NEW :
Loading contents...

*গিরিশচন্দ্র কর্তৃক নাট্যরূপ ও অভিনীত নাটক*

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

নাট্যগুরু গিরিশচন্দ্র ঘোষ তাঁর প্রথম জীবনে কয়েকজন কবি ও সাহিত্যিকের বেশ কিছু গল্প, উপন্যাস ও কাব্যগ্রন্থের নাট্যরূপ দিয়েছেন। সেগুলির সম্পূর্ণ তালিকা থিয়েটার বা রঙ্গমঞ্চে অভিনীত সাল অনুসারে ক্রমানুযায়ী সাজিয়ে নিম্নে দেওয়া হল ---

®নাট্যরূপ - ®প্রথম অভিনয় সাল® - মঞ্চ®

১) "কপালকুণ্ডলা" - ১০ই মে, ১৮৭৩ - ন্যাশনাল থিয়েটার।

  • ৪ই এপ্রিল, ১৮৭৪ - শোভাবাজার রাজবাড়ি।
  • ৩১শে মে, ১৯০১ - গ্রেট ন্যাশনাল থিয়েটার।

২) "মৃণালিনী" - ২১শে ফেব্রুয়ারি, ১৮৭৪ - গ্রেট ন্যাশনাল থিয়েটার।

  • ২৬শে জুলাই, ১৯০১ - ক্লাসিক থিয়েটার।

৩) "মেঘনাদবধ কাব্য" - ১লা নভেম্বর, ১৮৭৭ - ন্যাশনাল থিয়েটার।

৪) "যমালয়ে জীবন্ত মানুষ" - নভেম্বর, ১৮৭৭ - ন্যাশনাল থিয়েটার।

৫) "পলাশীর যুদ্ধ" - ৫ই জানুয়ারি, ১৮৭৮ - ন্যাশনাল থিয়েটার।

৬) "বিষবৃক্ষ" - ৯ই মার্চ, ১৮৭৮ - ন্যাশনাল থিয়েটার।

  • এই নাটকে গিরিশচন্দ্র ঘোষ স্বয়ং 'নগেন্দ্রনাথ' চরিত্রের ভূমিকায় অভিনয় করেছিলেন।

৭) "দুর্গেশনন্দিনী" - ২২শে জুন, ১৮৭৮ - ন্যাশনাল থিয়েটার।

  • এই নাটকে গিরিশচন্দ্র ঘোষ স্বয়ং 'জগৎসিংহ' চরিত্রের ভূমিকায় অভিনয় করেছিলেন।

৮) "মাধবীকঙ্কণ" - ২৬শে মার্চ, ১৮৮১ - ন্যাশনাল থিয়েটার।

৯) "ভ্রমর" - ১৬ই সেপ্টেম্বর, ১৮৯৯ - ক্লাসিক থিয়েটার।

১০) "সীতারাম" - ২৩শে জুন, ১৯০০ - মিনার্ভা থিয়েটার।

১১) "চন্দ্রশেখর" - ১৫ই মে, ১৯১০ - মিনার্ভা থিয়েটার।

[গিরিশচন্দ্র ঘোষ বিভিন্ন কাব্যগ্রন্থ বা উপন্যাসের যে নাট্যরূপ দিয়েছিলেন, তার সবগুলি গ্রন্থাকারে মুদ্রিত বা প্রকাশিত হয়েছিল কিনা জানবার উপায় নেই। তবে কবি মাইকেল মধুসূদন দত্তের "মেঘনাদবধ কাব্য" (১৮৬১) নামক কাব্যগ্রন্থ এবং সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের "দুর্গেশনন্দিনী" (মার্চ, ১৮৬৫) ও "সীতারাম" (মার্চ, ১৮৮৭) উপন্যাসের গ্রন্থাকারে মুদ্রিত বা প্রকাশিত নাট্যরূপ পাওয়া যায়।]

★গিরিশচন্দ্র ঘোষ তাঁর রচিত কয়েকটি নাটক, নাট্যরূপ দেওয়া কয়েকটি নাটক ও অন্যান্য লেখক কর্তৃক রচিত বিভিন্ন জনের দেওয়া নাট্যরূপে বা নাটকে যে যে চরিত্রে অভিনয় করেছেন, তার সম্পূর্ণ তালিকা থিয়েটার বা রঙ্গমঞ্চে অভিনীত সাল অনুসারে ক্রমানুযায়ী সাজিয়ে নিম্নে দেওয়া হল ---

