গ্যেটে কেন্দ্রিক রচিত গুরুত্বপূর্ণ গ্রন্থ ও লেখকগণ
¤ ১৮৭৮ খ্রিস্টাব্দ :-
১) "গ্যেটে ও তাঁর প্রণয়িনীগণ" (প্রবন্ধ) --- রবীন্দ্রনাথ ঠাকুর।
★পত্রিকা ও প্রকাশকাল :- "ভারতী"; ২য় বর্ষ, কার্তিক, ১২৮৫ বঙ্গাব্দ।
¤ ১৯৩৩ খ্রিস্টাব্দ :-
১) "কাব্য পরিক্রমা" (আত্মজীবনীমূলক আলোচনা গ্রন্থ) --- অজিতকুমার চক্রবর্তী।
★প্রকাশনা :- "ইন্ডিয়ান পাবলিকেশনস", কলকাতা-এলাহাবাদ।
¤ ১৯৩৮ খ্রিস্টাব্দ :-
১) "সাঙ্গীতিকী" (সাহিত্যমূলক আলোচনা ও বঙ্গানুবাদ গ্রন্থ) --- দিলীপকুমার রায়।
★প্রকাশনা :- "গুরুদাস চট্টোপাধ্যায় এণ্ড সন্স", কলকাতা।
¤ ১৯৪১ খ্রিস্টাব্দ :-
১) "রবীন্দ্রনাথ ও তুলনা" (প্রবন্ধগ্রন্থ) --- ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়।
★পত্রিকা ও প্রকাশকাল :- "উত্তরা"; আশ্বিন, ১৩৪৮ বঙ্গাব্দ।
¤ ১৯৪৬ খ্রিস্টাব্দ :-
১) "কবিগুরু গ্যেটে" (১ম খণ্ড) [জীবনীমূলক আলোচনা গ্রন্থ] :- কাজী আবদুল ওদুদ।
★প্রকাশনা :- "জেনারেল প্রিন্টার্স এণ্ড পাবলিশার্স লিমিটেড", কলকাতা।
২) "কবিগুরু গ্যেটে" (২য় খণ্ড) [সাহিত্যমূলক আলোচনা গ্রন্থ] :- কাজী আবদুল ওদুদ।
★প্রকাশনা :- "জেনারেল প্রিন্টার্স এণ্ড পাবলিশার্স লিমিটেড", কলকাতা।
¤ ১৯৪৯ খ্রিস্টাব্দ :-
১) "গ্যেটে" (জীবনীমূলক ও সাহিত্যমূলক আলোচনা গ্রন্থ) --- অমলেন্দু বসু।
★পত্রিকা ও প্রকাশকাল :- "কবিতা"; ১৫বর্ষ, ১ম সংখ্যা, পৌষ, ১৩৫৬ বঙ্গাব্দ।
২) "মহাপুরুষ গ্যেটে ও রবীন্দ্রনাথ" (প্রবন্ধগ্রন্থ) --- ক্ষিতিমোহন সেন।
★পত্রিকা ও প্রকাশকাল :- "দেশ"; ২৮শে শ্রাবণ, ১৩৫৬ বঙ্গাব্দ
৩) গুগলের কপিরাইটের আওতায় পড়ার জন্য নামটা দিতে পারলাম না (প্রবন্ধগ্রন্থ) --- প্রবোধচন্দ্র সেন।
★পত্রিকা ও প্রকাশকাল :- "দেশ"; ২১শে মাঘ, ১৩৫৬ বঙ্গাব্দ।
¤ ১৯৫০ খ্রিস্টাব্দ :-
১) গুগলের কপিরাইটের আওতায় পড়ার জন্য নামটা দিতে পারলাম না (প্রবন্ধ) --- অন্নদাশঙ্কর রায়।
★পত্রিকা ও প্রকাশকাল :- "বিশ্বভারতী"; বৈশাখ-আষাঢ়, ১৩৫৭ বঙ্গাব্দ।
২) "মহামনিষী গ্যেটে" (জীবনীমূলক ও সাহিত্যমূলক আলোচনা গ্রন্থ) --- নলিনীকুমার গুপ্ত।
★পত্রিকা ও প্রকাশকাল :- "বিশ্বভারতী"; বৈশাখ-আষাঢ়, ১৩৫৭ বঙ্গাব্দ।
৩) "গয়্ঠে ও রবীন্দ্রনাথ" (প্রবন্ধ) --- নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়।
★পত্রিকা ও প্রকাশকাল :- "বিশ্বভারতী"; বৈশাখ-আষাঢ়, ১৩৫৭ বঙ্গাব্দ।
৪) "গ্যেটে ও অর্বাচীন কালের সাহিত্য" (জীবনীমূলক ও সাহিত্যমূলক আলোচনা গ্রন্থ) --- প্রমথনাথ বিশী।
★পত্রিকা ও প্রকাশকাল :- "বিশ্বভারতী"; বৈশাখ-আষাঢ়, ১৩৫৭ বঙ্গাব্দ।
¤ ১৯৫১ খ্রিস্টাব্দ :-
