NEW :
Loading contents...

 সমরেশ বসুর প্রথম প্রকাশিত ৫১টি উপন্যাস 

কথাসাহিত্যিক সমরেশ বসুর জীবদ্দশায় (জীবিতকালে) মুদ্রিত বা প্রকাশিত উপন্যাসের সংখ্যা প্রায় ২০০টির কাছাকাছি। তাঁর মুদিত বা প্রকাশিত উপন্যাসগুলির তালিকা প্রকাশকাল অনুসারে ক্রমানুযায়ী সাজিয়ে তথ্যসহকারে নিম্নে দেওয়া হল --

১) 'উত্তরঙ্গ' (১৯৫১/১৩৫৮)

★তথ্য :- এটি সমরেশ বসুর মুদ্রিত বা প্রকাশিত প্রথম উপন্যাস। জেলখানায় বসে তিনি এই উপন্যাসটি রচনা করেন।

★পত্রিকায় প্রকাশ :- এই উপন্যাসটি ১৯৫১ খ্রিস্টাব্দে 'দেশ' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রথম প্রকাশিত হয়।

★কবি বিষ্ণু দে'র অভিনন্দন :- উত্তরঙ্গ পড়ে কবি বিষ্ণু দে চিঠি দিয়ে নবীন লেখককে অভিনন্দন জানিয়েছিলেন। তাঁর মনে হয়েছিল, --- 'এই লেখক সম্ভাবনাময়, এবং রবীন্দ্র সাহিত্যের বাতাবরণ থেকে মুক্ত।' 

★সমালোচনা এবং অশ্লীলতার অপবাদ :- 'পরিচয়' পত্রিকায় চিন্মােহন সেহানবিশ এই বই (উপন্যাস)-এর বিরুদ্ধে সমালােচনা করলেন এবং অশ্লীলতার অপবাদও দিলেন। 

★সমরেশ বসুকে সমর্থন :- অন্য পক্ষে আর এক বামপন্থী পত্রিকা 'নতুন সাহিত্য'-এ দু'সংখ্যা ধরে ধরে সনৎ বসু, অচ্যুত গােস্বামী ও ঋষি দাশ সেহানবিশের বক্তব্য খণ্ডন করে সমরেশ বসুকেই সমর্থন করলেন। এইভাবে তাঁর প্রথম উপন্যাস নিয়েই বাদানুবাদে সাহিত্যের আসর বেশ জমে উঠল। প্রকৃতপক্ষে পরবর্তীকালে সমরেশ বসুর সাহিত্যকীর্তি নিয়ে যে যে বিতর্ক চিরকাল উঠত তার সবগুলিরই গােড়াপত্তন হয়ে গেল এখান থেকেই। তর্কবিতর্কে এ সত্য প্রতিষ্ঠিত হােল যে এই নবীন লেখক ভালােই লিখুন বা মন্দই লিখুন, সম্দেহ নেই তিনি একজন শক্তিশালী লেখক। তাঁকে উপেক্ষা করা যাবে না।★একটি সুন্দর ঘটনার স্নিগ্ধ প্রভাব :- তারপর ঘটল একটি সুন্দর ঘটনা যার স্নিগ্ধ প্রভাব লেখকের মনে চিরকাল জেগে ছিল। ঘটনাটি এই যে সিগনেট প্রেসের কর্ণধার দিলীপ গুপ্ত একদিন তাঁর এলগিন রােডের বাড়িতে সমরেশ বসুকে নিমন্ত্রণ করলেন। আহারান্তে উপহার দিলেন খুব দামি একটি কলম, এবং ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সংপাদপত্রে 'সেকালের কথা' নামক দু'খণ্ডের বইখানি। তখনও পর্যন্ত সমরেশ বসুর কোনও ফাউন্টেন পেন ছিল না, এটিই প্রথম।

২) 'বি.টি. রোডের ধারে' (১৯৫২/১৩৫৯)

★তথ্য :- এটি সমরেশ বসুর মুদ্রিত বা প্রকাশিত দ্বিতীয় ও প্রথম সার্থক উপন্যাস‌।

★উপন্যাসের ধরন বা শ্রেণি :- এটি বাংলা সাহিত্যের একটি সার্থক রাজনৈতিক উপন্যাস।

★উল্লেখযোগ্য চরিত্র :- 'গণেশ', 'দুলাল', 'গোবিন্দ', 'ফুলকি', 'লোটনের বৌ' প্রমুখ।

★উৎসর্গ ও উৎসর্গপত্র :- এই উপন্যাসটি তিনি উৎসর্গ করেন [এই উপন্যাসটির উৎসর্গপত্রে সমরেশ বসু লিখেছেন], --- 'সত্য মাস্টারের উদ্দেশে' (শ্রীযুক্ত সত্য মাস্টার মহাশয়য়ের উদ্দেশ্যে)।

৩) 'নয়নপুরের মাটি' (রচনাকাল : ১৯৪৬ ও গ্রন্থাকারে প্রকাশকাল : ১৯৫২/ভাদ্র, ১৩৫৯)

রচনাকাল :- এই উপন্যাসটি সমরেশ বসু ১৯৪৬ খ্রিস্টাব্দে রচনা করেন।

★তথ্য :- এটি সমরেশ বসুর রচিত প্রথম ও মুদ্রিত বা প্রকাশিত তৃতীয় উপন্যাস। 

★উৎসর্গ ও উৎসর্গপত্র :- এই উপন্যাসটি তিনি উৎসর্গ করেন  [এই উপন্যাসটির উৎসর্গপত্রে সমরেশ বসু লিখেছেন], --- 'সাগর'কে' (শ্রীযুক্ত সাগর মহাশয়কে)।

৪) 'মরম ভরম' (?আগস্ট, ১৯৫০/শ্রাবণ, ১৩৫৭)

★প্রকাশনা সংস্থা :- 'শিলালিপি প্রকাশন', ৫১, সীতারাম ঘোষ স্ট্রীট, কলকাতা - ৭০০০০৯।

★প্রকাশক :- শ্রীঅরুণকান্তি ঘোষ।

★মুদ্রণ সংস্থা :- 'জয়শ্রী প্রেস', ৯/সি., শিবনারায়ণ দাস লেন, কলকাতা - ৭০০০০৬।

★মুদ্রক বা মুদ্রাকর :- শ্রীবিজয়কুমার ঘোষ।

★প্রচ্ছদপট শিল্পী :- শ্রীসুবোধ দাশগুপ্ত। 

★পৃষ্ঠা সংখ্যা :- ৯৬টি।

[★ব্যক্তিগত মতামত :- গ্রন্থাকারে প্রথম মুদ্রণকাল বা প্রকাশকাল অনুযায়ী এটি সমরেশ বসুর দ্বিতীয় প্রকাশিত উপন্যাস হওয়া উচিৎ। কিন্তু অন্যান্য বইয়ের সূত্রে এই তথ্য গ্রহণযোগ্য নয়।]

৫) 'অবশেষে' (১৯৫২/আশ্বিন, ১৩৫৯)

★প্রচ্ছদপট শিল্পী :- শ্রীগণেশ বসু।

★পৃষ্ঠা সংখ্যা :- ১৫৪টি।

৬) 'উদ্ধার' (১৯৫২/আশ্বিন, ১৩৫৯)

