NEW :
Loading contents...

প্রাক্-আধুনিক বাংলা সাহিত্য:২ নম্বরের প্রশ্নোত্তর

এতদিন আমি আমার অনলাইন ক্লাসের ছাত্রছাত্রীদের আধুনিক যুগের ২ নম্বরের ডেসক্রিপটিভ প্রশ্নোত্তর হাতের মুঠোয় এনে দিয়েছি। এবার আমি হাত দিয়েছি প্রাচীন যুগ, মধ্যযুগ ও প্রাক্-আধুনিক যুগে। এক দিনের মধ্যেই আমি এই প্রশ্নোত্তরগুলো তৈরি করলাম। তার মধ্যে ৬টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি এখানে দিয়েছি। বাকি প্রশ্নের উত্তরগুলো লেখানো হবে আমার অনলাইন ক্লাসে। আশাকরি আমি এগুলো মাত্র দুই মাসের মধ্যেই খেটে আমার ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ শেষ করে দিতে পারব এবং ওদের হাতের মুঠোয় এনে দিতে পারব। এখানে ৪টি করে পয়েন্ট দেওয়া আছে। আপনারা সবাই ২-৩টি পয়েন্ট উত্তরে লিখবেন।

অনুবাদ কাব্যধারা:রামায়ণ, মহাভারত ও ভাগবত

১) অনুবাদ সাহিত্যের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করুন।

২) বাংলায় অনুবাদ সাহিত্য সৃষ্টির প্রেক্ষাপট বর্ণনা করুন।

৩) অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণগুলি বিশ্লেষণ করুন।

★ প্রধান মহাভারতের অনুবাদ ও অনুবাদক 

  কৃত্তিবাস ওঝা ও "শ্রীরাম পাঁচালী" কাব্য  

১) "আদিত্যবার শ্রীপঞ্চমী পুণ্য মাঘ মাস।

      তথি মধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস।।" 

--- এটি কোন্ কবির আবির্ভাবকাল? তাঁর কাব্যের নাম কী?

২) কৃত্তিবাস ওঝার "শ্রীরাম পাঁচালী" কাব্যের উৎস কী? এই কাব্যটি ক'টি খণ্ডে বিভক্ত? এবং কী কী?

৩) কৃত্তিবাস ওঝার "শ্রীরাম পাঁচালী" কাব্যের সাহিত্যমূল্য বিচার করুন।

৪) কৃত্তিবাস ওঝার কাব্যপ্রতিভার কয়েকটি বৈশিষ্ট্য লিখুন।

৫)  কৃত্তিবাস ওঝার "শ্রীরাম পাঁচালী" কাব্যের জনপ্রিয়তার কারণগুলি বর্ণনা করুন।

৬) বাঙালির সমাজ জীবনে  কৃত্তিবাস ওঝার "শ্রীরাম পাঁচালী" কাব্যের প্রভাব আলোচনা করুন।

  মালাধর বসু ও "শ্রীকৃষ্ণবিজয়" কাব্য  

১) "তেরশ পঁচানই শকে গ্রন্থ আরম্ভন।

      চতুর্দশ দুই শকে হৈল সমাপন।।"

--- এটি কোন্ কবির কাব্য রচনার কালজ্ঞাপক শ্লোক? তাঁর কাব্যের নাম কী?

২) মালাধর বসুর উপাধি কী? তিনি কার কাছ থেকে এই উপাধি লাভ করেন?

৩) মালাধর বসুর শ্রীকৃষ্ণবিজয়" কাব্যের বিষয়বস্তু সংক্ষেপে লিখুন। / মালাধর বসুর "শ্রীকৃষ্ণবিজয়" কাব্যের কাহিনি ক'টি খণ্ডে বিন্যস্ত? এবং কী কী?

৪) মালাধর বসুর "শ্রীকৃষ্ণবিজয়" কাব্যটির বিশিষ্টতা কোথায়?

৫) মালাধর বসুর "শ্রীকৃষ্ণবিজয়" কাব্যের উৎস কী? তাঁর কাব্যের আর কয়টি নাম পাওয়া যায়? সেগুলি কী কী?

৬) মালাধর বসুর মহাভারত অনুবাদের বিশেষত্ব কোথায়?

  কাশীরাম দাস ও "ভারত পাঁচালী" কাব্য  

১) "ইন্দ্রানী নামেতে দেশ পূর্বাপর স্থিতি।

      দ্বাদশ তীর্থেতে যথা বৈসে ভাগীরথী।।

      কায়স্থ কুলেতে জন্ম বাস সিঙ্গিগ্রাম।

      প্রিয়ঙ্কর দাসপুত্র সুধাকর নাম।।"

--- কোন্ কবি তাঁর আত্মপরিচয়ে একথা লিখেছেন? তাঁর মূল পদবী কী ছিল? তাঁর কাব্যের নাম কী?

২) মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে ছিলেন? তাঁর অসম্পূর্ণ রচনা কারা সমাপ্ত করেন?

৩) কাশীরাম দাসের কবিপ্রতিভার কয়েকটি বৈশিষ্ট্য লিখুন।

৪) কাশীরাম দাসের "ভারত পাঁচালী" নামক অনুবাদ কাব্যের শ্রেষ্ঠত্বের কারণগুলি উল্লেখ করুন।

★ অপ্রধান মহাভারতের অনুবাদ ও অনুবাদক ★

  কবীন্দ্র পরমেশ্বর দাস ও "পাণ্ডববিজয়" কাব্য  

১) মহাভারতের প্রথম বা প্রাচীনতম অনুবাদকের নাম কী? তাঁর কাব্যের নাম কী?

২) ''কবীন্দ্র'' কার উপাধি? তাঁর ''পরাগলী মহাভারত''-এর অন্যতম বৈশিষ্ট্য কী?

৩) কবীন্দ্র পরমেশ্বর দাসের "পাণ্ডববিজয়" নামক অনূদিত মহাভারতকে "পরাগলী মহাভারত" বলা হয় কেন?

  শ্রীকর নন্দী ও "অশ্বমেধ পর্ব"  

১) শ্রীকর নন্দী কোন্ মহাভারতের কোন্ পর্বটি অনুবাদ করেন? তাঁর অনূদিত মহাভারত বাংলা সাহিত্যে কী নামে পরিচিত?

২) শ্রীকর নন্দী প্রথমে কার এবং পরে কার সভাকবি ছিলেন? তিনি কার নির্দেশে মহাভারতের সংক্ষিপ্ত অনুবাদ করেন?

৩) শ্রীকর নন্দীর অনূদিত সংক্ষিপ্ত মহাভারতকে "ছুটিখানি মহাভারত" বলা হয় কেন?

৪) মহাভারতের অনুবাদক হিসেবে শ্রীকর নন্দীর অবদান সংক্ষেপে আলোচনা করুন।

২টি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের নমুনার উল্লেখ

১) রামায়ণের মতো ভাগবতের জনপ্রিয়তা না হওয়ার কারণ কী?

★উত্তর - (ক) রামায়ণ বিষয়ের পরিকল্পনায়, ব্যাপ্তিতে বৃহৎ এবং সরস কাহিনি কিন্তু ভাগবতের না ছিল সেই বিশালতা, না ছিল সরসতা।

(খ) আদর্শ বাঙালি পরিবারের চিত্র রামায়ণে প্রতিফলিত হয়েছে; ভাগবতে বাঙালিয়ানার পরিচয় থাকলেও রাধা-কৃষ্ণের পরকীয়া প্রেমলীলা তাত্ত্বিক বৈষ্ণবরা গ্রহণ করেননি।

(গ) রামায়ণের কাহিনি পাঁচালিরূপে গান করে প্রচার করা হত, তাই শ্রোতার অন্তরে সহজে প্রভাব ফেলত। কিন্তু ভাগবত হল পাঠ্যনির্ভর কাব্য, তাই সাধারণ মানুষের কাছে ততটা গ্রহণযোগ্য হয়নি।

(ঘ) ভাগবত তত্ত্বকথা সমৃদ্ধ কাব্য যা গল্পপিপাসু পাঠকের কাছে রামায়ণের মতো ভালো লাগার কাহিনি নয়।

২) মহাভারতের মতো ভাগবতের জনপ্রিয়তা না হওয়ার কারণ কী?

★উত্তর - (ক) মহাভারত ও ভাগবতে শ্রীকৃষ্ণকেই নায়করূপে তুলে ধরা হয়েছে, কিন্তু ভাগবতে পরকীয়া প্রেমের চাইতে মহাভারতে শ্রীকৃষ্ণের বহুমুখী ঘটনা, তাঁর জীবনাদর্শ ও মহৎ চরিত্র বাঙালির কাছে অধিক গ্রহণীয় হয়ে উঠেছে।

(খ) মহাভারতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের নানা বিচিত্র, চিত্তাকর্ষক কাহিনি গল্পপিপাসু বাঙালিকে তৃপ্ত করতে পেরেছে, কিন্তু ভাগবতের যে অংশ অনুবাদ করা হয়েছে; তা সাধারণ পাঠককে আকর্ষণ করতে পারেনি।

