বিগত সালগুলো থেকে ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
১) মোবাইল ফোন কে আবিষ্কার করেন?
ক) জোসেফ উইলসন
খ) এডউইন ল্যান্ড
গ) মার্টিন কুপার
ঘ) জন লয়েড রাইট
২) নতুন দিল্লি শহরের স্থাপত্যকার কে ছিলেন?
ক) লে করবাসীয়ার
খ) স্যার এডউইন লুটিয়েন্স
গ) এন্ড্রু অ্যান্ড্র পল
ঘ) জর্জ বেকার
৩) "ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক" (Valley of Flowers National Park) কোন্ রাজ্যে অবস্থিত?
ক) উত্তরাখণ্ড
খ) হিমাচল প্রদেশ
গ) জম্মু ও কাশ্মীর
ঘ) অসম
৪) এখনও পর্যন্ত কতজন মহাকাশচারী চাঁদে হেঁটেছেন?
ক) ৬ জন
খ) ৮ জন
গ) ১০ জন
ঘ) ১২ জন
৫) বর্তমানে ফিফার প্রেসিডেন্ট কে?
ক) সেপ ব্ল্যাটার
খ) গিয়ান্নি ইনফান্তিনো
গ) ইয়াস হায়াতু
ঘ) দুঙ্গা
৬) নিম্নলিখিত কোন্ দেশকে "ল্যান্ড লক দেশ" বলা হয়?
ক) শ্রীলঙ্কা
খ) পাকিস্তান
গ) কাজাকিস্তান
ঘ) মায়ানমার
৭) কোন্ ভারতীয় সম্রাট নৌবাহিনীর সাহায্যে পূর্ব এশিয়াকে জয় করেছিলেন?
ক) আকবর
খ) কৃষ্ণ দেবা রায়া
গ) শিবাজি
ঘ) রাজেন্দ্র চোল
৮) ২০২০ সালে অস্ট্রেলিয়ান ওপেন লন টেনিস প্রতিযোগিতায় পুরুষ একক সিঙ্গেল খেতাব কে জিতেছেন?
ক) নোভাক জকোভিচ (সার্বিয়া)
খ) রাফায়েল নাদাল (স্পেন)
গ) অ্যান্ডি ব্যারন মারে (ব্রিটিশ)
ঘ) রোজার ফেডেরার (সুইজারল্যান্ড)
৯) I.S.R.O-এর প্রথম চেয়ারম্যান কে ছিলেন?
ক) কাস্তুরি রঙ্গন
খ) হোমি কে ভাবা
গ) বিক্রম সারাভাই
ঘ) চন্দ্রশেখর ভেঙ্কট রমন (সি.ভি রমন)
১০) পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদকে প্রদক্ষিণের জন্য প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি?
ক) Luna 2
খ) Luna 10
গ) Apollo 10
ঘ) Apollo 11
১১) ডায়নামোতে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?
ক) যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে
খ) তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে
গ) তড়িৎ শক্তি আলোক শক্তিতে
ঘ) এগুলির কোনটিই নয়
১২) "মাই লাইফ" (My Life) --- এই আত্মজীবনীমূলক গ্রন্থটি কে রচনা করেন?
ক) নেলসন ম্যান্ডেলা
খ) বিল ক্লিনটন
গ) মার্গারেট থ্যাচার
ঘ) বিল গেটস
১৩) দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব কোন্ যন্ত্রের দ্বারা পরিমাপ করা হয়?
ক) স্পেকট্রোস্কোপ
খ) স্পেকট্রোমিটার
গ) সেক্সট্যান্ট
ঘ) স্ফেরোমিটার
১৪) "উত্তর রামচরিত" গ্রন্থটি কার লেখা?
ক) সন্ধ্যাকর নন্দী
খ) তুলসীদাস
গ) হর্ষ
ঘ) ভবভূতি
১৫) ২০২০ সালে (মে-জুন) ফ্রেঞ্চ ওপেন লন টেনিস প্রতিযোগিতায় পুরুষ একক সিঙ্গেল খেতাব কে জিতেছেন?
ক) নোভাম জকোভিচ (সার্বিয়া)
খ) রাফায়েল নাদাল (স্পেন)
গ) অ্যান্ড্রু ব্যারন মারে (ব্রিটিশ)
ঘ) রোজার ফেডেরার (সুইজারল্যান্ড)
১৬) রাজ্যপালকে নিজ রাজ্যের শাসন বিভাগের সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে সংবিধানের কোন্ ধারায়?