★প্রকাশনা সংস্থা :- 'মণ্ডল বুক হাউস', ৭৮/১, মহাত্মা গান্ধী রােড, কলেজ স্ট্রীট, কলকাতা - ৭০০০০৯।

★প্রকাশক :- শ্রীসুনীল মণ্ডল। 

★মুদ্রণ সংস্থা :- 'বাণী মুদ্রণ', ১২, নরেন সেন স্কোয়ার, কলকাতা - ৭০০০০৯।

★মুদ্রক বা মুদ্রাকর :- শ্রীবংশীধর সিংহ।

★প্রচ্ছদপট ও অলংকরণ সংস্থা :- ৫৯৫, সারকুলার রোড, হাওড়া - ৭০০০০৪।

★ব্লক :- 'স্ট্যান্ডার্ড ফটো এনগ্রেভিং কোং, ১, রমানাথ মজুমদার স্ট্রীট, কলকাতা - ৭০০০০৯।

★প্রচ্ছদ ও আলোকচিত্র মুদ্রণ সংস্থা :- 'ইম্প্রেসন্ হাউস', ৬৪, সীতারাম ঘোষ স্ট্রীট, কলকাতা - ৭০০০০৯।

★প্রচ্ছদপট শিল্পী ও অলংকরণ :- শ্রীগণেশ বসু।

★উৎসর্গ :- এই উপন্যাসটি তিনি উৎসর্গ করেন --- শ্রীযুক্ত সুভদ্র কুমার সেন মহাশয়কে।

★পৃষ্ঠা সংখ্যা :- ১৩১টি।

৭) 'শ্রীমতি কাফে' (১৯৫৩/অগ্রহায়ণ, ১৩৬০)

★প্রকাশনা সংস্থা :- 'মৌসুমী প্রকাশনী', ১/এ., কলেজ রোড, কলকাতা - ৭০০০০৯। 

★প্রকাশক :- শ্রীদেবকুমার বসু। 

★মুদ্রণ সংস্থা :- 'অন্নপূর্ণা এজেন্সি', ৬১, সূর্য সেন স্ট্রীট, কলকাতা - ৭০০০০৯।

★প্রচ্ছদপট শিল্পী :- শ্রীগৌতম রায়। 

★মূল্য বা দাম :- আশি (৮০) টাকা।

★উপন্যাসের ধরন বা শ্রেণি :- এটি বাংলা সাহিত্যের একটি সার্থক রাজনৈতিক উপন্যাস।

★উৎসর্গ :- এই উপন্যাসটি তিনি উৎসর্গ করেন --- শ্রীযুক্ত অনিল সিংহ ও শ্রীযুক্ত সনত বসু মহাশয়কে।

★উৎসর্গপত্র :- এই উপন্যাসটির উৎসর্গপত্রে সমরেশ বসু লিখেছেন, --- 'অনিল সিংহ ও সনত বসু

                                                  বন্ধুবরেষু' ---

★পৃষ্ঠা সংখ্যা :- ১৯১টি।

৮) 'অমৃতকুম্ভের সন্ধানে' (নভেম্বর, ১৯৫৪/কার্তিক, ১৩৬১)

★তথ্য :- এটি সমরেশ বসুর 'কালকূট' ছদ্মনামে লেখা বা রচিত প্রথম (ভ্রমণমূলক) উপন্যাস। [এই উপন্যাস সম্পর্কিত বাকি তথ্য থাকবে আমাদের তিন জনের সম্পাদিত বইয়ের পাতায়।]

৯) 'সওদাগর' (১৯৫৫)

১০) 'সেই মুখ' (১৯৫৬)

★উপন্যাসের বিষয়বস্তু :- এই উপন্যাসটি অলৌকিক বিষয়কে কেন্দ্র করে লেখা বা রচিত হয়েছে।

১১) 'বান্দা' 

★প্রকাশনা সংস্থা :- 'মডার্ন কলাম', ১০/২-এ., টেমার লেন, কলকাতা - ৭০০০০৯।

★উৎসর্গ :- এই উপন্যাসটি তিনি উৎসর্গ করেন --- শ্রীযুক্ত বীরেন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়কে।

★উৎসর্গপত্র :- এই উপন্যাসটির উৎসর্গপত্রে সমরেশ বসু লিখেছেন, --- 'বীরেন্দ্র চট্টোপাধ্যায়

                                        প্রীতিভাজনেষু'।

  • পরিমার্জিত তৃতীয় (৩য়) সংস্করণ :- ১লা মে, ১৯৫৭ খ্রিস্টাব্দ/অক্ষয় তৃতীয়া, বৈশাখ, ১৩৬৪ বঙ্গাব্দ।

★সম্পাদনা (সম্পাদক) :- শ্রীনিতাই দাস।

★প্রকাশনা সংস্থা :- 'অমৃতধারা', ৩৫/ডি., কৈলাস বোস স্ট্রীট, কলকাতা - ৭০০০০৬।

★প্রকাশক :- শ্রীদুলালচন্দ্র জানা। 

★মুদ্রণ সংস্থা :- 'নিউ গঙ্গামাতা প্রিন্টিং', ১৯, গোয়াবাগান স্ট্রীট, কলকাতা - ৭০০০০৬।

★মুদ্রক বা মুদ্রাকর :- শ্রীবিভূতি সেনগুপ্ত।

★পৃষ্ঠা সংখ্যা :- ১৫৩টি।

  • উপন্যাসের পরিমার্জিত সংস্করণের নূতন মুদ্রণ (পুনর্মুদ্রণ) :- ১৯৬৮ খ্রিস্টাব্দ/১৩৭৫ বঙ্গাব্দ।

★প্রকাশনা সংস্থা :- 'করুণা প্রকাশনী', কলকাতা - ৭০০০০৯।

১২) 'গঙ্গা' (১৯৫৭)

★পত্রিকায় প্রকাশ :- এই উপন্যাসটি 'জন্মভূমি' পত্রিকার শারদীয় (শারদ) সংখ্যায় ধারাবাহিকভাবে প্রথম প্রকাশিত হয়।

★তথ্য :- এটি সমরেশ বসুর সর্বশ্রেষ্ঠ উপন্যাস। এই উপন্যাসখানি লেখক তথা বাংলা উপন্যাস সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রচনা বলে বিবেচিত হয়। 'দেশ' পত্রিকার বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ২৪টি বাংলা উপন্যাসের তালিকাতেও উপন্যাসটি স্থান পায়।

★উপন্যাসের ধরন :- এটি বাংলা সাহিত্যের একটি সার্থক আঞ্চলিক উপন্যাস। এছাড়া, এটি একটি ধ্রুপদী বাংলা উপন্যাস।

★উল্লেখযোগ্য চরিত্র :- 'বিলাস' (উপন্যাসের নায়ক ও প্রথম কেন্দ্রীয় চরিত্র), 'হিমি' (উপন্যাসের নায়িকা ও দ্বিতীয় কেন্দ্রীয় চরিত্র), 'গামলি পাঁচী', 'পাঁচু' প্রমুখ।

