¤ মহাশ্বেতা দেবীর জীবনীগ্রন্থ ও উপন্যাস ¤
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
ডিসেম্বর, ২০১১ খ্রিস্টাব্দ পর্যন্ত মহাশ্বেতা দেবীর মুদ্রিত বা প্রকাশিত জীবনীগ্রন্থ ও উপন্যাসগুলি গ্রন্থাকারে এবং বিভিন্ন পত্র-পত্রিকায় প্রথম প্রকাশকাল অনুসারে ক্রমানুযায়ী সাজিয়ে নিম্নে দেওয়া হল ---
¤ মহাশ্বেতা দেবীর জীবনীগ্রন্থ ও উপন্যাসের প্রকাশনা সংস্থা এবং গ্রন্থাকারে প্রকাশ :-
® জীবনীগ্রন্থ-প্রকাশনা সংস্থা-প্রকাশকাল ®
১) "ঝাঁসির রাণী" --- "নিউ এজ. পাবলিশার্স প্রাইভেট লিঃ" --- ১৯৫৬ খ্রিস্টাব্দ (শ্রাবণ, ১৩৬৩ বঙ্গাব্দ)।
- এটি মহাশ্বেতা দেবীর প্রথম প্রকাশিত গ্রন্থ।
- এই জীবনীগ্রন্থটি সাপ্তাহিক "দেশ" পত্রিকায় প্রকাশিত হয়।
® উপন্যাস - প্রকাশনা সংস্থা - প্রকাশকাল ®
১) "নটী" --- "নিউ এজ. পাবলিশার্স প্রাইভেট লিঃ", কলকাতা --- ১৯৫৭ খ্রিস্টাব্দ।
- এটি মহাশ্বেতা দেবীর প্রথম প্রকাশিত উপন্যাস বা দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ।
- এই উপন্যাসটি সাহিত্যিক হুমায়ুন কবির সম্পাদিত "চতুরঙ্গ" পত্রিকায় প্রকাশিত হয়।
২) "যমুনা-কী তীর" --- "বসুধারা প্রকাশনী", কলকাতা --- ১৯৫৮ খ্রিস্টাব্দ।
- এটি মহাশ্বেতা দেবীর দ্বিতীয় প্রকাশিত উপন্যাস বা তৃতীয় প্রকাশিত গ্রন্থ।
৩) "মধুরে মধুর" --- "এ. মুখার্জি অ্যান্ড কো. প্রাঃ লিঃ", কলকাতা --- ১৯৫৮ খ্রিস্টাব্দ।
- এটি মহাশ্বেতা দেবীর তৃতীয় প্রকাশিত উপন্যাস বা চতুর্থ প্রকাশিত গ্রন্থ।
৪) "এতটুকু আশা" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ১৯৫৯ খ্রিস্টাব্দ (আষাঢ়, ১৩৬৬ বঙ্গাব্দ)।
৫) "তিমির লগন" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ১৯৫৯ খ্রিস্টাব্দ।
৬) "প্রেমতারা" --- "এম. সি. লাইব্রেরি", কলকাতা --- ১৯৫৯ খ্রিস্টাব্দ।
৭) "পরম পিপাসা" --- "ডি. এম. লাইব্রেরি", কলকাতা --- ১৯৬০ খ্রিস্টাব্দ।
৮) "রূপরাখা" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ১৯৬০ খ্রিস্টাব্দ (মাঘ, ১৩৬৭ বঙ্গাব্দ)।
৯) "তারার আঁধার" --- "কথাকলি প্রকাশন", কলকাতা --- ১৯৬০ খ্রিস্টাব্দ।
১০) "সন্ধ্যার কুয়াশা" --- "মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ", কলকাতা --- ১৯৬২ খ্রিস্টাব্দ।
১১) "লায়লী আশমানের আয়না" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ১৯৬২ খ্রিস্টাব্দ।
১২) "অমৃত সঞ্চয়" --- "ইন্ডিয়ান অ্যাসোসিয়েটড", কলকাতা --- ১৯৬২ খ্রিস্টাব্দ।
১৩) "বায়োস্কোপের বাক্স" --- "মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ", কলকাতা --- ১৯৬৪ খ্রিস্টাব্দ।
১৪) "দিনের পারাবার" --- "ডি. এম. লাইব্রেরি", কলকাতা --- ১৯৬৪ খ্রিস্টাব্দ।
১৫) "অজানা" --- "অমর সাহিত্য প্রকাশন", কলকাতা --- ১৯৬৫ খ্রিস্টাব্দ।
১৬) "আঁধার মানিক" --- "মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ", কলকাতা --- ১৯৬৬ খ্রিস্টাব্দ।
১৭) "তীর্থশেষের সন্ধ্যা" --- "সংযোগ", কলকাতা --- ১৯৬৬ খ্রিস্টাব্দ।
