NEW :
Loading contents...

  বাংলা ছোটগল্পের জগতে মহাশ্বেতা দেবী   

¤ মহাশ্বেতা দেবীর নিম্নে উল্লিখিত মোট ১০৫টি গল্পের মধ্যে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত ও পৃথক নামাঙ্কিত, গল্পগ্রন্থ বা গল্প-সংকলন গ্রন্থে সংকলিত না হওয়া ৭৭টি গল্প এবং বিভিন্ন গল্পগ্রন্থ ও গল্প-সংকলন গ্রন্থে স্থান পাওয়া ২৮টি গল্প :-

                 ★মহাশ্বেতা দেবীর দ্বিতীয় গল্পগ্রন্থ ১৯৬০ খ্রিস্টাব্দে কলকাতার "বিশ্ববাণী প্রকাশনী" থেকে "সপ্তপর্ণী" নামে প্রকাশিত হয়। ১৯৫২-১৯৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত তাঁর লেখা আরো অনেকগুলি গল্প প্রকাশিত হয় বিভিন্ন পত্র-পত্রিকায়। ক্রমশ গল্পগ্রন্থ, গল্প-সংকলন গ্রন্থ এবং বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর লেখা গল্প প্রকাশিত হতে থাকে। ১৯৫২-১৯৭২ খ্রিস্টাব্দ পর্যন্ত সময় পর্যায়কে মহাশ্বেতা দেবীর ছোটগল্প রচনার প্রাথমিক পর্যায় হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই কুড়ি বছরে প্রায় অনেক গল্প রচনা করেছেন তিনি। নিম্নে উল্লিখিত ১০০টি গল্পের মধ্যে ২৩টি গল্প মহাশ্বেতা দেবীর বিভিন্ন গল্পগ্রন্থ বা গল্প-সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে। এছাড়া, গল্পগ্রন্থ ও গল্প-সংকলন গ্রন্থগুলি ছাড়া মহাশ্বেতা দেবীর বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত শতাধিক গল্প রয়েছে, এর মধ্যে নিম্নে উল্লিখিত ৭৭টি গল্প পৃথক নামাঙ্কিত কোন গল্পগ্রন্থ বা গল্প-সংকলন গ্রন্থে সংকলিত হয়নি। মহাশ্বেতা দেবীর এই সমস্ত গল্পগুলির তালিকা পত্রিকায় প্রকাশকাল অনুসারে ক্রমানুযায়ী সাজিয়ে তথ্যসহকারে নিম্নে দেওয়া হল ---

  গল্পের নাম -- পত্রিকার নাম -- প্রথম প্রকাশ  

১)  "মরাচিঠি" [মহাশ্বেতা দেবীর "সুমিত্রা দেবী" ছদ্মনামে লিখিত বা রচিত প্রথম গল্প] --- "সচিত্র ভারত" পত্রিকা --- ২০ই অক্টোবর, ১৯৫১ খ্রিস্টাব্দ।

২) "বন্ধু বিচ্ছেদ" [মহাশ্বেতা দেবীর "সুমিত্রা দেবী" ছদ্মনামে লিখিত বা রচিত শেষ গল্প] --- "সচিত্র ভারত" পত্রিকা --- ১০ই মার্চ, ১৯৫৬ খ্রিস্টাব্দ।

