NEW :
Loading contents...

"শ্রীকৃষ্ণকীর্তন" কাব্য থেকে ডেসক্রিপটিভ প্রশ্নোত্তর

১) "শ্রীকৃষ্ণকীর্তন" কাব্যে কবিদের ভণিতাগুলি কীরকম? / এই কাব্যে ব্যবহৃত কয়েকটি ভণিতার নাম বলুন।

★উত্তর - (ক) "গাইল বড়ুচণ্ডীদাস বাসলীবর"।

(খ) "গাইল চণ্ডীদাস দেবী বাসলীর বরে"।

(গ) "বাসলীচরণে শিরে বন্দিআ গাইল বড়ুচণ্ডীদাসে"।

(ঘ) "গাইল বড়ুচণ্ডীদাস বাসলীগণ"।

(ঙ) "বাসলীচরণ শিরে বন্দিআঁ গাইল আনন্ত বড়ুচণ্ডীদাসে"।

(চ) "গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগতী"।

(ছ) "গাইল বড়ুচণ্ডীদাসে"।

(জ) "বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে" 

(ঝ) "বড়ুচণ্ডীদাসে গাএ"।

(ঞ)"বাসলীচরণ শিরে বন্দিআঁ অনন্ত বড়ু গাইল চণ্ডীদাসে"।

২) "শ্রীকৃষ্ণকীর্তন" কাব্যে বড়ুচণ্ডীদাসের 'বড়ু' শব্দের অর্থ কী?

★উত্তর - বড়ুচণ্ডীদাসের 'বড়ু' শব্দটির অর্থ নানারকম ---

(ক) 'বড়ু' কথার অর্থ -- দেবসেবক ব্রাহ্মণ। 

(খ) "ভাগবত" (১২/৩/৩৩) অনুসারে 'বড়ু' মানে ব্রহ্মচারী -- যাঁরা ব্রতবিহীন ও শৌচাবিহীন অর্থাৎ বিশেষ শ্রেণির সন্ন্যাসী।

(গ) 'বড়ু' শব্দটি এসেছে সংস্কৃত শব্দ 'বটু' থেকে। 'বটু' মানে বামন।

(ঘ) উড়িষ্যা, আসাম এমনকি পশ্চিমবঙ্গের কোন কোন স্থানে 'বড়ু' ব্রাহ্মণেতর জাতির ব্যক্তিকেও বোঝায়।

(ঙ) 'বড়ু' শব্দটি 'ঠাকুর' শব্দের সমার্থক।

(চ) আমাদের মনে হয় 'বড়ু' হল -- বাঁড়ুজ্জ্যা (বাঁড়ুজ্জ্যে) বা বন্দ্যোপাধ্যায় পদবির ব্রাহ্মণ।

৩) "শ্রীকৃষ্ণকীর্তন" কাব্য পড়ে তার রচয়িতার বিদ্যার্জন সম্পর্কে কী ধারণা জন্মে?

★উত্তর - (ক) তিনি সংস্কৃত পুরাণ ও কাব্যনাটক এবং জয়দেবের "গীতগোবিন্দ" কাব্য উত্তমরূপে পড়েছিলেন।

(খ) প্রাচীন সংগীতবিদ্যায় তিনি প্রভূত ব্যুৎপত্তি লাভ করেছিলেন।

(গ) তিনি সমকালীন তান্ত্রিক ধর্মসাধনা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন।

(ঘ) নিজে অনুষ্টুপ ছন্দে উৎকৃষ্ট শ্লোক রচনা করেছেন (শতাধিক শ্লোক)।

(ঙ) ছন্দ, অলংকার রচনায় তাঁর দক্ষতা অনস্বীকার্য।

৪) "বাসলীচরণ শিরে বন্দিআঁ অনন্ত বড়ু গাইল চণ্ডীদাসে।" --- এই চরণ থেকে কবির প্রকৃত নামটি উদ্ধার করুন।

★উত্তর - এখানে কবির পুরো নামটি পাই -- অনন্ত বড়ুচণ্ডীদাস।

(ক) কিন্তু পণ্ডিতেরা বলেছেন -- 'অনন্ত' নামটি প্রক্ষিপ্ত, সম্ভবত কোন গায়েনের নাম।

(খ) কোন কোন পণ্ডিত মনে করেন -- কবির আসল নাম অনন্ত। চণ্ডীদাস হল তাঁর সাধারণ উপাধি, চণ্ডীদেবীর দাস। কিন্তু এই মতটি সম্পূর্ণ ভ্রান্ত।

(গ) সুতরাং কবির প্রকৃত নাম -- বড়ুচণ্ডীদাস। কারণ এই নামেই ২৯৮টি স্থানে তাঁর ভণিতা আছে।

৫) "শ্রীকৃষ্ণকীর্তন" কাব্যের ভণিতায় আমরা পাই ---

(ক) "গাইল বড়ুচণ্ডীদাস বাসলীবর",

(খ) "গাইল বড়ুচণ্ডীদাস বাসলীগণ",

(গ) "গাইল বড়ু চণ্ডীদাস বাসলীগতী"।

--- এখানে 'বাসলীবর', 'বাসলীগণ' ও 'বাসলীগতী' শব্দের অর্থ কী?