১৮) "বিপন্ন আয়না" --- "ডি. এম. লাইব্রেরি", কলকাতা --- ১৯৬৬ খ্রিস্টাব্দ।
১৯) "দুস্তর" --- "করুণা বুক এজেন্সি", কলকাতা --- ১৯৬৭ খ্রিস্টাব্দ (১৩৭৪ বঙ্গাব্দ)।
২০) "কবি বন্দ্যঘটী গাঞির জীবন ও মৃত্যু" --- "চতুষ্পর্ণা প্রকাশনী", কলকাতা --- ৯ই মে, ১৯৬৭ খ্রিস্টাব্দ (২৫শে বৈশাখ, ১৩৭৪ বঙ্গাব্দ)।
২১) "স্বামীর ঘর" --- "উজ্জ্বল সাহিত্য মন্দির", কলকাতা --- ১৯৬৮ খ্রিস্টাব্দ।
২২) "ধানের শীষে শিশির" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- স্বাধীনতা দিবস, ১৯৭২ খ্রিস্টাব্দ।
২৩) "হাজার চুরাশির মা" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- আগস্ট, ১৯৭৪ খ্রিস্টাব্দ।
- এই উপন্যাসটি "প্রসাদ" পত্রিকায় প্রকাশিত হয়।
২৪) "স্বাহা" --- "বাণীশিল্প প্রকাশনী", কলকাতা --- ১৯৭৭ খ্রিস্টাব্দ (১৩৮৪ বঙ্গাব্দ)।
২৫) "অরণ্যের অধিকার" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ১৯৭৭ খ্রিস্টাব্দ (১লা বৈশাখ, ১৩৮৪)।
- এই উপন্যাসটি "বেতার জগৎ" পত্রিকায় ধারাবাহিকভাবে প্রথম প্রকাশিত হয়।
২৬) "ঘরে ফেরা" --- "শরৎ পাবলিশিং হাউস", কলকাতা --- ১৯৭৯ খ্রিস্টাব্দ।
২৭) ''চোট্টি মুণ্ডা এবং তার তীর" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ১৯৮০ খ্রিস্টাব্দ (বৈশাখ, ১৩৮৭ বঙ্গাব্দ)।
২৮) "শ্রীশ্রীগণে মহিতা" [উপন্যাস-সংকলন গ্রন্থ](একত্রে ২টি উপন্যাস) :-
(ক) "শ্রীশ্রীগণেশ মহিমা" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ১৯৮১ খ্রিস্টাব্দ।
(খ) "সরসতীয়া" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ১৯৮১ খ্রিস্টাব্দ।
২৯) "অক্লান্ত কৌরব" --- "নবপত্র প্রকাশন", কলকাতা --- ১৯৮২ খ্রিস্টাব্দ।
৩০) "পলাতক" --- "নবপত্র প্রকাশন", কলকাতা --- ১৯৮৩ খ্রিস্টাব্দ।
৩১) "বিবেক বিদায় পালা" --- "মণ্ডল বুক হাউস", কলকাতা --- ১৯৮৩ খ্রিস্টাব্দ।
৩২) "সবুজ গাগরাই" --- "সমকাল প্রকাশনী", কলকাতা --- ১৯৮৩ খ্রিস্টাব্দ।
৩৩) "তিতুমীর" --- "সমকাল প্রকাশনী", কলকাতা --- ১৯৮৪ খ্রিস্টাব্দ।
৩৪) "শৃঙ্খলিত" --- "শরৎ পাবলিশিং হাউস", কলকাতা --- ১৯৮৫ খ্রিস্টাব্দ।
৩৫) "আশ্রয়" --- "মণ্ডল বুক হাউস", কলকাতা --- ১৯৮৫ খ্রিস্টাব্দ।
৩৬) "স্বেচ্ছা সৈনিক" --- "নবপত্র প্রকাশন", কলকাতা --- ১৯৮৬ খ্রিস্টাব্দ।
৩৭) "নীলছবি" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ১৯৮৬ খ্রিস্টাব্দ।
৩৮) "বিশ-একুশ" --- "প্রমা প্রকাশনী", কলকাতা --- ১৯৮৬ খ্রিস্টাব্দ।
৩৯) "বৈসূচনের সেনা" --- "প্রমা প্রকাশনী", কলকাতা --- ১৯৮৭ খ্রিস্টাব্দ।
৪০) "বন্দোবস্তী" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ১৯৮৮ খ্রিস্টাব্দ।
৪১) "টেরোড্যাকটিল, পূরণ সহায় ও পিরথা" --- "প্রমা প্রকাশনী", কলকাতা --- ১৯৮৯ খ্রিস্টাব্দ (পত্রিকায় প্রকাশ : ১৯৮৭ খ্রিস্টাব্দ)।
৪২) "সতী" --- "প্রমা প্রকাশনী", কলকাতা --- ১৯৮৯ খ্রিস্টাব্দ।
৪৩) "প্রথম পাঠ" [উপন্যাস-সংকলন গ্রন্থ](একত্রে ২টি উপন্যাস) :-
(ক) "প্রথম পাঠ" --- "অমৃতধারা", কলকাতা --- ১৯৮৯ খ্রিস্টাব্দ।
