উনিশ শতকের মহিলা সাহিত্যিকদের ছদ্মনামে লেখা বাংলা গ্রন্থ
মহিলা সাহিত্যিকদের নাম - ছদ্মনাম - বাংলা গ্রন্থ
১) রাখালমনি গুপ্ত --- "কোন সদ্বংবংশীয় কুলবধু" ছদ্মনামে --- "কবিতামালা অর্থাৎ নানাবিধ জ্ঞানগর্ভ কবিতাসমূহ" (কাব্যগ্রন্থ : ১৮৫৬)।
২) রাখালমনি গুপ্ত --- "একজন হিন্দুমহিলা" ছদ্মনামে --- "পদ্যচতুষ্টয়" (কাব্যগ্রন্থ : ১৮৬৮)।
৩) কামিনীসুন্দরী দেবী --- "দ্বিজতনয়া" ছদ্মনামে --- "বালা বোধিকা, প্রথম ভাগ : বালিকা শিক্ষার প্রথম পুস্তক" (১৮৬৮)।
৪) রাখালমনি গুপ্ত --- "কোন বঙ্গবালা" ছদ্মনামে --- "বঙ্গবালা : দশপদী কবিতাবলী" (কাব্যগ্রন্থ : ১৮৬৯)।
৫) কৃষ্ণময়ী দাসী --- "একজন বঙ্গমহিলা" ছদ্মনামে --- "পদ্যমালা" (কাব্যগ্রন্থ : ১৮৭০)।
৬) প্রসন্নময়ী দেবী --- "কোন বঙ্গকামিনী" ছদ্মনামে --- "কুসুমমালিকা" (কাব্যগ্রন্থ : ১৮৭১)।
৭) মহালক্ষ্মী দেবী --- "কোন বঙ্গকামিনী" ছদ্মনামে --- "একজন দুঃখিনীর বিলাপ" (কাব্যগ্রন্থ : ১৮৭১)।
৮) গিরীন্দ্রমোহিনী দাসী --- "জনৈক হিন্দুমহিলা" ছদ্মনামে --- "কবিতাহার" (কাব্যগ্রন্থ : ১৮৭৩)।
৯) ভুবনমোহিনী দাসী --- "একজন হিন্দুমহিলা" ছদ্মনামে --- "মনোরমা" (কাব্যগ্রন্থ : ১৮৭৩)।
১০) সুরঙ্গিনী সর্ব্বাধিকারী --- "অনামা" ছদ্মনামে --- "তারাবতী উপাখ্যান" (উপন্যাস : ১৮৭৩)।
১১) ইন্দুমতী দাসী --- "কোন হিন্দুমহিলা" ছদ্মনামে --- "দুঃখমালা" (কাব্যগ্রন্থ : ১৮৭৪)।
১২) ইন্দুমতী দাসী --- "কোন হিন্দুমহিলা" ছদ্মনামে --- "দুঃখমালা" (কাব্যগ্রন্থ : ১৮৭৪)।
১৩) ইন্দুমতী দাসী --- "কোন বঙ্গমহিলা" ছদ্মনামে --- "বিলাপলহড়ী" (কাব্যগ্রন্থ : ১৮৭৫)।
১৪) তরঙ্গিনী দাসী --- "জনৈক ভদ্রমহিলা" ছদ্মনামে --- "সপ্তাপিনী নাটক" (নাটক : ১৮৭৬)।
১৫) নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী --- "জনৈক বঙ্গ-কুলকামিনী" ছদ্মনামে --- "বিনয়াবতী" (উপন্যাস : ১৮৭৭)।
১৬) শ্রীমতি হেমাঙ্গিনী দেবী --- "একজন বঙ্গমহিলা" ছদ্মনামে --- "কামিনী ও মৃন্ময়ী" (উপন্যাস : ১৮৭৮)।
১৭) ভুবনমোহিনী দেবী --- "একজন বঙ্গমহিলা" ছদ্মনামে --- "কমলকালিকা (১ম খণ্ড)" [কাব্যগ্রন্থ : ১৮৭৯]।
১৮) কমলকামিনী দেবী --- "কোন হিন্দুমহিলা" ছদ্মনামে --- "এবং মাতৃস্নেহ ও ঈশস্তুতি" (কাব্যগ্রন্থ : ১৮৭৯)।
