NEW :
Loading contents...

 বাংলা সাহিত্যের বিভিন্ন দিকের শর্ট প্রশ্নোত্তর 

১) বাঙালির লেখা প্রথম জ্যোতিষ গ্রন্থ কোনটি? গ্রন্থটির রচয়িতা কে? 

★উত্তর - "জ্যোতিষ সংগ্রহসার"।

¤ গ্রন্থটির রচয়িতা :- রামচন্দ্র বিদ্যাবাগীশ।

২) রাজা রামমোহন রায়কে "ভারত পথিক" আখ্যায় কে আখ্যায়িত করেন? এর কারণ কী? 

★উত্তর - কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আখ্যায়িত করেন।

¤ এর কারণ :- তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেন।

৩) রাজা রামমোহন রায়কে "বিশ্বমানব" উপাধিতে কে ভূষিত করেন?

★উত্তর - বাঙালি দার্শনিক ও বহুবিদ্যাবিশারদ পন্ডিত ব্রজেন্দ্রনাথ শীল ভূষিত করেন।

৪) "প্রথম প্রেমের পাঠ", "নিশিমৃগয়া", "এক বোন পারুল", "কৃষ্ণা বাড়ি ফেরেনি" --- এই উপন্যাসগুলি কার লেখা? 

★উত্তর - কথাসাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা।

৫) প্রথম বাঙালি হিসেবে টেস্ট খেলার সুযোগ কে পান? 

★উত্তর - শুঁটে ব্যানার্জি (প্রকৃত নাম : শরবিন্দু নাথ ব্যানার্জি)।

৬) কবি কেতকাদাস ক্ষেমানন্দকে সর্পদেবী মনসা (বিষহরি) কোন্ বেশে দেখা দিয়েছিলেন?

★উত্তর - মুচিনীর বেশে দেখা দিয়েছিলেন।

৭) গল্প-উপন্যাসে প্রত্ন-গদ্য রীতির প্রবর্তন কে করতে চেয়েছেন? 

★উত্তর - লেখক শিবনাথ শাস্ত্রী করতে চেয়েছেন।

৮) বাঙালি কবি-সাহিত্যিক গোলাম মোস্তফাকে "কাব্য সুধাকর" উপাধি কে দেন? 

★উত্তর - "যশোর সাহিত্য সংঘ" দেন।

৯) বাংলা সাহিত্যে "Drama" শব্দটি কোথা থেকে এসেছে? 

★উত্তর - গ্রিক শব্দ "Dram" থেকে এসেছে।

১০) নাট্যগুরু গিরিশচন্দ্র ঘোষকে "শেক্সপিয়ারের যোগ্য ছাত্র" বলে কে অভিহিত করেছেন? 

★উত্তর - নাট্যকার ও অভিনেতা উৎপল দত্ত অভিহিত করেছেন।

১১) পঞ্চদশ শতাব্দীর বাঙালি কবি কৃত্তিবাস ওঝা তাঁর "শ্রীরাম পাঁচালী" বা "কৃত্তিবাসী রামায়ণ" নামক বাংলা ভাষায় অনূদিত রামায়ণকে কোন্ ছন্দের পুরাণ বলেছেন? 

★উত্তর - "লাচাড়ি" ছন্দের পুরাণ বলেছেন।

১২) "বাসুলীমঙ্গল" নামে "চণ্ডীমঙ্গল" কাব্য কে লেখেন বা রচনা করেন?

★উত্তর - কবি মুকুন্দ মিশ্র লেখেন বা রচনা করেন।

১৩) সিনেমায় কল্পকাহিনীর জন্মদাতা কে ছিলেন? 

★উত্তর - ফরাসি ঐন্দ্রজালিক ও চলচ্চিত্র পরিচালক মারি-জর্জ-জঁ মেলিয়েস (১৮৬১-১৯৩৮)।

১৪) কবি কাজী নজরুল ইসলামের "সঞ্চিতা" (১৯২৫) কাব্যগ্রন্থের অন্তর্গত বা অন্তর্ভুক্ত প্রথম কবিতার নাম কী? 

★উত্তর - "বিদ্রোহী"।

১৫) "এমন লেখককে আঁতুড়ঘরেই নুন খাইয়ে মেরে ফেলা উচিত ছিল।" --- কে, কার সম্পর্কে এমন মন্তব্য করেছেন? কেন তিনি এমন মন্তব্য করেছেন? 

