NEW :
Loading contents...

শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব থেকে ৪০টি প্রশ্নোত্তর

১) ব্রেইল লেখা হয় ক'টি বিন্দু দিয়ে?

(ক) ৬টি

(খ) ৮টি

(গ) ১০টি

(ঘ) ১২টি

২) প্রথাগত শিক্ষার ক্ষেত্রে সর্বাধিক প্রয়োজনীয় কোনটি?

(ক) দক্ষতা

(খ) অভিজ্ঞতা

(গ) জ্ঞান

(ঘ) অনুভূতি

৩) প্রত্যক্ষণ কীসের অর্থবোধ?

(ক) ধারণার

(খ) সংবেদনের

(গ) উদ্দীপনার

(ঘ) সাড়ার

৪) মনোবিদ্যার বিষয়বস্তু হল বিভিন্ন ধরনের ---

(ক) মানসিক প্রক্রিয়া

(খ) সামাজিক প্রক্রিয়া

(গ) নৈতিক প্রক্রিয়া

(ঘ) ধর্মীয় প্রক্রিয়া

৫) থার্স্টোনের মতে প্রাথমিক উপাদান কয়টি?

(ক) ৫টি

(খ) ৭টি

(গ) ৯টি

(ঘ) ১১টি

৬) উচ্চতর মাধ্যমিকের সময়সীমা কত?

(ক) ১ বছর

(খ) ২ বছর

(গ) ৩ বছর

(ঘ) ৪ বছর

৭) স্বামী বিবেকানন্দ ছিলেন ---

(ক) প্রকৃতিবাদে বিশ্বাসী

(খ) অধ্যাত্মবাদে বিশ্বাসী

(গ) বস্তুবাদে বিশ্বাসী

(ঘ) প্রয়োগবাদে বিশ্বাসী

৮) দার্শনিক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ---

(ক) প্রয়োগবাদী

(খ) প্রকৃতিবাদী

(গ) ভাববাদী

(ঘ) জড়বাদী

৯) রুশোর ভাবশিষ্য কে ছিলেন?

(ক) জন ডিউই

(খ) জন অ্যাডামস

(গ) পেস্তালৎসি

(ঘ) সক্রেটিস

১০) সমাজমিতি কৌশলের উদ্ভাবক কে ছিলেন?

(ক) ডঃ হরগোবিন্দ খোরানা

(খ) ডঃ জে. এল. মোরেনো

(গ) ডঃ ই. এল. থর্নডাইক

(ঘ) ডঃ আই. প্যাভলভ

১১) ভারতে শিশুশ্রমিকের হার কত?

(ক) ১২%

(খ) ১৬%

(গ) ২০%

(ঘ) ২২%

১২) "Psychology" শব্দটি কোন্ ভাষা থেকে বাংলায় এসেছে?

(ক) ফরাসি ভাষা

(খ) জার্মান ভাষা

(গ) ল্যাটিন ভাষা

(ঘ) গ্রিক ভাষা

১৩) আমাদের দেশে প্রথম অন্ধদের জন্য নির্মিত হোস্টেল 'সেন্ট ডানস্টন হোস্টেল' কোথায় নির্মিত হয়?

(ক) কলকাতায়

(খ) মাদ্রাজে

(গ) বোম্বাইতে

(ঘ) দেরাদুনে

১৪) সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তন কে করেন?

(ক) লুই ব্রেইল

(খ) হেইনস

(গ) জুয়ান বঁনে

(ঘ) পিরিয়ার

১৫) কিন্ডারগার্টেনের প্রবর্তক হলেন ---

(ক) মার্গরেট ম্যাগমিলান ও র‍্যাচেল ম্যাগমিলান

(খ) মন্তসরি

(গ) ফ্রয়বেল

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

১৬) কোঠারি কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল?

(ক) ১০ জন

(খ) ১৫ জন

(গ) ১৭ জন

(ঘ) ২৩ জন

১৭) শিক্ষার উন্নতি কী দেখে বোঝা যায়?

