সমরেশ বসুর ছোট গল্পগ্রন্থ এবং সংকলন গ্রন্থ
কথাসাহিত্যিক সমরেশ বসুর জীবদ্দশায় (জীবিতকালে) মুদ্রিত বা প্রকাশিত প্রায় ৫০টি ছোট গল্পগ্রন্থ এবং ছোটগল্প-সংকলন গ্রন্থে ছোটগল্পের সংখ্যা প্রায় ১০০০টির কাছাকাছি। তাঁর মুদ্রিত বা প্রকাশিত ছোট গল্পগ্রন্থ এবং ছোটগল্প-সংকলন গ্রন্থগুলির তালিকা প্রকাশকাল অনুসারে ক্রমানুযায়ী সাজিয়ে তথ্যসহকারে নিম্নে দেওয়া হল ---
১) 'মরশুমের একদিন' (রচনাকাল : ১৯৫২ ও গ্রন্থাকারে প্রকাশকাল : ১৯৫৩)
★প্রকাশনা সংস্থা :- 'অন্যধারা প্রকাশনী', কলকাতা - ৭০০০০৫।
★পত্রিকায় প্রকাশকাল ও রচনাকাল :- এই ছোট গল্পগ্রন্থটি সমরেশ বসু ১৯৫২ খ্রিস্টাব্দে রচনা করেন এবং ১৯৫২ খ্রিস্টাব্দেই পত্রিকায় প্রকাশিত হয়।
★তথ্য :- এটি সমরেশ বসুর মুদ্রিত বা প্রকাশিত প্রথম ছোট গল্পগ্রন্থ।
★ছোট গল্পগ্রন্থে গল্পের সংখ্যা :- ১৩টি।
★উৎসর্গ :- এই ছোট গল্পগ্রন্থটি তিনি উৎসর্গ করেন --- বন্ধু (বাঙালি বামপন্থী সাহিত্যিক, সাংবাদিক ও অনুবাদক) শ্রীযুক্ত ননী ভৌমিক মহাশয়কে।
- পরিমার্জিত দ্বিতীয় (২য়) সংস্করণ :- ভাদ্র, ১৩৬৮ বঙ্গাব্দ।
★প্রকাশনা সংস্থা :- 'অন্যধারা প্রকাশনী', ৩, রাজা গোপেন্দ্র স্ট্রীট, কলকাতা - ৭০০০০৫।
★মুদ্রণ সংস্থা :- 'আমি প্রেস', ৭৫, পটলডাঙ্গা স্ট্রীট, কলকাতা - ৭০০০০৯।
★প্রচ্ছদপট শিল্পী :- শ্রীশৈবাল দত্ত।
★তথ্য :- 'মরশুমের একদিন' গল্পগ্রন্থের দ্বিতীয় (২য়) সংস্করণের একই নামের গল্প 'মরশুমের একদিন', এই গল্পগ্রন্থের দ্বিতীয় (২য়) সংস্করণের ১১ সংখ্যক গল্প।
★দ্বিতীয় (২য়) সংস্করণে গল্পের সংখ্যা :- ১২ টি।
★সূচিপত্র :- 'পকেটমার', 'শেষ মেলাষ', 'জলসা', 'গন্তব্য', 'বিষের ঝাড়', 'গুনিন', 'প্রাণ পিপাসা', 'কাজ নেই', 'ঈশানে মেঘ', 'জোয়ার ভাটা', 'মরশুমের একদিন', 'আদাব' [এটি সমরেশ বসুর প্রথম প্রকাশিত ছোটগল্প; এই ছোটগল্পটি ১৯৪৬ খ্রিস্টাব্দে 'পরিচয়' পত্রিকার শারদীয় (শারদ) সংখ্যায় প্রকাশিত হয়]।
★দ্বিতীয় (২য়) সংস্করণের প্রথম গল্প :- 'পকেটমার'।
★দ্বিতীয় (২য়) সংস্করণের শেষ গল্প :- 'আদাব'।
★পৃষ্ঠা সংখ্যা :- ১৫৮টি।
