প্রেমেন্দ্র মিত্র এবং সমরেশ বসু (শর্ট প্রশ্নোত্তর)
১) প্রেমেন্দ্র মিত্রের পিতা এবং মাতার নাম কী?
★উত্তর - জ্ঞানেন্দ্রনাথ মিত্র এবং সুহাসিনী দেবী।
২) প্রেমেন্দ্র মিত্র রচিত প্রথম কবিতা কোনটি?
★উত্তর - "হিমালয়" (১৯১৭)।
৩) প্রেমেন্দ্র মিত্র রচিত প্রথম ছোটগল্প কোনটি?
★উত্তর - "কাদম্বিনীর ছেলে" (১৯১৭)।
৪) প্রেমেন্দ্র মিত্রের প্রথম প্রকাশিত কবিতা কোনটি? সেটি কবে, কোন্ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
★উত্তর - "বেনামী বন্দর"।
¤ কবিতাটি ১৯২০ খ্রিস্টাব্দে "উত্তরা" পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
৫) প্রেমেন্দ্র মিত্রের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?
★উত্তর - "পাঁক" (১৯২৬)।
৬) ''কালাচাঁদ'', ''পাঁচী'', ''আহ্লাদী'' --- চরিত্রগুলির উল্লেখ প্রেমেন্দ্র মিত্রের কোন্ উপন্যাসে পাওয়া যায়?
★উত্তর - প্রেমেন্দ্র মিত্রের প্রথম প্রকাশিত উপন্যাস ''পাঁক'' (১৯২৬)-এ পাওয়া যায়।
৭) প্রেমেন্দ্র মিত্রের "মিছিল" (১৯২৮) উপন্যাসটি কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?
★উত্তর - "কল্লোল" পত্রিকায় প্রকাশিত হয়।
৮) ''নন্দ মুদি'', ''বিপিন'', ''দুলাল'' --- চরিত্রগুলির উল্লেখ প্রেমেন্দ্র মিত্রের কোন্ উপন্যাসে পাওয়া যায়?
★উত্তর - প্রেমেন্দ্র মিত্রের তৃতীয় প্রকাশিত উপন্যাস ''আগামীকাল'' (১৯৩০)-এ পাওয়া যায়।
৯) প্রেমেন্দ্র মিত্রের কত খ্রিস্টাব্দে রচিত কোন্ কল্পধর্মী উপন্যাসটি পরবর্তীকালে ''পিঁপড়ে পুরাণ'' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়?
★উত্তর - ১৯৩০ খ্রিস্টাব্দে রচিত ''সেকালের কথা'' নামক কল্পধর্মী উপন্যাসটি পরবর্তীকালে ''পিঁপড়ে পুরাণ'' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
১০) "শিশু বিনু" চরিত্রটি প্রেমেন্দ্র মিত্রের কোন্ উপন্যাসের কেন্দ্রীয় বা মূল চরিত্র?
★উত্তর - "উপনয়ন" (১৯৩৩) উপন্যাসের কেন্দ্রীয় বা মূল চরিত্র।
১১) ''বিসর্পিল'' (১৯৩৪/১৩৪১) --- বারোয়ারি উপন্যাসটি প্রেমেন্দ্র মিত্র কাদের সঙ্গে একত্রে রচনা করেন?
★উত্তর - কথাসাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্ত ও বুদ্ধদেব বসুর সঙ্গে একত্রে রচনা করেন।
১২) ''বনশ্রী'' (১৯৩৪/১৩৪১) --- বারোয়ারি উপন্যাসটি প্রেমেন্দ্র মিত্র কাদের সঙ্গে একত্রে রচনা করেন?
★উত্তর - কথাসাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্ত ও বুদ্ধদেব বসুর সঙ্গে একত্রে রচনা করেন।
১৩) "পাশাপাশি", "প্রতিবেশিনী", "শবযাত্রা" --- গল্পগুলি প্রেমেন্দ্র মিত্রের কোন্ গল্পগ্রন্থের অন্তর্গত?
★উত্তর - "মৃত্তিকা" (১৯৩৫) গল্পগ্রন্থের অন্তর্গত।
১৪) প্রেমেন্দ্র মিত্রের "মহানগর" (১৯৩৭) গল্পগ্রন্থের অন্তর্গত "মহানগর" গল্পটি কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?
★উত্তর - সাপ্তাহিক "দেশ" পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত হয়।
১৫) "কুয়াশায়", "সংসার সীমান্তে", "পুনর্মিলন" --- গল্পগুলি প্রেমেন্দ্র মিত্রের কোন্ গল্পগ্রন্থের অন্তর্গত?