★উপন্যাসের নায়ক বা প্রথম কেন্দ্রীয় (মূল বা প্রধান) চরিত্র :- 'বিলাস'।

★উপন্যাসের নায়িকা বা দ্বিতীয় কেন্দ্রীয় (মূল বা প্রধান) চরিত্র :- 'হিমি'।

★গ্রন্থাকারে মুদ্রণ সম্পর্কিত তথ্যাদি :- দীর্ঘকাল অমুদ্রিত থাকার পর ১৯৭৪ খ্রিস্টাব্দে লেখক সমরেশ বসুর অনুমতিক্রমে কলকাতার 'মৌসুমী প্রকাশনী' বিস্তারিত গ্রন্থপরিচয় ও গবেষণা-সমীক্ষণ সহ 'গঙ্গা' উপন্যাসটির একটি সমৃদ্ধ সংস্করণ প্রকাশ করে। বর্তমানে এই সংস্করণটিই পৃথক পৃথক গ্রন্থাকারে মুদ্রিত বা প্রকাশিত হয়ে বাজারে প্রাপ্ত হয়।

★গুরুত্ব :- (ক) এটি সমরেশ বসুর সর্বশ্রেষ্ঠ উপন্যাস। এই উপন্যাসটি লেখক তথা বাংলা উপন্যাস সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রচনা রচনা বলে বিবেচিত হয়। 'দেশ' পত্রিকার বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ২৪টি বাংলা উপন্যাসের তালিকাতেও উপন্যাসটি স্থান পায়।

(খ) এটি বাংলা সাহিত্যের একটি সার্থক আঞ্চলিক উপন্যাস। এছাড়া, এটি একটি ধ্রুপদী উপন্যাস।

★বৈশিষ্ট্য :- (ক) দক্ষিণবঙ্গ, বিশেষত অবিভক্ত ২৪ পরগনা জেলার মৎস্যজীবী সম্প্রদায়ের (মাছমারা) জীবনসংগ্রামের কাহিনী এই উপন্যাসের মূল উপজীব্য বিষয়।

(খ) আঞ্চলিক প্রবাদ যে-কোন সংস্কৃতির গুরুত্বপূর্ণ সম্পদ। এটি একটি সার্থক আঞ্চলিক উপন্যাস হওয়ায় এই উপন্যাসের পাতায় পাতায় এসেছে বিভিন্ন আঞ্চলিক প্রবাদ।

★চলচ্চিত্রায়ণ/চলচ্চিত্র নির্মাণ :- এই উপন্যাসটি অবলম্বনে ১৯৫৯ খ্রিস্টাব্দে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক রাজেন তরফদার ঐ একই নামের বাংলা ভাষার "গঙ্গা" চলচ্চিত্র বা সিনেমা নির্মাণ করেন। রাজেন তরফদার নির্মিত এই চলচ্চিত্রটি পেক্ষাগৃহে রিলিজ করে বা মুক্তি পায় ১৯৬০ খ্রিস্টাব্দের ২৭শে নভেম্বর। এই চলচ্চিত্র বা সিনেমাটির দুই মুখ্য ভূমিকায় 'বিলাস' চরিত্রে নিবারণ রায় ও 'হিমি' চরিত্রে রুমা গুহঠাকুরতা এবং অন্যান্য উল্লেখযোগ্য ভূমিকায় 'গামলি পাঁচী' চরিত্রে সন্ধ্যা রায়, 'পাঁচু' চরিত্রে জ্ঞানেশ মুখোপাধ্যায় প্রমুখ প্রখ্যাত অভিনেতা ও অভিনেত্রী অভিনয় করেছেন। ১৫১ মিনিট দৈর্ঘের এই সাদাকালো ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন প্রখ্যাত গীতিকার ও সুরকার সলিল চৌধুরী। কলকাতার রাধা, পূর্ণ ও প্রাচী প্রেক্ষাগৃহে এই ছবিটি রিলিজ করে বা মুক্তি পায়। ছবিটি সমালোচকদের দ্বারা উচ্চ প্রশংসিত হয়েছে। এটি ছিল তাঁর দ্বিতীয় পূর্ণ দৈর্ঘ্যের ছবি। এই চলচ্চিত্রটি ১৯৬১ খ্রিস্টাব্দের ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় স্থান পেয়েছিল।

★উৎসর্গ :- এই উপন্যাসটি তিনি উৎসর্গ করেন --- বরেণ্য কথাসাহিত্যিক (কথাশিল্পী) ও নাট্যকার শ্রীযুক্ত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়কে।

  • উপন্যাসের নূতন মুদ্রণ (পুনর্মুদ্রণ) :- ১৯৭৪ খ্রিস্টাব্দ।

★প্রকাশনা সংস্থা :- 'মৌসুমি প্রকাশনী', ১/এ., কলেজ রোড, কলকাতা - ৭০০০০৯।

★প্রকাশক :- শ্রীদেবকুমার বসু।

১৩) 'ত্রিধারা' (১৯৫৭/জ্যৈষ্ঠ, ১৩৬৫)

★প্রকাশনা সংস্থা :- 'ক্যালকাটা পাবলিশার্স', ১০, শ্যামাচরণ দে স্ট্রীট, কলকাতা - ৭০০০১২।

★প্রকাশক :- শ্রীমলয়েন্দ্র কুমার সেন। 

★মুদ্রণ সংস্থা :- 'শ্রীগোপাল প্রেস', ১২১, রাজা দীনেন্দ্র স্ট্রীট, কলকাতা। 

★মুদ্রক বা মুদ্রাকর :- শ্রীইন্দ্রজিৎ পোদ্দার।

প্রচ্ছদ মুদ্রণ :- 'দি নিউ প্রাইমা প্রেস', কলকাতা।

★প্রচ্ছদপট শিল্পী :- শ্রীগণেশ বসু।

★মূল্য বা দাম :- আট (৮) টাকা। 

★পৃষ্ঠা সংখ্যা :- ৩৮৪টি।

১৪) 'ভানুমতী' 

★প্রকাশনা সংস্থা :- 'মৌসুমী প্রকাশনী', ১/এ., কলেজ রোড, কলকাতা - ৭০০০০৯।

★প্রকাশক :- শ্রীদেবকুমার বসু। 

★মুদ্রণ সংস্থা :- 'শ্রীসত্যনারায়ণ প্রেস', ৫২/এ., কৈলাস বসু স্ট্রীট, কলকাতা - ৭০০০০৬।

★মুদ্রক বা মুদ্রাকর :- যুগলকিশোর রায়। 

★প্রচ্ছদপট শিল্পী :- শ্রীপ্রণব সূর।

★মূল্য বা দাম :- ষোল (১৬) টাকা।

★উপন্যাসের বিষয়বস্তু :- এই উপন্যাসটি ১৮৫৭ খ্রিস্টাব্দের 'সিপাহী বিদ্রোহ' বা 'মহাবিদ্রোহ' এবং তার পরবর্তী 'নীল বিদ্রোহ'-এই চলতি সময়ের বিষয় নিয়ে রচিত হয়েছে।