২) 'অকাল বৃষ্টি' (১৯৫৩)
★তথ্য :- এটি সমরেশ বসুর মুদ্রিত বা প্রকাশিত দ্বিতীয় ছোট গল্পগ্রন্থ।
৩) 'পশারিণী' (১৯৫৫/জ্যৈষ্ঠ, ১৩৬২)
★প্রকাশনা সংস্থা :- 'নতুন সাহিত্য ভবন', ৩, শম্ভুনাথ পণ্ডিত স্ট্রীট, কলকাতা - ৭০০০২০।
★প্রকাশক :- শ্রীসুশীল কুমার সিংহ।
★মুদ্রণ সংস্থা :- 'ইণ্ডিয়ান ফোটো এনগ্রেভিং কোং লিঃ', ২৮, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯।
★মুদ্রক বা মুদ্রাকর :- শ্রীদ্বিজেন্দ্রলাল বিশ্বাস।
★প্রচ্ছদপট শিল্পী :- খালেদ চৌধুরী।
★মূল্য বা দাম :- দু-টাকা আট আনা।
★উৎসর্গ :- এই উপন্যাসটি তিনি উৎসর্গ করেন --- কবি ও বহুকাল মার্কসবাদী চিন্তাধারায় অনুপ্রাণিত শ্রীযুক্ত রাম বসু মহাশয়কে।
৪) 'ষষ্ঠ ঋতু' (১৯৫৬/২০শে ডিসেম্বর, ১৩৬৩)
★প্রকাশনা সংস্থা :- 'নিও-লিট পাবলিশার্স', ২১৩, বহুবাজার স্ট্রীট, কলকাতা - ৭০০০১২।
★প্রকাশক :- শ্রীপ্রফুল্ল দাস।
★মুদ্রণ সংস্থা :- 'যোগমায়া প্রিন্টিং ওয়ার্কস্', ১, রাজেন্দ্র দেব রোড, কলকাতা - ৭০০০০৭।
★মুদ্রক বা মুদ্রাকর :- শ্রীকার্তিকচন্দ্র পাল।
★ব্লকনির্মাণ :- ব্লকম্যান।
★প্রচ্ছদ মুদ্রণ সংস্থা :- 'ফটোটাইপ সিণ্ডিকেট', কলকাতা - ৭০০০১২।
★প্রচ্ছদপট শিল্পী :- শ্রীসুবোধ সেনগুপ্ত।
★মূল্য বা দাম :- দুই (২) টাকা।
★পৃষ্ঠা সংখ্যা :- ১২৮টি।
★উৎসর্গ :- এই ছোট গল্পগ্রন্থটি তিনি উৎসর্গ করেন --- শ্রীযুক্ত দীপেন বন্দ্যোপাধ্যায়, শ্রীযুক্ত ধনঞ্জয় দাশ, শ্রীযুক্ত বিমল ভৌমিক ও শ্রীযুক্ত যুগান্তর চক্রবর্তী মহাশয়কে।
★উৎসর্গপত্র :- এই ছোট গল্পগ্রন্থটির উৎসর্গপত্রে সমরেশ বসু লিখেছেন, --- 'দীপেন বন্দ্যোপাধ্যায়
ধনঞ্জয় দাশ
বিমল ভৌমিক
যুগান্তর চক্রবর্তী
প্রিয়বরেষু' ---
৫) 'ফুলবর্ষিয়া' (১৯৫৭)
★প্রকাশনা সংস্থা :- 'ক্যালকাটা পাবলিশার্স', ১০, শ্যামাচরণ দে স্ট্রীট, কলকাতা - ৭০০০১২।
- ছোট গল্পগ্রন্থের দ্বিতীয় (২য়) মুদ্রণ (পুনর্মুদ্রণ) :- মাঘ, ১৩৮৬ বঙ্গাব্দ।
★প্রকাশনা সংস্থা :- 'ক্যালকাটা পাবলিশার্স', ১০, শ্যামাচরণ দে স্ট্রীট, কলকাতা - ৭০০০১২।
★প্রকাশক :- শ্রীমলয়েন্দ্রকুমার সেন।