★উত্তর - বীণাপাণি দেবী নামের এক ভদ্র মহিলা কবি-সাহিত্যিক ও সমালোচক বুদ্ধদেব বসু সম্পর্কে এমন মন্তব্য করেছেন।

¤ এর কারণ :- মাত্র আঠার (১৮) বছর বয়সে ১৩৩৩ বঙ্গাব্দের (১৯২৬ খ্রিস্টাব্দ) জ্যৈষ্ঠ সংখ্যায় "কল্লোল" পত্রিকায় যখন গল্পকার বুদ্ধদেব বসুর প্রথম (অশ্লীল) গল্প "রজনী হ'ল উতলা" প্রকাশিত হয়, সেই গল্প পড়ে বীণাপাণি দেবী গল্পকার বুদ্ধদেব বসু সম্পর্কে এমন মন্তব্য করেছেন।

১৬) কার, কোন্ কাব্যে রাধাকে কৃষ্ণ অপেক্ষা বয়সে বড় বলা হয়েছে? 

★উত্তর - কবি দুঃখী শ্যামদাসের "গোবিন্দমঙ্গল" কাব্যে।

১৭) বাংলা সাহিত্যে সাল নির্দিষ্ট প্রথম গ্রন্থের নাম কী? এই গ্রন্থের অপর নাম কী কী? 

★উত্তর - পঞ্চদশ শতাব্দীর বাঙালি কবি মালাধর বসুর "শ্রীকৃষ্ণবিজয়" (রচনাকাল : ১৪৭৩-১৪৮০) কাব্য।

¤ এই কাব্যের অপর নাম :- "গোবিন্দমঙ্গল" ("গোবিন্দবিজয়")।

১৮) মাইকেল মধুসূদন দত্ত কাকে "বাংলার অ্যারিস্টটল" মনে করতেন?

★উত্তর - চিন্তাবিদ এবং সাহিত্যিক রাজনারায়ণ বসুকে।

১৯) "Realistic বিষয় নিয়ে নাটক লেখা আর নর্দমা ঘাটা এক।" --- মন্তব্যটি কে করেছেন? 

★উত্তর - মন্তব্যটি নাট্যগুরু গিরিশচন্দ্র ঘোষ করেছেন।

২০) সাহিত্য-সমালোচক রবীন্দ্রনাথ ঠাকুর কোন্ পত্রিকায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের "পথের পাঁচালী" (১৯২৯) উপন্যাসের সমালোচনা করেন?

★উত্তর - "পরিচয়" পত্রিকায়।

২১) "শ্রীকৃষ্ণকীর্তন" কাব্যে কোন্ কোন্ বিদেশী শব্দের প্রয়োগ দেখা যায়?

★উত্তর - ফারসি ও আরবি শব্দের প্রয়োগ দেখা যায়।

২২) পঞ্চদশ শতাব্দীর বাঙালি কবি মালাধর বসুর "শ্রীকৃষ্ণবিজয়" (রচনাকাল : ১৪৭৩-১৪৮০) কাব্যের অধ্যায় ও শ্লোক সংখ্যা কত?

★উত্তর - অধ্যায় সংখ্যা : ৩৩২টি ও শ্লোক সংখ্যা : ১৮০০০টি।

২৩) কলকাতা শব্দের প্রথম উল্লেখ কার, কোন্ গ্রন্থে পাওয়া যায়? 

★উত্তর - পঞ্চদশ শতাব্দীর কবি বিপ্রদাস পিপলাইয়ের "মনসাবিজয়" (রচনাকাল : ১৪৯৫) কাব্যে পাওয়া যায়।

২৪) ১৯৩১ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সপ্ততি (৭০তম) বর্ষপূর্তি উপলক্ষে দেশবাসীকে শ্রদ্ধা জানানোর জন্য কোন্ গ্রন্থ প্রকাশিত হয়?

★উত্তর - "The Golden Book of Tagore" ("দ্য গোল্ডেন বুক অফ ট্যাগোর") গ্রন্থ প্রকাশিত হয়।

২৫) "আধুনিকদের মধ্যেও তিনি আধুনিকোত্তম"। --- কে, কার সম্পর্কে এমন মন্তব্য করেছেন? 

★উত্তর - সাহিত্য-সমালোচক বুদ্ধদেব বসু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এমন মন্তব্য করেছেন।

২৬) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন্ খণ্ডে রাধা কৃষ্ণকে "পরানপতি" বলে সম্বোধন করে?

★উত্তর - কালীয়দমন খণ্ডে।

২৭) কামেস্বর রাজবংশেরর অপর নাম কী?