★উল্লেখযোগ্য চরিত্র :- 'ভানুমতী' বা 'ভানু' (কিশোরী,  উপন্যাসের নায়িকা ও কেন্দ্রীয় চরিত্র, পরে ঠাকুরের স্ত্রী, কিশোরী ভানু বিয়ের পরে ধীরে ধীরে যুবতী হয়ে উঠে ঠিকই কিন্তু তার মন থেকে শিশু সুলভ আচরণ যায় না), 'ব্রাহ্মণ' (একজন লোভী মানুষ, যে ভানুমতী বা ভানুকে মিথ্যা কথা বলে অন্য গ্রামে বিক্রি করে দেয়), 'ঠাকুর' (সেই গ্রামে ভানুকে যে বিয়ে করে, অর্থাৎ পরে ভানুমতী বা ভানুর স্বামী) প্রমুখ।

★উপন্যাসের নায়িকা বা কেন্দ্রীয় (মূল বা প্রধান) চরিত্র :- 'ভানুমতী' বা 'ভানু' (কিশোরী ও পরে ঠাকুরের স্ত্রী, কিশোরী ভানু বিয়ের পরে ধীরে ধীরে যুবতী হয়ে উঠে ঠিকই কিন্তু তার মন থেকে শিশু সুলভ আচরণ যায় না)।

★পৃষ্ঠা সংখ্যা :- ১৯৩টি‌।

  • উপন্যাসের দ্বিতীয় মুদ্রণ (পুনর্মুদ্রণ) :- ১৯৫৮ খ্রিস্টাব্দ/২৭শে আষাঢ়, ১৩৬৫ বঙ্গাব্দ।
  • উপন্যাসের নূতন মুদ্রণ (পুনর্মুদ্রণ) :- নভেম্বর, ১৯৮১ খ্রিস্টাব্দ/অগ্রহায়ণ, ১৩৮৮ বঙ্গাব্দ।

★প্রকাশনা সংস্থা :- 'মৌসুমী প্রকাশনী', ১/এ., কলেজ রোড, কলকাতা - ৭০০০০৯।

★প্রকাশক :- শ্রীদেবকুমার বসু। 

১৫) 'পুতুল খেলা' (১৯৫৮)

১৬) 'মোহমায়া' (১৪ই এপ্রিল, ১৯৫৮)

★প্রকাশনা সংস্থা :- 'মডার্ন কলাম', ১০/২-এ., টেমার লেন, কলকাতা - ৭০০০০৯।

★প্রচ্ছদপট শিল্পী :- শ্রীঅনুপ রায়।

★পৃষ্ঠা সংখ্যা :- ১০৯টি।

১৭) 'আমার আয়নার মুখ' (জানুয়ারি, ১৯৫৯)

★প্রকাশনা সংস্থা :- 'সাহিত্য সংস্থা', ১৪/এ., টেমার লেন, কলকাতা - ৭০০০০৯।

★প্রকাশক :- শ্রীরণবীর পাল।

★মুদ্রণ সংস্থা :- 'নব মুদ্রণ', ১/বি., রাজা লেন, কলকাতা - ৭০০০০৯।

★মুদ্রক বা মুদ্রাকর :- শ্রীকমল মিত্র।

★প্রচ্ছদ মুদ্রণ সংস্থা :- 'জুপিটার প্রিন্টিং', ৮/এ., নবীন পাল লেন, কলকাতা - ৭০০০০৯।

★পৃষ্ঠা সংখ্যা :- ১২০টি।

১৮) 'বাঘিনী' (১৯৬০/আশ্বিন, ১৩৬৭)

★প্রকাশনা সংস্থা :- 'বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট লিঃ', কলকাতা - ৭০০০১২।

★প্রকাশক :- শচীন্দ্রনাথ মুখােপাধ্যায়।

★মুদ্রক বা মুদ্রাকর :- শ্রীভােলানাথ হাজরা।

★মুদ্রণ সংস্থা :- 'রূপবাণী প্রেস', ৩১, বাদুড়বাগান স্ট্রাট, কলকাতা - ৭০০০০৯।

★প্রচ্ছদপট শিল্পী :- শ্রীকানাই পাল।

★মূল্য বা দাম :- সাত (৭) টাকা।

★উৎসর্গ :- এই উপন্যাসটি তিনি উৎসর্গ করেন --- কবি, কথাসাহিত্যিক ও শিশুসাহিত্যিক শ্রীযুক্ত প্রেমেন্দ্র মিত্র মহাশয়কে।

★উৎসর্গপত্র :- এই উপন্যাসটির উৎসর্গপত্রে সমরেশ বসু লিখেছেন, --- 'প্রেমেন্দ্র মিত্র 

                                     শ্রদ্ধাস্পদেষু'।

★পৃষ্ঠা সংখ্যা :- ৩৭১টি।

১৯) 'খুঁজে ফিরি সেই মানুষে' (রচনাকাল বা 'দেশ' পত্রিকায় প্রকাশ : ৫ই মার্চ, ১৯৬০/২১শে ফাল্গুন, ১৩৬৬; গ্রন্থাকারে অপ্রকাশিত)

★তথ্য :- এটি সমরেশ বসুর 'কালকূট' ছদ্মনামে লেখা বা রচিত উপন্যাস। [এই উপন্যাস সম্পর্কিত বাকি তথ্য থাকবে আমাদের তিন জনের সম্পাদিত বইয়ের পাতায়।]

২০) 'যার যা ভূমিকা' (মার্চ, ১৯৬০)

★প্রকাশনা সংস্থা :- 'আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ', ৪৫, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯।

★প্রকাশক :- শ্রীফণিভূষণ দেব। 

★মুদ্রণ সংস্থা :- 'আনন্দ প্রেস এণ্ড পাবলিকেশনস প্রাঃ লিঃ', পি/২৪৮, সি. আই. টি, কলকাতা - ৭০০০৫৪।

★মুদ্রক বা মুদ্রাকর :- শ্রীদ্বিজেন্দ্রনাথ বসু। 

★প্রচ্ছদপট শিল্পী :- শ্রীপূর্ণেন্দুশেখর পত্রী।

★তথ্য :- এই উপন্যাসের ভূমিকায় লেখক সমরেশ বসু লিখেছেন, --- 

''এ কোন ভূমিকা না, ছােট একটা কৈফিয়ত। একটা গাড়ি চলে

রাত্রের অন্ধকারে। যাত্রী সংখ্যা চার। এক চালক। এরা নিজের শহরে, সমাজে বা পরিবারে বা প্রত্যহের পরিবেশে কেউ নেই। সবই পিছনে পড়ে রয়েছে। কিন্তু পিছন থেকে বিচ্ছিন্ন হওয়া কি তাদের পক্ষে সম্ভব। সম্মুখের অনশ্চিতের ওপরে কি তাদের

নিঃসংশয় কোন ধারণা আছে। পরিচয়ের দিক থেকেও তারা খুব ঘনিষ্ঠ বা নিবিড় নয়। তা-ই হঠাৎ মনে হল, সবাই তারা নিজেদের কথা নিজেরাই বলুক। যােগফলটা কোথায গিয়ে দাঁড়ায়, দেখা