৩) "রাস" --- "সুন্দরম" পত্রিকা --- ভাদ্র-আশ্বিন, ১৩৬৪ বঙ্গাব্দ/১৯৫৭ খ্রিস্টাব্দ।

৪) "পরমআত্মীয়" --- অজ্ঞাত --- ১৯৫৭ খ্রিস্টাব্দ।

৫) "তৃষ্ণা" --- অজ্ঞাত --- ১৯৫৮ খ্রিস্টাব্দ।

৬) "সোনালী মাছ" --- শারদীয় "যুগান্তর" পত্রিকা --- ১৯৫৮ খ্রিস্টাব্দ।

৭) "দাহ" --- অজ্ঞাত" --- ১৯৫৮ খ্রিস্টাব্দ (আনুমানিক)। 

৮) "রঙ্গওয়ালী" --- "বসুধারা" পত্রিকা --- ১৯৫৮ খ্রিস্টাব্দ।

৯) "পর্বত" --- "আনন্দবাজার পত্রিকা" --- ২২শে জুন, ১৯৫৮ খ্রিস্টাব্দ।

১০) "যশোবন্তী" --- "দেশ" পত্রিকা --- ১৯৫৮ খ্রিস্টাব্দ।

১১) "পদ্মিনী" --- অজ্ঞাত --- ১৯৫৮ খ্রিস্টাব্দ (আনুমানিক)।

১২) "আশু ডাক্তারের বাড়ি" --- অজ্ঞাত --- ১৯৫৮ খ্রিস্টাব্দ।

১৩) "বেড়াল" --- শারদীয় "যুগান্তর" পত্রিকা --- ১৯৫৯ খ্রিস্টাব্দ।

১৪) "অনসূয়া" --- শারদ "বসুধারা" পত্রিকা --- ৪র্থ বর্ষ, ১ম খণ্ড, ৬ষ্ঠ সংখ্যা, আশ্বিন, ১৩৬৭ বঙ্গাব্দ/১৯৬০ খ্রিস্টাব্দ।

১৫) "শাস্তি" --- "ভারতবর্ষ" পত্রিকা --- ৪৮ বর্ষ, ২য় খণ্ড, ৪র্থ সংখ্যা, চৈত্র, ১৩৬৭ বঙ্গাব্দ/১৯৬০ খ্রিস্টাব্দ।

১৬) "নিশি" --- শারদীয় "বসুমতী" পত্রিকা --- ১৩৬৭ বঙ্গাব্দ/১৯৬০ খ্রিস্টাব্দ।

১৭) "অগস্তি সাহেবের কুঠি" --- শারদীয় "যুগান্তর" পত্রিকা --- ১৩৬৭ বঙ্গাব্দ/১৯৬০ খ্রিস্টাব্দ।

১৮) "একটি বিকেলের গল্প" --- শারদীয় "গল্পভারতী" পত্রিকা --- ১৯৬০ খ্রিস্টাব্দ।

১৯) "শকুন" --- "অমৃত" পত্রিকা --- ১ম বর্ষ, ৬ষ্ঠ সংখ্যা, শুক্রবার, ১লা আষাঢ়, ১৩৬৮ বঙ্গাব্দ/১৯৬১ খ্রিস্টাব্দ।

২০) "চক্রব্যুহ" --- "গল্পভারতী" পত্রিকা --- আশ্বিন, ১৩৬৮ বঙ্গাব্দ/১৯৬১ খ্রিস্টাব্দে‌।

২১) "ননীগোপালের জমাখরচ" --- "উল্টোরথ" পত্রিকা --- আষাঢ়, ১৩৬৯ বঙ্গাব্দ/১৯৬২ খ্রিস্টাব্দ।

২২) "কিসে যে কি হয়" --- শারদ "বসুধারা" পত্রিকা --- ৬ষ্ঠ সংখ্যা, আশ্বিন, ১৩৬৯ বঙ্গাব্দ/১৯৬২ খ্রিস্টাব্দ।

২৩) "রাজযোটক" --- "সচিত্র শ্রীমতি" পত্রিকা --- পৌষ, ১৩৬৯ বঙ্গাব্দ/১৯৬২ খ্রিস্টাব্দ।

২৪) "জোছনা রাতের ছেলে" --- "ঘরনী" পত্রিকা --- ১৯৬২ খ্রিস্টাব্দ।

২৫) "অহিংস" --- "সচিত্র শ্রীমতি" পত্রিকা --- ১৯৬২ খ্রিস্টাব্দ।

২৬) "রোমথা" --- "দর্পণ" পত্রিকা --- ১৯৬৪ খ্রিস্টাব্দ।

২৭) "শান্তিসুধা সরণি" --- শারদীয় "অমৃত" পত্রিকা --- ১৩৭২ বঙ্গাব্দ/১৯৬৫ খ্রিস্টাব্দ।

২৮) "উনপঞ্চাশ নম্বর খুন" --- "অমৃত" পত্রিকা --- ৫ম বর্ষ, ৩৫ সংখ্যা, শুক্রবার, ২২শে পৌষ, ১৩৭২ বঙ্গাব্দ/১৯৬৫ খ্রিস্টাব্দ।

২৯) "প্রমাণ ছিল না" --- "কথাসাহিত্য" পত্রিকা --- মাঘ, ১৩৭২ বঙ্গাব্দ/১৯৬৫ খ্রিস্টাব্দ।

