NEW :
Loading contents...

  কবি ও সাহিত্যিকদের উৎসর্গীকৃত গ্রন্থসমূহ  

মাইকেল মধুসূদন দত্ত, দ্বিজেন্দ্রলাল রায়, কুমুদরঞ্জন মল্লিক, মোহিতলাল মজুমদার, জীবনানন্দ দাশ ও সুভাষ মুখোপাধ্যায়সহ মোট ৬ জন কবি ও সাহিত্যিকের উৎসর্গীকৃত গ্রন্থসমূহ নিম্নে দেওয়া হল --

¤ মাইকেল মধুসূদন দত্ত  (১৮২৪-১৮৭৩) :-

¤ কাব্যগ্রন্থ :-

১) "তিলোত্তমাসম্ভব" (মে, ১৮৬০) [এটি বাংলা সাহিত্যের প্রথম অমিত্রাক্ষর ছন্দে রচিত কাব্যগ্রন্থ] --- বিশিষ্ট অভিনেতা, শিল্প-প্রেমী, সমাজসেবী, নাট্য ব্যক্তিত্ব ও নাট্য-সাহিত্যিক শ্রীযুক্ত যতীন্দ্রমোহন ঠাকুর মহাশয়কে।

২) "মেঘনাদবধ কাব্য" (প্রথম খণ্ড : জানুয়ারি, ১৮৬১ ও দ্বিতীয় খণ্ড : আগস্ট, ১৮৬১) [এটি দুই খণ্ডে রচিত ও নয় সর্গে বিভক্ত এবং অমিত্রাক্ষর ছন্দে রচিত বাংলা সাহিত্যের প্রথম মৌলিক, সার্থক ও সর্বশ্রেষ্ঠ মহাকাব্য] --- ব্যবসায়ী, রাজনীতিবিদ, বিচারক, দেশহিতৈষী ও সাহিত্যিক শ্রীযুক্ত দিগম্বর মিত্র মহাশয়কে।

৩) "বীরাঙ্গনা" (১৮৬২) [বাংলা সাহিত্যের প্রথম ও সার্থক পত্রকাব্য] --- শিক্ষাবিদ, সমাজ-সংস্কারক ও গদ্যকার শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (বন্দ্যোপাধ্যায়) মহাশয়কে।

¤ নাটক :-

১) "কৃষ্ণকুমারী" (১৮৬১) [বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি ও ইতিহাসশ্রয়ী বা ঐতিহাসিক  নাটক] --- বিশিষ্ট অভিনেতা, নাট্য পরিচালক, নাট্য ব্যক্তিত্ব ও নাট্য-সাহিত্যিক শ্রীযুক্ত কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয়কে।

¤ দ্বিজেন্দ্রলাল রায় (১৮৬৩-১৯১৩) :-

¤ প্রহসন বা লঘু রসাশ্রয়ী নাটক :-

১) "বিরহ" (১৮৯৭) --- কবিগুরু শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়কে।

২) "প্রায়শ্চিত্ত" (১১ই জানুয়ারি, ১৯০২) --- বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও নাট্যকার শ্রীযুক্ত যোগেশচন্দ্র চৌধুরী মহাশয়কে।

৩) "আনন্দ-বিদায়" (১৬ই নভেম্বর, ১৯১২/১৩১৯) --- রসরাজ (নাট্যকার ও প্রহসনকার) শ্রীযুক্ত অমৃতলাল বসু মহাশয়কে।

¤ ইতিহাসশ্রয়ী বা ঐতিহাসিক নাটক :-

১) "নুরজাহান" (১লা মার্চ, ১৯০৮/১৩১৫) --- সাহিত্যসম্রাট শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়কে।

২) "সাজাহান" (৮ই আগস্ট, ১৯০৯) --- শিক্ষাবিদ, সমাজ-সংস্কারক ও গদ্যকার শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (বন্দ্যোপাধ্যায়) মহাশয়কে।

¤ কুমুদরঞ্জন মল্লিক (১৮৮৩-১৯৭০) :-

¤ কাব্যগ্রন্থ :-

১) "বনতুলসী" (১৯১১) --- শ্রীহরির চরণে।

★উৎসর্গপত্র :- এই কাব্যগ্রন্থের উৎসর্গপত্রে কবি লিখেছেন, --- "তোমারই চরণে আঁখিজলে ভেজা দিলাম এ 'বনতুলসী'।"

২) "বনমল্লিকা" (১৯১৮) --- বিশ্বকবি শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়কে।

৩) "নূপুর" (১৯২২) --- লোচনদাস ঠাকুরের শ্রীচরণাবিন্দে।

¤ মোহিতলাল মজুমদার (১৮৮৮-১৯৫২) :-

¤ কাব্যগ্রন্থ :-

১) "স্বপন-পসারী" (রচনাকাল : ১৯২১ ও প্রকাশকাল : ১৯২২/১৩২৮) --- তোমাকে।

২) "বিস্মরণী" (১৯২৭/১৩৩৩) --- কবি ও স্বদেশপ্রেমিক শ্রীযুক্ত করুণানিধান বন্দ্যোপাধ্যায় মহাশয়কে।

৩) "স্মরগরল" (১৯৩৬) --- শিক্ষাবিদ, গবেষক ও সাহিত্যিক শ্রীযুক্ত সুশীলকুমার দে মহাশয়কে।

৪) "হেমন্ত-গোধূলি" (১৯৪১) --- সাহিত্যিক ও পত্রিকা সম্পাদক শ্রীযুক্ত মণিলাল গঙ্গোপাধ্যায় মহাশয়কে।

৫) "ছন্দ চতুর্দশী" (১৯৪১) [৫৪টি সনেটের সংকলন (সনেট-সংকলন) গ্রন্থ] --- পুষ্পপ্রিয় কবি শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ সেন মহাশয়কে।