★মুদ্রণ সংস্থা :- 'শ্রীগোপাল প্রেস', ১২১, রাজা দীনেন্দ্র স্ট্রীট, কলকাতা - ৭০০০০৪।
★মুদ্রক বা মুদ্রাকর :- শ্রীইন্দ্রজিৎ পোদ্দার।
★প্রচ্ছদপট শিল্পী :- শ্রীগণেশ বসু।
★প্রচ্ছদ মুদ্রণ সংস্থা :- 'নিউ গ্রাইমা প্রেস', কলকাতা।
৬) 'সমরেশ বসুর বাছাই গল্প' (অক্টোবর, ১৯৫৮/আশ্বিন, ১৩৬৫)
★প্রকাশনা সংস্থা :- 'মণ্ডল বুক হাউস', ৭৮/১, মহাত্মা গান্ধী রোড, কলেজ স্ট্রীট, কলকাতা - ৭০০০০৯।
★প্রকাশক :- শ্রীসুনীল মন্ডল।
★মুদ্রণ সংস্থা :- 'বাণী মুদ্রণ', ৫৪৪, নরেন সেন স্কোয়ার, কলকাতা - ৭০০০০৯।
★মুদ্রক বা মুদ্রাকর :- শ্রীবংশীধর সিংহ।
★প্রচ্ছদপট ও অলংকরণ সংস্থা :- ৫৯৫, সারকুলার রোড, হাওড়া - ৭০০০০৪।
★প্রচ্ছদ ব্লক সংস্থা :- 'মডার্ন প্রসেস', কলেজ রোড, কলকাতা - ৭০০০০৯।
★প্রচ্ছদ ও আলোকচিত্র মুদ্রণ সংস্থা :- 'ইম্প্রেসন্ হাউস', ৬৪, সীতারাম ঘোষ স্ট্রীট, কলকাতা - ৭০০০০৯।
★ছোটগল্প-সংকলন গ্রন্থে গল্পের সংখ্যা :- ২৬টি।
★সূচিপত্র :- 'স্বীকারোক্তি' [১৯৪৯ সালে বে-আইনি ঘোষিত এক রাজনৈতিক পার্টির একজন সদস্যের বন্দী অবস্থায় লিখিত স্মৃতিচারণ থেকে উদ্ধৃত], 'দুই বন্ধু', 'আরােগ্য', ছেঁড়া তমসুক', 'অবাধ্য', 'আদাব' [এটি সমরেশ বসুর প্রথম প্রকাশিত ছোটগল্প; এই ছোটগল্পটি ১৯৪৬ খ্রিস্টাব্দে 'পরিচয়' পত্রিকার শারদীয় (শারদ) সংখ্যায় প্রকাশিত হয়], 'পসারিণী', 'নিষিদ্ধ ছিদ্র', 'রাজা', 'বিবেক', 'সাধ', 'শানা বাউরীর কথকতা', 'শহীদের মা', 'শান্তিপ্রিয়', 'বিষের ধাড়', 'জীবিকা', 'আলোয় ফেরা', 'শুভ্রা সন্ধ্যা সংবাদ', 'পঞ্চায়েত', 'রং', 'পয়স্বিনী', 'শিকল কাটার ছল', 'পার', আটাত্তর দিন পরে', 'উত্তাপ', 'প্রাণ পিপাসা'।
★ছোটগল্প-সংকলন গ্রন্থের প্রথম গল্প :- 'স্বীকারোক্তি'।
★ছোটগল্প-সংকলন গ্রন্থের শেষ গল্প :- 'প্রাণ পিপাসা'।
★প্রচ্ছদপট শিল্পী ও অলংকরণ :- শ্রীগণেশ বসু।
★পৃষ্ঠা সংখ্যা :- ৩৩০টি।
৭) 'মনোমুকুর' (১৯৫৮/অগ্রহায়ণ, ১৩৬৫)
★প্রচ্ছদপট শিল্পী :- শ্রীগণেশ বসু।
★উৎসর্গ :- এই গল্পগ্রন্থটি তিনি উৎসর্গ করেন --- মা'কে (মাতৃদেবী শ্রীমতি শৈবালিনী দেবী'কে)।