যাক। কৈফিয়ত এইটকুই। পুরনাে একটা ভঙ্গি এই কারণেই চেখে দেখা।''

★উৎসর্গ :- এই উপন্যাসটি তিনি উৎসর্গ করেন --- কবি, সাহিত্যিক, শিশুসাহিত্যিক, গবেষক, চলচ্চিত্র পরিচালক ও প্রচ্ছদপট শিল্পী শ্রীযুক্ত পূর্ণেন্দুশেখর পত্রী মহাশয়কে। 

★উৎসর্গপত্র :- এই উপন্যাসটির উৎসর্গপত্রে সমরেশ বসু লিখেছেন, --- 'পূর্ণেন্দু পত্রী

                                       প্রীতিভাজনেষু'।

★পৃষ্ঠা সংখ্যা :- ২২৯টি।

  • উপন্যাসের তৃতীয় (৩য়) মুদ্রণ (পুনর্মুদ্রণ) :- এপ্রিল, ১৯৭৬ খ্রিস্টাব্দ।

★প্রকাশনা সংস্থা :- 'আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ', ৪৫, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯।

২১) 'গন্তব্য' (মে,১৯৬১)

★প্রকাশনা সংস্থা :- 'বিশ্ববাণী প্রকাশনী', ৭৯/১ বি., মহাত্মা গান্ধী রোড, কলকাতা - ৭০০০০৯।

★প্রকাশক :- শ্রীব্রজকিশোর মণ্ডল। 

★মুদ্রণ সংস্থা :- 'উমাশঙ্কর প্রেস', ১২, গৌরীমোহন মুখার্জী স্ট্রীট, কলকাতা - ৭০০০০৮।

★মুদ্রক বা মুদ্রাকর :- শ্রীঅনাদিনাথ কুমার। 

★প্রচ্ছদপট শিল্পী :- শ্রীপূর্ণেন্দুশেখর পত্রী।

★পৃষ্ঠা সংখ্যা :- ১৪৮টি।

২২) 'অন্ধকারে আলোর রেখা' (মে, ১৯৬১/বৈশাখ, ১৩৬৮)

★প্রকাশনা সংস্থা :- 'বিশ্ববাণী প্রকাশনী', ৭৯/১ বি., মহাত্মা গান্ধী রোড, কলকাতা - ৭০০০০৯।

★প্রকাশক :- শ্রীব্রজকিশোর মণ্ডল।

★মুদ্রণ সংস্থা :- 'নিউ শশী প্রেস', ১৬, হেমেন্দ্র সেন স্ট্রীট, কলকাতা - ৭০০০০৬।

★মুদ্রক বা মুদ্রাকর :- শ্রীঅশোক কুমার দাস।

★প্রচ্ছদপট শিল্পী :- শ্রীপ্রবীর সেন।

★পৃষ্ঠা সংখ্যা :- ১২১টি।

২৩) 'টানা পোড়েন' (জুন, ১৯৬১)

★প্রকাশনা সংস্থা :- 'শরৎ পাবলিশিং হাউস', ১৮/এ., ৯/৪, টেমার লেন, কলকাতা - ৭০০০০৯।

★প্রকাশক :- শ্রীসত্যেন্দু চ্যাটার্জী।

★মুদ্রণ সংস্থা :- 'বঙ্গবাণী প্রিন্টার্স', ৫৭/এ., কারবালা ট্যাঙ্ক লেন, কলকাতা - ৭০০০০৬।

★মুদ্রক বা মুদ্রাকর :- শ্রীনেপালচন্দ্র ঘোষ।

★প্রচ্ছদপট শিল্পী :- শ্রীগৌতম রায়।

★পৃষ্ঠা সংখ্যা :- ২২৮টি।

২৪) 'ছিন্নবাধা' (১৯৬২)

২৫) 'তিন পুরুষ' (আগস্ট, ১৯৬২)

★প্রকাশনা সংস্থা :- 'বুকমার্ক পাবলিকেশন', ৬, বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা - ৭০০০৮৩।

★প্রকাশক :- শ্রীপ্রদীপ বসু।

★মুদ্রণ সংস্থা :- 'পাবলিসিটি কনসার্ন', ৩, মধু গুপ্ত লেন,  কলকাতা - ৭০০০১২।

★মুদ্রক বা মুদ্রাকর :- শ্রীনবদ্বীপ বসাক।

★প্রচ্ছদপট শিল্পী :- শ্রীগৌতম বসু।

★পৃষ্ঠা সংখ্যা :- ১৬৪টি।

২৬) 'আনন্দ ধারা' (মাঘ, ১৩৬৮ বঙ্গাব্দ)

★প্রকাশনা সংস্থা :- 'মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিঃ', কলকাতা।

★প্রকাশক :- শ্রী এস. এন. রায়। 

★মুদ্রণ সংস্থা :- 'শ্রীসারদা প্রেস', ৬৫, কেশবচন্দ্র সেন স্ট্রীট, কলকাতা - ৭০০০০৯।

★মুদ্রক বা মুদ্রাকর :- শ্রী পি. কে. পাল। 

★প্রচ্ছদপট শিল্পী ও চিত্রাঙ্কন :- শ্রীগৌতম রায়।

★উৎসর্গ :- এই উপন্যাসটি তিনি উৎসর্গ করেন --- শ্রীযুক্ত বসন্ত পোত্দার মহাশয়কে।

★উৎসর্গপত্র :- এই উপন্যাসটির উৎসর্গপত্রে সমরেশ বসু লিখেছেন, --- 'শ্রীবসন্ত পোত্দার 

                                                প্রীতিভাজনেষু'।

★পৃষ্ঠা সংখ্যা :- ৯৮টি‌।

২৭) 'দুরন্ত চড়াই' (১৯৬২)

★প্রকাশনা সংস্থা :- 'বিশ্ববাণী প্রকাশনী', ৭৯/১ বি., মহাত্মা গান্ধী রোড, কলকাতা - ৭০০০০৯।

★প্রকাশক :- শ্রীফণিভূষণ দেব।

২৮) 'নির্জন সৈকতে' (১৯৬৩/১৩৬৯)

★তথ্য :- এটি সমরেশ বসুর 'কালকূট' ছদ্মনামে লেখা বা রচিত উপন্যাস। [এই উপন্যাস সম্পর্কিত বাকি তথ্য থাকবে আমাদের তিন জনের সম্পাদিত বইয়ের পাতায়।]

২৯) 'শেষ দরবার' (১৯৬৩/মাঘ, ১৩৬৯)

★প্রকাশনা সংস্থা :- 'সাহিত্য প্রকাশ', কলকাতা - ৭০০০০৯।

★প্রকাশক :- শ্রীপ্রবীর মিত্র।

★মুদ্রণ সংস্থা :- 'জয়দুর্গা প্রেস', ৫৩, রাজা দীনেন্দ্র স্ট্রীট, কলকাতা - ৭০০০০৯।

★মুদ্রক বা মুদ্রাকর :- শ্রীপ্রফুল্লকুমার বক্সী।

★প্রচ্ছদপট শিল্পী :- শ্রীপ্রদোষকান্তি বর্মন।

★উৎসর্গ :- এই উপন্যাসটি তিনি উৎসর্গ করেন --- অধ্যাপক, গবেষক ও সাহিত্যি-সমালোচক শ্রীযুক্ত জগদীশ ভট্টাচার্য মহাশয়কে।