¤ রূপকথার গল্প :-

১) "রূপকথা" --- অমিয়া ও অরুনাকে।

¤ জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪/ ১৩০৫-১৩৬১) :-

¤ কাব্যগ্রন্থ :-

১) "ধূসর পাণ্ডুলিপি" (১৯৩৬) --- কবি, সাহিত্যিক ও পত্রিকা সম্পাদক শ্রীযুক্ত বুদ্ধদেব বসু মহাশয়কে।

২) "মহাপৃথিবী" (১৯৪৪) --- কবি ও কথাসাহিত্যিক শ্রীযুক্ত প্রেমেন্দ্র মিত্র এবং কবি, কথাসাহিত্যিক ও পত্রিকা সম্পাদক শ্রীযুক্ত সঞ্জয় ভট্টাচার্য মহাশয়কে।

৩) "সাতটি তারার তিমির" (১৯৪৮/১৩৫৫) --- কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও দার্শনিক শ্রীযুক্ত হুমায়ুন কবির মহাশয়কে।

৪) "রূপসী বাংলা" (রচনাকাল : ১৯৩৪ ও গ্রন্থাকারে প্রকাশকাল : আগস্ট, ১৯৫৭) --- আবহমান বাংলা, বাঙালীকে।

¤ সুভাষ মুখোপাধ্যায় (১৯১৯-২০০৩) :-

¤ কাব্যগ্রন্থ :-

১) "অগ্নিকোণ" (১৯৪৮/১৩৫৫) --- সিঙ্গাপুরে যে  তিনজন শহীদ ব্রিটিশের ফাঁসি কাঠে আন্তর্জাতিক গান গাইতে গাইতে প্রাণ দিয়েছেন তাদের উদ্দেশ্যে।

২) "যত দূরেই যাই" (১৯৬২/বৈশাখ, ১৩৬৯) --- প্রখ্যাত রাজনীতিবিদ শ্রীযুক্ত অশোক ঘোষ মহাশয়কে।

৩) "কাল মধুমাস" (মে, ১৯৬৬/জ্যৈষ্ঠ, ১৩৭৩) --- শ্রীযুক্ত রাজকৃষ্ণ মৈত্র মহাশয়কে।

৪) "ছেলে গেছে বনে" (ফেব্রুয়ারি, ১৯৭২) --- বাংলাদেশের মুক্তিযুদ্ধে উৎসর্গীকৃত গ্রাম বাংলাভাষী ও ভারতের বীর সৈনিকদের উদ্দেশ্যে।

৫) "চইচই চইচই" (মার্চ, ১৯৮৩/ফাল্গুন, ১৩৮৯) --- তাঁর তিনজন পালিতা কন্যার উদ্দেশ্যে।

৬) "বাঘ ডেকেছিল" (১৯৮৫) --- বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক শ্রীযুক্ত সন্তোষকুমার ঘোষ মহাশয়কে।

৭) "ধর্মের কল" (জানুয়ারি, ১৯৯১) --- বিশিষ্ট সাহিত্যিক ও সম্পাদক শ্রীযুক্ত সুবীর রায়চৌধুরীর মহাশয়কে।

¤ রিপোর্টাজ ও ভ্রমণ সাহিত্যমূলক গদ্যগ্রন্থ (প্রবন্ধগ্রন্থ) :-

১) "আমার বাংলা" (১৯৫১/১৩৫৮) --- বাংলাদেশের জেলখানায় বন্দি ''কাশ্মীরের ছেলে জলিমোহন কল-কে।''

২) "ভিয়েতনামে কিছুদিন" (জানুয়ারি, ১৯৭৪) --- ''ভিয়েতনামের সংগ্রামী বন্ধুদের'' উদ্দেশ্যে।

¤ অনুবাদ কাব্যগ্রন্থ :-

১) "নাজিম হিকমতের কবিতা" (এপ্রিল, ১৯৫২) --- সাহিত্য-সমালোচক, বিশিষ্ট চিন্তাবিদ, দার্শনিক, সাহিত্যপ্রেমী ও রবীন্দ্রকাব্য এবং সঙ্গীতের রসজ্ঞব্যাখ্যাতা শ্রীযুক্ত আবু সয়ীদ আইয়ুব মহাশয়কে।

¤ জীবনীমূলক গ্রন্থ :-

১) "ঢোল গোবিন্দর মনে ছিল এই" (১৯৮৭) [এটি সুভাষ মুখোপাধ্যায়ের একটি আত্মজীবনীমূলক গ্রন্থ‌। এই গ্রন্থটি তিনি "ঢোল গোবিন্দ" ছদ্মনামে রচনা করেন] --- রাজনৈতিক নেত্রী বা জননেত্রী ও অগ্নিকন্যা স্নেহধন্যা শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে।

¤ সম্পাদিত গ্রন্থ (গ্রন্থ সম্পাদনা) :-

১) "শঙ্কা সংকট প্রত্যয়" (২৩শে নভেম্বর, ২০০২) [এই গ্রন্থটি সুভাষ মুখোপাধ্যায় কবি-সাহিত্যিক শঙ্খ ঘোষ, অমিয় দেব, সৌরীন ভট্টাচার্য ও প্রণব বিশ্বাসের সঙ্গে যৌথভাবে সম্পাদনা করেন] --- বিশিষ্ট বাঙালি লেখক শ্রীযুক্ত হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় মহাশয়কে।

★উৎসর্গপত্র :- এই গ্রন্থের উৎসর্গপত্রে সম্পাদকমণ্ডলী লিখেছেন, --- ''হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় শ্রদ্ধাস্পদেষু।''


  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

Post a Comment

Previous Post Next Post