NEW :
Loading contents...

পত্রিকায় প্রকাশিত প্রথম ও শেষ রবীন্দ্র ছোটগল্প

কথাসাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রিকায় প্রকাশিত প্রথম ও শেষ ছোটগল্পের একটি ছোট্ট তালিকা তথ্যসহকারে নিম্নে দেওয়া হল ---

¤ পত্রিকায় প্রকাশিত দুইটি বা কয়েকটি গল্প :-

১) "ভারতী" পত্রিকা :-

★প্রথম প্রকাশিত গল্প : "ভিখারিনী" (শ্রাবণ-ভাদ্র, ১২৮৪/১৮৭৭)।

[★তথ্য : এটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোটগল্প।]

★শেষ প্রকাশিত গল্প : "পণরক্ষা" (পৌষ, ১৩১৮)।

২) "হিতবাদী" পত্রিকা :-

★প্রথম প্রকাশিত গল্প : "দেনাপাওনা" (১২৯৮)।

★শেষ প্রকাশিত গল্প : "তারাপ্রসন্নের কীর্তি" (১২৯৮)।

[★তথ্য : "হিতfবাদী" পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের মোট তিন (৩)-টি গল্প প্রকাশিত হয়। সেগুলি হল --- (ক) "দেনাপাওনা" (১২৯৮), (খ)  "ব্যবধান" (১২৯৮) ও (গ) "তারাপ্রসন্নের কীর্তি" (১২৯৮)।]

৩) "সাধনা" পত্রিকা :-

★প্রথম প্রকাশিত গল্প : "খোকাবাবুর প্রত্যাবর্তন" (অগ্রহায়ণ, ১২৯৮)।

★শেষ প্রকাশিত গল্প : "ইচ্ছাপূরণ" (ভাদ্র-কার্তিক, ১৩০২)।

৪) "প্রদীপ" পত্রিকা :-

★প্রথম প্রকাশিত গল্প : "সদর ও অন্দর" (আষাঢ়, ১৩০৭/১৯০০)।

★শেষ প্রকাশিত গল্প : "শুভদৃষ্টি" (আশ্বিন, ১৩০৭)।

[★তথ্য : "প্রদীপ" পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের উপরোক্ত দুই (২)-টি গল্প প্রকাশিত হয়।]

৫) "বঙ্গদর্শন" পত্রিকা :-

★প্রথম প্রকাশিত গল্প : "দর্পহরণ" (ফাল্গুন, ১৩০৯)।

★শেষ প্রকাশিত গল্প : "মাল্যদান" (চৈত্র, ১৩০৯)।

[★তথ্য : "বঙ্গদর্শন" পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের উপরোক্ত দুই (২)-টি গল্প প্রকাশিত হয়।]

৬) "প্রবাসী" পত্রিকা :-

★প্রথম প্রকাশিত গল্প : "মাস্টারমশায়" (আষাঢ়-শ্রাবণ, ১৩১৪)।

★শেষ প্রকাশিত গল্প : "বদনাম" (আষাঢ়, ১৩৪৮)।

[★তথ্য : "প্রবাসী" পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের মোট চার (৪)-টি গল্প প্রকাশিত হয়। সেগুলি হল --- (ক) "মাস্টারমশায়" (আষাঢ়-শ্রাবণ, ১৩১৪), (খ) "নামঞ্জুর গল্প" (অগ্রহায়ণ, ১৩৩২), (গ) "সংস্কার" (আষাঢ়, ১৩৩৫) ও (ঘ) "বদনাম" (আষাঢ়, ১৩৪৮)।

৭) "সবুজপত্র" পত্রিকা :-

★প্রথম প্রকাশিত গল্প : "হালদার-গোষ্ঠী" (বৈশাখ, ১৩২১)।

★শেষ প্রকাশিত গল্প : "পাত্র ও পাত্রী" (পৌষ, ১৩২৪)।

[★তথ্য : কবি-সাহিত্যিক ও সম্পাদক প্রমথ চৌধুরী (বীরবল) সম্পাদিত "সবুজপত্র" (১৩২১/১৯১৪) পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের মোট দশ (১০)-টি গল্প প্রকাশিত হয়। সেগুলি হল --- (ক) ''হালদার-গোষ্ঠী'' (বৈশাখ, ১৩২১), (খ) ''হৈমন্তী'' (জ্যৈষ্ঠ, ১৩২১), (গ) ''বোষ্টমী'' (আষাঢ়, ১৩২১), (ঘ) ''স্ত্রীর পত্র'' (শ্রাবণ, ১৩২১), (ঙ) ''ভাইফোঁটা'' (ভাদ্র, ১৩২১), (চ) ''শেষের রাত্রি'' (আশ্বিন, ১৩২১), (ছ) ''অপরিচিতা" (কার্তিক, ১৩২১), (জ) ''তপস্বিনী'' (জ্যৈষ্ঠ, ১৩২৪), (ঝ) ''পয়লা নম্বর'' (আষাঢ়, ১৩২৪), (ঞ) ''পাত্র ও পাত্রী'' (পৌষ, ১৩২৪)।]