ক) ১৫২ ধারায়
খ) ১৫৩ ধারায়
গ) ১৫৪ ধারায়
ঘ) ১৫৬ ধারায়
১৭) লোহিত সাগর এবং ভূমধ্যসাগরের মধ্যে সংযোগ রক্ষা করেছে কোন্ প্রণালী?
ক) সুয়েজ খাল
খ) পানামা খাল
গ) পক প্রণালী
ঘ) বেবিং প্রণালী
১৮) কোন্ দেশ "ইউরোপের ককপিট" নামে পরিচিত?
ক) নিউজিল্যান্ড
খ) তুরস্ক
গ) স্পেন
ঘ) বেলজিয়াম
১৯) নীচের নদীগুলির মধ্যে আরব সাগরে পতিত হয়নি কোনটি?
ক) নর্মদা
খ) তাপ্তি
গ) মহানদী
ঘ) সারাবতী
২০) কোন্ অভিনেতা সবচেয়ে বেশি বার "অস্কার" (OSCAR) পুরস্কার জিতেছেন?
ক) স্টিভেন স্পিলবার্গ
খ) রিডলি স্কট
গ) জোসেফ এম. নিউম্যান
ঘ) ওয়াল্ট ডিজনি
২১) মহাভারতের যুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল?
ক) ১৭ দিন
খ) ১৮ দিন
গ) ১৯ দিন
ঘ) ২১ দিন
২২) বিক্রমশীলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন?
ক) গোপাল
খ) হর্ষবর্ধন
গ) ধর্মপাল
ঘ) সমুদ্রগুপ্ত
২৩) "ঘুমর" (Ghoomar) কোন্ রাজ্যের বিখ্যাত নৃত্য?
ক) পঞ্জাব
খ) জম্মু ও কাশ্মীর
গ) রাজস্থান
ঘ) হিমাচল প্রদেশ
২৪) সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল?
ক) হরপ্পা
খ) শুকোর্টাডা
গ) ধোলাভিরা
ঘ) লোথাল
২৫) নীচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তন নয়?
ক) ডিম রান্না করা
খ) বরফ গলা
গ) কেক তৈরি করা
ঘ) আপেল পচে যাওয়া
২৬) U.N.E.S.C.O-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) জেনেভা
খ) নিউইয়র্ক
গ) হেগ
ঘ) প্যারিস
২৭) লাট্টুর গতি কিসের উদাহরণ?
ক) কেন্দ্রমুখী বল
খ) অপকেন্দ্র বল
গ) অভিকর্ষীয় বল
ঘ) ঘর্ষণজনিত বল
২৮) ভারতীয় সংবিধানের ২৪তম ধারায় কোন কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স হয় ---
ক) ১২ বছরের কম
খ) ১৪ বছরের কম
গ) ১৬ বছরের কম
ঘ) ১৮ বছরের কম
২৯) U-19 ক্রিকেট বিশ্বকাপ ২০২০ সালে ভারতীয় দলের হেড কোচ কে ছিলেন?
ক) রাহুল দ্রাবিড়
খ) সৌরভ গাঙ্গুলী
গ) রবি শাস্ত্রী
ঘ) অনিল কুম্বলে
৩০) কোন্ দেশ আমেরিকাকে "স্ট্যাচু অফ লিবার্টি" (Statue of Liberty : ২৮শে অক্টোবর, ১৮৮৬) উপহার দিয়েছিল?
ক) জার্মানি
খ) ব্রিটেন
গ) ফ্রান্স
ঘ) মেক্সিকো
৩১) নীচের কোন্ বৈপ্লবিক সংগ্রামী আত্মঘাতী হয়েছিলেন?
ক) ক্ষুদিরাম বসু
খ) রাসবিহারী বসু
গ) ভগত সিং
ঘ) চন্দ্রশেখর আজাদ
৩২) দেশলাই কাঠিতে নিম্নোক্ত কোনটি থাকে?
ক) সালফার (S)
খ) ফসফরাস (Ph)
গ) ম্যাগনেসিয়াম (Mg)
ঘ) পটাসিয়াম (K)
৩৩) প্রথম ভারতীয় 'Communication Satellite' (কমিউনিকেশন স্যাটেলাইট) হল ---
ক) আর্যভট্ট
খ) ভাস্কর - 1
গ) Apple (অ্যাপল)
ঘ) চন্দ্রায়ণ - 1
৩৪) নীচের বিষম শব্দটিকে খুঁজে বের করুন।
ক) জলবসন্ত
খ) রুবেলা
গ) ফ্লু
ঘ) মেনিনজাইটিস
৩৫) U.F.O-এর সম্পূর্ণ রূপ কী?