★উত্তর - "নিশীথ নগরী" (১৯৩৮) গল্পগ্রন্থের অন্তর্গত।
১৬) প্রেমেন্দ্র মিত্রের ''কুহকের দেশে'' (তিরিশের দশকের প্রথমদিকে প্রকাশিত) নামক শিশু-কিশোর বা ছোটদের উপন্যাসটি কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?
★উত্তর - মাসিক ''মৌচাক'' পত্রিকায় প্রকাশিত হয়।
১৭) প্রেমেন্দ্র মিত্র কোন্ পত্রিকার সম্পাদক ছিলেন?
★উত্তর - "কালিকলম" পত্রিকার সম্পাদক ছিলেন।
১৮) প্রেমেন্দ্র মিত্রের এক অবিস্মরণীয় সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র ''ঘনাদা''-র প্রকৃত নাম কী?
★উত্তর - ''ঘনশ্যাম দাস''।
১৯) ১৯৪৫ খ্রিস্টাব্দে (১৩৫২ বঙ্গাব্দ) কোন্ গল্পের মধ্য দিয়ে প্রেমেন্দ্র মিত্রের ''ঘনাদা'' নামক কাল্পনিক গোয়েন্দা চরিত্রের সূচনা হয়?
★উত্তর - ''মশা'' গল্পের মধ্য দিয়ে।
২০) কলকাতার ''আকাশবাণী''-র উদ্যোগে লিখিত "সবুজ মানুষ" নামক একটি চার অধ্যায়ের বারোয়ারি কল্পবিজ্ঞানধর্মী কাহিনি (উপন্যাস)-এর প্রথম অধ্যায় রচনা করেন প্রেমেন্দ্র মিত্র। অবশিষ্ট তিনটি অধ্যায় কারা লিখেছিলেন?
★উত্তর - অবশিষ্ট তিনটি অধ্যায় যথাক্রমে কল্পলেখক অদ্রীশ বর্ধন, দিলীপ রায়চৌধুরী ও সত্যজিৎ রায় লিখেছিলেন।
২১) "বহ্নি বাসর" (১৯৬৫) --- উপন্যাসটি কার লেখা?
★উত্তর - প্রেমেন্দ্র মিত্রের লেখা।
২২) প্রেমেন্দ্র মিত্রের "সূর্য কাঁদলে সোনা" (১৯৬৯) উপন্যাসটি কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?
★উত্তর - সাপ্তাহিক "অমৃত" পত্রিকায় প্রকাশিত হয়।
২৩) "নদীর নিকটে" (১৯৭২) --- কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
★উত্তর - প্রেমেন্দ্র মিত্র।
২৪) প্রেমেন্দ্র মিত্রের "সংসার সীমান্তে" গল্পগ্রন্থের প্রকাশকাল কত?
★উত্তর - ১৯৭৭ খ্রিস্টাব্দ।
২৫) কবে, কোন্ গ্রন্থের জন্য প্রেমেন্দ্র মিত্র ''রাষ্ট্রীয় পুরস্কার'' লাভ করেন?
★উত্তর - ১৯৫৮ খ্রিস্টাব্দে ''ঘনাদা সিরিজ'' গল্পমালার জন্য প্রেমেন্দ্র মিত্র ''রাষ্ট্রীয় পুরস্কার'' লাভ করেন।
২৬) সমরেশ বসুর প্রকৃত নাম কী? বাংলা সাহিত্যে তাঁর উপাধি কী ছিল?
★উত্তর - সুরথনাথ বসু।
¤ বাংলা সাহিত্যে তাঁর উপাধি ছিল :- "সাহিত্যের রাজপুত্র"।
২৭) সমরেশ বসু রচিত মোট ছোটগল্পের সংখ্যা কয়টি?
★উত্তর - প্রায় দু'শ (২০০)-টি।
২৮) সমরেশ বসু রচিত প্রথম ছোটগল্প (প্রথম রচনা) কোনটি?
★উত্তর - ''আদাব''।
২৯) সমরেশ বসু রচিত প্রথম উপন্যাস কোনটি?
★উত্তর - ''নয়নপুরের মাটি'' (রচনাকাল : ১৯৪৬)।
৩০) সমরেশ বসুর মুদ্রিত বা প্রকাশিত প্রথম উপন্যাস কোনটি? সেটি কবে, কোন্ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়?
★উত্তর - ''উত্তরঙ্গ''।
¤ উপন্যাসটি ১৯৫১ খ্রিস্টাব্দে (১৩৫৮ বঙ্গাব্দ) ''দেশ'' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
৩১) ''গণেশ'', ''দুলাল'', ''গোবিন্দ'' --- চরিত্রগুলির উল্লেখ সমরেশ বসুর কোন্ উপন্যাসে পাওয়া যায়? উপন্যাসটি তিনি কাকে উৎসর্গ করেন?
