NEW :
Loading contents...

এস.এল.এস.টি থেকে গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্নোত্তর

১) জয়দেবের "গীতগোবিন্দ" কাব্যকে "Melodrama" কে বলতে চেয়েছেন?

★উত্তর - প্রখ্যাত জার্মান প্রাচ্যতত্ত্ববিদ রিচার্ড ফন পিশেল বলতে চেয়েছেন।

২) রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন্ উপন্যাসটিকে "লিরিকের তোড়া" বলে উল্লেখ করেছেন?

★উত্তর - তাঁর শেষ প্রকাশিত (রাজনৈতিক) উপন্যাস "চার অধ্যায়" (১৯৩৪/চৈত্র, ১৩৪০)-কে।

৩) "ইতিহাস ও সাহিত্য" (প্রবন্ধ ও সমালোচনা গ্রন্থ) = তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

¤ "ইতিহাস ও সাহিত্য" (প্রবন্ধ ও সমালোচনা গ্রন্থ) = ??

★উত্তর - বাংলাদেশী প্রাবন্ধিক ও সমালোচক মাহবুবুল হক।

৪) বাংলা সাহিত্যে "বিজ্ঞানাচার্য" কার উপাধি?

★উত্তর - আচার্য জগদীশ চন্দ্র বসুর উপাধি।

৫) বলাইচাঁদ মুখোপাধ্যায়, ওরফে বনফুলের প্রথম সার্থক সামাজিক উপন্যাস কোনটি?

★উত্তর - "কিছুক্ষণ" (১৯৩৭/১৩৪৫)।

৬) বলাইচাঁদ মুখোপাধ্যায়, ওরফে বনফুলের অণুগল্পগুলিকে সমালোচক বুদ্ধদেব বসু কি বলে উল্লেখ করেছেন?

★উত্তর - "এক চুমুক" বলে উল্লেখ করেছেন।

৭) সৈয়দ মুজতবা আলীর দ্বিতীয় প্রকাশিত উপন্যাস ''শবনম'' (১৯৬০/১৩৬৭) কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?

★উত্তর - "দেশ" পত্রিকায় প্রকাশিত হয়।

৮) সৈয়দ মুজতবা আলীর প্রিয় বিষয় কী ছিল? 

★উত্তর - তুলনামূলক ধর্মতত্ত্ব।

৯) "নতুন পথপ্রদর্শক হিসাবে মুজতবাই শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ গদ্যলেখক।" --- গদ্যকার সৈয়দ মুজতবা আলী সম্পর্কে এরূপ মন্তব্য কে করেছেন?

★উত্তর - গদ্যকার সৈয়দ মুজতবা আলী সম্পর্কে এরূপ মন্তব্য সমালোচক প্রমথনাথ বিশী করেছেন।

১০) হিন্দি সাহিত্যে "জীবনবাদী সাহিত্যিক" কাকে বলা হয়?

★উত্তর - মুন্সী প্রেমচন্দ বা মুন্সী প্রেমচাঁদকে বলা হয়। 

১১) হিন্দি ও উর্দু ভাষার একজন অন্যতম সফল সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদ প্রায় ক'টি গল্প রচনা করেছেন?

★উত্তর - প্রায় ৩০০টি গল্প রচনা করেছেন।

১২) সুনীতিকুমার চট্টোপাধ্যায় কোন্ ছদ্মনামে তাঁর সাহিত্য রচনা করতেন?

★উত্তর - "বীরভদ্র" ছদ্মনামে।

১৩) মার্কিন কবি-সাহিত্যিক ল্যাংস্টন হিউজ তাঁর যৌবনকালে কাদের কবিতা পড়ে গভীরভাবে প্রভাবিত হন?

★উত্তর - মার্কিন কবি কার্ল স্যান্ডবার্গ [Carl Sandburg : ১৮৭৮-১৯৬৭] এবং ওয়াল্ট হুইটম্যানে [Walt Whitman : ১৮১৯-১৮৯২]-এর কবিতা পড়ে গভীরভাবে প্রভাবিত হন।

১৪) ল্যাংস্টন হিউজের আত্মজীবনীমূলক গ্রন্থদু'টির নাম কী? 

★উত্তর - (ক) "The Big Sea" (১৯৪০) [নন ফিকশন গ্রন্থ] এবং (খ) "I Wonder as I Wander" (১৯৫৬) [নন ফিকশন গ্রন্থ]।

১৫) "Little Ham" (১৯৩৬) ["লিটল হ্যাম"] --- নাটকটি কে রচনা করেন?