*অভিনয় সাল-নাটক-ভূমিকায় অভিনয়-মঞ্চ*

১) অক্টোবর, ১৮৬৯ - "সধবার একাদশী" - 'নিমচাঁদ' - বাগবাজার এ্যামেচার থিয়েটার।

  • এটি গিরিশচন্দ্র ঘোষ  অভিনীত প্রথম নাটক (স্বরচিত নয়)। নাট্যকার দীনবন্ধু রচিত এই প্রহসনে 'নিমচাঁদ' চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বাংলা নাট্যজাগতে বেশ সুনাম বা খ্যাতি অর্জন করেছিলেন।

২) ২২শে ফেব্রুয়ারি, ১৮৭৩ - "কৃষ্ণকুমারী" - 'ভীমসিংহ' - ন্যাশনাল থিয়েটার (সান্যাল-বাড়ি)।

৩) ২৯শে মার্চ, ১৮৭৩ - "নীলদর্পণ" - 'উড্' - টাউন হল। 

৪) ২১শে ফেব্রুয়ারি, ১৮৭৪ - "মৃণালিনী" - 'পশুপতি' - গ্রেট ন্যাশনাল থিয়েটার (শোভাবাজার রাজবাড়ি)।

৫) ৩রা অক্টোবর, ১৮৭৭ - "অকালবোধন" - 'রাম' - ন্যাশনাল থিয়েটার।

  • এটি গিরিশচন্দ্র ঘোষ  অভিনীত প্রথম স্বরচিত নাটক। এই নাটকে তিনি স্বয়ং 'রাম' চরিত্রে অভিনয় করেছিলেন।

৬) ১লা ডিসেম্বর, ১৮৭৭ - "মেঘনাদবধ কাব্য" - 'রাম' ও 'মেঘনাদ' - ন্যাশনাল থিয়েটার। 

৭) ৫ই জানুয়ারি, ১৮৭৮ - "পলাশীর যুদ্ধ" - 'ক্লাইভ' - ন্যাশনাল থিয়েটার। 

৮) ৯ই মার্চ, ১৮৭৮ - "বিষবৃক্ষ" - 'নগেন্দ্রনাথ' - ন্যাশনাল থিয়েটার। 

৯) ২২শে জুন, ১৮৭৮ - "দুর্গেশনন্দিনী" - 'জগৎ সিংহ' - ন্যাশনাল থিয়েটার। 

১০) ১লা জানুয়ারি, ১৮৮১ - "হামির" - 'হামির' - ন্যাশনাল থিয়েটার। 

  • "মহিলাকাব্য" (১৮৮০)-এর কবি সুরেন্দ্রনাথ মজুমদার রচিত এই নাটকে গিরিশচন্দ্র ঘোষ মোট ৪টি গান ব্যবহার করেছেন।

১১) ২৬শে মার্চ, ১৮৮১ - "মাধবীকঙ্কণ" - সাতটি চরিত্রে - ন্যাশনাল থিয়েটার। 

১২) ৯ই এপ্রিল, ১৮৮১ - "আলাদিন" বা "আশ্চর্য্য প্রদীপ" - 'কুহকী' - ন্যাশনাল থিয়েটার।

১৩) ২১শে মে, ১৮৮১ - "আনন্দ রহো" - 'বেতাল' - ন্যাশনাল থিয়েটার।

১৪) ৩০শে জুলাই, ১৮৮১ - "রাবণবধ" - 'রাম' - ন্যাশনাল থিয়েটার। 

১৫) ১৭ই সেপ্টেম্বর, ১৮৮১ - "সীতার বনবাস" - 'রাম' - ন্যাশনাল থিয়েটার। 

১৬) ২৬শে নভেম্বর, ১৮৮১ - "অভিমন্যুবধ" - 'যুধিষ্ঠির' ও 'দুর্যোধন' - ন্যাশনাল থিয়েটার। 

১৭) ৩১শে ডিসেম্বর, ১৮৮১ - "লক্ষ্মণ-বর্জন" - 'রাম' - ন্যাশনাল থিয়েটার। 

১৮) ১১ই মার্চ, ১৮৮২ - "সীতার বিবাহ" - 'বিশ্বামিত্র' - ন্যাশনাল থিয়েটার।

১৯) ১১ই মে, ১৮৮২ - "লীলাবতী" - 'ললিত' - ন্যাশনাল থিয়েটার (সান্যাল-বাড়ি)।

২০) ৭ই অক্টোবর, ১৮৮২ - "ভোটমঙ্গল" - 'নাচওয়ালা' - ন্যাশনাল থিয়েটার।

২১) ১৩ই জানুয়ারি, ১৮৮৩ - "পাণ্ডবের অজ্ঞাতবাস" - 'কীচক' ও 'দুর্যোধন' - ন্যাশনাল থিয়েটার। 