(খ) "সন্ধ্যার পাঠশালা" --- "অমৃতধারা", কলকাতা --- ১৯৮৯ খ্রিস্টাব্দ।
৪৪) "ক্ষুধা" --- "দে'জ পাবলিশিং", কলকাতা --- ১৯৯২ খ্রিস্টাব্দ।
৪৫) "মার্ডারারের মা" --- "দে'জ পাবলিশিং", কলকাতা --- ১৯৯২ খ্রিস্টাব্দ।
৪৬) "হিরো : একটি ব্লু-প্রিন্ট" --- "দে'জ পাবলিশিং", কলকাতা --- ১৯৯৩ খ্রিস্টাব্দ।
৪৭) "আই.পি.সি ৩৭৫" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ১৯৯৩ খ্রিস্টাব্দ।
৪৮) "সাত নম্বর আত্মহত্যা" --- "বিকাশ গ্রন্থভবন", কলকাতা --- ১৯৯৪ খ্রিস্টাব্দ।
৪৯) "আগুন জ্বলেছিল" --- "দে'জ পাবলিশিং", কলকাতা --- ১৯৯৪ খ্রিস্টাব্দ।
৫০) "ব্যাধখন্ড" --- "দে'জ পাবলিশিং", কলকাতা --- ১৯৯৪ খ্রিস্টাব্দ।
৫১) "কৈবর্তখন্ড" --- "দে'জ পাবলিশিং", কলকাতা --- ১৯৯৪ খ্রিস্টাব্দ।
৫২) "সাংবাদিক" --- "বিকাশ গ্রন্থ ভবন", কলকাতা --- ১৯৯৪ খ্রিস্টাব্দ।
৫৩) "বেনেবউ" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ১৯৯৪ খ্রিস্টাব্দ।
৫৪) "প্রতি চুয়ান্ন মিনিটে" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ১৯৯৪ খ্রিস্টাব্দ।
৫৫) "৬ই ডিসেম্বরের পর" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ১৯৯৪ খ্রিস্টাব্দ।
৫৬) "প্রস্থানপর্ব" --- "দে'জ পাবলিশিং", কলকাতা --- ১৯৯৫ খ্রিস্টাব্দ।
৫৭) "মিলুর জন্য" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ১৯৯৬ খ্রিস্টাব্দ।
৫৮) "ঘোরানো সিঁড়ি" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ১৯৯৭ খ্রিস্টাব্দ।
৫৯) "যে যুদ্ধ থামল না" --- "দে'জ পাবলিশিং", কলকাতা --- ১৯৯৮ খ্রিস্টাব্দ।
৬০) "উনত্রিশ নম্বর ধারার আসামী" --- "দে'জ পাবলিশিং", কলকাতা --- ১৯৯৮ খ্রিস্টাব্দ।
৬১) "জটায়ু" --- "বিকাশ গ্রন্থ ভবন", কলকাতা --- ২০০১ খ্রিস্টাব্দ।
৬২) "অস্থির পঞ্চম" [উপন্যাস-সংকলন গ্রন্থ](একত্রে ৫টি উপন্যাস) :-
(ক) "রাহুকাল" --- "পাল পাবলিশিং হাউস", নিউ দিল্লি --- ২০০১ খ্রিস্টাব্দ।
(খ) "মৃত্যুসংবাদ" --- "পাল পাবলিশিং হাউস", নিউ দিল্লি --- ২০০১ খ্রিস্টাব্দ।
(গ) "বিনীতা মিত্র" --- "পাল পাবলিশিং হাউস", নিউ দিল্লি --- ২০০১ খ্রিস্টাব্দ।
(ঘ) "লক্ষ্মণরেখা" --- "পাল পাবলিশিং হাউস", নিউ দিল্লি --- ২০০১ খ্রিস্টাব্দ।
(ঙ) "অস্তি পঞ্চম" --- "পাল পাবলিশিং হাউস", নিউ দিল্লি --- ২০০১ খ্রিস্টাব্দ।
৬৩) মহাশ্বেতা দেবীর "দশটি উপন্যাস" [উপন্যাস-সংকলন গ্রন্থ](একত্রে ১০টি উপন্যাস) :-
(ক) "গান্ধারী পর্ব" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ২০০২ খ্রিস্টাব্দ।
(খ) "পোস্টমর্টেম" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ২০০২ খ্রিস্টাব্দ।
(গ) "সাংবাদিক" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ২০০২ খ্রিস্টাব্দ।
(ঘ) "ঝাঁঝরি-কড়া-বেড়ি-হাতা" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ২০০২ খ্রিস্টাব্দ।
(ঙ) "মনে মনে" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ২০০২ খ্রিস্টাব্দ।
(চ) "রেজিস্টার্ড নং ১০৩৪" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ২০০২ খ্রিস্টাব্দ।