৮) 'দেওয়াল লিপি' (১৯৫৯/আষাঢ়, ১৩৬৬)
★প্রকাশনা সংস্থা :- 'রবীন্দ্র লাইব্রেরী', ১৫/২, শ্যামাচরণ দে স্ট্রীট, কলকাতা - ৭০০০১২।
★প্রকাশক :- শ্রীরবীন্দ্রনাথ বিশ্বাস।
★মুদ্রণ সংস্থা :- 'কল্পনা প্রেস প্রাঃ লিঃ', ৯, শিবনারায়ণ দাস লেন, কলকাতা - ৭০০০০৬।
★মুদ্রক বা মুদ্রাকর :- শ্রীসুবোধচন্দ্র মণ্ডল।
★মূল্য বা দাম :- দুই টাকা পঞ্চাশ নয়া পয়সা (২.৫ টাকা)।
★প্রচ্ছদপট শিল্পী :- শ্রীগণেশ বসু।
★পৃষ্ঠা সংখ্যা :- ১৫০টি।
৯) 'পাহাড়ী ঢল' (১৯৬১)
১০) 'সুবর্ণা' (১৯৬১)
১১) 'সমরেশ বসুর শ্রেষ্ঠ গল্প' (১৯৬১)
★প্রকাশনা সংস্থা :- 'প্রমা প্রকাশনী', ৫, ওয়েস্ট রেঞ্জ, কলকাতা - ৭০০০১৭।
★প্রকাশক :-শ্রীসুরজিৎ ঘোষ।
★মুদ্রণ সংস্থা :- 'সত্যনারায়ণ প্রেস', ১, রামপ্রসাদ রায় লেন, কলকাতা - ৭০০০০৬।
★মুদ্রক বা মুদ্রাকর :- শ্রীহরিপদ পাত্র।
★প্রচ্ছদ ব্লক ও মুদ্রণ সংস্থা :- 'রিপ্রোডাকশন সিণ্ডিকেট', কলকাতা - ৭০০০০৬।
★বাঁধাই :- 'এ. জি. বাইণ্ডার্স', ২২, সীতারাম ঘোষ স্ট্রীট, কলকাতা - ৭০০০০৯।
★ছোটগল্প-সংকলন গ্রন্থে গল্পের সংখ্যা :- ১৫টি।
★সূচিপত্র :- 'অকাল বৃষ্টি', অকাল বসন্ত, 'পাড়ি', 'স্বীকারোক্তি' [১৯৪৯ সালে বে-আইনি ঘোষিত এক রাজনৈতিক পার্টির একজন সদস্যের বন্দী অবস্থায় লিখিত স্মৃতিচারণ থেকে উদ্ধৃত], 'লড়াই', 'পাপ-পুণ্য', 'ষষ্ঠ ঋতু', 'এস্মালগার', 'নররাক্ষস', 'দুলে বাড়ির ভাত', 'জোয়ার ভাঁটা', 'সোনাটরবাবু', 'নিষিদ্ধ ছিদ্র', 'পেলে লেগে যা', 'মরেছে প্যালগা ফরসা'।
★ছোটগল্প-সংকলন গ্রন্থের প্রথম গল্প :- 'অকাল বৃষ্টি'।
★ছোটগল্প-সংকলন গ্রন্থের শেষ গল্প :- 'মরেছে প্যালগা ফরসা'।
★পৃষ্ঠা সংখ্যা :- ২১২টি।
★উৎসর্গ :- এই উপন্যাসটি তিনি উৎসর্গ করেন --- কবি ও সাহিত্যিক শ্রীযুক্তা নবনীতা দেবসেন মহাশয়াকে।
★উৎসর্গপত্র :- এই ছোটগল্প-সংকলন গ্রন্থটির উৎসর্গপত্রে সমরেশ বসু লিখেছেন, --- 'নবনীতা দেবসেনকে
আন্তরিক প্রীতিসহ'।
- পরিমার্জিত নূতন সংস্করণ :- অজ্ঞাত।
★সম্পাদনা (সম্পাদক) :- শহীদুল হক খান।
১২) 'স্বনির্বাচিত শ্রেষ্ঠ গল্প' [প্রথম খণ্ড]' (১৯৬৩/১লা বৈশাখ, ১৩৭০)