৩০) "জগন্নাথের রথ" --- শারদীয় "বসুমতী" পত্রিকা --- ১৯৬৫ খ্রিস্টাব্দ।

৩১) "ঘড়ি" --- শারদীয় "অমৃত" পত্রিকা --- ১৩৭৩ বঙ্গাব্দ/১৯৬৬খ্রিস্টাব্দ।

৩২) "সমান্তরাল" --- "দীপান্বিতা" পত্রিকা --- ২য় বর্ষ, ১ম সংখ্যা, পৌষ, ১৩৭৩ বঙ্গাব্দ/১৯৬৬ খ্রিস্টাব্দ।

৩৩) "যশোমতী" --- অজ্ঞাত --- ১৯৬৬ খ্রিস্টাব্দ।

৩৪) "খবর" --- শারদীয় "বসুমতী" পত্রিকা --- ১৩৭৪ বঙ্গাব্দ/১৯৬৭ খ্রিস্টাব্দ।

৩৫) "সোনার ময়ূর" --- শারদীয় "প্রসাদ" পত্রিকা --- ১৩৭৪/১৯৬৭ খ্রিস্টাব্দ।

৩৬) "ম্যাডোনা" --- "পরিচয়" পত্রিকা --- অক্টোবর, ১৯৬৭ খ্রিস্টাব্দ।

৩৭) "ভৌগোলিক" --- "একতা" পত্রিকা (বহরমপুর) --- পূজা সংখ্যা, ১৯৬৭ খ্রিস্টাব্দ।

৩৮) "পায়রা" --- শারদীয় "গল্পভারতী" পত্রিকা --- ১৩৭৫ বঙ্গাব্দ/১৯৬৮ খ্রিস্টাব্দ।

৩৯) "হাতির পা" --- "অমৃত" পত্রিকা --- ৮ম বর্ষ, ৩৩ সংখ্যা, শুক্রবার, ১২ই পৌষ, ১৩৭৫ বঙ্গাব্দ/১৯৬৮ খ্রিস্টাব্দ।

৪০) "নকল (১)" --- শারদীয় "বসুমতী" পত্রিকা --- ১৩৭৫ বঙ্গাব্দ/১৯৬৮ খ্রিস্টাব্দ।

৪১) "অমলিনা" --- শারদীয় "ঘরনী" পত্রিকা --- ১৯৬৮ খ্রিস্টাব্দ।

৪২) "সই" --- "উল্টোরথ" পত্রিকা --- ১৯৬৮ খ্রিস্টাব্দ।

৪৩) "সন্দেশ" --- অজ্ঞাত --- ১৯৬৮ খ্রিস্টাব্দ।

৪৪) "বান" --- "কথাসাহিত্য" পত্রিকা --- ১৯৬৮ খ্রিস্টাব্দ।

৪৫) "নকল (২)" --- শারদীয় "বসুমতী" পত্রিকা --- ১৯৬৮ খ্রিস্টাব্দ।

৪৬) "দেওয়ান খইমালা ও ঠাকুরবটের কাহিনী" --- "সাতরং" পত্রিকা --- ১৯৬৮ খ্রিস্টাব্দ।

৪৭) "সাঁঝ সকালের মা" --- "উল্টোরথ" পত্রিকা --- ১৯৭০ খ্রিস্টাব্দ।

৪৮) "বিশালাক্ষ্মীর ঘর" --- "কথাসাহিত্য" পত্রিকা --- ১৯৭০ খ্রিস্টাব্দ।

৪৯) "কান্না" --- "প্রসাদ" পত্রিকা --- ১৯৭০ খ্রিস্টাব্দ।

৫০) "ভীষ্মের পিপাসা" --- শারদীয় "অমৃত" পত্রিকা --- ১৯৭০ খ্রিস্টাব্দ।

৫১) "মলিনা সোমের দিন ও রাত" --- শারদীয় "প্রসাদ" পত্রিকা --- ১৩৭৮ বঙ্গাব্দ/১৯৭১ খ্রিস্টাব্দ।