(ছ) "ওয়ান্টেড" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ২০০২ খ্রিস্টাব্দ।
(জ) "গোহ" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ২০০২ খ্রিস্টাব্দ।
(ঝ) "বেদনবালার আত্মকথা" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ২০০২ খ্রিস্টাব্দ।
(ঞ) "দুস্তর" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ২০০২ খ্রিস্টাব্দ।
৬৪) "স্বপ্ন দেখার অধিকার" [উপন্যাস-সংকলন গ্রন্থ](একত্রে ৫টি উপন্যাস) :-
(ক) "স্বপ্ন দেখার অধিকার" --- "মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ", কলকাতা --- ২০০৪ খ্রিস্টাব্দ।
(খ) "ধান কুড়ানি" --- "মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ", কলকাতা --- ২০০৪ খ্রিস্টাব্দ।
(গ) "সম্পর্ক" --- "মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ", কলকাতা --- ২০০৪ খ্রিস্টাব্দ।
(ঘ) "একটি রাত কহানি" --- "মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ", কলকাতা --- ২০০৪ খ্রিস্টাব্দ।
(ঙ) "এলাটিং বেলাটিং সই লো" --- "মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ", কলকাতা --- ২০০৪ খ্রিস্টাব্দ।
৬৫) "দিয়া ও মেয়ে নামতা" [উপন্যাস-সংকলন গ্রন্থ](একত্রে ২টি উপন্যাস) :-
(ক) "দিয়া" --- "দে'জ পাবলিশিং", কলকাতা --- ২০০৪ খ্রিস্টাব্দ।
(খ) "মেয়ে নামতা" --- "দে'জ পাবলিশিং", কলকাতা --- ২০০৪ খ্রিস্টাব্দ।
৬৬) "তিন কন্যা ও অধবা" [উপন্যাস-সংকলন গ্রন্থ](একত্রে ২টি ছোট উপন্যাস) :-
(ক) "তিন কন্যা" --- "দে'জ পাবলিশিং", কলকাতা --- ২০০৯ খ্রিস্টাব্দ।
(খ) "অধবা" --- "দে'জ পাবলিশিং", কলকাতা --- ২০০৯ খ্রিস্টাব্দ।
৬৭) মহাশ্বেতা দেবীর "পাঁচটি উপন্যাস" [উপন্যাস-সংকলন গ্রন্থ](একত্রে ৫টি উপন্যাস) :-
(ক) "রূপরাখা" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ২০১০ খ্রিস্টাব্দ।
(খ) "নিরুদ্দেশ যাত্রা" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ২০১০ খ্রিস্টাব্দ।
(গ) "মধুরে মধুর" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ২০১০ খ্রিস্টাব্দ।
(ঘ) "দুর্ঘটনা" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ২০১০ খ্রিস্টাব্দ।
(ঙ) "মিলুর জন্য" --- "করুণা প্রকাশনী", কলকাতা --- ২০১০ খ্রিস্টাব্দ।
৬৮) মহাশ্বেতা দেবীর "নানা রসের ৯টি উপন্যাস" [উপন্যাস-সংকলন গ্রন্থ](একত্রে ৯টি উপন্যাস) :-
(ক) "মিলুর জন্য" --- "দীপ প্রকাশন", কলকাতা --- ২০১১ খ্রিস্টাব্দ।
(খ) "প্রস্থানপর্ব" --- "দীপ প্রকাশন", কলকাতা --- ২০১১ খ্রিস্টাব্দ।
(গ) "আই.পি.সি ৩৭৫" --- "দীপ প্রকাশন", কলকাতা --- ২০১১ খ্রিস্টাব্দ।
(ঘ) "প্রতি চুয়ান্ন মিনিটে" --- "দীপ প্রকাশন", কলকাতা --- ২০১১ খ্রিস্টাব্দ।
(ঙ) "পারিবারিক" --- "দীপ প্রকাশন", কলকাতা --- ২০১১ খ্রিস্টাব্দ।
(চ) "মুখ" --- "দীপ প্রকাশন", কলকাতা --- ২০১১ খ্রিস্টাব্দ।
(ছ) "কেয়ারটেকার" --- "দীপ প্রকাশন", কলকাতা --- ২০১১ খ্রিস্টাব্দ।
