মুসলমান সম্পাদিত সাময়িক পত্রের আবির্ভাব
১) মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা প্রকাশিত হয় ৭ই মার্চ, ১৮৩১ খ্রিস্টাব্দে। পত্রিকাটির নাম - "সমাচার সভা রাজেন্দ্র"। এর সম্পাদক ছিলেন শেখ আলীমুল্লাহ্। এটি ছিল স্বল্পায়ু এবং দ্বিভাষিক পত্রিকা। এটি ফারসি ও বাংলা -- উভয় ভাষায় রচিত, প্রতি সোমবার প্রকাশিত হত।
২) পরবর্তী পত্রিকাটির নাম - "জগদুদ্দীপক ভাস্কর"। পত্রিকাটির প্রকাশকাল ১১ই জুন ১৮৪৬ খ্রিস্টাব্দ। এর সম্পাদক ছিলেন মৌলভী রজব আলী। পঞ্চভাষিক এই পত্রিকাটি বাংলা, ইংরেজি, হিন্দি, ফারসি ও উর্দু ভাষায় প্রকাশিত হত। এটিও স্বল্পায়ু ছিল। মাত্র তিন মাসের মধ্যেই এই পত্রিকাটি তিরহিত হয়, অর্থাৎ অদৃশ্য হয়ে যায়।
৩) মীর মশাররফ হোসেন সম্পাদিত পত্রিকা "আজীজন নেহার"। এটি প্রকাশিত হয় এপ্রিল, ১৮৭৪ খ্রিস্টাব্দে। "হিতকরী" নামেও মীর মশাররফ হোসেন সম্পাদিত একটি পাক্ষিক পত্রিকার আত্মপ্রকাশ ঘটে।
৪) শেখ আবদুর রহিম সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা "সুধাকর"। এটি প্রকাশিত হয় ১৮৮৯ খ্রিস্টাব্দে।
৫) মোহাম্মদ রেয়াজউদ্দিন সম্পাদিত পত্রিকা "ইসলাম প্রচারক"। এটি প্রকাশিত হয় ১৮৯১ খ্রিস্টাব্দে।
৬) শেখ আবদুর রহিম সম্পাদিত মাসিক পত্রিকা "হাফেজ"। এটি প্রকাশিত হয় ১৮৯৭ খ্রিস্টাব্দে এবং মাসিক পর্যায়ে প্রকাশিত হয় ১৮৯৯ থেকে ১৯০৬ খ্রিস্টাব্দ পর্যন্ত।
৭) ১৯০৩ সালে ময়মনসিংহ থেকে প্রকাশিত হয় "হানিফি" পত্রিকা।
৮) ১৯০৩ খ্রিস্টাব্দে মাসিক সাহিত্য পত্র "নবনুর" কলকাতা থেকে প্রকাশিত হয়। পত্রিকাটি সম্পাদনা করেন সৈয়দ এমদাদ আলী।
৯) ১৯০৬ খ্রিস্টাব্দে ঢাকা থেকে "ইসলাম সুহূদ" পত্রিকার আত্মপ্রকাশ ঘটে। পত্রিকাটি সম্পাদনা করেন শেখ আবদুস সোবহান।
১০) ১৯০৮ খ্রিস্টাব্দে রংপুর কাকিনা থেকে শেখ ফজলুল করিমের সম্পাদনায় "বাসনা" পত্রিকা প্রকাশিত হয়।
১১) ১৯১৮ খ্রিস্টাব্দে ত্রৈমাসিক সাহিত্য পত্র "বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা" মোহাম্মদ শহীদুল্লাহ ও মোহাম্মদ মোজাম্মেল হকের সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত হয়।
১২) মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় মাসিক সাহিত্য পত্র "সত্তগতি" প্রকাশিত হয়। কলকাতা থেকে এটি প্রকাশিত হয়।
১৩) ১৯১৯ খ্রিস্টাব্দে মাসিক সাহিত্য পত্র "সাধনা" চট্টগ্রাম আবদুল করিম ও আবদুল রসিদের সম্পাদনায় প্রকাশিত হয়।
১৪) বন্দে আলী মিঞার সম্পাদনায় কলকাতা থেকে মাসিক সাহিত্য পত্র "বিকাশ" ১৯১৯ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
১৫) ১৯১৯ খ্রিস্টাব্দে কলকাতা থেকে মাসিক সাহিত্য পত্র "বঙ্গনূর" প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন শেখ হবিবর রহমান।