★উত্তর - (ক) 'বাসলীবর' = বাসলীরভক্ত, অনুগ্রহভাজন ব্যক্তি।

(খ) 'বাসলীগণ' = বাসলী উপাসক, সেবক, ভক্ত।

(গ) 'বাসলীগতী' = বাসলীই যাঁর গতি অর্থাৎ সর্বশেষ আশ্রয় অর্থাৎ বাসলীভক্ত।

৬) "গাইল চণ্ডীদাস দেবী বাসলীর বরে" --- এখানে উল্লিখিত 'বরে' শব্দটির অর্থ কী?

★উত্তর - (ক) 'বরে' মানে আশীর্বাদে বা কৃপায় অর্থাৎ চণ্ডীদাস দেবী বাসলীর কৃপায় এই গান গাইলেন।

(খ) ডঃ সুকুমার সেন 'বর' শব্দটিকে 'স্বপ্নাদেশ' অর্থেও ব্যবহার করেছেন। তিনি বলেছেন, -- "কবি বোধহয় বাসুলীর স্বপ্নাদেশ পাইয়া (বাসলী বরে) পাঞ্চালীটি রচনা করিয়াছিলেন, হয়ত বাসুলী চণ্ডীর বাৎসরিক পূজায় গীত হইবার উদ্দেশ্যেই। রচনার আদিরসের গাঢ়তা এই অনুমানের সমর্থক।"

৭) "শ্রীকৃষ্ণকীর্তন" কাব্য নিয়ে গবেষণা করেছেন, এমন কয়েকজন পণ্ডিতের নাম উল্লেখ করুন।

★উত্তর - বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বলভ, যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, মনীন্দ্রমোহন বসু, হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, মুহম্মদ শহীদুল্লাহ, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন, তারাপদ মুখোপাধ্যায়, বিমানবিহারী মজুমদার, ক্ষুদিরাম দাস, কৃষ্ণপদ গোস্বামী, বিজনবিহারী ভট্টাচার্য, অমিত্রসূদন ভট্টাচার্য, চিত্তরঞ্জন লাহা, সত্যব্রত দে, সত্যনারায়ণ দাস প্রমুখ।

৮) এই কাব্যের কিছু রাগরাগিণীর নাম উল্লেখ করুন।

★উত্তর - 'বিভাষ', 'বেলাবলী', 'পটমঞ্জরী', 'গুজ্জরী', 'ভৈরবী', 'ধানুষী', 'কোড়া', 'মালব', 'ভাটিআলী', 'ললিত', 'বঙ্গাল', 'কেদার', 'পাহাড়ীআ', 'মল্লর', 'কহূ', 'বিভাষকহূ', 'বঙ্গালবরাড়ী', 'শ্রী', 'রামগিরী', 'দেশবরাড়ী', 'দেশাগ', 'কোড়াদেশ', 'মালবশ্রী', 'আহের' ইত্যাদি।

৯) "চর্যাপদ" ও "শ্রীকৃষ্ণকীর্তন" কাব্যের দু'টিতেই উল্লেখ আছে এমন কিছু রাগের নাম বলুন।

★উত্তর - (ক) 'পটমঞ্জরী' (চর্যা - ১ নং ও ৬ নং পদ),

(খ) 'গুজ্জরী' (চর্যা - ৫ নং ও ২২ নং পদ),

(গ) 'ভৈরবী' (চর্যা - ১৬ নং পদ)।

১০) এই কাব্যে রাধাকৃষ্ণের মোট কতবার মিলন সংঘটিত হয়েছে? কোন্ কোন্ খণ্ডে?

★উত্তর - মোট ৫ বার মিলন সংঘটিত হয়েছে। যথা --- (ক) 'দানখণ্ড', (খ) 'নৌকাখণ্ড', (গ) 'বৃন্দাবনখণ্ড', (ঘ) 'বাণখণ্ড' এবং (ঙ) 'রাধাবিরহ'-এ।

১১) "শ্রীকৃষ্ণকীর্তন" কাব্য থেকে কিছু আরবি, ফারসি শব্দের উল্লেখ করুন।

★উত্তর - 'মজুর', 'মজুরিআ', 'কামান', 'গুণ', 'কুত', 'খরমুজা', 'গুলাল', 'খেতি', 'বাকী', 'মিনতী' ইত্যাদি।

১২) "শ্রীকৃষ্ণকীর্তন" কাব্যে ব্যবহৃত দু'টি অলংকারের নাম বলুন।

★উত্তর - (ক) 'উপমা' = "আমার যৌবন কাল ভুজঙ্গম ছুঁইলে খাইলে মরী"।।

(খ) 'উৎপ্রেক্ষা' = "ললাটেতিলক যেহ্ন নব শশিকলা"।

  ¤ আরও দেখুন :-  


  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। কারণ আমার এখন নতুন ব্যাচে ভর্তি চলছে। এখানে উপরোক্ত প্রশ্নগুলোর মতো সঠিক তথ্যসহকারে ১ নম্বরের পাশাপাশি ২ নম্বরের ডেসক্রিপটিভ প্রশ্নোত্তরও করানো হয়। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post