(জ) "ঘোরানো সিঁড়ি" --- "দীপ প্রকাশন", কলকাতা --- ২০১১ খ্রিস্টাব্দ।
(ঝ) "ন্যাদোশ" --- "দীপ প্রকাশন", কলকাতা --- ২০১১ খ্রিস্টাব্দ।
¤ মহাশ্বেতা দেবীর বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত এবং পৃথক গ্রন্থাকারে অপ্রকাশিত উপন্যাস :-
মহাশ্বেতা দেবীর বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত এবং পৃথক গ্রন্থাকারে অপ্রকাশিত উপন্যাসগুলির তালিকা প্রকাশকাল অনুসারে ক্রমানুযায়ী সাজিয়ে নিম্নে দেওয়া হল ---
® উপন্যাস - পত্রিকার নাম - প্রকাশকাল ®
১) "আকাশছোঁয়া" --- "উল্টোরথ" পত্রিকা --- ৮ম বর্ষ, ৩য় সংখ্যা, জ্যৈষ্ঠ, ১৮৮১ শকাব্দ/১৯৫৯ খ্রিস্টাব্দ।
২) "স্বয়ংবরা" --- "বসুধারা" পত্রিকা --- ৪র্থ বর্ষ, ১ম সংখ্যা, ১৩৬৭ বঙ্গাব্দ/১৯৬০ খ্রিস্টাব্দ।
- এই উপন্যাসটি মহাশ্বেতা দেবীর মানবিক সম্পর্কের বিভিন্ন দিক ও ব্যক্তিমানুষের যন্ত্রণাজনিত উপন্যাস "রূপরাখা" (মাঘ, ১৩৬৭/১৯৬০)-এর আদিরূপ।
৩) "ফানুস" --- শারদীয় "বসুধারা" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৩৬৮ বঙ্গাব্দ/১৯৬১ খ্রিস্টাব্দ।
৪) "সামনে তাকাও" --- "গল্পভারতী" পত্রিকা --- কার্তিক, ১৩৬৮ বঙ্গাব্দ/১৯৬১ খ্রিস্টাব্দ।
৫) "শেষ অঙ্ক : শেষ দৃশ্য" --- "সিনেমা জগৎ" পত্রিকা --- আশ্বিন, ১৮৮৬ শকাব্দ/১৯৬৫ খ্রিস্টাব্দ।
৬) "গোলাপের যুদ্ধ" --- শারদীয় "গল্পভারতী" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৩৭২ বঙ্গাব্দ/১৯৬৫ খ্রিস্টাব্দ।
৭) "বাসস্টপে বর্ষা" --- শারদীয় "দীপান্বিতা" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৩৭৩ বঙ্গাব্দ/১৯৬৬ খ্রিস্টাব্দ।
৮) "ক্ষুর" --- "উল্টোরথ" পত্রিকা --- ১৫তম বর্ষ, ৪র্থ সংখ্যা, আষাঢ়, ১৮৮৮ শকাব্দ/১৯৬৬ খ্রিস্টাব্দ।
৯) "তিনটি জলছবি" --- শারদীয় "সিনেমা জগৎ" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৩তম বর্ষ, ৮ম সংখ্যা, কার্তিক, ১৮৮৮ শকাব্দ/১২৭৩ বঙ্গাব্দ/১৯৬৬ খ্রিস্টাব্দ।
১০) "জনমত" --- "উল্টোরথ" পত্রিকা --- বিশেষ জন্মদিন সংখ্যা, আষাঢ়, ১৮৮৯ শকাব্দ/১৯৬৭ খ্রিস্টাব্দ।
- এই উপন্যাসটি মহাশ্বেতা দেবীর "স্বামীর ঘর" (১৯৬৮) উপন্যাসের আদিরূপ।
১১) "চণ্ডালিকা" --- "উল্টোরথ" পত্রিকা --- নববর্ষ সংখ্যা, ১৭তম বর্ষ, ৪র্থ সংখ্যা, বৈশাখ, ১৮৯০ শকাব্দ/১৯৬৮ খ্রিস্টাব্দ।
১২) "বৈশাখী ঝড়" --- "উল্টোরথ" পত্রিকা --- আষাঢ়, ১৮৯১ শকাব্দ/১৯৬৯ খ্রিস্টাব্দ।
১৩) "মোমবাতি" --- শারদীয় "জলসা" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৩৭৬ বঙ্গাব্দ/১৯৬৯ খ্রিস্টাব্দ।
১৪) "দেবিকার জন্মদিন" --- "উল্টোরথ" পত্রিকা --- জন্মদিন সংখ্যা, ২১ বর্ষ, ৪র্থ সংখ্যা, আষাঢ়, ১৮৯৪ শকাব্দ/১৯৭২ খ্রিস্টাব্দ।
১৫) "জন্ম যদি তব" --- শারদীয় "দক্ষিণীবার্তা" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৩৮৩ বঙ্গাব্দ/১৯৭৬ খ্রিস্টাব্দ।
- এই ইতিহাস-প্রধান উপন্যাসটি বিখ্যাত ভারতীয় বাঙালি কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের জীবন-কাহিনী অবলম্বনে রচিত।