১৯) কৃষ্ণকুমারী দেবী --- "কুলমহিলা" ছদ্মনামে --- "বনফুল, প্রথম ভাগ" (কাব্যগ্রন্থ : ১৮৮০)।
২০) নয়নতারা দে --- "মণিমোহিনী" ছদ্মনামে --- "বিনোদকানন বা গন্ধমিলন নাট্যগীতি" (নাটক : ১৮৮০)।
২১) নয়নতারা দে --- "মণিমোহিনী" ছদ্মনামে --- "মন্দারকানন" (নাটক : ১৮৮১)।
২২) শ্রীমতি কাদম্বিনী দেবী --- "জনৈক বঙ্গমহিলা" ছদ্মনামে --- "পদ্যমালা" (কাব্যগ্রন্থ : ১৮৮২)।
২৩) গিরীন্দ্রমোহিনী দাসী --- "জনৈক বঙ্গমহিলা" ছদ্মনামে --- "ভারতকুসুম" (কাব্যগ্রন্থ : ১৮৮২)।
২৪) গিরীন্দ্রমোহিনী দাসী --- "জনৈক হিন্দুমহিলা" ছদ্মনামে --- "অবসর বিকাশ : কবিতাবলী, প্রথম খণ্ড" (কাব্যগ্রন্থ : ১৮৮৪)।
২৫) মোক্ষদায়িনী মুখোপাধ্যায় --- "বনপ্রসূন" ছদ্মনামে --- "সফল স্বপ্ন" (উপন্যাস : ১৮৮৪)।
২৬) কৃষ্ণভাবিনী দাস --- "বঙ্গমহিলা" ছদ্মনামে --- "ইংলণ্ডে বঙ্গমহিলা" (ভ্রমণকাহিনী : ১৮৮৫)।
২৭) ইন্দুবালা দাসী --- "একজন হিন্দুমহিলা" ছদ্মনামে --- "বিজ্ঞানকুসুম" (কাব্যগ্রন্থ : ১৮৯৬)।
২৮) ইন্দুবালা দাসী --- "একজন হিন্দুমহিলা" ছদ্মনামে --- "মাতৃভক্তি" (কাব্যগ্রন্থ : ১৮৯৬)।
বাংলা গানের ইতিহাসে রবীন্দ্রনাথের অবদান
১) রবীন্দ্রনাথ ঠাকুর আনুমানিক গান রচনা করেছিলেন - ২২৩২টি।
২) "স্বরবিতান" গ্রন্থে আনুমানিক রবীন্দ্রনাথের স্বরলিপি মুদ্রিত হয়েছে - ১৯৩১টি।
৩) সুরের দিক থেকে রবীন্দ্রসংগীতকে বিভক্ত করা যায় - ৫টি শ্রেণিতে।
৪) হিন্দি গানের সুর নিয়ে রবীন্দ্রনাথ ধ্রুপদ রচনা করেছেন - ৭৭টি।
৫) রবীন্দ্রনাথ ঠাকুর মৌলিক ধ্রুপদ রচনা করেন - ২৭টি।
৬) চৌদ্দমাত্রাবিশিষ্ট তালে রচিত হোলি-বিষয়ক গানকে বলে "ধামার"। এই হিন্দি ধামারের অনুকরণে রবীন্দ্রনাথ ধামার তৈরি করেন - ১৪টি।
৭) রবীন্দ্রনাথ ঠাকুর মৌলিক ধামার/ঠুংরি রচনা করেন - ২টি।
৮) রবীন্দ্রনাথ হিন্দি খেয়াল ভেঙে গান রচনা করেছেন - ৭০টি।
৯) হিন্দি টপ্পার অনুসরণে রবীন্দ্রনাথ টপ্পা রচনা করেন - ১৪ টি।
১০) রবীন্দ্রনাথ নিজস্ব শৈলীতে টপ্পা রচনা করেন - ২৫টি।
১১) যে রবীন্দ্রসংগীতটি তাল ছাড়াই গাওয়া হয়ে থাকে সেটি হল - "তবু মনে রেখো"।
১২) সারি গানের সুরে গাওয়া রবীন্দ্রগান হল - "এবার তোর মরা গাঙে"।