★উত্তর - ''বি.টি. রোডের ধারে'' (১৯৫২/১৩৫৯) নামক রাজনৈতিক উপন্যাসে পাওয়া যায়।
¤ উপন্যাসটি তিনি উৎসর্গ করেন -- শ্রীযুক্ত সত্য মাস্টার মহাশয়কে।
৩২) সমরেশ বসুর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নাম কী? সেটিতে মোট কয়টি গল্প রয়েছে?
★উত্তর - ''মরশুমের একদিন'' (পত্রিকায় প্রকাশকাল : ১৯৫২ ও গ্রন্থাকারে প্রকাশকাল : ১৯৫৩)।
¤ গল্পগ্রন্থটিতে মোট তের (১৩)-টি গল্প রয়েছে।
৩৩) সমরেশ বসুর "শ্রীমতি কাফে" (১৯৫৩/অগ্রহায়ণ, ১৩৬০) উপন্যাসটি কী ধরনের উপন্যাস? এই উপন্যাসটি তিনি কাকে বা কাদের উৎসর্গ করেন?
★উত্তর - এটি একটি সার্থক রাজনৈতিক উপন্যাস।
¤ এই উপন্যাসটি তিনি উৎসর্গ করেন -- শ্রীযুক্ত অনিল সিংহ ও শ্রীযুক্ত সনৎ বসু মহাশয়দ্বয়কে।
৩৪) ''মহাবীর'', ''পাঁচু'', ''প্রহ্লাদ'' --- চরিত্রগুলির উল্লেখ সমরেশ বসুর কোন্ উপন্যাসে পাওয়া যায়?
★উত্তর - "কালকূট" ছদ্মনামে প্রথম লেখা ''অমৃতকুম্ভের সন্ধানে'' (নভেম্বর, ১৯৫৪/কার্তিক, ১৩৬১) নামক রাজনৈতিক উপন্যাসে পাওয়া যায়।
৩৫) সমরেশ বসুর ''সেই মুখ'' (১৯৫৬) উপন্যাসটি কোন্ বিষয়কে কেন্দ্র করে লেখা?
★উত্তর - অলৌকিক বিষয়কে কেন্দ্র করে লেখা।
৩৬) ১৯৫৬ খ্রিস্টাব্দে রচিত সমরেশ বসুর ''পাড়ি'' গল্পটি কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?
★উত্তর - ''পরিচয়'' পত্রিকায় প্রকাশিত হয়।
৩৭) সমরেশ বসুর ''গঙ্গা'' নামক আঞ্চলিক (নদীকেন্দ্রিক) উপন্যাসটি কবে, কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?
★উত্তর - ১৯৫৭ খ্রিস্টাব্দে শারদীয়া (শারদ সংখ্যা) ''জন্মভূমি'' পত্রিকায় প্রকাশিত হয়।
৩৮) সমরেশ বসু তাঁর ''গঙ্গা'' (১৯৫৭) নামক আঞ্চলিক (নদীকেন্দ্রিক) উপন্যাসটি কাকে উৎসর্গ করেন?
★উত্তর - বরেণ্য কথাসাহিত্যিক বা কথাশিল্পী শ্রীযুক্ত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়কে উৎসর্গ করেন।
৩৯) "কালকূট" ছদ্মনামে রচিত সমরেশ বসুর "নির্জন সৈকতে" (১৯৬৩/১৩৬৯) উপন্যাসটি অবলম্বনে কে, কবে চলচ্চিত্র বা সিনেমা নির্মাণ করেন?
★উত্তর - বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক তপন সিংহ ১৯৬৩ খ্রিস্টাব্দে চলচ্চিত্র বা সিনেমা নির্মাণ করেন।
৪০) সমরেশ বসু তাঁর ''কোথায় পাবো তারে'' (ডিসেম্বর, ১৯৬৮/১৩৭৪) নামক জীবনীমূলক উপন্যাসটি কোন্ ছদ্মনামে রচনা করেন? এই উপন্যাসটি কার জীবনী অবলম্বনে রচিত?
★উত্তর - "কালকূট" ছদ্মনামে রচনা করেন।
¤ এই উপন্যাসটি একজন বাঙালি বাউল সাধক এবং দার্শনিক লালন ফকিরের জীবনী অবলম্বনে রচিত।
৪১) সমরেশ বসুর ''তিন ভুবনের পারে'' (১৯৬৬) উপন্যাস অবলম্বনে কে, কবে চলচ্চিত্র বা সিনেমা নির্মাণ করেন?