১) "শাশ্বত বঙ্গ" (প্রবন্ধগ্রন্থ) --- কাজী আবদুল ওদুদ।
★ভূমিকা :- ড. রহমান হাবিব।
★প্রকাশনা :- গ্রন্থকার কর্তৃক প্রকাশিত, ৮/বি, তারকদত্ত রোড, কলকাতা।
★তথ্য :- এটি বাংলা ভাষা ও সাহিত্য এবং বাঙালির সাংস্কৃতিক ইতিহাসের বিশেষভাবে উল্লেখযোগ্য একটি গ্রন্থ। একটি কবিতাসহ ৭৫টি প্রবন্ধ নিয়ে সঙ্কলিত হয় এই প্রবন্ধগ্রন্থটি।
¤ ১৯৫২ খ্রিস্টাব্দ :-
১) "আধুনিকতা" (জীবনীমূলক ও সাহিত্যমূলক আলোচনা গ্রন্থ) --- অন্নদাশঙ্কর রায়।
★প্রকাশনা :- "ডি. এম. লাইব্রেরী", কলকাতা।
¤ ১৯৫৫ খ্রিস্টাব্দ :-
১) "গোধূলির রঙ্" ("ফাউস্ট" নাটকের বঙ্গানুবাদ গ্রন্থ) --- প্রদ্যোৎ গুহ।
★প্রকাশনা :- "ন্যাশনাল পাবলিশার্স", কলকাতা-৭০০০১২।
¤ ১৯৫৬ খ্রিস্টাব্দ :-
১) "সাহিত্য চিন্তা" (প্রবন্ধগ্রন্থ) --- শিবনারায়ণ রায়।
★পত্রিকা ও প্রকাশকাল :- প্রথম প্রকাশ "দেশ" পত্রিকায়; ২৫শে ফেব্রুয়ারি ও ৩রা মার্চ, ১৯৫৬ বঙ্গাব্দ।
★প্রকাশনা :- "মিত্রালয়", কলকাতা-৭০০০১২।
★তথ্য :- "রবীন্দ্রনাথ ও গ্যয়টে" হল এই প্রবন্ধগ্রন্থের ষষ্ঠ প্রবন্ধ।
২) "হাইনে : ফাউস্ট ও ফীনিক্স" ("ফাউস্ট" নাটক সম্পর্কিত বঙ্গানুবাদ গ্রন্থ) --- জ্যোতির্ময় দত্ত।
★পত্রিকা ও প্রকাশকাল :- "কবিতা"; ২১বর্ষ, ১ম সংখ্যা, আশ্বিন, ১৩৬৩ বঙ্গাব্দ।
¤ ১৯৫৭ খ্রিস্টাব্দ :-
১) "ফাউস্টের গান" ("ফাউস্ট" নাটকের গানের বাংলায় অনূদিত গান রচনা) --- বুদ্ধদেব বসু।
★পত্রিকা ও প্রকাশকাল :- "কবিতা"; ২২বর্ষ, ২য় সংখ্যা, কার্তিক-পৌষ, ১৩৬৪ বঙ্গাব্দ।
২) "গ্যেটের অষ্টম প্রণয়" (গ্যেটে সম্পর্কিত কবিতা) --- বুদ্ধদেব বসু।
★পত্রিকা ও প্রকাশকাল :- "কবিতা"; ২১বর্ষ, ৪র্থ সংখ্যা, আষাঢ়, ১৩৬৪ বঙ্গাব্দ।
★তথ্য :- এই কবিতাটি বুদ্ধদেব বসুর "শ্রেষ্ঠ কবিতা" (১৯৫৩) কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটি তাঁর "যে-আঁধার আলোর অধিক" (১৯৫৮) কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা।
৩) "গ্যেটের নবম প্রণয়" (জীবনীমূলক ও সাহিত্যমূলক আলোচনা গ্রন্থ) --- বুদ্ধদেব বসু।
★পত্রিকা ও প্রকাশকাল :- "কবিতা"; ১৩৬৪ বঙ্গাব্দ।
★তথ্য :- ৩১৬-৩১৯ পৃষ্ঠায় গ্যেটের জীবনীমূলক ও সাহিত্যমূলক আলোচনা বর্ণিত হয়েছে।
¤ ১৯৫৮ খ্রিস্টাব্দ :-
১) "গ্যেটে ও শিলের" (প্রবন্ধগ্রন্থ) --- শ্যামাদাস সেনগুপ্ত।
★পত্রিকা ও প্রকাশকাল :- "সমকালীন"; ফাল্গুন, ১৩৬৪ বঙ্গাব্দ।
২) "নিঃসঙ্গ বিহঙ্গ" (প্রবন্ধগ্রন্থ) --- বাণী রায়।
★প্রকাশনা :- "মুখার্জী বুক হাউস", কলকাতা।
★তথ্য :- এই প্রবন্ধগ্রন্থের একটি উল্লেখযোগ্য প্রবন্ধ হল : "গ্যেটে জীবন ও সাহিত্য"।