১৩) ভাটিয়ালি সুরে গাওয়া রবীন্দ্রগান হল - "গ্রামছাড়া ওই রাঙামাটির পথ"।
১৪) ঝুমুর সুরে গাওয়া রবীন্দ্রগান হল - "ওরে বকুল-পারুল"।
১৫) বাংলাদেশের জাতীয় সংগীত "আমার সোনার বাংলা" রচনা করেন - রবীন্দ্রনাথ ঠাকুর।
১৬) পাশ্চাত্য সুরের অনুকরণে রবীন্দ্রনাথ গান তৈরি করেন - ১২টি।
১৭) রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেশাত্মবোধক গানের সংখ্যা - ৬২টি।
১৮) প্রথমে কবিতা হিসেবে লিখে পরে তাতে সুর সংযোজনা করেন, রবীন্দ্রনাথের এমন একটি গান হল - "কৃষ্ণকলি আমি তারেই বলি"।
১৯) রবীন্দ্রনাথসৃষ্ট একটি আধ্যাত্মিক সংগীত হল - "আমার সকল রসের ধারা"।
২০) রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রেমসংগীত হল - "সেদিন আমায় বলেছিলে"।
২১) ঋতু ও প্রকৃতি বিষয়ক একটি রবীন্দ্রগান হল - "দারুণ অগ্নিবাণে"।
২২) রবীন্দ্রনাথ ঠাকুরের একটি শিশুসংগীত হল - "আলো আমার আলো ওগো"।
২৩) অধিকাংশ রবীন্দ্রসংগীতকে স্বরলিপি-নিবদ্ধ করেন - দীনেন্দ্রনাথ ঠাকুর।
বাংলা সাহিত্যে "দা" নামযুক্ত বিভিন্ন চরিত্র ও চরিত্রের স্রষ্টা
১) "ব্রজদা" --- গৌরকিশোর ঘোষ।
২) "ঘনাদা" --- প্রেমেন্দ্র মিত্র।
৩) "টেনিদা" --- নারায়ণ গঙ্গোপাধ্যায়।
৪) "ফেলুদা" --- সত্যজিৎ রায়।
৫) "ঋজুদা" --- বুদ্ধদেব গুহ।
৬) "নতুনদা" --- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
৭) "বরদা" --- শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।
৮) "কেল্টুদা" --- নারায়ণ দেবনাথ।
৯) "ঠাকুরদা" --- রবীন্দ্রনাথ ঠাকুর।
১০) "পিনডিদা" --- আশুতোষ মুখোপাধ্যায়।
১১) "মেজদা" --- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
১২) "নোলেদা" --- অহিভূষণ মল্লিক।
১৩) "বাঁটুলদা" --- নারায়ণ দেবনাথ।
বিখ্যাত কয়েকটি কার্টুন চরিত্র ও তাদের স্রষ্টা
১) "আর্চি" --- বব মনটানা।
২) "ডেনিস দ্য মেনেস" --- হ্যাঙ্ক কেচাম।
৩) "অ্যাসটেরিক্স" --- রেনে গোসিনি ও অ্যালবার্ট উদারজো।
৪) "চাচা চৌধুরী", "পিঙ্কি", "সাবু" --- প্রাণ কুমার শর্মা।
৫) "বাগস্ বানি", "ডাফি ডাক", "টুইটি" --- চাক জোন্স / ওয়ার্নার ব্রাদার্স।
৬) "কেলভিন অ্যান্ড হবস্" --- বিল ওয়াটারসন।
৭) "ফ্ল্যাশ গর্ডন" --- অ্যালেক্স রেমন্ড।
