NEW :
Loading contents...

  বিভিন্ন ভাষা থেকে বাংলা ভাষায় অনূদিত গ্রন্থ  

জন ক্লার্ক মার্শম্যানের "History of Bengal" গ্রন্থ অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেন -- "বাঙ্গালার ইতিহাস" (১৮৪৮) গ্রন্থ

উইলিয়াম ও রবার্ট চেম্বার্সের "Biographies" গ্রন্থ অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেন -- "জীবনচরিত" (১৮৪৯) গ্রন্থ

৩) রবার্ট ও উইলিয়াম চেম্বার্সের "The Moral Class-Book" গ্রন্থ অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেন -- "নীতিবোধ" (প্রথম ৭টি প্রস্তাব : ১৮৫১) গ্রন্থ

) উইলিয়াম চেম্বার্সের "Rudiments of Knowledge" গ্রন্থ অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেন -- "বোধোদয়" (১৮৫১) গ্রন্থ

ঈশপের "Aesop's Fables" গ্রন্থ অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেন -- "কথামালা" (১৮৫৬) গ্রন্থ

কর্ণেল টডের "Annals and Antiquities of Rajast'han" গ্রন্থ অবলম্বনে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচনা করেন -- "পদ্মিনী উপাখ্যান" (১৮৫৮) কাব্যগ্রন্থ

) অন্ধ কবি হোমারের "Iliad" মহাকাব্যের "Battle of the Frogs and Mice" বা "The Batrakhomuomakhia" প্যারোডি অবলম্বনে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচনা করেন -- "ভেক মূষিকের যুদ্ধ" (১৮৫৮) গ্রন্থ

) "The Merchent's Daughter" গ্রন্থ অবলম্বনে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী রচনা করেন -- "বেণের মেয়ে" (১৯১৯/১৩২৬) উপন্যাস

) সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের "Rajmohan's Wife" (১৮৬৪) উপন্যাস অবলম্বনে তাঁর ভাইপো শচীশচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন -- "বারিবাহিনী" (১৯১৯) উপন্যাস

১০) সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের "Rajman's Wife" (১৮৬৪) উপন্যাস অবলম্বনে সজনীকান্ত দাস রচনা করেন -- "রামমোহনের স্ত্রী" (৯ই ভাদ্র, ১৩৫১ বঙ্গাব্দ) উপন্যাস

১১রবীন্দ্রনাথ ঠাকুরের "Personality" (১৯১৭) গ্রন্থ অবলম্বনে সৌমেন্দ্রনাথ ঠাকুর রচনা করেন -- "ব্যক্তিত্বগ্রন্থ

১২স্বামী বিবেকানন্দের "Kali the Mother" (১৮৯৮) কবিতা অবলম্বনে সত্যেন্দ্রনাথ দত্ত রচনা করেন -- "নাচুক তাহাতে শ্যামা" কবিতা

১৩থমাস পারনেলের "The Hermit" গ্রন্থ অবলম্বনে অক্ষয়চন্দ্র চৌধুরী রচনা করেন -- "উদাসিনী" (১৮৭৪) কাব্যগ্রন্থ

১৪টমাস ডি কুইন্সির "Confessions of an English Opium-Eater" (১৮২১) গ্রন্থ অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন -- "কমলাকান্তের দপ্তর" প্রবন্ধগ্রন্থ

১৫) ফ্রান্সিস বেকনের "Advancement of Learning" (১৬০৫) গ্রন্থ অবলম্বনে দ্বারকানাথ বিদ্যাভূষণ রচনা করেন -- "সুবুদ্ধিব্যবহারগ্রন্থ

১৬কর্তার সিং দুগগালের "The Miracle" গল্প অবলম্বনে অনিন্দ্য সৌরভ রচনা করেন -- "অলৌকিক" গল্প

১৭লুইজি পিরানদেল্লোর "Henry IV" নাটক অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচনা করেন -- "শের আফগান" নাটক

১৮লুইজি পিরানদেল্লোর "Six Characters in Search of an Author" (৯ই মে, ১৯২১) নাটক অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচনা করেন -- "নাট্যকারের সন্ধানে ছ'টি চরিত্র"