৩) "বাংলা পরিভাষা কোষ" (গ্যেটের জীবনীমূলক ও সাহিত্যমূলক প্রবন্ধগ্রন্থ) --- সুপ্রকাশ ঘোষ।
★ভূমিকা :- ধীরেন্দ্রনাথ সেন।
★প্রকাশনা :- "বিদ্যোদয় লাইব্রেরী", কলকাতা।
¤ ১৯৫৯ খ্রিস্টাব্দ :-
১) "মধ্যযুগীয় ইউরোপীয় সাহিত্য" (গ্যেটের রচনাবলীর আলোচনা গ্রন্থ) --- চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায়।
★পত্রিকা ও প্রকাশকাল :- "সমকালীন"; বৈশাখ, ১৩৬৬ বঙ্গাব্দ।
২) "কবি মনীষী" (মহাকবি গ্যেটের জীবনীমূলক ও সাহিত্যমূলক আলোচনা গ্রন্থ) --- নলিনীকান্ত গুপ্ত।
★প্রকাশনা :- "শ্রীঅরবিন্দ পাঠমন্দির", কলকাতা।
৩) "অনামী" (কাব্যগ্রন্থ) --- দিলীপকুমার রায়।
★প্রকাশনা :- "গুরুদাস চট্টোপাধ্যায় এণ্ড সন্স", কলকাতা।
★তথ্য :- "বরেণ্য", "প্রেম", "সহধর্মী" কবিতাত্রয় মূল জার্মান ভাষা থেকে অনূদিত, মণিমঞ্জুষা বিভাডো।
¤ ১৯৬০ খ্রিস্টাব্দ :-
১) "লেখকদের প্রেম" (আটজন বিশ্ববিখ্যাত লেখকের বিচিত্র প্রেম কাহিনীমূলক প্রবন্ধগ্রন্থ) --- ভোলানাথ মুখোপাধ্যায়।
★প্রকাশনা :- "বিদ্যোদয় লাইব্রেরী প্রাইভেট লিমিটেড", কলকাতা।
★তথ্য :- এই প্রবন্ধগ্রন্থটিতে গ্যেটের বিচিত্র প্রেম উপাখ্যান বর্ণিত হয়েছে। এই গ্রন্থের অন্যান্য লেখকেরা হলেন : স্যামুয়েল জনসন, জন কীটস্, অনরে দ্য বালজাক, চার্লস ডিকেন্স, ফব্লেয়ার এবং লিও টলষ্টয়। সর্বমোট আটজন বিশ্ববিখ্যাত লেখকের বিচিত্র প্রেম-কাহিনী নিয়ে এই প্রবন্ধগ্রন্থটি রচিত হয়েছে।
২) "বাঙালী ও বাংলা সাহিত্য" (গ্যেটের জীবনীমূলক ও সাহিত্যমূলক গ্রন্থ) --- প্রমথনাথ বিশী।
★প্রকাশনা :- "বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড", কলকাতা।
¤ ১৯৬১ খ্রিস্টাব্দ :-
১) "ফাউস্ত [সচিত্র] -- যোহান ভোলফগাঙ্ গ্যোতে" (গ্যোতে রচিত মূল জার্মান ভাষা থেকে বাংলা ছন্দে অনূদিত প্রবন্ধগ্রন্থ) --- কানাইলাল গাঙ্গুলী।
★ভূমিকা :- ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
★প্রকাশনা :- 'কলকাতা বিশ্ববিদ্যালয়' -- 'প্রকাশন বিভাগ'।
২) "গ্যোতের ফাউস্ট" (গ্যোতের "ফাউস্ট" নাটক সম্পর্কিত আলোচনামূলক গ্রন্থ) --- সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
★পত্রিকা ও প্রকাশকাল :- "দেশ"; ২৭শে শ্রাবণ, ১৩৬৮ বঙ্গাব্দ।
¤ ১৯৬২ খ্রিস্টাব্দ :-
১) "সাহিত্য ও সংস্কৃতির তীর্থসঙ্গমে" (কবিগুরু গ্যেটের জীবনীমূলক ও সাহিত্যমূলক আলোচনা গ্রন্থ) --- শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়।
★প্রকাশনা :- "মডার্ন বুক এজেন্সী", কলকাতা।
¤ ১৯৬৩ খ্রিস্টাব্দ :-
১) "জার্মান শ্রেষ্ঠ কবিতা" (কবিতা-সংকলন গ্রন্থ) :-
★সম্পাদনা :- ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ফ্রানজ যোশেফ পাবলিক ও হেনরিখ হাকার।