১৬) "মাস্টার সাব" --- শারদীয় "প্রমা" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৩৮৬ বঙ্গাব্দ/১৯৭৯ খ্রিস্টাব্দ।
- পুনর্মুদ্রণ : শ্রীসরোজ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত "অন্যস্বরের উপন্যাস" ("লিটল ম্যাগাজিন"-এর নির্বাচিত উপন্যাস) --- "রত্নাবলী" --- ১৪০৭ বঙ্গাব্দ/২০০১ খ্রিস্টাব্দ।
১৭) "হুলমাহা" --- শারদীয় "যুগান্তর" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৩৮৯ বঙ্গাব্দ/১৯৮২ খ্রিস্টাব্দ।
১৮) "পিতা" --- শারদীয় দৈনিক "বসুমতী" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৩৯২ বঙ্গাব্দ/১৯৮৫ খ্রিস্টাব্দ।
১৯) "বর্ণমালা" --- শারদীয় "সত্যযুগ" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৩৯২ বঙ্গাব্দ/১৯৮৫ খ্রিস্টাব্দ।
- এই উপন্যাসটি মহাশ্বেতা দেবীর "সত্য-অসত্য" (অজ্ঞাত) উপন্যাসের আদিরূপ।
২০) "জঙ্গল" --- "ঋতুপত্র গাঙ্গেয়" পত্রিকা (লিটল ম্যাগাজিন) --- ১৩৯৩ বঙ্গাব্দ/১৯৮৬ খ্রিস্টাব্দ।
২১) "কুড়ানি" --- "কলকাতা শারদীয়" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৩৯৬ বঙ্গাব্দ/১৯৮৯ খ্রিস্টাব্দ।
২২) "পোস্টমর্টেম" --- শারদীয় "নবকল্লোল" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৩৯৬ বঙ্গাব্দ/১৯৮৯ খ্রিস্টাব্দ।
২৩) "জনক" --- শারদীয় "প্রসাদ" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৩৯৬ বঙ্গাব্দ/১৯৮৯ খ্রিস্টাব্দ।
২৪) "মহাকাল" --- শারদীয় দৈনিক "বসুমতী" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৩৯৭ বঙ্গাব্দ/১৯৯০ খ্রিস্টাব্দ।
২৫) "সময়, এই সময়" --- শারদীয় "ওভারল্যান্ড" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৩৯৭ বঙ্গাব্দ/১৯৯০ খ্রিস্টাব্দ।
২৬) "গান্ধারী পর্ব" --- শারদীয় "প্রসাদ" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৩৯৮ বঙ্গাব্দ/১৯৯১ খ্রিস্টাব্দ।
- এই উপন্যাসটি পরবর্তীতে মহাশ্বেতা দেবীর "দশটি উপন্যাস" (২০০২) নামক উপন্যাস-সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে।
২৭) "সংবাদ" --- শারদীয় "নবকল্লোল" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৩৯৯ বঙ্গাব্দ/১৯৯২ খ্রিস্টাব্দ।
- এই উপন্যাসটি পরবর্তীতে মহাশ্বেতা দেবীর "দশটি উপন্যাস" (২০০২) নামক উপন্যাস-সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে।
২৮) "রাহুকাল" --- "ওভারল্যান্ড" পত্রিকা --- উৎসব সংখ্যা, ১৩৯৯ বঙ্গাব্দ/১৯৯২ খ্রিস্টাব্দ।
- এই উপন্যাসটি পরবর্তীতে মহাশ্বেতা দেবীর "অস্থির পঞ্চম" (২০০১) নামক উপন্যাস-সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে।
২৯) "মৃত্যুসংবাদ" --- শারদীয় "নবকল্লোল" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৪০১ বঙ্গাব্দ/১৯৯৪ খ্রিস্টাব্দ।
- এই উপন্যাসটি পরবর্তীতে মহাশ্বেতা দেবীর "অস্থির পঞ্চম" (২০০১) নামক উপন্যাস-সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে।
৩০) "লক্ষ্মণরেখা" --- শারদীয় "সংবাদ প্রতিদিন" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৪০২ বঙ্গাব্দ/১৯৯৫ খ্রিস্টাব্দ।