৮) শারদীয় ''আনন্দবাজার" পত্রিকা :-

★প্রথম প্রকাশিত গল্প : "রবিবার" (১৩৪৬)।

★শেষ প্রকাশিত গল্প : "প্রগতি সংহার" (১৩৪৮)।

[★তথ্য : "শারদীয় আনন্দবাজার" পত্রিকায় গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের মোট তিন (৩)-টি গল্প প্রকাশিত হয়। সেগুলি হল --- (ক) "রবিবার" (১৩৪৬), (খ) "ল্যাবরেটরি" (১৩৪৭) ও (গ) "প্রগতি সংহার" (১৩৪৮)।]

¤ পত্রিকায় প্রকাশিত একটি গল্প :-

১) "নবজীবন" পত্রিকা :-

★প্রথম বা শেষ প্রকাশিত গল্প : "রাজপথের কথা" (অগ্রহায়ণ, ১২৯১)।

২) "বালক" পত্রিকা :-

★প্রথম বা শেষ প্রকাশিত গল্প : "মুকুট" (বৈশাখ-জ্যৈষ্ঠ, ১২৯২)।

৩) "বঙ্গভাষা" পত্রিকা :-

★প্রথম বা শেষ প্রকাশিত গল্প : "গুপ্তধন" (কার্তিক, ১৩১৪)।

৪) "শনিবারের চিঠি" পত্রিকা :-

★প্রথম বা শেষ প্রকাশিত গল্প : "শেষকথা" (১৩৪৭)।

৫) "বিশ্বভারতী" পত্রিকা :-

★প্রথম বা শেষ প্রকাশিত গল্প : "শেষ পুরস্কার" (শ্রাবণ, ১৩৪৯)।

[★তথ্য : এটি ঠিক ছোটগল্প নয়, ছোটগল্পের কাঠামো মাত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ অসুখের সময় এটি কল্পিত হয়েছিল। এই ছোটগল্পটিকে সম্পূর্ণ রূপ দেওয়া রবীন্দ্রনাথের পক্ষে সম্ভব হয়নি। অর্থাৎ এটি রবীন্দ্রনাথ ঠাকুরের মরণোত্তর প্রকাশিত ছোটগল্প।]

৬) "ঋতুপত্র" পত্রিকা :-

★প্রথম বা শেষ প্রকাশিত গল্প : "মুসলমানীর গল্প" (বর্ষ সংখ্যা বা আষাঢ়, ১৩৬২)।

[★তথ্য :- ছোটগল্পটির রচনাকাল : ২৪-২৫শে জুন, ১৯৪১ খ্রিস্টাব্দ। এটি সম্পূর্ণ ছোটগল্প নয়, ছোটগল্পের খসড়া মাত্র। এটিই তাঁর শেষ ছোটগল্প রচনার চেষ্টা। অর্থাৎ এটি রবীন্দ্রনাথ ঠাকুরের মরণোত্তর প্রকাশিত শেষ ছোটগল্প।]

¤ পত্রিকায় অপ্রকাশিত, গ্রন্থাকারে প্রকাশিত গল্প

★প্রথম প্রকাশিত গল্প : "খাতা"।

★শেষ প্রকাশিত গল্প : "প্রতিবেশিনী" (১৩০৭)।

[★তথ্য : পত্রিকায় প্রকাশিত না হয়ে একদম গ্রন্থাকারে রবীন্দ্রনাথ ঠাকুরের মোট চার (৪)-টি গল্প প্রকাশিত হয়। সেগুলি হল --- (ক) "খাতা", (খ) "যজ্ঞেশ্বরের যজ্ঞ" (১৩০৭), (গ) "উলুখড়ের বিপদ" (১৩০৭) ও (ঘ) "প্রতিবেশিনী" (১৩০৭)।]

¤ "কুন্তলীন পুরস্কার"-এর জন্য লেখা গল্প :-

★"কর্মফল" (১৩১০)।

¤ শান্তিনিকেতনে "বর্ষা উৎসব"-তে পঠিত গল্প :-

★প্রথম প্রকাশিত গল্প : "বলাই" (কার্তিক, ১৩৩৫)।

★শেষ প্রকাশিত গল্প : "চিত্রকর" (কার্তিক, ১৩৩৬)।

[★তথ্য : পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর উপরোক্ত দুই (২)-টি গল্প পাঠ করেন।]


  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post