★উত্তর - ওইনিবার রাজবংশ।

২৮) রাজশেখরের লেখা "কর্পূর-মঞ্জরী" কোন্ ভাষায় রচিত নাটক?

★উত্তর - প্রাকৃত ভাষায় রচিত নাটক।

২৯) পঞ্চদশ শতকের মৈথিলি কবি বিদ্যাপতির জীবন ও গ্রন্থ কেন্দ্রিক রচিত "বিদ্যাপতি বিচার" গ্রন্থের রচয়িতা কে?

★উত্তর - সাহিত্য-সমালোচক সতীশচন্দ্র রায়।

৩০) "সত্যং মনস্তামরস প্রভাকরঃ সদৈব সর্বেষু সম প্রভাকরঃ।

/ উদেতি ভাস্বৎ সকলা প্রভাকরঃ সদর্থসম্বাদনবপ্রভাকরঃ।।"

   --- এটি কোন্ পত্রিকার শুরুতে মলাটের ওপর লেখা থাকত? এই শ্লোকটি কার লেখা?

★উত্তর - "সংবাদ প্রভাকর" পত্রিকার শুরুতে মলাটের ওপর লেখা থাকত। 

¤ এই শ্লোকটি লেখক প্রেমচাঁদ তর্কবাগীশ-এর লেখা।

৩১) লীলাকীর্তনকে যথার্থ গীতবদ্ধ রূপদান কে করেন?

★উত্তর - গৌড়ীয় বৈষ্ণব সন্ত শ্রীনরোত্তম দাস ঠাকুর।

৩২) "বলাকায় যাহা ছন্দ, ফাল্গুনীতে তাহা সংগীত, চতুরঙ্গে তাহাই কাহিনী।" --- কোন্ সাহিত্য-সমালোচকের মন্তব্য?

★উত্তর - সাহিত্য-সমালোচক প্রভাতকুমার মুখোপাধ্যায়ের মন্তব্য।

৩৩) গৌরাঙ্গের দিব্যরূপ সৃষ্টি তে অদ্বিতীয় কে ছিলেন?

★উত্তর - চৈতন্যোত্তর বৈষ্ণব পদাবলী সাহিত্যের শ্রেষ্ঠ কবি বা পদকর্তা ও ষোড়শ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ প্রতিভাবান (শাব্দিক) কবি গোবিন্দদাস।

৩৪) "এহি জ্ঞান মনুষ্যানামজ্ঞানতিমিরং হর।

    দয়াসত্যঞ্চ সংস্থাপ্য শঠতামনি সংহব।।

    বাঞ্ছা হয়ে জ্ঞান তুমি কর আগমন।

    দয়া সত্য উভয়কে করিয়া স্থাপন।।"

      --- এটি কোন্ পত্রিকার শুরুতে মলাটের ওপর লেখা থাকত? 

★উত্তর - "জ্ঞানান্বেষণ" পত্রিকার শুরুতে মলাটের ওপর লেখা থাকত।

৩৫) বাংলা সাহিত্যে "রাগ" শব্দের অর্থ কী?

★উত্তর - ইষ্ট বস্তুর প্রতি প্রেমময় তৃষ্ণা।

৩৬) দ্বন্দ্ব সমাসের "দ্বন্দ্ব" কথাটির ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন।

★উত্তর - দ্বন্দ্ব = দ্বি + দ্বি।

৩৭) সন্ধি বিচ্ছেদ করুন :- ''অরণ্য''। 

★উত্তর - অরণ্য = ঋ + অন্য।

৩৮) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাসাহিত্য (উপন্যাস ও ছোটগল্প) নিয়ে রবীন্দ্র কেন্দ্রিক প্রথম সমালোচনার সূত্রপাত ঘটে কবে, কার লেখা থেকে? এই সমালোচনা কবে, কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?

★উত্তর - ১৯১০ খ্রিস্টাব্দে সাহিত্য-সমালোচক সুখরঞ্জন রায়ের লেখা থেকে। 

¤ এই সমালোচনা ঢাকা থেকে ১৩১৮ বঙ্গাব্দে "প্রতিভা" পত্রিকায় প্রকাশিত হয়।

৩৯) কলকাতা শহরকে নিয়ে ডজন খানেক গ্রন্থ লিখেছেন এমন একজন সাহিত্যিকের নাম বলুন।

★উত্তর - সাহিত্যিক পূর্ণেন্দুশেখর পত্রী।

৪০) বিশ্বের সর্বোচ্চ সাহিত্য পুরস্কারের নাম কী? 

★উত্তর - "নোবেল পুরস্কার"।

৪১) ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কারের নাম কী?