(ক) ছাত্রদের উপস্থিতি

(খ) ভালো ফল

(গ) ক্লাসের মধ্যে নীরবতা

(ঘ) ছাত্রদের জিজ্ঞাসাকৃত অর্থবহ প্রশ্ন

১৮) ভারতে প্রথম শিক্ষাকমিশনের সভাপতি কে ছিলেন?

(ক) স্যার উইলিয়াম হান্টার

(খ) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

(গ) লর্ড কার্জন 

(ঘ) স্যার চার্লস উড

১৯) কোন শিক্ষার্থীর যে পতিক্রিয়াগুলি অভিক্ষার দ্বারা পরিমাপ করা হয়, তাদের কী বলে?

(ক) অভীক্ষাপদ

(খ) মূল্যায়ন

(গ) পরীক্ষা 

(ঘ) কোনটিই নয়

২০) নীচের কোনটি বয়ঃসন্ধির সময়কালের বৌদ্ধিক বৈশিষ্ট্য?

(ক) কল্পনার উচ্চক্ষমতা

(খ) বোধের উচ্চক্ষমতা

(গ) মনে রাখার উচ্চক্ষমতা

(ঘ) মনোনিবেশের উচ্চক্ষমতা

২১) ক্লাসে ভালো ফল করা একটি ছাত্রের সঙ্গে কীরূপ আচরণ করা উচিত?

(ক) প্রশংসা করা উচিত 

(খ) পুরস্কার দেওয়া উচিত 

(গ) স্বীকৃতি দেওয়া উচিত 

(ঘ) সবগুলি ঠিক

২২) শিক্ষা আইন কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?

(ক) ১৯০০ খ্রিস্টাব্দে 

(খ) ১৯০১ খ্রিস্টাব্দে 

(গ) ১৯০২ খ্রিস্টাব্দে 

(ঘ) ১৯০৩ খ্রিস্টাব্দে

২৩) আইভন প্যাভলভের শিখনতত্ত্ব হল ---

(ক) অনুবর্তন তত্ত্ব 

(খ) পাঠাগারে যাওয়া

(গ) শিক্ষকের কথা শোনা

(ঘ) প্রত্যাভিজ্ঞা

২৪) বিশেষ বিশেষ সত্য তথ্য বা অভিজ্ঞতার ভিত্তিতে পরীক্ষা বা যুক্তির সাহায্যে সাধারণ সত্য উপনীত হবার পদ্ধতি হল ---

(ক) আরোহ পদ্ধতি 

(খ) অবরোহ পদ্ধতি 

(গ) বর্ণনামূলক পদ্ধতি 

(ঘ) বক্তৃতা পদ্ধতি 

২৫) ছাত্রদের পছন্দসই শিক্ষক তারাই হয় যারা ---

(ক) ক্লাসে নোট পড়ান

(খ) পরীক্ষার আগে কিছু গুরুত্বপূর্ণ নোট দেন

(গ) বিষয়বস্তু সম্পর্কে ছাত্রদের অসুবিধা দূর করেন

(ঘ) নিয়মানুবর্তিতা 

২৬) সর্বশিক্ষা অভিযান প্রকল্প কবে থেকে শুরু হয়েছে?

(ক) ২০০০-২০০১ শিক্ষাবর্ষ থেকে 

(খ) ২০০১-২০০২ শিক্ষাবর্ষ থেকে 

(গ) ২০০২-২০০৩ শিক্ষাবর্ষ থেকে 

(ঘ) ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষ থেকে 

২৭) শিক্ষক সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ যে বইতে নথিভুক্ত করা হয় তার নাম কী?

(ক) মিটিং বুক

(খ) নোটিশ বুক

(গ) সিদ্ধান্ত বুক

(ঘ) মিনিট বুক

২৮) "পৃথিবীর ব্যক্তিসত্ত্বা তিন ধরনের" --- একথা কে বলেছেন?