৮) "গ্যারফিল্ড" --- জিম ডেভিস।
৯) "হি-ম্যান" --- রজার সুইট।
১০) "টারজান" --- এডগার রাইস বারোজ।
১১) "স্পাইডারম্যান" --- স্ট্যান লি, স্টিভ ডিটকো।
১২) "পিটার প্যান" --- জে. এম. ব্যারি।
১৩) "সিম্পসনস্" --- ম্যাট গ্রেনিং।
১৪) "সাড স্যাক" --- জর্জ বেকার।
১৫) "উইনি দ্য পুহ্" --- এ. এ. মিলনে।
১৬) "স্কুবি-ডু" --- জো রুবি, কেন স্পিয়ারস।
১৭) "সুপারম্যান" --- জেরি সিগেল এবং জো সুস্টার।
১৮) "ব্যাটম্যান" --- বব কেন, বিল ফিঙ্গার।
সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র এবং সেগুলির সংগীত পরিচালক ও কাহিনিকার
চলচ্চিত্র --- সংগীত পরিচালক --- কাহিনিকার
১) "পরশপাথর" --- পণ্ডিত রবিশঙ্কর --- রাজশেখর বসু (পরশুরাম)।
২) "জলসাঘর" --- বিলায়েত খান --- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
৩) "দেবী" --- উস্তাদ আলি আকবর খান --- প্রভাতকুমার মুখোপাধ্যায়।
৪) "জন অরণ্য" --- সত্যজিৎ রায় --- মণিশঙ্কর মুখোপাধ্যায় (শঙ্কর)।
৫) "আগন্তুক", "সোনার কেল্লা", "জয় বাবা ফেলুনাথ" --- সত্যজিৎ রায় --- সত্যজিৎ রায়।
৬) "চারুলতা", "ঘরে বাইরে", "তিন কন্যা" --- সত্যজিৎ রায় --- রবীন্দ্রনাথ ঠাকুর।
৭) "অভিযান", "কবি" --- সত্যজিৎ রায় --- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
৮) "মহানগর" --- সত্যজিৎ রায় --- নরেন্দ্রনাথ মিত্র।
৯) "চিড়িয়াখানা" --- সত্যজিৎ রায় --- শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।
১০) "অরণ্যের দিনরাত্রি", "প্রতিদ্বন্দ্বী" --- সত্যজিৎ রায় --- সুনীল গঙ্গোপাধ্যায়।
১১) "গণশত্রু" --- সত্যজিৎ রায় --- হেনরিক ইবসেন ["An Enemy of the People" গ্রন্থ অবলম্বনে রচিত]।
- বিশেষ দ্রষ্টব্য :- এখানে আরো অনেক তথ্য আছে। কিন্তু গুগলের কপিরাইটের আওতায় পড়ার জন্য সেই তথ্যগুলো এই পোস্টে দিতে পারলাম না।
¤ আরও দেখুন :-
মধ্যযুগ থেকে কয়েকটি ডেসক্রিপটিভ প্রশ্নোত্তর
মধ্যযুগ থেকে গুরুত্বপূর্ণ ডেসক্রিপটিভ প্রশ্নোত্তর
চর্যাপদ থেকে গুরুত্বপূর্ণ ডেসক্রিপটিভ প্রশ্নোত্তর
আধুনিক যুগের কিছু ডেসক্রিপটিভ প্রশ্নোত্তর
- আলোচক : সৌম্য মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
Post a Comment