★উত্তর - "জ্ঞানপীঠ পুরস্কার"।

৪২) বাংলা সাহিত্যে "নায়ক" সাধারণত কয় প্রকার? এবং কী কী?

★উত্তর - সাধারণত চার (৪) প্রকার।

¤ যথা :- (ক) ধীরোদাত্ত, (খ) ধীরোদ্ধত, (গ) ধীরললিত এবং (ঘ) ধীরপ্রশান্ত।

৪৩) বাংলা সাহিত্যে "নায়িকা" সাধারণত কয় প্রকার? এবং কী কী?

★উত্তর - সাধারণত দুই (২) প্রকার।

¤ যথা :- (ক) "স্বকীয়া" এবং (খ) "পরকীয়া"।

৪৪) সংস্কৃত রামায়ণের প্রথম অনুবাদক মধ্যযুগীয় কবি কৃত্তিবাস ওঝার পিতা কে ছিলেন?

★উত্তর - বনমালী ওঝা। 

৪৫) শৃঙ্গার বা মধুর রসে কয়টি সাত্ত্বিক বিকার লক্ষ্য করা যায়? এবং কী কী?

★উত্তর - দুই (২)-টি সাত্ত্বিক বিকার লক্ষ্য করা যায়।

¤ যথা :- (ক) স্তম্ভ এবং (খ) স্বেদাদি।

৪৬) "I.P.A"-এর সম্পূর্ণ রূপ কী? বাংলা সাহিত্যে এর গুরুত্ব কী?

★উত্তর - International Phonetic Alphabet (আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা)।

¤ বাংলা সাহিত্যে "I.P.A"-এর গুরুত্ব :- লিখন পদ্ধতির সমস্যা দূর করার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। এটি রোমান বর্ণমালার উপর ভিত্তি করে রচিত এমন এক লিপি, যা পৃথিবীর সমস্ত ভাষার উচ্চারণকে স্বচ্ছভাবে নির্দেশ করতে পারে।

৪৭) নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের সবচেয়ে দীর্ঘতম নাটক কোনটি?

★উত্তর - "সিংহল বিজয়" (১৩ই অক্টোবর, ১৯১৫) [ইতিহাসশ্রয়ী বা ঐতিহাসিক নাটক]।

৪৮) "রসকলি আমার প্রথম গল্প। রসকলি হাতে লইয়াই বাংলা সাহিত্য অরণ্যে প্রবেশ করিয়াছিলাম।" --- কোন্ সাহিত্যিকের উক্তি?

★উত্তর - কথাসাহিত্যিক (কথাশিল্পী) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উক্তি।

৪৯) "শ্বতভুজা ভারতীয় খামখেয়ালি সেবক" --- কে, কার সম্পর্কে এমন মন্তব্য করেছেন?

★উত্তর - ড. ও সাহিত্য-সমালোচক অসিতকুমার বন্দ্যোপাধ্যায় কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে এমন মন্তব্য করেছেন।

৫০) কথাসাহিত্যিক (কথাশিল্পী) মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন্ উপন্যাসটিতে সবচেয়ে বেশি ফ্রয়েডীয় মনস্তত্ত্বের প্রভাব লক্ষণীয়?

★উত্তর - "চতুষ্কোণ" (রচনাকাল : ১৫ই মে, ১৯৪২/বৈশাখ, ১৩৪৯ ও গ্রন্থাকারে প্রকাশকাল : ১৯৪৮) উপন্যাসটিতে সবচেয়ে বেশি ফ্রয়েডীয় মনস্তত্ত্বের প্রভাব লক্ষণীয়।

৫১) কবি সুভাষ মুখোপাধ্যায়ের "জননী জন্মভূমি" কবিতাটি তাঁর কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত?

★উত্তর - "কাল মধুমাস" (মে, ১৯৬৬/জ্যৈষ্ঠ, ১৩৭৩) কাব্যগ্রন্থের অন্তর্গত।

৫২) কবি শক্তি চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে কোন্ গ্রন্থের জন্য পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার "রবীন্দ্র পুরস্কার" (মরণোত্তর) লাভ করেন?

★উত্তর - কবি শক্তি চট্টোপাধ্যায় ১৯৯৫ খ্রিস্টাব্দে "ছবি আঁকে ছিঁড়ে ফ্যালে" (১৯৯১) কাব্যগ্রন্থের জন্য পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার "রবীন্দ্র পুরস্কার" (মরণোত্তর) লাভ করেন।


  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post