ষ্ট্রীট, কলকাতা - ৭০০০৭৩।

২) 'বাঙালি ভাষা ও সংস্কৃতি' : পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

৩) 'বাংলা সাহিত্যের সামগ্রিক ইতিহাস' (ডিসেম্বর ২০১৮) - ডঃ দীপঙ্কর মল্লিক ও ডঃ দেবারতি মল্লিক।

★প্রকাশনা সংস্থা :- 'দিয়া পাবলিকেশন', ৪৪/১ এ বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯।


  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post