নবম শ্রেণির 'আবহমান' : নীরেন্দ্রনাথ চক্রবর্তী
১) "আবহমান" কবিতাটির রচয়িতা কে?
★উত্তর - কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী।
২) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম ও জন্মস্থান লিখুন।
★উত্তর - ১৯২৪ খ্রিস্টাব্দের ১৯শে অক্টোবর বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মগ্রহণ করেন।
৩) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মৃত্যু ও মৃত্যুস্থান লিখুন।
★উত্তর - ২০১৮ সালের ২৫শে ডিসেম্বর মঙ্গলবার পশ্চিমবঙ্গের কলকাতা (দক্ষিণ) জেলার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে নীরেন্দ্রনাথ চক্রবর্তী মৃত্যুবরণ করেন।
৪) নীরেন্দ্রনাথ চক্রবর্তী পিতা এবং মাতার নাম কী?
★উত্তর - জিতেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্যের কৃতি অধ্যাপক এবং প্রফুল্লনন্দিনী দেবী, যিনি ছিলেন গৃহকর্ত্রী।
৫) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী?
★উত্তর - "নীল নির্জন" (১৯৫৪)।
৬) নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবে, কোন্ গ্রন্থের জন্য ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার "সাহিত্য অকাদেমি" পুরস্কার লাভ করেন?
★উত্তর - ১৯৭৪ খ্রিস্টাব্দে "উলঙ্গ রাজা" (১৯৭১) কাব্যগ্রন্থের জন্য।
৭) "আবহমান" শব্দের অর্থ কী?
★উত্তর - ক্রমাগত, নিরবচ্ছিন্ন, চিরপ্রচলিত।
৮) "আবহমান" কবিতাটির উৎস কী?
★উত্তর - "আবহমান" কবিতাটির রচনাকাল ১৮ই ভাদ্র, ১৩৬৫ বঙ্গাব্দ। এই কবিতাটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত দ্বিতীয় কাব্যগ্রন্থ "অন্ধকার বারান্দা" (১৯৬১)-এর অন্তর্গত ত্রিশতম (৩০ সংখ্যক) কবিতা। এই কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা একান্ন (৫১)-টি। কবি তাঁর "অন্ধকার বারান্দা" (১৯৬১) কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন : কথাসাহিত্যিক ও সাংবাদিক শ্রীযুক্ত সন্তোষকুমার ঘোষ মহাশয়কে।
৯) "আবহমান" কবিতায় কবি "যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া" লাইনটি সম্পর্কে কবি পাঠক সমাজকে কী বোঝাতে চেয়েছেন?
★উত্তর - নিজের ফেলে আসা গ্রাম এবং মাতৃভূমির কাছে ফিরে যাওয়া।
১০) "আবহমান" কবিতায় উল্লিখিত "সান্ধ্য" শব্দের অর্থ কী?
★উত্তর - সন্ধ্যাকালীন।
১১) ছোট্ট ফুল কোন্ সময়ের বাতাসে দোলে?
★উত্তর - সন্ধ্যার।
১২) "আবহমান" কবিতায় উল্লিখিত "নটেগাছটি বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়ায় না" লাইনটি সম্পর্কে কবি পাঠক সমাজকে কী বোঝাতে চেয়েছেন?
★উত্তর - গ্রামজীবনের পুরনো সমৃদ্ধি বিগত হয়ে যায়, কিন্তু গ্রামজীবন তবুও টিকে থাকে।
১৩) "ফুরয় না সেই ___________ দুরন্ত পিপাসা" --- শূন্যস্থান পূরণ করুন।
★উত্তর - একগুঁয়েটার।
১৪) সারাটা দিন আপনমনে কীসের গন্ধ মাখে?
★উত্তর - ঘাসের গন্ধ মাখে।
১৫) "আবহমান" কবিতায় উল্লিখিত "আপন মনে ঘাসের গন্ধ মাখে" লাইনটি সম্পর্কে কবি পাঠক সমাজকে কী বোঝাতে চেয়েছেন?
★উত্তর - মনের মধ্যে একা একা প্রকৃতিকে ভালোবাসে।
১৬) বাগান থেকে কোন্ ফুলের হাসি হারায় না?
★উত্তর - কুন্দফুলের।
১৭) "আবহমান" কবিতায় লাউমাচাটি কোথায় ছিল?
★উত্তর - গ্রামবাংলার গরিবের উঠোনে।
১৮) "আবহমান" কবিতায় একগুঁয়েটার কোন্ জিনিসটি না ফেরানোর কথা বলা হয়েছে?
★উত্তর - দুরন্ত পিপাসা।
১৯) "সারাটা রাত ______________ স্বপ্ন এঁকে রাখে" --- এখানে কোথায় স্বপ্ন এঁকে রাখার কথা বলা হয়েছে?
★উত্তর - তারায় তারায়।
২০) "আবহমান" কবিতায় কী না হারানোর কথা বলা হয়েছে?