★প্রকাশনা :- "দীপায়ন প্রকাশনা", ২৮/সি, মহিম হালদার স্ট্রীট, কলকাতা-৭০০০২৬।
★তথ্য :- এই কবিতা-সংকলন গ্রন্থটির পাঁচ-সাত (৫-৭) নম্বর পৃষ্ঠায় যোহান ওলফগ্যাং ফন্ গ্যেটের অনূদিত কবিতা রয়েছে। এছাড়া এখানে অন্যান্য কবিতা ও কবিদের নাম দেওয়া হল --- "দুঃখের শিক্ষা" : সত্যেন্দ্রনাথ দত্ত। "প্রমিথিউস" : প্রেমেন্দ্র মিত্র। "এরল কজিগ" : হুমায়ুন কবীর। "গ্রেচেন ও চরখা" : হুমায়ুন কবীর। "সুরাত্রি" : সুধীন্দ্রনাথ দত্ত। "পথিকের গান" : বিষ্ণু দে। "পাহাড়াদারের গান" : বিমলচন্দ্র ঘোষ। "ভাগ্যদেবীর গান" : অরুণকুমার সরকার। "রোমের শোক-গাধা" : অরুণকুমার সরকার। "গোলাপ : সাধারণ এক গোলাপ" : শুদ্ধসত্ত্ব বসু। "স্বাগত ও বিদায়" : অনামী। "পারিয়ার প্রার্থনা" : অনামী।
¤ ১৯৬৪ খ্রিস্টাব্দ :-
১) "কাব্য ও জীবন জিজ্ঞাসা : গ্যেটে" (কাব্য ও কবিতা-সমালোচনামূলক এবং জীবনীমূলক গ্রন্থ) --- দেবব্রত সিংহ।
★পত্রিকা ও প্রকাশকাল :- "বিশ্বভারতী"; মাঘ-চৈত্র, ১৩৭১ বঙ্গাব্দ।
¤ ১৯৬৫ খ্রিস্টাব্দ :-
১) "বিশ্বসাহিত্য ও শরৎচন্দ্র" (সমালোচনামূলক প্রবন্ধগ্রন্থ) --- পৃথ্বীশ চন্দ্র ভট্টাচার্য।
★প্রকাশনা :- "কাত্যায়নী বুক হাউস", কলকাতা।
★প্রকাশকাল :- ১৩৭২ বঙ্গাব্দ।
★তথ্য :- এই সমালোচনামূলক প্রবন্ধগ্রন্থটিতে ২৮৯-২৯৬ পৃষ্ঠায় গ্যেটের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা হয়েছে।
¤ ১৯৬৬ খ্রিস্টাব্দ :-
১) "ওয়ার্থারের দুঃখ বেদনা" (গ্যেটের একটি উপন্যাসের কিছু অংশের বঙ্গানুবাদ গ্রন্থ) --- সত্যভূষণ সেন।
★পত্রিকা ও প্রকাশকাল :- "সমকালীন"; চৈত্র, ১৩৭৩ বঙ্গাব্দ।
২) "বরণীয় মানুষের স্মরণীয় প্রেম" (বহু প্রেমের নায়ক গ্যেটের জীবনীমূলক ও সাহিত্যমূলক আলোচনা গ্রন্থ) --- কৃশানু বন্দ্যোপাধ্যায়।
★প্রকাশনা :- "জ্ঞানতীর্থ" প্রকাশনী, কলকাতা।
★তথ্য :- ৯-২৫ পৃষ্ঠায় বহু প্রেমের নায়ক গ্যেটের জীবনীমূলক ও সাহিত্যমূলক আলোচনা বর্ণিত হয়েছে।
৩) "জার্মান সাহিত্যের চিরায়ত পাঠ" (গ্যেটে ও অন্যান্য কবি-সাহিত্যিকদের জীবনীমূলক ও সাহিত্যমূলক গ্রন্থ) :-
★সম্পাদনা :- ভলফাগ্যাং ল্যাঙ্গেন বুচার।
★প্রকাশনা :- "বিদ্যোদয় লাইব্রেরী প্রাইভেট লিমিটেড", কলকাতা।
¤ আরও দেখুন :-
সত্যেন্দ্রনাথ দত্ত : ছন্দের জাদুকর ও ছন্দোরাজ
এস. এল. এস. টির সাহিত্যিকদের পরিচয়
আশাপূর্ণার অনূদিত গ্রন্থ বা বইয়ের তালিকা
- আলোচক : সৌম্য মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
This comment has been removed by a blog administrator.
ReplyDeletePost a Comment