★উৎসর্গপত্র :- এই উপন্যাসটির উৎসর্গপত্রে সমরেশ বসু লিখেছেন, --- 'অধ্যাপক জগদীশ ভট্টাচার্য 

শ্রীচরণেষু'।

★পৃষ্ঠা সংখ্যা :- ১৫০টি।

৩০) 'মুর্শিদকুলী খাঁ' (১৯৬৩/জ্যৈষ্ঠ, ১৩৭০)

★প্রকাশনা সংস্থা :- 'সাহিত্য প্রকাশ', কলকাতা - ৭০০০০৯।

★প্রকাশক :- শ্রীপ্রবীর মিত্র। 

★মুদ্রণ সংস্থা :- 'তনুশ্রী প্রিন্টার্স', ৪/১-ই., বিডন রোড, কলকাতা - ৭০০০০৬।

★মুদ্রক বা মুদ্রাকর :- শ্রীভোলানাথ পাল।

★প্রচ্ছদপট শিল্পী :- শ্রীঅমিয় ভট্টাচার্য।

★পৃষ্ঠা সংখ্যা :- ১৬৭টি।

৩১) 'শালঘেরির সীমানায়' (১৯৬৩/জ্যৈষ্ঠ, ১৩৭০)

★তথ্য :- এটি সমরেশ বসুর 'ভ্রমর' ছদ্মনামে লেখা বা রচিত উপন্যাস। [এই উপন্যাস সম্পর্কিত বাকি তথ্য থাকবে আমাদের তিন জনের সম্পাদিত বইয়ের পাতায়।]

৩২) 'সংকট' (১৯৬৩/১৩৭০)

★প্রকাশনা সংস্থা :- 'ভূলিপি', কলকাতা।

★পৃষ্ঠা সংখ্যা :- ৯৩টি।

  • উপন্যাসের নূতন মুদ্রণ (পুনর্মুদ্রণ) :- ১৯৭৬ খ্রিস্টাব্দ।

৩৩) 'দুই অরণ্য' (১৯৬৪)

৩৪) 'ফেরাই' (১৯৬৪)

৩৫) 'ধূসর আয়না' (১৯৬৪)

৩৬) 'তরাই' (১লা বৈশাখ, ১৩৭১)

★প্রকাশনা সংস্থা :- 'অনির্বাণ প্রকাশনী', ৩/এ., গঙ্গাধরবাবু লেন, কলকাতা - ৭০০০১২।

★সহযোগী প্রকাশনা সংস্থা :- 'ইউ. বি. আই', কলকাতা।

★প্রকাশক :- শ্রীরুদেন্দ্র সরকার। 

★মুদ্রণ সংস্থা :- 'সত্যনারায়ণ প্রেস', ১, রমাপ্রসাদ লেন, কলকাতা - ৭০০০০৬।

★মুদ্রক বা মুদ্রাকর :- শ্রীহরিপদ পাত্র। 

★প্রচ্ছদপট শিল্পী :- শ্রীগৌতম রায়।

★পৃষ্ঠা সংখ্যা :- ২০৬টি

৩৭) 'অন্ধকার গভীর গভীরতর' (বৈশাখ, ১৩৭১)

★প্রকাশনা সংস্থা :- 'বিশ্ববাণী প্রকাশনী', ৭৯/১ বি., মহাত্মা গান্ধী রোড, কলকাতা - ৭০০০০৯।

★প্রকাশক :- শ্রীব্রজকিশোর মণ্ডল। 

★মুদ্রণ সংস্থা :- 'সরস্বতী প্রেস', ১২, পটুয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯।

★মুদ্রক বা মুদ্রাকর :- শ্রীদিলীপকুমার চৌধুরি।

★উৎসর্গ :- এই উপন্যাসটি তিনি উৎসর্গ করেন --- শ্রীযুক্ত প্রভাস কুমার চৌধুরী মহাশয়কে।

★উৎসর্গপত্র :- এই উপন্যাসটির উৎসর্গপত্রে সমরেশ বসু লিখেছেন, --- 'শ্রীপ্রভাস কুমার চৌধুরি

                                              শ্রদ্ধাস্পদেষু'।

★পৃষ্ঠা সংখ্যা :- ১০৬টি।

৩৮) 'পরম রতন' (আষাঢ়, ১৩৭১)

★প্রকাশনা সংস্থা :- 'সাহিত্য প্রকাশ', কলকাতা - ৭০০০০৯।

★প্রকাশক :- শ্রীপ্রবীর মিত্র।

★মুদ্রণ সংস্থা :- 'স্টার প্রিন্টিং প্রেস', ২১/এ., রাধানাথ বোস লেন, কলকাতা - ৭০০০০৬।

★মুদ্রক বা মুদ্রাকর :- শ্রীগোপালচন্দ্র পাল।

★প্রচ্ছদপট শিল্পী :- শ্রীগৌতম রায়।

★পৃষ্ঠা সংখ্যা :- ১১১টি।

৩৯) 'অচিনপুরের কথকতা' (জানুয়ারি, ১৯৬৫)

★প্রকাশনা সংস্থা :- 'সাহিত্য প্রকাশ', কলকাতা - ৭০০০০৩।

★প্রকাশক :- শ্রীপ্রবীর মিত্র।

★মুদ্রণ সংস্থা :- 'তনুশ্রী প্রিন্টার্স', ৪/১-ই., বিডন রোড, কলকাতা - ৭০০০০৬।

★প্রচ্ছদপট শিল্পী :- শ্রীমানবেন্দ্র পাল (ডাক নাম : বাচ্চু)‌।

★উৎসর্গ :- এই উপন্যাসটি তিনি উৎসর্গ করেন --- কথাসাহিত্যিক (ঔপন্যাসিক ও গল্পকার) এবং শিশুসাহিত্যিক শ্রীযুক্ত রমাপদ চৌধুরী মহাশয়কে।

৪০) 'স্বর্ণ পিঞ্জর' (১৯৬৫)

৪১) 'বিবর' (১৯৬৫)

★উল্লেখযোগ্য চরিত্র :- 'বীরেশ বসু' বা 'বীরেশ' (বিদিশার দাদা), 'নীতা রায়' বা 'নীতা' (চিত্রার মালকিন), 'হীরেন' (শিল্পী ও বীরেনের বন্ধু), 'হীরেনের বান্ধবী', 'পুলিশ ইনভেস্টিগেশন অফিসার', 'হরলাল ভট্টাচার্য' ('এন. আর. আই' ব্যবসায়ী), 'বীরেন' (হীরেনের বন্ধু), 'বীরেশের বাবা', 'বীরেশের মা', 'মিস্টার বাগচী' (বীরেশের অফিসের বস), 'মিস্টার চ্যাটার্জি' (বীরেশের কলেজের সিনিয়র), 'মিসেস চ্যাটার্জি', 'বিদিশা' (বীরেশের বোন), 'সুইটি' (হুকার), 'চিত্রা' (নিতার দাসী), 'বাউলসাধক', 'ঘোষ', 'সাবিত্রী' (হুকার), 'ন্যান্সি' (অভ্যর্থনাবিদ), 'কবি', 'তারাপদ', 'ট্যাক্সি ড্রাইভার' প্রমুখ।