৫২) "পরবাসী" --- শারদীয় "উত্তরভারতী" পত্রিকা --- ১৯৭১ খ্রিস্টাব্দ।

৫৩) "নেশা" --- অজ্ঞাত --- ১৯৭১ খ্রিস্টাব্দ।

৫৪) "হারুণ সালেমের মাসি" --- "কথাসাহিত্য" পত্রিকা --- ১৯৭১ খ্রিস্টাব্দ।

৫৫) "সিন্ধুবালা" --- অজ্ঞাত --- ১৯৭১ খ্রিস্টাব্দ (আনুমানিক)।

৫৬) "বিস্ময়" --- "গন্ধবনিক" পত্রিকা --- ১৯৭২ খ্রিস্টাব্দ।

৫৭) "অবলা সবলা" --- "কথাসাহিত্য" পত্রিকা --- ১৯৭২ খ্রিস্টাব্দ।

৫৮) "বিগুলাল" --- শারদীয় "গল্পভারতী" পত্রিকা --- ১৩৮০ বঙ্গাব্দ/১৯৭৩ খ্রিস্টাব্দ।

৫৯) "দুই বিঘা জমি" --- "সিনেমা জগৎ" পত্রিকা --- ১৮৯৫ শকাব্দ/১৯৭৩ খ্রিস্টাব্দ।

৬০) "চড়ক" --- "গল্পবিচিত্রা" পত্রিকা --- ১ম বর্ষ, শারদীয় সংখ্যা, ১৯৭৩ খ্রিস্টাব্দ।

৬১) "এপার বাঙলা ওপার বাঙলা" --- শারদীয় "সপ্তাহ" পত্রিকা --- ১৯৭৩ খ্রিস্টাব্দ।

৬২) "জল" (১) --- শারদীয় "অমৃত" পত্রিকা --- ১৯৭৪ খ্রিস্টাব্দ।

৬৩) "জল (২)" --- শারদীয় "পরিচয়" পত্রিকা --- ১৯৭৭ খ্রিস্টাব্দ।

৬৪) "ভাত (১)" --- শারদীয় "অমৃত" পত্রিকা --- ১৩৮২ বঙ্গাব্দ/১৯৭৫ খ্রিস্টাব্দ।

৬৫) "ভাত (২)" --- "কথাসাহিত্য" পত্রিকা --- ১৯৭৫ খ্রিস্টাব্দ।

৬৬) "জানোয়ার" --- "উল্টোরথ" পত্রিকা --- ১৯৭৬ খ্রিস্টাব্দ।

৬৭) "কমলালয়" --- শারদীয় "চলার পথে" পত্রিকা --- ১৯৭৬ খ্রিস্টাব্দ।

৬৮) "দৃশ্যপটে আমিই নায়ক" --- শারদীয় "অমৃত" পত্রিকা --- ১৩৮৪ বঙ্গাব্দ/১৯৭৭ খ্রিস্টাব্দ।

৬৯) "স্তনদায়িনী" --- "এক্ষণ" পত্রিকা --- ১৯৭৭ খ্রিস্টাব্দ।

৭০) "অপারেশন বাকুলি" --- শারদীয় "নবযুগ" পত্রিকা --- ১৯৭৮ খ্রিস্টাব্দ।

৭১) "ঘর" --- শারদীয় "সাহিত্য আকাশ" পত্রিকা --- ১৯৭৮ খ্রিস্টাব্দ।

৭২) "সুকু-দুখুর উনআশি" --- "বর্তিকা" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৩৮৬ বঙ্গাব্দ/১৯৭৯ খ্রিস্টাব্দ।

৭৩) "ধরমারু" --- শারদীয় "পরিচয়" পত্রিকা --- ১৩৮৬ বঙ্গাব্দ/১৯৭৯ খ্রিস্টাব্দ।

৭৪) "শূন্যস্থান পূর্ণ করো" --- "অনীক" পত্রিকা --- আগস্ট-অক্টোবর, ১৯৭৯ খ্রিস্টাব্দ।