(গ) ভাগবতে তত্ত্বকথার প্রাধান্য থাকলেও কাশীরাম দাস মহাভারতে তত্ত্বকথা এড়িয়ে গিয়েছেন, তাই যে কোন পাঠক মহাভারতকেই গ্রহণ করেছেন।

(ঘ) রামায়ণ, মহাভারত সর্বসাধারণের সাহিত্য কিন্তু ভাগবত কেবলমাত্র বৈষ্ণব সমাজে প্রচারিত হয়েছে।

  বিদ্যাপতি : "সুখের কবি"  

১) বৈষ্ণব পদাবলি সাহিতে বিদ্যাপতির অবদান সংক্ষেপে আলোচনা করুন।

২) বাংলা সাহিত্যে বিদ্যাপতির অন্তর্ভুক্তির কারণগুলি বর্ণনা করুন। / বিদ্যাপতির কবিপ্রতিভার কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করুন।

৩) বিদ্যাপতিকে "সুখের কবি" বলা হয় কেন?

৪) বিদ্যাপতি জাতিতে কী ছিলেন? কার সঙ্গে তাঁর পরকীয়া সম্পর্ক ছিল? তিনি মূলত কীসের কবি ছিলেন?

৫) বিদ্যাপতির গ্রন্থাবলি সম্পর্কিত যাবতীয় প্রশ্নোত্তর আমার অনলাইন ক্লাসে খুব সুন্দরভাবে লিখিয়ে দেওয়া হবে।

৬) বিদ্যাপতিকে "মৈথিল কোকিল" উপাধিতে ভূষিত করা হয় কেন?

★উত্তর - বিদ্যাপতি মিথিলার কবি, মৈথিলী ভাষাতেই তিনি রাধাকৃষ্ণ লীলাবিষয়ক পদ রচনা করেছেন। কোকিল যেমন সুললিত, সুমধুর ও সুমিষ্ট স্বরে গান গেয়ে সকলকে মুগ্ধ করে, মিথিলার রাজসভার কবি বিদ্যাপতিও মৈথিলী ভাষায় সুন্দর পদাবলি ও অন্যান্য গীতিকবিতা রচনা করে পাঠকদের মুগ্ধ বা মোহিত করেছিল। তাঁর কাব্যের সুর-লালিত্য ভৌগোলিক ও ভাষাগত গণ্ডি অতিক্রম করেছিল। এ সমস্ত কারণে কবির প্রতি অনুরাগবশত তাঁর ভক্তেরা তাঁকে "মৈথিল কোকিল" উপাধিতে ভূষিত করেছেন।

৭) বিদ্যাপতিকে "অভিনব জয়দেব" নামে আখ্যায়িত করা হয় কেন?

★উত্তর - লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব। তাঁর লেখা সংস্কৃত ভাষায় রাধাকৃষ্ণ লীলাবিষয়ক গ্রন্থটি হল "গীতগোবিন্দম্"। সমগ্র পূর্বভারতে এই গ্রন্থটি বিশেষ সমাদর লাভ করেছিল। মিথিলা রাজসভার কবি মৈথিলী ভাষায় রাধাকৃষ্ণের লীলাবিষয়ক যে পদগুলি (প্রায় ৮০০টি পদ) রচনা করেছিলেন, সেগুলি জয়দেবের "গীতগোবিন্দম্" কাব্যের মতো অপূর্ব রসানুভবে মনকে আপ্লুত করেছিল। এছাড়া বিদ্যাপতির বেশ কিছু পদ জয়দেবের মতো আদিরস অবলম্বন করে রচিত হয়েছিল। তাই মিথিলার রাজসভা জয়দেবের সঙ্গে ভাব ও রসের মিল উপলব্ধি করে তাঁকে "অভিনব জয়দেব" নামে আখ্যায়িত করেছিল।

৮) বিদ্যাপতির পদগুলি কোন্ ভাষায় রচিত? সেই ভাষা সম্পর্কে সংক্ষেপে লিখুন।

  চণ্ডীদাস : "বিরহের কবি"  

১) বৈষ্ণব পদাবলিতে সাহিত্যে তাঁর অবদান সংক্ষেপে আলোচনা করুন।

২) চণ্ডীদাসের জনপ্রিয়তার কারণগুলি নির্দেশ করুন।

৩) চণ্ডীদাসের কবিপ্রতিভার কয়েকটি বৈশিষ্ট্য লিখুন।

৪) চণ্ডীদাসকে "বিরহের কবি" বলে কেন অভিহিত করা হয়?