★অশ্লীল উপন্যাস :- সমালোচকেরা এই উপন্যাসটিকে 'অশ্লীল' উপন্যাস হিসেবে বিবেচিত করেছেন।

★পৃষ্ঠা সংখ্যা :- ৮৫টি।

★চলচ্চিত্রায়ণ/চলচ্চিত্র নির্মাণ :- এই উপন্যাসটি অবলম্বনে ২০০৬ সালে সুখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক সুব্রত সেন ঐ একই নামের বাংলা ভাষার 'বিবর' চলচ্চিত্র বা সিনেমা নির্মাণ করেন।

৪২) 'পুনর্যাত্রা' (১৯৬৫/মাঘ, ১৩৭১)

★প্রকাশনা সংস্থা :- 'অসিমা প্রকাশনী', ১৪১, কেশবচন্দ্র স্ট্রীট, কলকাতা - ৭০০০০৯।

★প্রচ্ছদপট শিল্পী :- শ্রীমতী শ্যামলী ঘোষ।

৪৩) 'হারিয়ে পাওয়া' (১৯৬৫/মাঘ, ১৩৭১)

★পরিবেশক :- 'নাথ ব্রাদার্স', ৯, শ্যামাচরণ দে স্ট্রীট, কলকাতা - ৭০০০৭৩।

★প্রকাশনা সংস্থা :- 'নাথ পাবলিশিং হাউস', ২৬/বি., পণ্ডিতিয়া প্লেস, কলকাতা - ৭০০০২৯।

★প্রকাশক :- শ্রীসমীরকুমার নাথ।

★মুদ্রণ সংস্থা :- 'শ্রীসারদা প্রেস', ৬৫, কেশবচন্দ্র সেন স্ট্রীট, কলকাতা - ৭০০০০৯।

★মুদ্রক বা মুদ্রাকর :- শ্রী পি. কে. পাল।

★প্রচ্ছদপট শিল্পী :- শ্রীগৌতম রায়।

★উল্লেখযোগ্য চরিত্র :- 'চাঁদ' (মোটামুটি লম্বা বালক, গায়ে মেদ নেই, বাংলায় অনার্স নিয়ে 'বি. এ.' পাস করে, অস্ত্র কারখানার বেয়নেট বিভাগে কাজ করে, তাই তার নিজকে সার্কাসের জোকারের থেকেও বেশি করুণা করতে ইচ্ছা করে, সে তার দাদা-বউদিদের ক্ষ্যাপা-ক্ষেপী বলে ডাকে), 'চাঁদের দাদা' (পরীর স্বামী), 'পরী' (চাঁদের বউদি ও চাঁদের দাদার স্ত্রী, চাঁদের মতে তার পরী নামটা অসার্থক না, কারণ তার ফরসা রঙের সঙ্গে চোখ-মুখ এমন কাটা কাটা, একটি তীক্ষ্ণ ভাব, দুর্গা-জগদ্ধাত্রীর সঙ্গে মানায় বেশি), 'হরি ভট্চাজ' (কুষ্টি তৈরি করে), 'রামবাবু' (রেস্টুরেন্টের মালিক), 'বিজন চৌধুরী' (সে তার স্ত্রীকে ভয় পায়), 'বিজন চৌধুরীর স্ত্রী' (ফর্সা, মোটা ও হাসিখুশি চেহারার, তার পরিষ্কার কথাবার্তা), 'গোপালদা' (চশমা পরিহিত ও মধ্যবয়সী একজন ভদ্রলোক), 'যতীন', 'নিমাই', 'শম্ভু', 'অলক', 'খোকন', 'শ্রীচন্দ্রনাথ হালদার' (ছ নম্বর তর্করত্ন রোডে তার বাড়ি, খোকন এই ঠিকানায় চাঁদদের তাকে অনুসন্ধান করতে বলল) প্রমুখ‌।

★পৃষ্ঠা সংখ্যা :- ১২৪টি।

৪৪) 'রূপায়ণ' (১৯৬৫/ফাল্গুন, ১৩৭১)

★প্রকাশনা সংস্থা :- 'বিশ্ববাণী প্রকাশনী', ৭৯/১ বি., মহাত্মা গান্ধী রোড, কলকাতা - ৭০০০০৯।

★প্রকাশক :- শ্রীফণিভূষণ দেব।

★উৎসর্গ :- এই উপন্যাসটি তিনি উৎসর্গ করেন --- শ্রীযুক্ত দেবনাথ রায় মহাশয়কে।

৪৫) 'আদি মধ্য অন্ত' (১৯৬৫/১লা বৈশাখ, ১৩৭২)

★প্রকাশনা সংস্থা :- 'মণ্ডল বুক হাউস', ৭৮/১, মহাত্মা গান্ধী রােড, কলেজ স্ট্রীট, কলকাতা - ৭০০০০৯।

★প্রকাশক :- শ্রীসুনীল মণ্ডল।

★মুদ্রণ সংস্থা :- 'বাণী মুদ্রণ', ১২, নরেন সেন স্কোয়ার, কলকাতা - ৭০০০০৯।

★মুদ্রক বা মুদ্রাকর :- শ্রীবংশীধর সিংহ। 

★প্রচ্ছদপট শিল্পী :- শ্রীগণেশ বসু। 

৪৬) 'বিজড়িত' (১৯৬৫)

★প্রকাশনা সংস্থা :- 'আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ', ৪৫, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯।

★প্রকাশক :- শ্রীফণিভূষণ ঘোষ। 

★মুদ্রক বা মুদ্রাকর :- শ্রীদ্বিজেন্দ্রনাথ বসু। 

★মুদ্রণ সংস্থা :- 'আনন্দ প্রেস এন্ড পাবলিকেশনস প্রাঃ লিঃ', কলকাতা - ৭০০০৫৪।

★প্রচ্ছদপট শিল্পী :- শ্রীপূর্ণেন্দুশেখর পত্রী।

★উৎসর্গ :- এই উপন্যাসটি তিনি উৎসর্গ করেন --- শ্রীমতি মীনা চৌধুরী মহাশয়া ও তাঁর স্বামী শ্রীযুক্ত বরুণ চৌধুরী মহাশয়কে।

★উৎসর্গপত্র :- এই উপন্যাসটির উৎসর্গপত্রে সমরেশ বসু লিখেছেন, --- 'মীনা ও বরুণ চৌধুরী-কে

                                            প্রীতির সহিত।'

★পৃষ্ঠা সংখ্যা :- ১১০টি।

  • পরিমার্জিত প্রথম (১ম) সংস্করণ :- ডিসেম্বর, ১৯৬৫ খ্রিস্টাব্দ।

প্রকাশনা সংস্থা :- 'আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ', ৪৫, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯।

  • উপন্যাসের পরিমার্জিত সংস্করণের নূতন মুদ্রণ (পুনর্মুদ্রণ) :- ১৯৭৫ খ্রিস্টাব্দ।

★প্রকাশনা সংস্থা :- 'আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ', ৪৫, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯।