১৬) মোজাম্মেল হকের সম্পাদনায় মাসিক সাহিত্য পত্র "মোসলেম ভারত" ১৯২০ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
১৭) মাসিক সাহিত্য পত্র "সহচর" নওশোর আলী হোসেন, লুৎপুর রহমান ও ইমদাদ আলি খানের সম্পাদনায় কলকাতা থেকে ১৯২২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
১৮) মোহাম্মদ জাবেদ আলীর সম্পাদনায় ১৯২৩ খ্রিস্টাব্দে কলকাতা থেকে প্রকাশিত হয় দ্বিমাসিক পত্র "সোনার ভারত"।
১৯) ১৯২৪ খ্রিস্টাব্দে মোহাম্মদ ইদরিস আলীর সম্পাদনায় হাওড়া থেকে প্রকাশিত হয় "মোসাফির" পত্রিকা।
২০) ত্রৈমাসিক সাহিত্য পত্র "যুগের আলো" চট্টগ্রাম থেকে ১৯২৬ খ্রিস্টাব্দে দিনারুল আলমের সম্পাদনায় প্রকাশিত হয়।
২১) মাসিক সাহিত্য পত্র "সওগাত" কলকাতা থেকে মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় প্রকাশিত হয়।
২২) ঢাকা থেকে মোহাম্মদ কাসেমের সম্পাদনায় ১৯২৬ খ্রিস্টাব্দে মাসিক সাহিত্য পত্র "অভিযান" প্রকাশিত হয়।
২৩) কমরেড মুজফর আহমেদের সম্পাদনায় কলকাতা থেকে ১৯২৬ খ্রিস্টাব্দে সাপ্তাহিক পত্র "গণবাণী" প্রকাশিত হয়।
২৪) মোহাম্মদ ইয়াকুব আলী ও গোলাম মোস্তাফার সম্পাদনায় ১৯২৭ খ্রিস্টাব্দে কলকাতা থেকে প্রকাশিত হয় মাসিক সাহিত্য পত্র "সাহিত্যিক"।
২৫) আবুল হোসেনের সম্পাদনায় ১৯২৭ খ্রিস্টাব্দে বার্ষিক সাহিত্য পত্র "শিখা" কলকাতা থেকে প্রকাশিত হয়।
২৬) ১৯২৭ খ্রিস্টাব্দে মোহাম্মদ আফজাল উল হকের সম্পাদনায় কলকাতা থেকে মাসিক সাহিত্য পত্র "নওরোজ" প্রকাশিত হয়।
২৭) ১৯২৭ খ্রিস্টাব্দের কলকাতা থেকে মোহাম্মদ আক্রমের সম্পাদনায় মাসিক সাহিত্য পত্র "মাসিক মোহাম্মদী" প্রকাশিত হয়।
২৮) সৈয়দ আবদুর রব সম্পাদিত ত্রৈমাসিক সাহিত্য পত্র "মোয়াজ্জিন" ফরিদপুর থেকে ১৯২৮ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
২৯) মোহাম্মদ খায়রুল আনাম খাঁ সম্পাদিত বার্ষিক সাহিত্য পত্র "বার্ষিক মোহাম্মদী" কলকাতা থেকে ১৯২৮ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
৩০) বার্ষিক সাহিত্য পত্র "আলহক ম্যাগাজিন" মহিউদ্দীন আহমদের সম্পাদনায় ময়মনসিংহ থেকে ১৯২৯ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
৩১) আবদুল কাদিরের সম্পাদনায় মাসিক সাহিত্য পত্র "জয়তী" ১৯৩০ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
৩২) হবিবুল্লাহ বাহার সম্পাদিত "বার্ষিক সাহিত্যপত্র পত্রিকা" কলকাতা থেকে ১৯৩০ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
এরপর "কল্লোল", "কালি-কলম", "প্রগতি" পত্রিকার প্রকাশের ফলে নতুন যুগের দাবি সম্পর্কে লেখক ও পাঠকেরা সচেতন হয়ে উঠেছেন। "মুসলমান সাহিত্য পত্রিকা" গোষ্ঠীগণও তখন সমসাময়িক সাহিত্য আন্দোলনের ওপর বিশেষভাবে নির্ভরশীল হয়ে পড়লেন।
- আলোচক : সৌম্য মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
Post a Comment