৫) বাংলা সাহিত্যে চণ্ডীদাসের শ্রেষ্ঠত্বের কারণগুলি নির্দেশ করুন।

৬) চণ্ডীদাস ও বিদ্যাপতির কবিপ্রতিভার তুলনামূলক আলোচনা করুন। / চণ্ডীদাস ও বিদ্যাপতির কবিপ্রতিভার বৈসাদৃশ্য বা পার্থক্য লিখুন।

★উত্তর - (ক) বিদ্যাপতি রাজসভার কবি। নাগরিক বুদ্ধি, বাক্-বৈদগ্ধ্য, শব্দ ও অলংকার প্রয়োগের অভিনবত্ব চোখে পড়বার মতো। অপরদিকে, চণ্ডীদাস গ্রামীণ কবি। তাঁর বলার ভাষা সহজ-সরল ও আন্তরিক।

(খ) বিদ্যাপতির রাধিকা প্রথম থেকেই রাজার দুলালী। কৃষ্ণ সম্পর্কে তিনি গর্বিতা। তাঁর সমাজভীতি, পরিবারভীতি নেই। তাঁর হৃদয়াবেগ অনেকাংশেই বহির্মুখী। অন্যদিকে, চণ্ডীদাসের রাধা মুগ্ধ প্রেমিকা। তিনি সমাজ ভয়ে ভীতা। অদ্ভুত বিষণ্ণতা তাঁর হৃদয় জুড়ে।

(গ) বিদ্যাপতিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন "সুখের কবি" এবং চণ্ডীদাসকে বলেছেন "দুঃখের কবি"। একই সঙ্গে তাঁর বক্তব্য : "বিদ্যাপতি ভোগ করিবার এবং চণ্ডীদাস সহ্য করিবার কবি।"

(ঘ) বিদ্যাপতির কবিতা সৌন্দর্যে মুখর। আর চণ্ডীদাসের গান আবেগে ভরা বর্ষার মতো।

  জ্ঞানদাস : "রোমান্টিক কবি"  

১) বৈষ্ণব পদাবলি সাহিত্যে জ্ঞানদাসের অবদান সংক্ষেপে আলোচনা করুন।

২) জ্ঞানদাসের কবিপ্রতিভার কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করুন।

৩) জ্ঞানদাসকে "রোমান্টিক কবি" কেন বলা হয়?

৪) "চণ্ডীদাসের ভাবশিষ্য" কাকে বলা হয়? কে, কাকে "দ্বিতীয় চণ্ডীদাস" বলে অভিহিত করেছেন?

৫) জ্ঞানদাসকে "চণ্ডীদাসের ভাবশিষ্য" কেন বলা হয়? / চণ্ডীদাস ও জ্ঞানদাসের কবিপ্রতিভার তুলনামূলক আলোচনা করুন। / চণ্ডীদাস ও জ্ঞানদাসের কবিপ্রতিভার সাদৃশ্য বা মিল কোথায়?

★উত্তর - (ক) চণ্ডীদাস ও জ্ঞানদাস উভয় কবির বাণী নিরাভরণ ও তাঁরা দু'জনে প্রেমের প্রেমের অন্তরতম ভাবকে ব্যক্ত করেছেন।

(খ) তাঁদের দু'জনের পদে রয়েছে রূপাতীতের প্রতি গভীর আকর্ষণ এবং দেহ সম্ভোগ অপেক্ষা এই দুই কবির দৃষ্টি নিবদ্ধ প্রেমের সূক্ষ্মতম অনুভূতিকে ব্যক্ত করা।

(গ) চণ্ডীদাস ও জ্ঞানদাস দু'জনেই রাধার ব্যাকুলতার ছবি এঁকেছেন এবং দু'জনেই সাধন বেগের কথা বলেছেন।

(ঘ) শব্দ নিয়ে তাঁরা দু'জনেই সচেতন। তাঁরা রূপ-রহস্য উপস্থাপনের জন্যে যে মরমি ভাষা প্রয়োগ হয়ে থাকে সেই ভাষাকে গ্রহণ করেছেন। 

      এভাবে "রোমান্টিক কবি" জ্ঞানদাস প্রেমের গভীর উপলব্ধির যথাযথ প্রকাশে "বিরহের কবি" চণ্ডীদাসের ঐতিহ্যকে গ্রহণ করতে পেরেছেন অনায়াসে।

৬) বৈষ্ণব পদ রচনায় জ্ঞানদাসের মৌলিকতা কোথায়?

