NEW :
Loading contents...

 প্রোফেসর শঙ্কুর ডায়রি রচনার সম্পূর্ণ তালিকা 

প্রোফেসর শঙ্কুর ডায়রি রচনার একটা পূর্বাভাস পিতা সুকুমার রায়ের রচনা থেকে পেলেও সত্যজিৎ রায়ের ডায়রি রচনার পরিকল্পনায় রয়েছে বিশেষ চমক। শিশুসাহিত্যিক সত্যজিৎ রায়ের ডায়রিতে বর্ণিত প্রোফেসর শঙ্কুর অভিযান কাহিনির যে সূচনা "ব্যোমযাত্রীর ডায়রি" (সেপ্টেম্বর-নভেম্বর, ১৯৬১) গল্পে, তার সমাপ্তি হয় "স্বর্ণপর্ণী" (১৯৯০) গল্পের মধ্য দিয়ে। ১৯৬১-১৯৯০ খ্রিস্টাব্দ পর্যন্ত ৩০ বছরে লেখা হয়েছে মোট ৪০টি ডায়রি। শঙ্কুর এই ডায়রি রচনাগুলোর সম্পূর্ণ তালিকা প্রকাশকালের ক্রম অনুসারে নিম্নে দেওয়া হল ---

 শঙ্কুর ডায়রি রচনার নাম - প্রকাশকাল - পত্রিকা 

১) "ব্যোমযাত্রীর ডায়রি" --- সেপ্টেম্বর-নভেম্বর, ১৯৬১ খ্রিস্টাব্দ --- "সন্দেশ" পত্রিকার ৩টি সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।

২) "প্রোফেসর শঙ্কু ও হাড়" --- জানুয়ারি, ১৯৬৪ খ্রিস্টাব্দ --- "সন্দেশ" পত্রিকা।

৩) "প্রোফেসর শঙ্কু ও ইজিপ্সীয় আতঙ্ক" --- মে, ১৯৬৪ খ্রিস্টাব্দ --- "সন্দেশ" পত্রিকা।

৪) "প্রোফেসর শঙ্কু ও ম্যাকাও" --- (গুগলের কপিরাইটের আওতায় পড়ার জন্য দিতে পারলাম না) --- শারদীয় "সন্দেশ" পত্রিকা।

৫) "প্রোফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল" --- মার্চ, ১৯৬৫ খ্রিস্টাব্দ --- "সন্দেশ" পত্রিকা।

৬) "প্রোফেসর শঙ্কু ও গোলক-রহস্য" --- মে, ১৯৬৫ খ্রিস্টাব্দ --- "সন্দেশ" পত্রিকা।

৭) "প্রোফেসর শঙ্কু ও চী-চিং" --- (গুগলের কপিরাইটের আওতায় পড়ার জন্য দিতে পারলাম না) --- শারদীয় "সন্দেশ" পত্রিকা।

৮) "প্রোফেসর শঙ্কু ও ভূত" --- অক্টোবর-নভেম্বর, ১৯৬৬ খ্রিস্টাব্দ --- শারদীয় "আশ্চর্য" পত্রিকা।

৯) "প্রোফেসর শঙ্কু ও খোকা" --- জুলাই, ১৯৬৭ খ্রিস্টাব্দ --- "সন্দেশ" পত্রিকা।

১০) "প্রোফেসর শঙ্কু ও রোবু" --- ফেব্রুয়ারি-মার্চ, ১৯৬৮ খ্রিস্টাব্দ --- "সন্দেশ" পত্রিকা।

১১) "প্রোফেসর শঙ্কু ও রক্তমৎস্য রহস্য" --- মে-জুন, ১৯৬৮ খ্রিস্টাব্দ --- "সন্দেশ" পত্রিকা।

১২) "প্রোফেসর শঙ্কু ও কোচাবাম্বার গুহা" --- মে, ১৯৬৯ খ্রিস্টাব্দ --- "সন্দেশ" পত্রিকা।

১৩) "প্রোফেসর শঙ্কু ও গোরিলা" --- সেপ্টেম্বর-অক্টোবর, ১৯৬৯ খ্রিস্টাব্দ --- শারদীয় "সন্দেশ" পত্রিকা।

১৪) "প্রোফেসর শঙ্কু ও বাগদাদের বাক্স" --- মার্চ-এপ্রিল, ১৯৭০ খ্রিস্টাব্দ --- "সন্দেশ" পত্রিকা।

১৫) "স্বপ্নদ্বীপ" --- মে-জুন, ১৯৭১ খ্রিস্টাব্দ --- "সন্দেশ" পত্রিকা।

১৬) "আশ্চর্য প্রাণী" --- সেপ্টেম্বর-অক্টোবর, ১৯৭১ খ্রিস্টাব্দ --- শারদীয় "সন্দেশ" পত্রিকা।

১৭) "মরুরহস্য" --- মে-জুন, ১৯৭২ খ্রিস্টাব্দ --- "সন্দেশ" পত্রিকা।

১৮) "কর্ভাস" --- ১৯৭২ খ্রিস্টাব্দ --- পূজাবার্ষিকী "আনন্দমেলা" পত্রিকা।

১৯) "একশৃঙ্গ অভিযান" --- ডিসেম্বর, ১৯৭৩-এপ্রিল, ১৯৭৪ খ্রিস্টাব্দ --- "সন্দেশ" পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।