★প্রকাশনা সংস্থা :- 'মডেল পাবলিশিং ', ২/এ., শ্যামাচরণ দে স্ট্রীট, কলকাতা - ৭০০০৭৩।
★প্রকাশক :- শ্রীজয়দেব ঘোষ।
★মুদ্রণ সংস্থা :- 'নবজীবন প্রেস', ৬৬, গ্রে স্ট্রীট, কলকাতা - ৭০০০০৬।।
★মুদ্রক বা মুদ্রাকর :- শ্রীকালীচরণ পাল।
★প্রকাশকের মন্তব্য :- এই ছোটগল্প-সংকলন গ্রন্থ গ্রন্থাকারে পুস্তকাকারে প্রকাশের সময় প্রকাশক শ্রীজয়দেব ঘোষ লিখেছেন, --- ''মানুষ ভাবে এক হয় আর এক। কল্পনাও করতে পারি নি হঠাৎ করে আমাদের শ্রদ্ধেয় সমরেশ বসু এভাবে চলে যাবেন। এই সেদিনও তিনি বলেছিলেন একদিন সময় করে এসাে। কথা হবে। একশাে বছরের ছােট গল্প সংকলন-স্বনির্বাচিত শ্রেষ্ঠ গল্প তিনি যখন সম্পাদনা করছিলেন সেই সময় তাঁর কাছে যেতে হয়েছিল ঘন ঘন এবং অনেকবার। তাঁর উপদেশ, লেখকদের [মৃতদের ক্ষেত্রে] গল্প নির্বাচনের ব্যাপারে ভাবনা চিস্তা এক অত্যন্ত মূল্যবান নজির হয়ে বইল সাহিত্যে।
সম্ভবত এটি সমবেশ বসুর জীবনের একমাত্র সম্পাদনা।
তখন থেকেই তাঁর নিজেব গল্পেরও একটি স্বনির্বাচিত শ্রেষ্ঠ গল্প সংকলন প্রকাশনার কথা হয়।
এই বইটি সমবেশ বসুর শেষ বেছে যাওযা পঁচিশটি গল্পের সংকলন। তিনি অনেক ভাবনা চিন্তার
পর নিজের গল্পেব বাছাই কবেন। এই গল্পগুলাে সবই ওঁর অত্যন্ত প্রিয় গল্প।
সমরেশ বসুব স্বনির্বাচিত শ্রেষ্ঠ গল্পের সংকলন প্রকাশ কবতে পেরে আমবা গর্বিত। কিন্তু একটা ব্যাপাবে ভীষণ দুঃখ বযে গেল। তিনি বলেছিলেন সংকলনটির ভূমিকা হিসেবে একটি নিবন্ধ লিখে দেবেন। শেষ পর্যন্ত আর লেখা হল না। তাব আগেই তিনি চলে গেলেন।''
প্রকাশক
শ্রীজয়দেব ঘোষ
★ছোটগল্প-সংকলন গ্রন্থের গল্পের সংখ্যা :- ২৫টি।
★সূচিপত্র :- 'জলসা', 'আইন নেই', 'উত্তাপ', জোয়ার ভাঁটা, 'উরাতীয়া', 'নটপুত্ত', 'খাঁচাকল, কপালকুণ্ডলা', 'পাড়ি', 'দুলে বাড়ির ভাত', 'নররাক্ষস', 'ও আপনার কাছে গেচে', 'শহীদের মা', 'মানুষ রতন', 'বালির ঝড়', 'একটি বেদনাদাযক প্রতিবাদ', 'সােনাটরবাবু', 'মেঘলা ভাঙ্গা রােদ', 'উজান', 'কিছু নয়', 'কাজ নেই', 'পেলে লেগে যা', 'বিহিত', 'বনমালী', 'মরেছে প্যালগা ফরসা'।