  বলরাম দাস : "বাৎসল্যরসের শ্রেষ্ঠ কবি"  

১) "বাৎসল্যরসের শ্রেষ্ঠ কবি" কাকে বলা হয়? বৈষ্ণব মতে স্বীকৃত "পঞ্চরস" কী?

২) বাৎসল্যরসের পদে বলরাম দাসের কৃতিত্ব আলোচনা করুন। / বলরাম দাসকে "বাৎসল্যরসের শ্রেষ্ঠ কবি" বলা হয় কেন?

৩) বৈষ্ণব পদাবলি সাহিত্যে বলরাম দাসের অবদান সংক্ষেপে ব্যক্ত করুন।

৪) বলরাম দাসের কবিপ্রতিভার কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করুন

  নরোত্তম দাস/ঠাকুর  

১) নরোত্তম দাস কার কাছে শাস্ত্র অধ্যয়ন করেন? তাঁর রচিত কোন্ গ্রন্থটি বৈষ্ণব সমাজে বহুসমাদৃত একটি গ্রন্থ?

২) "খেতুরী মহোৎসব" কী? সেখানে কোন্ কোন্ খ্যাতিমান কবিরা উপস্থিত হয়েছিলেন?

৩) কোন্ মহাসম্মেলনের প্রাঙ্গণেই গৌরাঙ্গবিষয়ক ও গৌরচন্দ্রিকার পদ প্রথম প্রচলন হয় বলে অনুমান করা হয়? কোন্ পদে নরোত্তম দাসের কবি কৃতিত্বের সর্বাধিক বিকাশ ঘটেছে?

৪) গৌরাঙ্গবিষয়ক ও গৌরচন্দ্রিকার পদের মধ্যে কয়েকটি পার্থক্য নির্দেশ করুন।

৫) নরোত্তম দাসের কবিপ্রতিভার কয়েকটি বৈশিষ্ট্য লিখু

  রায়শেখর/দৈবকীনন্দন সিংহ  

১) রায়শেখরের পিতৃদত্ত নাম কী? জগদ্বন্ধু ভদ্রের মতে, তাঁর প্রকৃত নাম কী?

২) জগদ্বন্ধু ভদ্রের মতে, রায়শেখর কার বংশোদ্ভূত ছিলেন? তিনি কার মন্ত্রশিষ্য হয়েছিলেন?

৩) রায়শেখরের ভণিতার কোন কোন স্থানে কোন্ বিশেষণগুলি রয়েছে? তিনি কোন্ ভাষায় যথেষ্ট পারঙ্গমতার পরিচয় দিয়েছেন?

৪) রায়শেখর কয়টি শ্রেণির পদ রচনা করেছেন? সেগুলি কী কী? 

৫) রায়শেখর কোন্ কোন্ পর্যায়ের পদ লিখেছেন? বিরহের পদ বর্ণনায় রায়শেখরের কৃতিত্ব কী?

৬) রায়শেখরের কবিপ্রতিভার কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করুন

  • বিশেষ দ্রষ্টব্য :- এখানে কয়েকটি প্রশ্ন গুগলের কপিরাইটের আওতায় পড়ার জন্য আমি দিতে পারলাম না। আর কয়েকটি প্রশ্ন যেগুলো আমি আগে আমার ব্লগে দিয়েছিলাম, আমার ব্লগের সঙ্গেই কপিরাইটের আওতায় পড়ার জন্যে সেগুলোর লিংক আমি আমার এই পোস্টের নীচে দিয়ে দিলাম। আপনারা সবাই অবশ্যই দেখে নেবেন। এখানে নিম্নে উল্লিখিত কবিদের জন্ম ও জন্মস্থান, পিতা এবং মাতা সম্পর্কিত কয়েকটি শর্ট প্রশ্নোত্তর বাদ দিয়ে পোস্ট করা হল। ধন্যবাদ।
  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
  • S.L.S.T  বাংলা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে ফোন করে যোগাযোগ করুন আমার ৬২৯০৩৭৭১৩৪ নম্বরে, অথবা আমার WhatssApp-তে ম্যাসেজ করুন ৮৭৬৮৮৩০২৩০ নম্বরে। কারণ আমার এখন নতুন ব্যাচে ভর্তি চলছে। এখানে উপরোক্ত প্রশ্নগুলোর মতো সঠিক তথ্যসহকারে ১ নম্বরের পাশাপাশি ২ নম্বরের ডেসক্রিপটিভ প্রশ্নোত্তরও করানো হয়। ধন্যবাদ।

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post