★উত্তর - ল্যাংস্টন হিউজ রচনা করেন।

১৬) অমিয় চক্রবর্তীর "চেতন স্যাকরা" কবিতাটি তাঁর কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত?

★উত্তর - "এক মুঠো" (১৯৩৯) কাব্যগ্রন্থের অন্তর্গত।

১৭) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের "বিপিনের সংসার" (১৯৪১) উপন্যাসটি কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?

★উত্তর - "অলকা" পত্রিকায় প্রকাশিত হয়।

১৮) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর "কেদার রাজা" (১৯৪৫) উপন্যাসটি কাকে উৎসর্গ করেন?

★উত্তর - সাহিত্যিক নীরদরঞ্জন দাশগুপ্তকে উৎসর্গ করেন।

১৯) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের "অথৈ জল" (১৯৪৭) উপন্যাসটি কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?

★উত্তর - "প্রভাতী" পত্রিকায় প্রকাশিত হয়।

২০) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মরণোত্তর "রবীন্দ্র পুরস্কার" (১৯৫১) প্রাপ্ত "ইছামতী" (১৯৫০) উপন্যাসটি কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?

★উত্তর - "অভ্যুদয়" পত্রিকায় প্রকাশিত হয়।

২১) লীলা মজুমদারের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি?

★উত্তর - ''বদ্যিনাথের বড়ি'' (১৯৪০)।

২২) সুভাষ মুখোপাধ্যায়ের "ফুল ফুটুক" (১৯৫৭) কাব্যগ্রন্থের কবিতাগুলি কোন্ সময়ের মধ্যে রচিত? 

★উত্তর - ১৯৫১-১৯৫৭ খ্রিস্টাব্দের মধ্যে রচিত। 

২৩) "সাহিত্যের দেশবিদেশ" (১৯৬২) --- প্রবন্ধগ্রন্থটি কার লেখা?

★উত্তর - বিষ্ণু দে-র লেখা।

২৪) সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের "বঙ্গদর্শন" পত্রিকায় প্রকাশিত "বিষবৃক্ষ" (১৮৭৩) উপন্যাসের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন্ গল্পের মিল রয়েছে?

★উত্তর - ১৩০০ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায় "সাধনা" পত্রিকায় প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের "মধ্যবর্তিনী" গল্পের মিল রয়েছে।

২৫) সৈয়দ মুজতবা আলীর ডাকনাম কী ছিল?

★উত্তর - 'সিতারা' (যার অর্থ 'নক্ষত্র'), সংক্ষেপে 'সি' বা 'সীতু'।

২৬) "উত্তরে থাকা মৌন" (১৯৭৭) --- কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

★উত্তর - বিষ্ণু দে।

২৭) সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কিশোর উপন্যাস কোনটি? 

★উত্তর - "ভয়ংকর সুন্দর"।

২৮) "সরোজকুমার রায়চৌধুরী বাস্তবতার সাধনা করেছিলেন। এই বাস্তবতা আর পাঁচজন থেকে স্বতন্ত্র।" --- এই মন্তব্যটি কে করেছেন? 

★উত্তর - ড. ক্ষেত্র গুপ্ত।

২৯) প্রেমেন্দ্র মিত্রের "ললিত" চরিত্রটির উল্লেখ তাঁর কোন্ গল্পে পাওয়া যায়? 

★উত্তর - "পুন্নাম" গল্পে।

৩০) প্রমথনাথ বিশী তাঁর "মাধব্য" ছদ্মনামটি কোন্ ক্ষেত্রে ব্যবহার করতেন? 

★উত্তর - "আনন্দবাজার পত্রিকা"য় লেখালেখির ক্ষেত্রে ।

৩১) মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা "সমাচার সভা রাজেন্দ্র" প্রকাশিত হয় ১৮৩১ খ্রিস্টাব্দের ৭ মার্চ। এর সম্পাদক ছিলেন শেখ আলীমুল্লাহ্। এটি ছিল স্বল্পায়ু এবং দ্বিভাষিক পত্রিকা। ফারসি ও বাংলা -- এটি উভয় ভাষায় রচিত। এটি প্রতি কোন্ বার প্রকাশিত হত? 

★উত্তর - পত্রিকাটি সোমবার প্রকাশিত হত।

৩২) "আজকে আমার ছুটি" --- নাটকটির রচয়িতা কে? 

★উত্তর - উৎপল দত্ত।

৩৩) কে, কোন্ গ্রন্থে চণ্ডীদাসকে "কবি তাপস" বলে অভিহিত করেছেন? 