★উত্তর - কুন্দফুলের হাসি।
২১) "আবহমান" কবিতায় ছোট্ট ফুল কোথায় দুলছে?
★উত্তর - গ্রামবাংলার গরিবের উঠোনে লাউমাচায়।
২২) গ্রামবাংলার গরিবের উঠোনে লাউমাচায় কোন্ ছোট্ট ফুল দুলছে?
★উত্তর - ছোট্ট লাউফুল দুলছে।
২৩) "আবহমান" কবিতায় ছোট্ট লাউফুল কখন দোলে?
★উত্তর - সন্ধ্যার মৃদুমন্দ বাতাসে।
২৪) "আবহমান" কবিতায় অনেক বছর আগে কার আসার কথা বলা হয়েছে?
★উত্তর - অনেক বছর আগে বাংলার আশ্রয়ের খোঁজে মানুষের আসার কথা বলা হয়েছে, যারা এদেশেরই বাসিন্দা ছিলেন।
২৫) "আবহমান" কবিতায় বাংলার ভূখণ্ডে এসে মানুষ কী করেছিল বলা হয়েছে?
★উত্তর - বাংলার ভূখণ্ডে এসে মানুষ এই দেশকে নিবিড়ভাবে ভালোবেসে এখানেই ঘর বেঁধে বাস করতে শুরু করেছে।
২৬) "আবহমান" কবিতায় মানুষ হারিয়ে গিয়েও আবার কেন ফিরে আসার কথা বলা হয়েছে?
★উত্তর - গ্রাম বাংলার মাটিকে, তার জলহাওয়াকে ভালোবাসে বলেই মানুষ হারিয়ে গিয়েও আবার বাংলার বুকে ফিরে আসে।
২৭) "আবহমান" কবিতায় মানুষের কোথায় হারিয়ে গিয়েও আবার কোথায় ফিরে আসার কথা বলা হয়েছে?
★উত্তর - গ্রামবাংলার নতুন প্রজন্মের মানুষরা নাগরিক যন্ত্রসভ্যতায় হারিয়ে গিয়েও আবার বাঁচার জন্য গ্রামবাংলার বুকেই ফিরে আসে।
২৮) "আবহমান" কবিতায় উল্লিখিত "একগুঁয়ে" শব্দটির অর্থ কী?
★উত্তর - জেদি, একরোখা, অবাধ্য, দুর্দমনীয়।
২৯) "আবহমান" কবিতায় কাকে একগুঁয়ে বলা হয়েছে?
★উত্তর - যে মানুষ তার নাগরিক জীবনকে পিছনে ফেলে গ্রাম এবং মাটির কাছাকাছি ফিরে আসে, তাকেই একগুঁয়ে বলা হয়েছে।
৩০) "আবহমান" কবিতায় উল্লিখিত "একগুঁয়েটার দুরন্ত পিপাসা" লাইনটি সম্পর্কে কবি পাঠক সমাজকে কী বোঝাতে চেয়েছেন?
★উত্তর - প্রকৃতির কাছে ফিরে যাওয়ার জন্য প্রবল আকাঙ্ক্ষা।
৩১) "একগুঁয়েটা"র পিপাসা কী রকমের?
★উত্তর - "একগুঁয়েটা"র পিপাসা হল পল্লিবাংলার সহজসরল জীবন ও প্রকৃতিকে উপভোগের পিপাসা।
৩২) "আবহমান" কবিতায় কার যন্ত্রণা নেভে না?
★উত্তর - গ্রামবাংলার সহজসরল মানুষের জীবনে যন্ত্রণার আগুন কখনও নেভে না।
৩৩) "আবহমান" কবিতায় গ্রামবাংলার বাগান থেকে কোন্ ফুলের হাসি হারায় না?
★উত্তর - গ্রামবাংলার বাগান থেকে কুন্দফুলের হাসি হারায় না।
৩৪) "আবহমান" কবিতায় ছায়া নামলে পরে কী ছুটে আসার কথা বলা হয়েছে?
★উত্তর - পল্লিবাংলার বুকে ছায়া নামলে পরে সন্ধ্যাকালীন নদীর হাওয়া ছুটে আসার কথা বলা হয়েছে।
৩৫) "আবহমান" কবিতায় এখনও ফুল দুলছে কেন?
★উত্তর - আবহমান কাল ধরে গ্রামবাংলার মানুষের দুঃখকষ্ট-জর্জরিত জীবনপ্রবাহ আর প্রকৃতির সহজ রূপ একইরকম থাকায় এখনও ফুল দুলছে।
¤ বিশেষ দ্রষ্টব্য :- এখানে গুগলের কপিরাইটের আওতায় পড়ার জন্য আমি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বাদ দিতে বাধ্য হয়েছি। নাহলে আমার আরো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তৈরি করা ছিল।
- আলোচক : সৌম্য মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
Post a Comment