- এই উপন্যাসটি পরবর্তীতে মহাশ্বেতা দেবীর "অস্থির পঞ্চম" (২০০১) নামক উপন্যাস-সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে।
৩১) "স্রু" --- শারদীয় "প্রতিক্ষণ" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৪০২ বঙ্গাব্দ/১৯৯৫ খ্রিস্টাব্দ।
৩২) "বিনীতা মিত্র" --- শারদীয় "নবকল্লোল" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৪০২ বঙ্গাব্দ/১৯৯৫ খ্রিস্টাব্দ।
- এই উপন্যাসটি পরবর্তীতে মহাশ্বেতা দেবীর "অস্থির পঞ্চম" (২০০১) নামক উপন্যাস-সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে।
৩৩) "অস্তি পঞ্চম" --- শারদীয় "প্রসাদ" পত্রিকা --- শারদ বা পূজা সংখ্যা, ১৪০২ বঙ্গাব্দ/১৯৯৫ খ্রিস্টাব্দ।
- এই উপন্যাসটি পরবর্তীতে মহাশ্বেতা দেবীর "অস্থির পঞ্চম" (২০০১) নামক উপন্যাস-সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে।
৩৪) "হাইরাইজ" --- শারদীয় "মনোরমা" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৪০৩ বঙ্গাব্দ/১৯৯৬ খ্রিস্টাব্দ।
৩৫) "রেজিস্টার্ড নং ১০৩৪" --- শারদীয় "নবকল্লোল" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৪০৩ বঙ্গাব্দ/১৯৯৬ খ্রিস্টাব্দ।
- এই উপন্যাসটি পরবর্তীতে মহাশ্বেতা দেবীর "দশটি উপন্যাস" (২০০২) নামক উপন্যাস-সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে।
৩৬) "রাত কহানি (প্রথম পর্ব)" --- শারদীয় "প্রতিক্ষণ" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৪০৪ বঙ্গাব্দ/১৯৯৭ খ্রিস্টাব্দ।
৩৭) "বেদনাবালার আত্মকথা" --- শারদীয় "বর্তমান" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৪০৪ বঙ্গাব্দ/১৯৯৭ খ্রিস্টাব্দ।
- এই উপন্যাসটি পরবর্তীতে মহাশ্বেতা দেবীর "দশটি উপন্যাস" (২০০২) নামক উপন্যাস-সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে।
৩৮) "ধানকুড়ানি" --- শারদীয় "প্রসাদ" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৪০৫ বঙ্গাব্দ/১৯৯৮ খ্রিস্টাব্দ।
- এই উপন্যাসটি পরবর্তীতে মহাশ্বেতা দেবীর "স্বপ্ন দেখার অধিকার" (২০০৪) নামক উপন্যাস-সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে।
৩৯) "মনে মনে" --- শারদীয় "প্রসাদ" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৪০৬ বঙ্গাব্দ/১৯৯৯ খ্রিস্টাব্দ।
- এই উপন্যাসটি পরবর্তীতে মহাশ্বেতা দেবীর "দশটি উপন্যাস" (২০০২) নামক উপন্যাস-সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে।
৪০) "একটি রাত কহানি" --- শারদীয় "আজকাল" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৪০৭ বঙ্গাব্দ/২০০০ খ্রিস্টাব্দ।
- এই উপন্যাসটি পরবর্তীতে মহাশ্বেতা দেবীর "স্বপ্ন দেখার অধিকার" (২০০৪) নামক উপন্যাস-সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে।
৪১) "ঝাঁঝরি-কড়া-বেড়ি-হাতা" --- শারদীয় "সংবাদ প্রতিদিন" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৪০৭ বঙ্গাব্দ/২০০০ খ্রিস্টাব্দ।