৭৫) "ওরা" --- "যুগান্তর" সাময়িকী (পত্রিকা) --- ৩০শে ডিসেম্বর, ১৯৭৯ খ্রিস্টাব্দ।

৭৬) "পাপের উৎস সন্ধানে" --- শারদীয় "এক্ষণ" পত্রিকা --- ১৯৭৯ খ্রিস্টাব্দ।

৭৭) "টোটকা" --- শারদীয় "সত্যযুগ" পত্রিকা --- ১৯৮০ খ্রিস্টাব্দ।

৭৮) "পিতাপুত্র" --- শারদীয় "নহবৎ" পত্রিকা --- ১৯৮০ খ্রিস্টাব্দ।

৭৯) "ফারকাটি" --- "বর্তিকা" পত্রিকা --- জানুয়ারি-সেপ্টেম্বর, ১৯৮১ খ্রিস্টাব্দ।

★পুনর্মুদ্রণ :- "বিনোদন বিচিত্রা" পত্রিকা --- শারদ সংখ্যা, ১৯৯৭ খ্রিস্টাব্দ।

৮০) "যাবজ্জীবন" --- "আজকাল" পত্রিকা --- রবিবাসর সংখ্যা, ১৬ই জুন, ১৯৮১ খ্রিস্টাব্দ।

৮১) "ভয়" --- "প্রতিলিপি" পত্রিকা --- আশ্বিন, ১৩৮৯ বঙ্গাব্দ/১৯৮২ খ্রিস্টাব্দ।

৮২) "কানু" --- "কলেজস্ট্রীট" পত্রিকা --- এপ্রিল-মে, ১৯৮২ খ্রিস্টাব্দ।

৮৩) "তারপর" --- "প্রমা" পত্রিকা --- অক্টোবর, ১৯৮২ খ্রিস্টাব্দ।

৮৪) "ভাত (৩)" --- "ম্যানিফেস্টো" পত্রিকা --- ১৯৮২ খ্রিস্টাব্দ। [★পরে গল্পটি ২০০৪ সালে কলকাতার (কলকাতা-৭০০০৭৩) "দে'জ পাবলিশার্স" প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত "মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্প" নামক গল্প-সংকলন গ্রন্থের অন্তর্ভুক্ত হয়। এই গল্পটি বর্তমান সময়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণির "সাহিত্য সঞ্চয়ন" পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত বা অন্তর্গত।]

৮৫) "চোর" --- শারদীয় "কবিতীর্থ" পত্রিকা --- ১৩৯০/১৯৮৩ খ্রিস্টাব্দ।

৮৬) "সাপ" --- "আমুখ" লিটল ম্যাগাজিন (পত্রিকা) --- ১ম বর্ষ, ১ম সংখ্যা, মে-আগস্ট, ১৯৮৩ খ্রিস্টাব্দ।

৮৭) "নিখোঁজ" --- "প্রমা" পত্রিকা --- রজত সংখ্যা, ১৯৮৪ খ্রিস্টাব্দ।

৮৮) "নেয় না" --- শারদীয় "পরিবর্তন" পত্রিকা --- ১৩৯২/১৯৮৫ খ্রিস্টাব্দ।

৮৯) "ছোঁয়াচ" --- "দৈনিক বর্তমান" পত্রিকা --- ২০ই জানুয়ারি, ১৯৮৫ খ্রিস্টাব্দ।

৯০) "উদ্বরের জন্ম ও মৃত্যু" --- "অনীক" পত্রিকা --- সেপ্টেম্বর-অক্টোবর, ১৯৮৫ খ্রিস্টাব্দ।

৯১) "সময়, এই সময়" --- "অগ্রণী" পত্রিকা --- অক্টোবর-ডিসেম্বর, ১৯৮৫ খ্রিস্টাব্দ।

৯২) "বানভাসি" --- শারদীয় "সুকন্যা" পত্রিকা --- ১৯৮৫ খ্রিস্টাব্দ।

৯৩) "দুরদর্শন" --- "চিত্রকূট" পত্রিকা --- অক্টোবর-ডিসেম্বর, ১৯৮৬ খ্রিস্টাব্দ।

৯৪) "সৌতি এবং গেং" --- শারদীয় "যুগান্তর" পত্রিকা --- ১৩৯৪/১৯৮৭ খ্রিস্টাব্দ।

৯৫) "বুদ্ধিজীবী" --- শারদীয় "আজকাল" পত্রিকা --- ১৩৯৪/১৯৮৭ খ্রিস্টাব্দ।

৯৬) "আলতা" --- শারদীয় "বলাগড় বার্তা" পত্রিকা --- ১৩৯৪/১৯৮৭ খ্রিস্টাব্দ।

৯৭) "তোমার তরে আমি আমার তরে তুমি" --- "প্রমা" পত্রিকা --- জুলাই-সেপ্টেম্বর, ১৯৮৭ খ্রিস্টাব্দ।