১৯আন্তন পাভলোভিচ চেখভের "On the Harmful Effects of Tobacco" (প্রথম প্রকাশ : ১৮৮৬ ও পরিবর্ধিত সংস্করণ : ১৯০২) নাটক অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচনা করেন -- "তামাকু সেবনের অপকারিতা" নাটক

২০আন্তন পাভলোভিচ চেখভের "The Cherry Orchard" (রচনাকাল : ১৯০৩ ও প্রকাশকাল : ১৯০৪) নাটক অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচনা করেন -- "মঞ্জরি আমের মঞ্জরি" নাটক।

২১আন্তন পাভলোভিচ চেখভের "The Proposal" বা "A Marriage Proposal" নাটক অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচনা করেন -- "প্রস্তাবনাটক।

২২বের্টোল্ট ব্রেখট্-এর "The Threepenny Opera" (৩১শে আগস্ট, ১৯২৮) নাটক অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচনা করেন -- "তিন পয়সার পালা"

২৩বের্টোল্ট ব্রেখট্-এর "The Good Person of Szechwan" (১৯৪৩) নাটক অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচনা করেন -- "ভালোমানুষ"

২৪লিও টলস্টয়ের "The Power of Darkness" (রচনাকাল : ১৮৮৬ ও প্রকাশকাল : ১৮৮৭) পঞ্চাঙ্ক নাটক অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচনা করেন -- "পাপপুণ্যনাটক

২৫) কেসার লিংয়ের "Arsenik and Old Less" নাটক অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচনা করেন -- "বীতংস" নাটক

২৬আর্নল্ড ওয়েস্কারে "Roots" নাটক অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচনা করেন -- "যখন একা" নাটক।

২৭উইলিয়াম শেক্সপিয়রের "Cymbeline" (১৬১০-১৬১১) নাটক অবলম্বনে সত্যেন্দ্রনাথ ঠাকুর রচনা করেন -- "সুশীলা-বীরসিংহ" (১৮৬৭) নাটক।

২৮উইলিয়াম শেক্সপিয়রের "The Tempset" (১৬১০-১৬১১) নাটক অবলম্বনে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচনা করেন -- "নলিনী বসন্ত(সেপ্টেম্বর১৮৬৮নাটক।

২৯দান্তে আলিগিয়েরির "লা দিভিনা কোম্মোদিয়া" (মূল নাম : The Divine Comedy) অবলম্বনে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচনা করেন -- "ছায়াময়ী" (১৮৮০) কাব্যগ্রন্থ

৩০) জন মিলটনের "Paradise Lost" (প্রথম প্রকাশ : ১৬৬৭ ও পরিবর্ধিত সংস্করণ : ১৬৭৪) গ্রন্থ অবলম্বনে গিরিশচন্দ্র বসু রচনা করেন -- "স্বর্গভ্ৰষ্ট" কাব্যগ্রন্থ।

৩১) হেনরিক ইবসনের "A Doll's House" (৪ই ডিসেম্বর, ১৮৭৯) তিনাঙ্ক নাটক অবলম্বনে শম্ভু মিত্র রচনা করেন -- "পুতুল খেলা" (১৯৫৮) নাটক।

৩২) নিকোলাই গোগোলের "Inspector General" বা "The Governmet Inspector" (১৮৩৬) নাটক অবলম্বনে ঋত্বিক ঘটক তৈরি করেন -- "অফিসার" (১৯৫২) নাটক।

৩৩) আলফনস ডাউডেটের "The Death of the Dauphin" গল্প অবলম্বনে সুবোধচন্দ্র মজুমদার রচনা করেন -- "রাজকুমারের মৃত্যু" গল্প

৩৪স্যামুয়েল জনসনের "The History of Rasselas, Prince of Abissinia" (এপ্রিল, ১৭৫৯) গ্রন্থ অবলম্বনে তারাশঙ্কর তর্করত্ন রচনা করেন -- "রাসেলাস" (১৮৫৭) গ্রন্থ