★উত্তর - "চণ্ডীদাস ও বিদ্যাপতি" প্রবন্ধগ্রন্থে সমালোচক শঙ্করীপ্রসাদ বসু চণ্ডীদাসকে "কবি তাপস" বলে অভিহিত করেছেন।

৩৪) মনোজ বসু কবে, কোন্ পত্রিকায় কোন্ রচনার মধ্য দিয়ে সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন? 

★উত্তর - মনোজ বসু ১৩৩৭ বঙ্গাব্দে "বিচিত্রা" পত্রিকায় "পিছনের হাতছানি" নামক গল্পের মধ্য দিয়ে সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন।

৩৫) "স্মৃতিচিত্র : রবীন্দ্রনাথ" --- আত্মজীবনীমূলক গ্রন্থটি কার লেখা? 

★উত্তর - প্রতিমা দেবী (ঠাকুর)-র লেখা।

৩৬) কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৌখিকভাবে রচিত শেষ কবিতার নাম কী?

★উত্তর - "তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি/ বিচিত্র ছলনাজালে" (মৃত্যুর আট দিন আগে মৌখিকভাবে রচিত, অর্থাৎ রচনাকাল : ৩০শে জুলাই, ১৯৪১)।

৩৭) হাংরি আন্দোলনকে কেন্দ্র করে লেখা "জানোয়ার" নামক বিতর্কিত কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

★উত্তর - বিতর্কিত কবি সমীর রায়চৌধুরী।

৩৮) চর্যার ৩১ নং পদটির রচয়িতা কে?

★উত্তর - পদকর্তা আজদেব।

৩৯) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী রচিত "মহাশক্তি" প্রবন্ধটি কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?

★উত্তর - "নবজীবন" পত্রিকায়।

৪০) খ্যাতনামা চলচ্চিত্র অভিনেতা উত্তম কুমার কবে, কোন্ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা হিসাবে ১৫তম "জাতীয় চলচ্চিত্র পুরষ্কার" লাভ করেন?

★উত্তর - ১৯৬৮ খ্রিস্টাব্দে "অ্যান্টনি ফিরিঙ্গি" (৬ই অক্টোবর, ১৯৬৭) নামক বাংলা চলচ্চিত্রের জন্য।

৪১) মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন কোন্ বংশের সুলতানগণ?

★উত্তর - পাঠান বংশের সুলতানগণ।

৪২) প্যারীচাঁদ মিত্রের লেখা "আলালের ঘরের দুলাল" (রচনাকাল : ১৮৫৭ ও প্রকাশকাল : ১৮৫৮) নামক বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসটির কে নাট্যরূপ দেন?

★উত্তর - লেখক পুত্র হীরালাল মিত্র নাট্যরূপ দেন।

৪৩) কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধ কোনটি? সেটি তাঁর কোন্ প্রবন্ধগ্রন্থের অন্তর্গত? 

★উত্তর - "তুর্ক মহিলার ঘোমটা খোলা" (কার্তিক, ১৩২৬ বঙ্গাব্দ)। প্রবন্ধটি তাঁর "যুগবানী" (১৯২৬) প্রবন্ধগ্রন্থের অন্তর্গত।

৪৪) সার্কাসের সঙ্গে জড়িত মানুষদের জীবন নিয়ে তৈরি সুখ্যাত চলচ্চিত্র পরিচালক বারীন সাহা নির্মিত চলচ্চিত্রটির নাম কী?

★উত্তর - "তেরো নদীর পারে"।

৪৫) বৈষ্ণব পদাবলি সাহিত্যের "চতুষ্টয়" কারা ছিলেন?

★উত্তর - বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস ও গোবিন্দদাস।

৪৬) ইংরেজি সাহিত্যের কোন্ কবি পদ্যে প্রবন্ধ লিখেছেন?

★উত্তর - অষ্টাদশ শতকের ইংরেজ কবি আলেকজান্ডার পোপ (Alexander Pope : ১৬৮৮-১৭৪৪)।

৪৭) বাংলা নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায় মুদ্রিত ফারসি সংবাদপত্রের নাম কী?

★উত্তর - "মিরাৎ-উল-আখবার" (মুদ্রণকাল : ১৮২২)।‌

৪৮) বাংলা সাহিত্যের প্রথম রাজদ্রোহী সম্পাদক কে ছিলেন?

উত্তর - কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

৪৯) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গানের বই বা গানের সংকলন গ্রন্থটির নাম কী?

উত্তর - "রবিচ্ছায়া" (১৮৯২/১২৯৯)

৫০) সমরেশ বসুর প্রথম সার্থক উপন্যাস কোনটি?

★উত্তর - ''বি.টি. রোডের ধারে'' (১৯৫২/১৩৫৯)।


  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post