- এই উপন্যাসটি পরবর্তীতে মহাশ্বেতা দেবীর "দশটি উপন্যাস" (২০০২) নামক উপন্যাস-সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে।
৪২) "সম্পর্ক" --- শারদীয় "প্রসাদ" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৪০৭ বঙ্গাব্দ/২০০০ খ্রিস্টাব্দ।
- এই উপন্যাসটি পরবর্তীতে মহাশ্বেতা দেবীর "স্বপ্ন দেখার অধিকার" (২০০৪) নামক উপন্যাস-সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে।
৪৩) "ওয়ান্টেড" --- শারদীয় "প্রসাদ" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৪০৮ বঙ্গাব্দ/২০০১ খ্রিস্টাব্দ।
- এই উপন্যাসটি পরবর্তীতে মহাশ্বেতা দেবীর "দশটি উপন্যাস" (২০০২) নামক উপন্যাস-সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে।
৪৪) "গোহ" --- শারদীয় "আজকাল" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৪০৮ বঙ্গাব্দ/২০০১ খ্রিস্টাব্দ।
- এই উপন্যাসটি পরবর্তীতে মহাশ্বেতা দেবীর "দশটি উপন্যাস" (২০০২) নামক উপন্যাস-সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে।
৪৫) "পোস্টমর্টেম" --- শারদীয় "প্রসাদ" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৪০৮ বঙ্গাব্দ/২০০১ খ্রিস্টাব্দ।
- এই উপন্যাসটি পরবর্তীতে মহাশ্বেতা দেবীর "দশটি উপন্যাস" (২০০২) নামক উপন্যাস-সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে।
৪৬) "স্বপ্ন দেখার অধিকার" --- শারদীয় "সংবাদ প্রতিদিন" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৪০৯ বঙ্গাব্দ/২০০২ খ্রিস্টাব্দ।
- এই উপন্যাসটি পরবর্তীতে মহাশ্বেতা দেবীর "স্বপ্ন দেখার অধিকার" (২০০৪) নামক উপন্যাস-সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে।
৪৭) "এলাটিং বেলাটিং সই লো" --- শারদীয় "প্রসাদ" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৪০৯ বঙ্গাব্দ/২০০২ খ্রিস্টাব্দ।
- এই উপন্যাসটি পরবর্তীতে মহাশ্বেতা দেবীর "স্বপ্ন দেখার অধিকার" (২০০৪) নামক উপন্যাস-সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে।
৪৮) "দিয়া" --- শারদীয় "প্রসাদ" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৪১০ বঙ্গাব্দ/২০০৩ খ্রিস্টাব্দ।
- এই উপন্যাসটি পরবর্তীতে মহাশ্বেতা দেবীর "দিয়া ও মেয়ে নামতা" (২০০৪) নামক উপন্যাস-সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে।
৪৯) "মেয়ে নামতা" --- শারদীয় "সংবাদ প্রতিদিন" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৪১০ বঙ্গাব্দ/২০০৩ খ্রিস্টাব্দ।
- এই উপন্যাসটি পরবর্তীতে মহাশ্বেতা দেবীর "দিয়া ও মেয়ে নামতা" (২০০৪) নামক উপন্যাস-সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে।
৫০) "নৃসিংহ দুরবতার" --- "চতুষ্পর্ণা" পত্রিকা --- ষাটের দশকের প্রথমদিকে প্রকাশিত (সঠিক প্রকাশকাল অজ্ঞাত)।
- আলোচক : সৌম্য মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
Thank you স্যার 🙏🙏🙏🙏
ReplyDeleteWelcome Apnake.
DeletePost a Comment