★উত্তর - সুখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক আশুতোষ বন্দোপাধ্যায় ১৯৬৯ খ্রিস্টাব্দের ৩১শে ডিসেম্বর চলচ্চিত্র বা সিনেমা নির্মাণ করেন।
৪২) সমরেশ বসুর কিশোরদের বা ছোটদের জন্য অবিস্মরণীয় সৃষ্ট চরিত্রটির নাম কী?
★উত্তর - "গোগোল"।
৪৩) সমরেশ বসুর ''প্রতিরোধ'' গল্পটি কোন্ পটভূমিকায় বা প্রেক্ষাপটে রচিত?
★উত্তর - "তেভাগা আন্দোলন"-এর পটভূমিকায় বা প্রেক্ষাপটে রচিত।
৪৪) ''চল মন রূপনগরে'' (মার্চ, ১৯৮২/১৩৮৮) --- উপন্যাসটির রচয়িতা কে? এই উপন্যাসটি তিনি কোন্ ছদ্মনামে রচনা করেন?
★উত্তর - সমরেশ বসু।
¤ এই উপন্যাসটি তিনি "কালকূট" ছদ্মনামে রচনা করেন।
৪৫) "শেকল ছেঁড়া হাতের খোঁজে" (১৯৮৪) --- উপন্যাসটি কার লেখা?
★উত্তর - সমরেশ বসুর লেখা।
৪৬) সমরেশ বসুর কোন্ উপন্যাসটি মহাপ্রভু শ্রীচৈন্যদেবের জীবন অবলম্বনে লিখিত? এই উপন্যাসটি তিনি কোন্ ছদ্মনামে লেখেন?
★উত্তর - ''জ্যোতির্ময় শ্রীচৈতন্য'' (জানুয়ারি, ১৯৮৭/১৩৯৩) নামক জীবনীমূলক উপন্যাসটি।
¤ এই উপন্যাসটি তিনি "কালকূট" ছদ্মনামে লেখেন।
৪৭) "অয়নান্ত", "পঞ্চবহ্নি", "পুতুলের খেলা" --- উপন্যাসগুলি কার লেখা? এই উপন্যাসগুলি তিনি কোন্ ছদ্মনামে লেখেন?
★উত্তর - সমরেশ বসুর লেখা।
¤ এই উপন্যাসগুলি তিনি "ভ্রমর" ছদ্মনামে লেখেন।
৪৮) সমরেশ বসুর ''দেখি নাই ফিরে'' নামক অসমাপ্ত জীবনীমূলক উপন্যাসটি কে সম্পূর্ণ করেন? এই উপন্যাসটি কার জীবনী অবলম্বনে রচিত?
★উত্তর - লেখক সমরেশ বসুর পুত্র (লেখক) নবকুমার বসু সম্পূর্ণ করেন।
¤ এই উপন্যাসটি আধুনিক ভারতীয় ভাস্কর্যকলার অন্যতম অগ্রপথিক চিত্রকর বা চিত্রশিল্পী রামকিঙ্কর বেইজের জীবনী অবলম্বনে রচিত।
৪৯) কবে, কোন্ গ্রন্থের জন্য সমরেশ বসু পশ্চিমবঙ্গের "আনন্দ প্রকাশনা" গ্রুপ কর্তৃক "আনন্দ পুরস্কার" লাভ করেন?
★উত্তর - সমরেশ বসু নির্দিষ্ট কোন গ্রন্থের জন্য "আনন্দ পুরস্কার" পাননি। তিনি ১৯৫৯ খ্রিস্টাব্দে সারাজীবন সাহিত্যকর্মে অবদানের জন্যে বা সামগ্রিক সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ সমরেশ বসু পশ্চিমবঙ্গের "আনন্দ প্রকাশনা" গ্রুপ কর্তৃক ''আনন্দ পুরস্কার'' লাভ করেন।
৫০) কবে, কোন্ গ্রন্থের জন্য সমরেশ বসু ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার "সাহিত্য অকাদেমি পুরস্কার" পান?
★উত্তর - ১৯৮০ খ্রিস্টাব্দে "কালকূট" ছদ্মনামে লেখা "শাম্ব" (১৯৭৮/১লা বৈশাখ, ১৩৮৫) নামক রাজনৈতিক উপন্যাসের জন্য সমরেশ বসু ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার "সাহিত্য অকাদেমি পুরস্কার" পান।
- বিশেষ দ্রষ্টব্য :- গুগলের কপিরাইটের আওতায় পড়ার জন্য প্রেমেন্দ্র মিত্র এবং সমরেশ বসু সম্পর্কে আমি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এখানে দিতে পারলাম না। তাই আপনারা কেউ বারবার আমাকে জিজ্ঞাসা করবেন না যে স্যার এই প্রশ্নগুলো এখানে কেন দিলেন না?
- আলোচক : সৌম্য মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
Post a Comment