৪৭) 'দিগন্ত' (১৯৬৬/আশ্বিন, ১৩৭২)

★প্রকাশনা সংস্থা :- 'সমকাল প্রকাশনী', ৮/২-এ., গোয়ালটুলি লেন, কলকাতা - ৭০০০১৩।

★প্রকাশক :- শ্রীপ্রসূনকুমার বসু।

★মুদ্রণ সংস্থা :- 'তারা প্রিন্টার্স', কলকাতা।

★প্রচ্ছদপট শিল্পী :- শ্রীগৌতম রায়।

★উল্লেখযোগ্য চরিত্র :- 'শংকর' বা 'শংকরবাবু' (উপন্যাসের শুরুতে সে বসেছিল হাইওয়ের চণ্ডীতলা মোড়ে, বটতলা ঘেষে দুলালের চায়ের দোকানের বাইরের বেঞ্চিতে, রোজই বিকালে সূর্যাস্তের আগে সে এখানে বসে, চা খায় এবং গ্রামের অন্যান্যরা), 'দুলাল' (উপন্যাসের শুরুতে শংকর বসেছিল তার চায়ের দোকানের বেঞ্চিতে, রোজই বিকালে সূর্যাস্তের আগে শংকর তার চায়ের দোকানে বসে, চা খায় এবং গ্রামের অন্যান্যরা), 'পঞ্চু' বা 'পঞ্চ', 'বদি বাউরি', 'বদি বাউরির বউ',  'বুধাই (বদি বাউরির ছেলে, উপন্যাসে তার অ্যাক্সিডেন্ট হয়েছে), 'গুইরাম পাল', 'কার্তিক' (পঞ্চায়েতের একজন সভ্য ব্যক্তি), 'সুজিত', 'ডাক্তার', 'সিস্টার বা নার্স' (নীল পাড় সাদা শাড়ি, কালো দোহারা চেহারার বছর চব্বিশ পঁচিশ বছরের একটি মেয়ে) প্রমুখ।

★পৃষ্ঠা সংখ্যা :- ১৬৫টি।

  • উপন্যাসের নূতন মুদ্রণ (পুনর্মুদ্রণ) :- অক্টোবর, ১৯৮২ খ্রিস্টাব্দ।

★মূল্য বা দাম :- চৌদ্দ/চোদ্দ (১৪) টাকা।

৪৮) 'প্রজাপতি' (২রা ডিসেম্বর, ১৯৬৫)

★প্রকাশনা সংস্থা :- 'প্রভা প্রকাশনী', ১/কে., রাধানাথ মল্লিক লেন, কলকাতা - ৭০০০১২।

★প্রকাশক :- শ্রীঅসীমকুমার মণ্ডল। 

★মুদ্রণ সংস্থা :- 'পূর্ণিমা প্রিন্টার্স', টি/২-এ./১, গুরুদাস দত্ত গার্ডেন লেন, কলকাতা - ৭০০০৬৭।

★প্রচ্ছদপট শিল্পী :- শ্রীশেখর মণ্ডল, কলকাতা - ৭০০০০৬।

★অক্ষরবিন্যাস :- 'তনুশ্রী প্রিন্টার্স', ২১/বি., রাধানাথ বোস লেন, কলকাতা - ৭০০০০৬।

★অশ্লীল উপন্যাস :- সমালোচকেরা এই উপন্যাসটিকে 'অশ্লীল' উপন্যাস হিসেবে বিবেচিত করেছেন।

★পৃষ্ঠা সংখ্যা :- ১২৬টি।

৪৯) 'তিন ভুবনের পারে' (১৯৬৬)

★প্রকাশনা সংস্থা :- 'মৌসুমি প্রকাশনী', ১/এ., কলেজ রোড, কলকাতা - ৭০০০০৯।

★প্রকাশক :- শ্রীদেবকুমার বসু।

★চলচ্চিত্রায়ণ/চলচ্চিত্র নির্মাণ :- এই উপন্যাসটি অবলম্বনে ১৯৬৯ খ্রিস্টাব্দের ৩১শে ডিসেম্বর সুখ্যাত চলচ্চিত্র পরিচালক আশুতোষ বন্দ্যোপাধ্যায় ঐ একই নামের বাংলা ভাষার 'তিন ভুবনের পারে' চলচ্চিত্র বা সিনেমা নির্মাণ করেন।

৫০) 'জগদ্দল' (১৯৬৬)

★প্রকাশনা সংস্থা :- 'বিশ্ববাণী প্রকাশনী', ৭৯/১ বি., মহাত্মা গান্ধী রোড, কলকাতা - ৭০০০০৯।

★প্রকাশক :- শ্রীফণিভূষণ দেব।

৫১) 'স্বর্ণশিখর প্রাঙ্গনে' (সেপ্টেম্বর, ১৯৬৬/ভাদ্র, ১৩৭২)

★তথ্য :- এটি সমরেশ বসুর 'কালকূট' ছদ্মনামে লেখা বা রচিত উপন্যাস। [এই উপন্যাস সম্পর্কিত বাকি তথ্য থাকবে আমাদের তিন জনের সম্পাদিত বইয়ের পাতায়।]

  •  বিশেষ দ্রষ্টব্য :-  সমরেশ বসুর গ্রন্থাকারে প্রকাশিত প্রায় ২০০টি উপন্যাসের মধ্যে আমি এখানে প্রথম ৫১টি উপন্যাস তথ্যাকারে দিয়েছি। আর বাকি সমরেশ বসুর উপন্যাস বা গ্রন্থপঞ্জিসহ সমরেশ বসু সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে এখনই প্রি-বুকিং করুন আমাদের তিন জনের সম্পাদিত "বাংলা সাহিত্যিক চরিতমালা : আধুনিক যুগ (প্রথম খণ্ড)" বইটি। আমাদের বইতে সমরেশ বসুর মোট ১৭৮টি উপন্যাস সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া আছে। আর এখানে আমি যে ৫টি উপন্যাসের নীচে লিখেছি যে, উপন্যাসগুলো সমরেশ বসুর 'কালকূট' বা 'ভ্রমর' ছদ্মনামে রচিত উপন্যাস এবং এই উপন্যাসগুলো সম্পর্কিত বাকি তথ্য পেয়ে যাবেন আমাদের তিন জনের সম্পাদিত বইয়ের পাতায়। কারণ আমাদের তিন জনের সম্পাদিত বইতে সমরেশ বসুর 'কালকূট' বা 'ভ্রমর' ছদ্মনামে রচিত উপন্যাসগুলোর একটি সম্পূর্ণ লিস্ট সাজিয়ে সমস্ত তথ্যসহকারে দেওয়া আছে। এই বইটির মধ্যে আপনারা এস.এল.এস.টির ৯-১০ সিলেবাসের অন্তর্ভুক্ত আধুনিক যুগ থেকে সমস্ত তথ্য ঠিক এভাবেই ডিটেইলসে পেয়ে যাবেন।

  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

2 Comments

  1. খুবই সুন্দর তথ্য। Thank you স্যার 🙏🙏🙏🙏

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post