★ছোটগল্প-সংকলন গ্রন্থের প্রথম গল্প :- 'জলসা'।
★ছোটগল্প-সংকলন গ্রন্থের শেষ গল্প :- 'মরেছে প্যালগা ফরসা'।
★পৃষ্ঠা সংখ্যা :- ৩১২টি।
- পরিমার্জিত নূতন সংস্করণ :- ১৯৮৮ খ্রিস্টাব্দ।
★প্রকাশনা সংস্থা :- 'মডেল পাবলিশিং হাউস', ২৫, শ্যামাচরণ দে স্ট্রীট, কলকাতা - ৭০০০৭৩।
১৩) 'ছায়াচারিণী' (আষাঢ়, ১৩৭০)
১৪) 'বনলতা' (১৯৬৭/১৩৭৪)
★প্রকাশনা সংস্থা :- 'শৈব্যা প্রকাশন', কলকাতা।
১৫) 'পাপপুণ্য' (১৯৬৭)
১৬) 'মানুষ' (১৯৭০)
★প্রকাশনা সংস্থা :- 'আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ', ৪৫, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯।
- উপন্যাসের নূতন মুদ্রণ (পুনর্মুদ্রণ) :- ১৯৭১ খ্রিস্টাব্দ।
★প্রকাশনা সংস্থা :- 'আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ', ৪৫, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯।
১৭) 'ছেঁড়া তমসুক' (১৯৭১)
★প্রকাশনা সংস্থা :- 'মৌসুমি প্রকাশনী', ১/এ., কলেজ রোড, কলকাতা - ৭০০০০৯।
★প্রকাশক :- শ্রীদেবকুমার বসু।
১৮) 'চেতনার অন্ধকার' (১৯৭২)
১৯) 'ধর্ষিতা' (১৯৭২)
২০) 'কামনা বাসনা' (১৯৭২)
২১) 'হ্রেষাধ্বনি' (১৯৭৩)
★প্রকাশনা সংস্থা :- 'বিশ্ববাণী প্রকাশনী', ৭৯/১-বি., মহাত্মা গান্ধী রোড, কলকাতা - ৭০০০০৯।
★প্রকাশক :- শ্রীফণিভূষণ দেব।
২২) 'বিদ্যুল্লতা' (১৯৭৪)
২৩) 'রজকিনী প্রেম' (১৯৭৪)
২৪) 'বনের সঙ্গে খেলা' (১৯৭৪)
২৫) 'বিপরীত রঙ্গ' (১৯৭৫)
২৬) 'নাচঘর' (১৯৭৬)
২৭) 'কীর্তিনাশিনী' (১৯৭৬)
২৮) 'কুন্তী সংবাদ' (১৯৭৬)
২৯) 'ছোট ছোট ঢেউ' (১৯৭৭)
৩০) 'গল্পসংগ্রহ [প্রথম খণ্ড]' (১৯৭৮)
৩১) 'গল্পসংগ্রহ [দ্বিতীয় খণ্ড]' (১৯৭৮)
৩২) 'মাসের প্রথম রবিবার' (১৯৭৮)
★প্রকাশনা সংস্থা :- 'বিশ্ববাণী প্রকাশনী', ৭৯/১-বি., মহাত্মা গান্ধী রোড, কলকাতা - ৭০০০০৯।
★প্রকাশক :- শ্রীফণিভূষণ দেব।
৩৩) 'আলোর বৃন্তে' (১৯৭৮)
৩৪) 'অন্ধকারের গান' (১৯৮০)
৩৫) 'ও আপনার কাছে গেছে' (১৯৮০)
৩৬) 'গল্পসংগ্রহ [তৃতীয় খণ্ড]' (১৯৮০)
৩৭) 'গল্পসংগ্রহ [চতুর্থ খণ্ড]' (১৯৮০)
৩৮) 'বিবর মুক্ত' (১৯৮০)
৩৯) 'বিকেলে শোনা' (১৯৮০)