(ক) জি. এস. আলগের্ট

(খ) ডব্লুই. এইচ. সেলডেন

(গ) গডফে টমাস

(ঘ) রুশো

২৯) "কারিকুলাম" শব্দটি কোন্ ভাষা থেকে বাংলায় এসেছে? 

(ক) স্পেনীয় ভাষা

(খ) ইংরেজি ভাষা

(গ) জার্মান ভাষা

(ঘ) ল্যাটিন ভাষা

৩০) প্রাক বুনিয়াদ শিক্ষার প্রবর্তক কে ছিলেন?

(ক) রুশো

(খ) জন ডিউই

(গ) মহাত্মা গান্ধী

(ঘ) ফ্রয়বেল

৩১) পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রের কোন্ স্তর অবধি ছাত্রদের কাছ থেকে ফি নেওয়া হয় না?

(ক) মাধ্যমিক স্তর

(খ) উচ্চমাধ্যমিক স্তর

(গ) ডিগ্রি স্তর

(ঘ) প্রাথমিক স্তর

৩২) চেষ্টা ও ভুলের মাধ্যমে শেখার প্রবক্তা কে ছিলেন?

(ক) থর্নডাইক

(খ) গ্যালটন

(গ) প্যাভলভ

(ঘ) এবিংহজ

৩৩) মনোবিদ কোহলার মনোবিজ্ঞানের কোন্ মতবাদের প্রবক্তা ছিলেন?

(ক) অনুবর্তনবাদ

(খ) অনুকরণবাদ

(গ) সংযোজনবাদ

(ঘ) সমগ্রতাবাদ

৩৪) থর্নডাইকের মতবাদে শিখনের প্রধান সূত্রের সংখ্যা কয়টি?

(ক) ২টি

(খ) ৩টি

(গ) ৪টি

(ঘ) ৫টি

৩৫) শিশুর একটি মৌলিক চাহিদা হল ---

(ক) আয়ত্ত করার চাহিদা

(খ) আত্মপ্রতিষ্ঠার চাহিদা

(গ) প্রক্ষোভমূলক নিরাপত্তার চাহিদা

(ঘ) ভালবাসা পাওয়ার চাহিদা

৩৬) শিশুদের প্রবৃত্তি ও পরিণমন নিরপেক্ষ আচরণের দু'টি পরিবর্তন হল ---

(ক) পড়তে পারা, সংখ্যার ব্যবহার করা

(খ) হাঁটতে পারা, হামাগুড়ি দেওয়া

(গ) সোজা হয়ে দাঁড়াতে পারা

(ঘ) ভারসাম্য বজায় রাখতে পারা

৩৭) শিশুর একটি মানসিক চাহিদা হল ---

(ক) খাদ্যের চাহিদা

(খ) ভালবাসতে পারার চাহিদা

(গ) আত্মপ্রতিষ্ঠার চাহিদা

(ঘ) শিক্ষকের কাছে থাকার চাহিদা

৩৮) অনগ্রসর শিশুদের একটি বৈশিষ্ট্য হল ---

(ক) এরা জেদ করে

(খ) এরা বেশি খেতে চায়

(গ) এরা ভালো ফল করার চেষ্টা করে

(ঘ) অভিযোজনের ক্ষেত্রে এরা ব্যর্থ হয়

৩৯) শিক্ষা মনোবিজ্ঞানের বিভিন্ন তত্ত্বগুলি শিখন ও শিক্ষাদানের কাজে ব্যবহার করা হয়। এই বিষয়টিকে কী বলা হয়?

(ক) তাত্ত্বিক মনোবিজ্ঞান

(খ) প্রায়োগিক মনোবিজ্ঞান

(গ) দলগত মনোবিজ্ঞান

(ঘ) শিল্প মনোবিজ্ঞান

৪০) বয়ঃসন্ধিকালের প্রারম্ভিক বয়স কত বছর?

(ক) ৯ বছর

(খ) ১০ বছর

(গ) ১২ বছর

(ঘ) ১৫ বছর


  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post