২০) "ডক্টর শেরিং-এর স্মরণশক্তি" --- ১৯৭৪ খ্রিস্টাব্দ --- পূজাবার্ষিকী "আনন্দমেলা" পত্রিকা।

২১) "হিপনোজেন" --- এপ্রিল-জুন, ১৯৭৬ খ্রিস্টাব্দ --- "সন্দেশ" পত্রিকা।

২২) "শঙ্কুর শনির দশা" --- ১৯৭৬ খ্রিস্টাব্দ --- পূজাবার্ষিকী "আনন্দমেলা" পত্রিকা।

২৩) "শঙ্কুর সুবর্ণ সুযোগ" --- এপ্রিল-জুন, ১৯৭৭ খ্রিস্টাব্দ --- "সন্দেশ" পত্রিকা।

২৪) "মানরো দ্বীপের রহস্য" --- ১৯৭৭ খ্রিস্টাব্দ --- পূজাবার্ষিকী "আনন্দমেলা" পত্রিকা।

২৫) "কম্পু" --- ১৯৭৮ খ্রিস্টাব্দ --- পূজাবার্ষিকী "আনন্দমেলা" পত্রিকা।

২৬) "মহাকাশের দূত" --- ১৯৭৯ খ্রিস্টাব্দ --- পূজাবার্ষিকী "আনন্দমেলা" পত্রিকা।

২৭) "নকুড়বাবু ও এল ডোরাডো" --- ১৯৮০ খ্রিস্টাব্দ --- পূজাবার্ষিকী "আনন্দমেলা" পত্রিকা।

২৮) "শঙ্কুর কঙ্গো অভিযান" --- ১৯৮১ খ্রিস্টাব্দ --- পূজাবার্ষিকী "আনন্দমেলা" পত্রিকা।

২৯) "প্রোফেসর শঙ্কু ও ইউ.এফ.ও" --- ১৯৮২ খ্রিস্টাব্দ --- পূজাবার্ষিকী "আনন্দমেলা" পত্রিকা।

৩০) "আশ্চর্জন্তু" --- ১৯৮৩ খ্রিস্টাব্দ --- পূজাবার্ষিকী "আনন্দমেলা" পত্রিকা।

৩১) "প্রোফেসর রন্ডির টাইম মেশিন" --- ১৯৮৫ খ্রিস্টাব্দ --- পূজাবার্ষিকী "আনন্দমেলা" পত্রিকা।

৩২) "শঙ্কু ও আদিম মানুষ" --- ১৯৮৬ খ্রিস্টাব্দ --- পূজাবার্ষিকী "আনন্দমেলা" পত্রিকা।

৩৩) "নেফ্রুদেৎ-এর সমাধি" --- সেপ্টেম্বর-অক্টোবর, ১৯৮৬ খ্রিস্টাব্দ --- শারদীয় "সন্দেশ" পত্রিকা।

৩৪) "শঙ্কুর পরলোকচর্চা" --- ১৯৮৭ খ্রিস্টাব্দ ---  পূজাবার্ষিকী "আনন্দমেলা" পত্রিকা।

৩৫) "শঙ্কু ও ফ্যাঙ্কেনস্টাইন" --- ১৯৮৮ খ্রিস্টাব্দ ---  পূজাবার্ষিকী "আনন্দমেলা" পত্রিকা।

৩৬) "ডাঃ দানিয়েলির আবিষ্কার" --- সেপ্টেম্বর-অক্টোবর, ১৯৮৮ খ্রিস্টাব্দ --- শারদীয় "সন্দেশ" পত্রিকা।

৩৭) "ডন ক্রিস্টোবাল্ডির ভবিষ্যদ্বাণী" --- ১৯৮৯ খ্রিস্টাব্দ --- পূজাবার্ষিকী "আনন্দমেলা" পত্রিকা।

৩৮) "স্বর্ণপর্ণী" --- ১৯৯০ খ্রিস্টাব্দ --- পূজাবার্ষিকী "আনন্দমেলা" পত্রিকা।

৩৯) "ইনটেলেকট্রন"(অসমাপ্ত গল্প) --- ১৯৯২ খ্রিস্টাব্দ --- পূজাবার্ষিকী "আনন্দমেলা" পত্রিকা।

৪০) "ড্রেক্সেল আইল্যান্ডের ঘটনা"(অসমাপ্ত গল্প) --- ১৯৯২ খ্রিস্টাব্দ --- পূজাবার্ষিকী "আনন্দমেলা" পত্রিকা।

            শিশুসাহিত্যিক সত্যজিৎ রায়ের প্রোফেসর শঙ্কুর কাহিনিগুলো থেকে তাঁর চরিত্রের বিশেষ দিকগুলো ফুটে ওঠে। শঙ্কু বাঙালি, আত্মভোলা, তবে যে-কোন পরিস্থিতিতে সে অবিচল, সংযমী, সাহসী ও প্রখর আত্মবিশ্বাসী। প্রোফেসর শঙ্কুর চরিত্রের এই গুণগুলো বাংলা সাহিত্যে শুধুমাত্র ছোটদেরই নয়, বড়দেরও সমানভাবে অনুপ্রাণিত করে।


  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post