৪০) 'গল্পসংগ্রহ (পঞ্চম খণ্ড)' (১৯৮১)
৪১) 'কে নেবে মোরে' (১৯৮২)
৪২) 'গল্পসংগ্রহ (ষষ্ঠ খণ্ড)' (১৯৮৩)
৪৩) 'বিবেকবান/ভীরু' (১৯৮৬)
৪৪) 'আমি তোমাদেরই লোক' (১৯৮৬)
★প্রকাশনা সংস্থা :- 'জগদ্ধাত্রী পাবলিশার্স', ৫৯/১-বি., পটুয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯।
★প্রকাশক :- শ্রীশান্তনু ভাণ্ডারী।
★মুদ্রণ সংস্থা :- 'জগদ্ধাত্রী প্রিন্টার্স', ৫৯/২, পটুয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯।
★সহযোগী মুদ্রণ সংস্থা :- 'নারায়ণ প্রেস' ও 'সেঞ্চুরী প্রেস'।
★প্রচ্ছদপট শিল্পী :- শ্রীবিমল দাস।
★অলংকরণ :- শ্রীপার্থসারথী মণ্ডল।
★ছোট গল্পগ্রন্থে গল্পের সংখ্যা :- ৩৭টি।
★সূচিপত্র :- 'আদাব' [এটি সমরেশ বসুর প্রথম প্রকাশিত ছোটগল্প; এই ছোটগল্পটি ১৯৪৬ খ্রিস্টাব্দে 'পরিচয়' পত্রিকার শারদীয় (শারদ) সংখ্যায় প্রকাশিত হয়], 'প্রতিরােধ', 'আলাের বৃত্তে', 'পসারিণী', 'প্রত্যাবর্তন', 'অকাল বসন্ত', 'পাপ-পুণ্য', 'সূবার্সী', 'পাড়ি', 'মহাযুদ্ধের পরে', 'স্বীকারােক্তি' [১৯৪৯ সালে বে-আইনি ঘোষিত এক রাজনৈতিক পার্টির একজন সদস্যের বন্দী অবস্থায় লিখিত স্মৃতিচারণ থেকে উদ্ধৃত], 'উজান', 'আইন নেই', 'বিবেক', 'মান', 'সাধ', 'শােভাবাজারের শাইলক', 'মানুষ রুতন', 'শুভ বিবাহ', 'উরাতীয়া', 'ও আপনার কাছে গেচে', 'এস্মালগার', 'অকাল বষ্টি', 'দেওয়াল লিপি', 'বাসিনীর খোঁজে', "কপালকুণ্ডলা', 'মরেছে প্যালগা ফরসা', 'শুভ্রা সন্ধ্যা সংবাদ', 'নিষিদ্ধ ছিদ্র', 'পেলে লেগে যা, 'সােনাটরবাবু', 'উত্তাপ', 'উৎপাত', 'লড়াই', 'শানা বাউরীর কথকতা', 'প্রাণ পিপাসা', 'রং'।
★ছোট গল্পগ্রন্থের প্রথম গল্প :- 'আদাব'।
★ছোট গল্পগ্রন্থের শেষ গল্প :- 'রং'।
★পৃষ্ঠা সংখ্যা :- ৫০৫টি।
৪৫) 'স্বনির্বাচিত শ্রেষ্ঠ গল্প' [দ্বিতীয় খণ্ড]'
৪৬) 'নির্বাচিত গল্প'
৪৭) 'স্মরণীয় শ্রেষ্ঠ গল্প'
৪৮) 'আইন নেই'
৪৯) 'এখানে সেখানে'
৫০) 'যৌবন'
- আলোচক : সৌম্য মাইতি
- যোগাযোগ : ৬২৯০৩৭৭১৩৪
খুব উপকারি পোস্ট স্যার।। অসংখ্য ধন্যবাদ আপনাকে।।।।
ReplyDeleteThank you স্যার
ReplyDeletePost a Comment