৯৮) "নৈতিক" --- শারদীয় "ইস্পাতের চিঠি" পত্রিকা --- ১৩৯৫/১৯৮৮ খ্রিস্টাব্দ।

৯৯) "চক্ষুদান" --- শারদীয় "ভাণ্ডার" পত্রিকা --- ১৩৯৫/১৯৮৮ খ্রিস্টাব্দ।

১০০) "সস্তা ও দামি" --- "আজকাল" পত্রিকা --- রবিবাসর সংখ্যা, ৩১শে জুলাই, ১৯৮৮ খ্রিস্টাব্দ।

১০১) "কুড়ানি" --- শারদীয় "কলকাতা" পত্রিকা --- ১৩৯৬ বঙ্গাব্দ/১৯৮৯ খ্রিস্টাব্দ।

১০২) "খরা" --- "গল্পপত্র" পত্রিকা --- শারদীয় সংখ্যা, ১৩৯৬ বঙ্গাব্দ/১৯৮৯ খ্রিস্টাব্দ।

১০৩) "যাবজ্জীবন" --- রবিবাসর "আজকাল" পত্রিকা --- ১৯৮৯ খ্রিস্টাব্দ।

১০৪) "প্রতারক" --- সাপ্তাহিক "বসুমতী" পত্রিকা --- প্রকাশকাল অজ্ঞাত।

১০৫) "জোচ্চোর" --- "অনীক" পত্রিকা --- প্রকাশকাল অজ্ঞাত।

¤ মহাশ্বেতা দেবীর ব্যঙ্গধর্মী ''সচিত্র ভারত'' পত্রিকায় "শ্রীসুমিত্রা দেবী", "শ্রীমতি সুমিত্রা দেবী" এবং ''সুমিত্রা দেবী'' ছদ্মনামে লিখিত বা রচিত রঙ্গব্যঙ্গধর্মী গল্প :-

             ★১৯৫১/১৯৫২-১৯৫৬ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে গল্পকার মহাশ্বেতা দেবী "শ্রীসুমিত্রা দেবী", "শ্রীমতি সুমিত্রা দেবী" এবং "সুমিত্রা দেবী"-এই তিনটি ছদ্মনামে ব্যঙ্গধর্মী "সচিত্র ভারত" পত্রিকায় রঙ্গব্যঙ্গধর্মী বেশ কতকগুলি গল্প লেখেন বা রচনা করেন। সেগুলির পত্রিকায় প্রকাশকাল অনুসারে ক্রমানুযায়ী সাজিয়ে তথ্যসহকারে নিম্নে দেওয়া হল --

ছদ্মনামে লিখিত গল্প - পত্রিকায় প্রথম প্রকাশ

১) "আমি ছবি আঁকিনে, আঁকে আমার মন" [মহাশ্বেতা দেবীর "শ্রীসুমিত্রা দেবী" ছদ্মনামে লিখিত বা রচিত প্রথম গল্প] --- ১লা মার্চ, ১৯৫২ খ্রিস্টাব্দ।

২) "কালবৈশাখী" [মহাশ্বেতা দেবীর "শ্রীমতি সুমিত্রা দেবী" ছদ্মনামে লিখিত বা রচিত প্রথম বা শেষ গল্প] --- ২৬শে এপ্রিল, ১৯৫২ খ্রিস্টাব্দ।

৩) "বিস্মরণী" [মহাশ্বেতা দেবীর "শ্রীসুমিত্রা দেবী" ছদ্মনামে লিখিত বা রচিত দ্বিতীয় বা শেষ গল্প] --- ৩১শে মে, ১৯৫২ খ্রিস্টাব্দ।

৪) "একটি আষাঢ়ে গল্প"[মহাশ্বেতা দেবীর "সুমিত্রা দেবী" ছদ্মনামে লিখিত বা রচিত দ্বিতীয় গল্প] --- ১৩ই মার্চ, ১৯৫৪ খ্রিস্টাব্দ।

৫) "গোরু একটি গৃহপালিত জন্তু" [মহাশ্বেতা দেবীর "সুমিত্রা দেবী" ছদ্মনামে লিখিত বা রচিত তৃতীয় গল্প] --- ৩রা এপ্রিল, ১৯৫৪ খ্রিস্টাব্দ।