২২) ২১শে জুলাই, ১৮৮৩ - "দক্ষযজ্ঞ" - 'দক্ষ' - স্টার থিয়েটার। 

২৩) ২৮শে জানুয়ারি, ১৮৯৩ - "ম্যাকবেথ" (অনুবাদ নাটক) - 'ম্যাকবেথ' - মিনার্ভা থিয়েটার।

২৪) ২৩শে ডিসেম্বর, ১৮৯৩ - "জনা" - 'বিদূষক' - মিনার্ভা থিয়েটার।

২৫) ১৩ই জুলাই, ১৮৯৫ - "প্রফুল্ল" - 'যোগেশ' - মিনার্ভা থিয়েটার।

২৬) ২৬শে সেপ্টেম্বর, ১৮৯৬ - "কালাপাহাড়" - 'চিন্তামণি' - স্টার থিয়েটার।

২৭) ১৮ই ডিসেম্বর, ১৮৯৭ - "মায়াবসান" - 'কালীকিঙ্কর' - স্টার থিয়েটার।

২৮) ১৬ই সেপ্টেম্বর, ১৮৯৯ - "ভ্রমর" - 'কৃষ্ণকান্ত' - মিনার্ভা থিয়েটার।

২৯) ১৭ই ফেব্রুয়ারি, ১৯০০ - "পাণ্ডব-গৌরব" - 'কঞ্চুকী' - ক্লাসিক থিয়েটার।

৩০) ২৩শে জুন, ১৯০০ - "সীতারাম" - 'সীতারাম' - মিনার্ভা থিয়েটার।

৩১) ৩০শে এপ্রিল, ১৯০১ - "কপালকুণ্ডলা" - পাঁচটি চরিত্রে - ক্লাসিক থিয়েটার।

৩২) ১৯শে জুলাই, ১৯০২ - "ভ্রান্তি" - 'রঙ্গলাল' - ক্লাসিক থিয়েটার।

৩৩) ২৫শে ডিসেম্বর, ১৯০২ - "আয়না" - 'সৃষ্টিধর' - ক্লাসিক থিয়েটার।

৩৪) ১৮ই ফেব্রুয়ারি, ১৯০৩ - "বিল্বমঙ্গল ঠাকুর" - 'সাধক' - ক্লাসিক থিয়েটার।

৩৫) ৪ই মার্চ, ১৯০৫ - "হরগৌরী" - 'হর' - মিনার্ভা থিয়েটার।

৩৬) ৮ই এপ্রিল, ১৯০৫ - "বলিদান" - 'করুণাময়' - মিনার্ভা থিয়েটার।

৩৭) ৯ই সেপ্টেম্বর, ১৯০৫ - "সিরাজদৌল্লা" - 'করিমচাচা' - মিনার্ভা থিয়েটার।

৩৮) ১১ই ফেব্রুয়ারি, ১৯০৬ - "দুর্গেশনন্দিনী" - 'বীরেন্দ্র সিংহ' - মিনার্ভা থিয়েটার।

৩৯) ১৬ই জুন, ১৯০৬ - "মীরকাসিম" - 'মীরজাফর' - মিনার্ভা থিয়েটার।

৪০) ১৩ই সেপ্টেম্বর, ১৯০৭ - "ছত্রপতি শিবাজী" - 'আওরঙ্গজেব' - কোহিনুর থিয়েটার।

৪১) ১৫ই জানুয়ারি, ১৯১০ - "শঙ্করাচার্য্য" - 'শিউলি' - মিনার্ভা থিয়েটার।

  • এটি গিরিশচন্দ্র ঘোষ  অভিনীত শেষ স্বরচিত নাটক। তিনি এই নাটকে তিনি 'শিউলি' চরিত্রে অভিনয় করেছিলেন।

৪২) ১৫ই মে, ১৯১০ - "চন্দ্রশেখর" - 'চন্দ্রশেখর' (তিনটি ভূমিকা) - মিনার্ভা থিয়েটার।

৪৩) ১৭ই জুন, ১৯১১ - "রকমফের" - 'জালি' - মিনার্ভা থিয়েটার।

  • এটি গিরিশচন্দ্র ঘোষ অভিনীত শেষ নাটক (স্বরচিত নয়)। এই নাটকে তিনি 'জালি' চরিত্রে অভিনয় করেছিলেন।

  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

3 Comments

  1. খুব ভালো তথ্য । Thank you স্যার 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post