৩৫) এইচ. এইচ. উইলসনের "Essays and Lectures on the Religion of the Hindus" (২টি খণ্ড, প্রথম খণ্ড : ১৮৬২) গ্রন্থ অবলম্বনে অক্ষয়কুমার দত্ত রচনা করেন -- "ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়(২টি খণ্ড, প্রথম খণ্ড : ১৮৭০ ও দ্বিতীয় খণ্ড : ১৮৮৩) গ্রন্থ

৩৬জর্জ কুম্বের "The Constitution of Man Considered in Relation to External Objects" (১৮৪৭) গ্রন্থ অবলম্বনে অক্ষয়কুমার দত্ত রচনা করেন -- "বাহ্যবস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার(২টি খণ্ড, প্রথম খণ্ড : ১৮৫২ ও দ্বিতীয় খণ্ড : ১৮৫৩) গ্রন্থ

৩৭) জ্যাক-হেনরি বার্নার্ডিন ডি সেন্ট-পিয়েরের "Paul et Virginie" (১৭৮৮) উপন্যাস অবলম্বনে কৃষ্ণকমল ভট্টাচার্য রচনা করেন -- "পৌল ভর্জিনী" গ্রন্থ

৩৮) "The Romance of History" গ্রন্থ অবলম্বনে কৃষ্ণকমল ভট্টাচার্য রচনা করেন -- "দূরাকাঙ্খের বৃথা ভ্রমণ" (১৮৫৮ খ্রিস্টাব্দ/১৭৭৯ শকাব্দ) ভ্রমণ-উপন্যাস

৩৯ভি.বিয়াঙ্কির "Tales" গল্প অবলম্বনে সুকান্ত ভট্টাচার্য রচনা করেন -- "ষাঁড়-গাধা-ছাগলের কথা" গল্প

৪০ভবানী ভট্টাচার্যের "So Many Hungers" উপন্যাস অবলম্বনে সুভাষ মুখোপাধ্যায় রচনা করেন -- "মত ক্ষুধা" (১৯৫৩) গল্পগ্রন্থ

৪১) শের জঙ্গের "Tryst with Tigers" গ্রন্থ অবলম্বনে সুভাষ মুখোপাধ্যায় রচনা করেন -- "ডোরাকাটার অভিসারে" (১৯৬৯) গল্পগ্রন্থ

৪২সুনীল গঙ্গোপাধ্যায়ের "The Lonely Monarch" ইংরেজি ভাষার গ্রন্থটিকে বাংলা ভাষায় অনুবাদ করেন -- স্বপন দত্ত (২০১৩)

  • বিশেষ দ্রষ্টব্য :- এস.এস.সির সিলেবাসের অন্তর্ভুক্ত একটা অধ্যায় হল "ইংরেজি থেকে বাংলায় অনুবাদ"। এখানে আমি আপনাদের সঙ্গে এই বিষয়ের ২৫% নোটস শেয়ার করেছি। আর বাকি ৭৫% নোটস আমি আমার অনলাইন ক্লাসের ছাত্রছাত্রীদের দিয়ে দেব। তাহলে এই অধ্যায়টি পুরো কমপ্লিট হয়ে যাবে।

  ¤ আরও দেখুন :-  

আধুনিক যুগের কিছু ডেসক্রিপটিভ প্রশ্নোত্তর

পত্রিকায় প্রকাশিত প্রথম ও শেষ রবীন্দ্র ছোটগল্প

জ্ঞানপীঠ পুরস্কার : কিছুটা ভিন্ন স্বাদের তথ্য

মুসলমান সম্পাদিত সাময়িক পত্রের আবির্ভাব

বাংলা সাহিত্যের বিভিন্ন দিকের শর্ট প্রশ্নোত্তর

দ্বাদশ শ্রেণির গুরুত্বপূর্ণ টেক্সট এবং জারিগান

প্রোফেসর শঙ্কুর ডায়রি রচনার সম্পূর্ণ তালিকা


  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  (S.S.C ) বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। এখানে সঠিক তথ্যসহকারে ১ নম্বরের উত্তর ও ২ নম্বরের ডেসক্রিপটিভ প্রশ্নোত্তর বিশেষ গুরুত্ব সহকারে করানো হয়। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post