৬) "শান্তিকুঞ্জ" --- ৫ই জুন, ১৯৫৪ খ্রিস্টাব্দ।

৭) "মাঝরাতের ইন্তাজার" --- ১৭ই জুলাই, ১৯৫৪ খ্রিস্টাব্দ।

৮) "প্রতিশ্রুতি" --- ৩১শে অক্টোবর, ১৯৫৪ খ্রিস্টাব্দ।

৯) "মিঞা কি মল্লার" --- ২৫শে ডিসেম্বর, ১৯৫৪ খ্রিস্টাব্দ।

১০) "ইন্দোরের লবঙ্গলতিকা রায়" --- ১২ই ফেব্রুয়ারি, ১৯৫৫ খ্রিস্টাব্দ।

১১) "অনবরত বাগচীর হিমালয় যাত্রা" --- ২৬শে ফেব্রুয়ারি, ১৯৫৫ খ্রিস্টাব্দ।

১২) "অনবরত বাগচী এবং দীপান্তরিতা" --- ৫ই মার্চ, ১৯৫৫ খ্রিস্টাব্দ।

১৩) "কারণ ছিল" --- ১৯শে মার্চ, ১৯৫৫ খ্রিস্টাব্দ।

১৪) "পূর্বাভাস" --- ২৩শে এপ্রিল, ১৯৫৫ খ্রিস্টাব্দ।

১৫) "মালতীরা কোথায় যায়?" --- ৩০শে এপ্রিল, ১৯৫৫ খ্রিস্টাব্দ।

১৬) "পুতুলদিদি" --- ১৪ই মে, ১৯৫৫ খ্রিস্টাব্দ।

১৭) "ত্রিভুজ" --- ৯ই জুলাই, ১৯৫৫ খ্রিস্টাব্দ।

১৮) "একমাত্র আত্মীয়" --- ১৬ই জুলাই, ১৯৫৫ খ্রিস্টাব্দ।

১৯) "মদনবিয়োগ কাহিনী" --- ১৪ই জানুয়ারি, ১৯৫৬ খ্রিস্টাব্দ।

                 ★এর মধ্যে "আমি ছবি আঁকিনি, আঁকে আমার মন" (১লা মার্চ, ১৯৫২) ও "বিস্মরণী" (৩১শে মে, ১৯৫২) গল্পদুটি মহাশ্বেতা দেবীর "শ্রীসুমিত্রা দেবী" ছদ্মনামে, "কালবৈশাখী" (২৬শে এপ্রিল, ১৯৫২) গল্পটি "শ্রীমতি সুমিত্রা দেবী" ছদ্মনামে এবং অন্যান্য গল্পগুলি "সুমিত্রা দেবী" ছদ্মনামে প্রকাশিত হয়। গল্পগুলি প্রথম সংকলিত হয় কলকাতার "দে'জ পাবলিশার্স" থেকে প্রকাশিত "মহাশ্বেতা দেবী রচনা সমগ্র" গ্রন্থের প্রথম খণ্ডে।

★এছাড়া, গল্পকার মহাশ্বেতা দেবীর "সুমিত্রা দেবী" ছদ্মনামে লেখা বা রচিত আরও দু'টি রঙ্গব্যঙ্গধর্মী গল্প রয়েছে, যেগুলো ব্যঙ্গধর্মী "সচিত্র ভারত" পত্রিকায় প্রকাশিত হলেও পৃথক নামাঙ্কিত কোন গল্পগ্রন্থ বা গল্প-সংকলন গ্রন্থে সংকলিত হয়নি। গল্পদুটি পত্রিকায় প্রকাশকাল অনুসারে ক্রমানুযায়ী সাজিয়ে নিম্নে দেওয়া হল ---

২০) "মরাচিঠি" [মহাশ্বেতা দেবীর "সুমিত্রা দেবী" ছদ্মনামে লিখিত বা রচিত প্রথম গল্প] --- ২০ই অক্টোবর, ১৯৫১ খ্রিস্টাব্দ।

২১) "বন্ধু বিচ্ছেদ" [মহাশ্বেতা দেবীর "সুমিত্রা দেবী" ছদ্মনামে লিখিত বা রচিত শেষ গল্প] --- ১০ই মার্চ, ১৯৫৬ খ্রিস্টাব্দ।


  • আলোচক : সৌম্য মাইতি
  • যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪

This is a premium content, you can continue reading this content in our Android App. Click the button below to continue. alert-info

2 Comments

Post a Comment

Previous Post Next Post