ক) Under Fire Object
খ) Unidentified Flying Object
গ) Unapproved Foreign Object
ঘ) Unidentified Free Object
৩৬) দ্রবণ তৈরি করার জন্য যখন দুটি তরলকে একে অপরের সঙ্গে মেশানো যায় না তখন তাদেরকে কি বলা হয়?
ক) অদ্রব্য
খ) দ্রাব
গ) দ্রাবক
ঘ) মিশ্রিত
৩৭) ভারতের স্বাধীনতার সময় ভারতের মধ্যে কতগুলি রাজা শাসিত রাজ্য ছিল?
ক) ৩৪৭টি
খ) ৪১৮টি
গ) ৪৯০টি
ঘ) ৫৬৫টি
৩৮) "দিন-ই-ইলাহি" কোন্ মোঘল সম্রাট প্রবর্তন করেছিলেন?
ক) বাবর
খ) দ্বিতীয় বাহাদুর শাহ
গ) আকবর
ঘ) হুমায়ূন
৩৯) Liquefied Petroleum Gas (L.P.G) সিলিন্ডার লিক হলে নিম্নোক্ত কোনটির উপস্থিতির কারণে আমরা একরকম গন্ধ পাই?
ক) নাইট্রোজেন পার-অক্সাইড
খ) সালফার যৌগ
গ) কার্বন মনোক্সাইড
ঘ) কার্বন ডাই-অক্সাইড
৪০) নীচের কোন্ প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম ভারতীয় মুদ্রা নোটে পাওয়া যায়?
ক) অটল বিহারী বাজপায়ী
খ) ইন্দিরা গান্ধী
গ) নারসিমহা রাও
ঘ) ড. মনমোহন সিং (১৯৮২-১৯৮৫)
৪১) গ্রানাইট পাথর কিসের উদাহরণ?
ক) আগ্নেয় শিলা
খ) রূপান্তরিত শিলা
গ) পাললিক শিলা
ঘ) কৃত্রিম পাথর
৪২) সাধারণ চোখে পরিস্কার দেখার জন্য সর্বনিম্ন দূরত্ব হল ---
ক) ১৫ সেন্টিমিটার
খ) ২০ সেন্টিমিটার
গ) ২৫ সেন্টিমিটার
ঘ) ৩০ সেন্টিমিটার
৪৩) U.N.O-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক) ওয়াশিংটন
খ) নিউইয়র্ক
গ) জেনেভা
ঘ) প্যারিস
৪৪) ২০২২ সালে "কমনওয়েলথ গেমস" কোথায় অনুষ্ঠিত হবে?
ক) নতুন দিল্লি, ভারত
খ) গোল্ডকোস্ট, অস্ট্রেলিয়া
গ) গ্লাসগো, যুক্তরাজ্য
ঘ) বার্মিংহোম, ইংল্যান্ড
৪৫) যদি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয় পদ খালি থাকে তবে কে ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
ক) লোকসভার স্পিকার
খ) ভারতের প্রধানমন্ত্রী
গ) ভারতের মুখ্য বিচারপতি
ঘ) কেন্দ্রীয় মন্ত্রীপরিষদ
৪৬) কাগজের আবিষ্কার কোন্ দেশে হয়েছিল?
ক) চীন
খ) ভারত
গ) জাম্বিয়া
ঘ) জার্মানি
৪৭) আমেরিকান দু'জন বিশিষ্ট ব্যক্তি জিমি ডোনাল জিম্বো ওয়েলস (জিমি ওয়েলস) এবং ল্যরেন্স মার্ক স্যাঙ্গার (ল্যারি স্যাঙ্গার) নিম্নলিখিত কোনটির সাথে জড়িত?
ক) গুগল
খ) ইউটিউব
গ) জিমেইল
ঘ) উইকিপিডিয়া
৪৮) হরপ্পা সভ্যতার অধিবাসীরা নিম্নোক্ত কোন্ দেবতার পূজা করতেন না?
ক) শিব (Shiva)
ক) বিষ্ণু (Vishnu)
গ) পায়রা (Pigeon)
ঘ) স্বস্তিক (Swastik)
৪৯) এর মধ্যে কোনটি থাইল্যান্ডের প্রচলিত মুদ্রা?
ক) টাকা (Rupee)
খ) রিঙ্গিত (Ringgit)
গ) বাহত (Baht)
ঘ) ইউয়ান (Yuan)
৫০) এর মধ্যে কোনটি ভারতের একটি প্রাচীন গণিত বিষয়ক গ্রন্থ বা বই?
ক) লীলাবতী
খ) বাস্তুশাস্ত্র
গ) পঞ্চদশী
ঘ) রূপমতী
- আলোচক : সৌম্য মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
Post a Comment